02/07/2025
🕌 হাউজ অফ উইজডম: বাগদাদের হারানো জ্ঞানমহল
বাগদাদের বুকের মাঝে একসময় দাঁড়িয়ে ছিল এক বিস্ময়-হাউজ অফ উইজডম, আরবি নাম বাইতুল হিকমা (Bayt al-Hikmah)। এটি ছিল এমন একটি প্রতিষ্ঠান, যেখানে বই শুধু পড়া বা সংরক্ষণের জন্য ছিল না ।সেখানে বই তৈরি হতো, অনুবাদ হতো, এবং নতুন জ্ঞান উদ্ভাবনও। খ্রিস্টীয় অষ্টম শতকে, আব্বাসীয় খলিফা হারুন আল-রশিদ এর সময়ে এর সূচনা হলেও, এই জ্ঞানমন্দির তার পূর্ণতা পায় তাঁর পুত্র আল-মামুন এর আমলে (খলিফা ৮১৩–৮৩৩)। আল-মামুন ছিলেন এক অসাধারণ মেধাবী শাসক, যার আগ্রহ ছিল বিজ্ঞান, দর্শন ও যুক্তিবিদ্যায়। তাঁর পৃষ্ঠপোষকতায় হাউজ অফ উইজডম হয়ে ওঠে বিশ্বের অন্যতম প্রধান জ্ঞানকেন্দ্র।
এই প্রতিষ্ঠানটি ছিল একাধারে গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র, অনুবাদ ভবন এবং মুক্ত বিতর্কের মঞ্চ। গ্রীক দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, ইউক্লিড, হিপোক্রেটিস থেকে শুরু করে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত - তাঁদের লেখা গ্রন্থ অনূদিত হতো আরবি ভাষায়, বহু সময় ফারসি বা সিরিয়াক ভাষা থেকে। এখানে একসঙ্গে কাজ করতেন মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও জরথ্রুষ্ট্রীয় পণ্ডিতেরা-এটি ছিল ধর্ম, ভাষা ও মতের ঊর্ধ্বে উঠে এক সত্যিকার “জ্ঞানতীর্থ”।
হাউজ অফ উইজডমে জন্ম নেয় আধুনিক গণিতের অন্যতম ভিত্তি- বীজগণিত (Algebra), যার রূপকার ছিলেন আল-খোয়ারিজমি। তাঁর নাম থেকেই এসেছে ‘Algorithm’ শব্দটি। এখান থেকেই শুরু হয় উন্নত জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, রসায়ন, ভূগোল ও দার্শনিক যুক্তির চর্চা। এছাড়া এখানে তৈরি হতো জ্যামিতিক যন্ত্র, মানচিত্র, তারকাচক্র, এমনকি জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস হিসেবেও কাজ করতেন পণ্ডিতেরা।
তবে ইতিহাসে যেভাবে সৃষ্টি আছে, তেমনি আছে ধ্বংস। ১২৫৮ সালে চেঙ্গিস খানের পৌত্র হুলাগু খান এর নেতৃত্বে মঙ্গোল বাহিনী বাগদাদ আক্রমণ করে। শহর ধ্বংস হয়ে যায়, অসংখ্য মানুষ নিহত হন, এবং হাউজ অফ উইজডম।এই অমূল্য জ্ঞানকেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়। বলা হয়, লাইব্রেরির অগণিত বই ফেলে দেওয়া হয়েছিল টাইগ্রিস নদীতে। কালি মিশে নদীর জল কালো হয়ে উঠেছিল, আর সেই জলে ভেসে গিয়েছিল মানবসভ্যতার শত শত বছরের জ্ঞান।
তবু এই প্রতিষ্ঠানের অবদান ইতিহাসে অম্লান। এর মাধ্যমে গড়ে ওঠে ইসলামি স্বর্ণযুগ (Islamic Golden Age), যার জ্ঞান ও বিজ্ঞান পরবর্তী ইউরোপীয় রেনেসাঁর ভিত গড়ে দেয়। ইউরোপ যখন ছিল অন্ধকার যুগে, তখন বাগদাদের এই হাউজ অফ উইজডম ছিল বিশ্বের আলো।
ছবি - কালেক্টেড ফ্রম গুগল
#হাউজঅফউইজডম #বাগদাদ #লাইব্রেরিরইতিহাস
লেখা ও ছবি সংগ্রহ : gronthik.com