A.H. ROMEL

A.H. ROMEL "কাপড় শুধু পোশাক নয়, এটা একজন মানুষের রুচি,
স্বাচ্ছন্দ্য আর মর্যাদার প্রতিচ্ছবি"

১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম ও মর্যাদার প্রতীক।বিশ্বে...
30/04/2025

১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম ও মর্যাদার প্রতীক।বিশ্বের প্রতিটি শ্রমিকের মতো, আমাদের দেশের পোশাক শ্রমিকরাও এই মর্যাদার দাবিদার যারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে আমাদের দেশের অর্থনীতিকে বুকে ধরে রাখেন।আজকের দিনে পোশাক শ্রমিকদের প্রতি জানাই সম্মান, কৃতজ্ঞতা, আর অধিকার আদায়ের পাশে থাকার অঙ্গীকার।

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ 😥স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes sca...
30/04/2025

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ 😥

স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র মাকড়সার (mite) কারণে হয়ে থাকে। এই মাকড়সা ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে, যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়।
স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলো হলো:
* তীব্র চুলকানি: বিশেষ করে রাতে চুলকানি বাড়ে।
* ফুসকুড়ি: ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়।
* গর্তের চিহ্ন: ত্বকের উপর ছোট, আঁকাবাঁকা, ধূসর বা সাদা রঙের সরু রেখা দেখা যেতে পারে, যা মাকড়সার তৈরি করা গর্ত।
স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে বেশি দেখা যায়:
* আঙুল ও পায়ের আঙুলের মাঝে
* কবজি
* কনুই ও হাঁটুর ভাঁজে
* বগলের নিচে
* কোমর
* নিতম্ব

স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে এবং সরাসরি চামড়ার সংস্পর্শে আসা, অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড়, বিছানা ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে।
যদি আপনার মনে হয় আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ত্বকের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন। স্ক্যাবিসের চিকিৎসার জন্য বিশেষ ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায় যা মাকড়সা এবং তাদের ডিম ধ্বংস করে। পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরও একই সময়ে চিকিৎসা করানো উচিত, এমনকি তাদের লক্ষণ না থাকলেও। এছাড়া, ব্যবহৃত কাপড় ও বিছানা গরম পানিতে ধুয়ে বা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা জরুরি।

29/04/2025

🚨Alert🚨
পুরো দেশে ছড়িয়ে পড়ছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’
সবাই সাবধানতা অবলম্বন করুন, স্পেশালি বাচ্চাদের কে খেয়াল রাখুন।

Eid Gift for Musayib Rahman  ❤️
28/03/2025

Eid Gift for Musayib Rahman ❤️

17/03/2025

আজ ইফতারে কি কিনলাম 🙃

17/03/2025

সমালোচনার অপর নাম সফলতা। 👍
তাই বলছি, কে কি বলছে তা না ভেবে সামনের দিকে এগিয়ে যান।সফলতা আসবেই, ইনশাআল্লাহ

✍ প্রিয় মানুষগুলো
17/03/2025

✍ প্রিয় মানুষগুলো

17/03/2025

আপনি কি এমন মানুষ, যিনি প্রতিদিন কিছু করার পরিকল্পনা করেন কিন্তু সেই কাজ আর করা হয় না?

- কাল সকাল ছ’টায় উঠে হাঁটতে বের হবো।
- আগামী সপ্তাহ থেকে জিম শুরু।
- একটা ব্যবসা শুরু করবো।
- কাল থেকে পড়তে বসবো। নো মোর ভুগিচুগি।

আমরা এমন সব পরিকল্পনা প্রায়ই করি। কিন্তু এগুলো কতটা বাস্তবায়ন হয়?

বেশিরভাগ সময়, একদিনও না।

মজার বিষয় হলো, এই পরিকল্পনা করার সময়েই আমরা নিজেকে বিজয়ী মনে করি। কিন্তু কাজ শুরু করতে গেলেই যেন সব হারিয়ে যায়।

এটাকে বলা হয় মেন্টাল মাস্টারবেশন।

শব্দটা একটু চমকপ্রদ, কিন্তু এর মানে খুবই সাধারণ। আপনি যখন কোনো কিছু করার প্ল্যান করেন, তখন মস্তিষ্ক একটা ভ্রম তৈরি করে। মনে হয়, কাজটা যেন হয়ে গেছে। এর পেছনে দায়ী হলো আমাদের মস্তিষ্কের ডোপামিন।

Sujon Mia  আমার জন্য একটা সিট রাখিস,,,, বাকিটা ইতিহাস 😁😁😁
16/03/2025

Sujon Mia আমার জন্য একটা সিট রাখিস,,,, বাকিটা ইতিহাস 😁😁😁

মাশাল্লাহ  Musayib Rahman এখন মসজিদে নামাজ পড়তে যায়। ❤️
15/03/2025

মাশাল্লাহ Musayib Rahman এখন মসজিদে নামাজ পড়তে যায়। ❤️

Address

Dhaka Uddan, Mohammadpur, Dhaka
Fulbaria

Telephone

+8801943975009

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.H. ROMEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.H. ROMEL:

Share