গপ্পো-সপ্পো

গপ্পো-সপ্পো ‘‘ঐতিহ্যের সাথে সমকালের বন্ধন””

‘‘ঐতিহ্যের সাথে সমকালের বন্ধন”” এই শ্লোগান কে সামনে রেখে পথচলা শুরু গ্রন্থিক প্রকাশন-এর। বই মানুষকে পথ দেখায়, অজানাকে জানতে শেখায়, সত্য ও সুন্দরের পথে মানুষকে চালিত করে। সমকালীন বাংলা ও বিশ্বসাহিত্য, শিশু সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি সম্পর্কিত প্রকাশনাগুলো বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমরা নতুনভাবে সুলভে হাজির করতে চাই। আমাদের এই চেষ্টা সার্থক হবে যদি তা কিছু মাত্রায় হলেও আপনাদের প্রয়োজন মেটাতে পারে। আমাদের এই পথচলা কে সুগম করতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

☘️☘️☘️
23/07/2025

☘️☘️☘️

সত্য বলতে ইদানিং নিজেকে ভালো রাখতে, অনেক কিছু ওভারলুক করতেই বেশি মনোযোগ দিয়া বই পড়ি।
সত্যজিৎ রায়ের গোয়েন্দা কাহিনী পড়ছিলাম। কিছু মুভি দেখছিলাম। কিন্তু বিভূতিভূষণ এর গোয়েন্দা কাহিনী পড়া হয়নি। পইড়া আসলেই ভালো লাগতেছে।

৬৪ পৃষ্ঠায় আছি। উপন্যাসের চরিত্র জামাতুল্লা জাহাজের ডেকে কাজ করে। ঘটনাক্রমে নটরাজন নামের একজন মৃত্যুশয্যায় ব্যক্তি তাকে একটা সিল মোহর দেয় যার মাধ্যমে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে বলে জানান। এদিকে জমিদারের বংশধর সুশীল কাজের জন্য কলকাতা শহরে আসেন। চলতে ফিরতে জামাতউল্লা এর সাথে দেখা এবং সিল মোহরের বিষয়ে আলাপ। গুপ্ত ধনের সন্ধানে নেমে পরে জামাতউল্লা সাথে সুশীল ও তার ভাই সনৎ। জামতউল্লা তার পরিচিত ইয়ার হোসেন নামের একজন বাহাদুর টাইপের লোককে সাথে রাখলো জাহাজ এর বন্দোবস্ত করে সিঙ্গাপুর যাওয়া ও গন্তব্যে পৌঁছানোর জন্য। যাত্রাপথে তাদের উপর নানান ছোটখাটো হামলা হয়, সেগুলো উত্রেই আপাতত সবার সাথে আমি এগুচ্ছি গুপ্তধনের সন্ধানে 🫰

ইয়ার হোসেন লোকটাকে এখনো ভালো বুঝতেছি না। একটু শক্ত শক্ত কথা বলে, দেখা যাক কী হয়।
লেখা ও ছবি সংগ্রহ : Tania Akter

21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজ এরিয়ায় বিমান বিধ্বস্ত ঘটনায় আহতদের জন্য প্রচুর ব্লাড দরকার। প্লিজ পাশে থাকুন। ব্লাড দিতে আগ্রহীরা যোগাযোগ করুন এই নম্বরে; ০১৮২৯৮৬৫৮৮০। আমাদের টিম ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে সরাসরি যাচ্ছে🙏

"বিপদের নামে ত্রিশ হাত পিছিয়ে থাকে যারা, গা বাঁচিয়ে চলবার ঝোঁক যাদের সারাজীবন ধরে, তাদের দ্বারা না ঘুচবে অপরের দুঃখ, ন...
20/07/2025

"বিপদের নামে ত্রিশ হাত পিছিয়ে থাকে যারা, গা বাঁচিয়ে চলবার ঝোঁক যাদের সারাজীবন ধরে, তাদের দ্বারা না ঘুচবে অপরের দুঃখ, না ঘুচবে তাদের নিজেদের....."

লেখা: হিরে মানিক জ্বলে
বই পড়া চলছে🙂

পাঠ সংক্ষেপ: মানিক বন্দ্যোপাধ্যায়-এর উপন্যাস হীরে-মানিক জ্বলে। সামন্ত প্রথার বিলুপ্তি ও জমিদারি ব্যবস্থা ভেঙে পড়ায় সেই সময়কার সমাজব্যবস্থা ও অর্থনৈতিক পরিবর্তনের পটভূমিতে রচিত এই উপন্যাস। পুরানো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে সামাজিক শ্রেণি-সংঘাত, এবং নতুন উদীয়মান মধ্যবিত্ত শ্রেণির উত্থান তুলে ধরা হয়েছে এখানে।

এই প্রজন্মসহ বিগত কয়েক প্রজন্মের বেশিরভাগ বই পড়ুয়ার পড়ার অভ্যাস গড়ে উঠেছে  হুমায়ূন আহমেদ পড়ে। অনেক সাহিত্য বোদ্ধা ...
19/07/2025

এই প্রজন্মসহ বিগত কয়েক প্রজন্মের বেশিরভাগ বই পড়ুয়ার পড়ার অভ্যাস গড়ে উঠেছে হুমায়ূন আহমেদ পড়ে। অনেক সাহিত্য বোদ্ধা পাঠক এটা নিয়ে ক্রিটিক করেন। কিন্তু এই যে কয়েক প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়ে উঠার জন্য কিন্তু হুমায়ূন আহমেদের কৃতিত্ব অস্বীকার করা যায় না। কঠিন জীবনবোধকে সাবলীল ও নির্বিঘ্নে উপস্থাপন আমরা দেখতে পাই হুমায়ূন আহমেদ এর লেখায়। শব্দের জাদুকর হুমায়ূন আহমেদ গভীর বিষয় সহজ করে দেখিয়েছেন। এত সহজ যা আমাদের জীবনের মতো স্বচ্ছ। আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন গল্পের চরিত্রগুলোকে। এখনো কোনো বুদ্ধিমান মধ্য বয়স্ক গোয়েন্দা টাইপের লোক দেখলে আমাদের মিসির আলির কথা মনে পড়ে, যিনি সূক্ষ্ম বুদ্ধিতে সকল জটলা খুলে দিবেন। হলুদ পাঞ্জাবী পরা হিমু হুমায়ুন আহমেদ এর আরেকটি প্রভাবশালী চরিত্র। যার খামখেয়ালীতে বুদ হয়ে থাকেন পাঠকেরা। আমাদের সমাজ ও রাজনীতির অনেক বিষয়কে তিনি তার সাহিত্যে , নাটক এবং সিনেমায় সাবলীলভাবে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এর প্রভাব থেকে যাবে আরও অনেক বছর।

মৃত্যুবার্ষিকীতে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি 🙏
লিখা সংগ্রহ : gronthik.com

ঘাস কী হবে? বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল ।।এই সরল প্রশ্নে যে বিস্ময়, যে কল্পনা, যে আবেগ—সেটাই ছিল আহসান হাবীবের কবিতা...
10/07/2025

ঘাস কী হবে?
বেচবো কাল,
চিকন সুতোর কিনবো জাল ।।

এই সরল প্রশ্নে যে বিস্ময়, যে কল্পনা, যে আবেগ—সেটাই ছিল আহসান হাবীবের কবিতার ভাষা। শিশুমনের কৌতূহল আর স্বপ্নকে তিনি শব্দের জাদু দিয়ে আমাদের শৈশবকে করে তুলেছিলেন রঙিন।

আজ তাঁর প্রয়াণদিবসে আমরা কৃতজ্ঞতা নিয়ে তাকে স্মরণ করি।
গপ্পো-সপ্পো প্রকাশনীর পক্ষ থেকে জানাই শ্রদ্ধা 🙏

অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত লেখক সুদীপ্ত সালাম এর...
09/07/2025

অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত লেখক সুদীপ্ত সালাম এর নতুন বই এর কাজ চলছে।

প্রিয় পাঠক, আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হবো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া একটি কিশোরীর অভিজ্ঞতা গল্প নিয়ে ☘️

কাফকার সাহিত্যজীবন খুব দীর্ঘ না, ইনফ্যাক্ট তিনি বাইচ্যাই ছিলেন মাত্র ৪০ বছর।তিনি দেখাইতে চাইছেন জগৎ নিছক কল্পনা না, বরং ...
03/07/2025

কাফকার সাহিত্যজীবন খুব দীর্ঘ না, ইনফ্যাক্ট তিনি বাইচ্যাই ছিলেন মাত্র ৪০ বছর।

তিনি দেখাইতে চাইছেন জগৎ নিছক কল্পনা না, বরং সমাজের নির্মম বাস্তবতার অভিজ্ঞতা নিয়াই গঠিত। তার রচনায় আমরা দেখি—ব্যক্তি কীভাবে এক জটিল সামাজিক ব্যবস্থার মধ্যে পড়ে পরিণত হয় এক নিঃসঙ্গ অচেনা সত্তায়। যেখানে কাফকা দেখিয়েছেন রূপক অর্থে মানুষ কখনও পোকায় পরিণত হয়, আবার কখনো বিচারহীন কারাবন্দি হয়ে পড়ে।

হালকা করে বুঝা যায় উনি কিছুটা ইন্ট্রোভার্ট ছিলেন। জীবদ্দশায় তার কয়েকটা লেখা প্রকাশিত হয়, যার প্রত্যেকটাই ছিল সমাজের একধরনের মিরর। এবং চলমান বাস্তবতার প্রতি নীরব আক্ষেপ। মৃত্যুর আগে তার বন্ধুকে অনুরোধ করেছিলেন তার সমস্ত অপ্রকাশিত লেখা পুড়িয়ে ফেলতে, কিন্তু তার বন্ধু সেটা করেনি। তার মৃত্যুর পরও কিছু লেখা প্রকাশিত হয়েছে যেগুলোতে মানুষের অস্তিত্বগত সংকট স্পষ্ট প্রকাশ পেয়েছে।

আজ তার ১৪২তম জন্মদিন।
শুভ ১৪২তম জন্মদিন, ফ্রানৎস কাফকা।
গপ্পো-সপ্পো প্রকাশনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানবেন 🙏

🕌 হাউজ অফ উইজডম: বাগদাদের হারানো জ্ঞানমহলবাগদাদের বুকের মাঝে একসময় দাঁড়িয়ে ছিল এক বিস্ময়-হাউজ অফ উইজডম, আরবি নাম বাইতুল ...
02/07/2025

🕌 হাউজ অফ উইজডম: বাগদাদের হারানো জ্ঞানমহল

বাগদাদের বুকের মাঝে একসময় দাঁড়িয়ে ছিল এক বিস্ময়-হাউজ অফ উইজডম, আরবি নাম বাইতুল হিকমা (Bayt al-Hikmah)। এটি ছিল এমন একটি প্রতিষ্ঠান, যেখানে বই শুধু পড়া বা সংরক্ষণের জন্য ছিল না ।সেখানে বই তৈরি হতো, অনুবাদ হতো, এবং নতুন জ্ঞান উদ্ভাবনও। খ্রিস্টীয় অষ্টম শতকে, আব্বাসীয় খলিফা হারুন আল-রশিদ এর সময়ে এর সূচনা হলেও, এই জ্ঞানমন্দির তার পূর্ণতা পায় তাঁর পুত্র আল-মামুন এর আমলে (খলিফা ৮১৩–৮৩৩)। আল-মামুন ছিলেন এক অসাধারণ মেধাবী শাসক, যার আগ্রহ ছিল বিজ্ঞান, দর্শন ও যুক্তিবিদ্যায়। তাঁর পৃষ্ঠপোষকতায় হাউজ অফ উইজডম হয়ে ওঠে বিশ্বের অন্যতম প্রধান জ্ঞানকেন্দ্র।

এই প্রতিষ্ঠানটি ছিল একাধারে গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র, অনুবাদ ভবন এবং মুক্ত বিতর্কের মঞ্চ। গ্রীক দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, ইউক্লিড, হিপোক্রেটিস থেকে শুরু করে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত - তাঁদের লেখা গ্রন্থ অনূদিত হতো আরবি ভাষায়, বহু সময় ফারসি বা সিরিয়াক ভাষা থেকে। এখানে একসঙ্গে কাজ করতেন মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও জরথ্রুষ্ট্রীয় পণ্ডিতেরা-এটি ছিল ধর্ম, ভাষা ও মতের ঊর্ধ্বে উঠে এক সত্যিকার “জ্ঞানতীর্থ”।

হাউজ অফ উইজডমে জন্ম নেয় আধুনিক গণিতের অন্যতম ভিত্তি- বীজগণিত (Algebra), যার রূপকার ছিলেন আল-খোয়ারিজমি। তাঁর নাম থেকেই এসেছে ‘Algorithm’ শব্দটি। এখান থেকেই শুরু হয় উন্নত জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, রসায়ন, ভূগোল ও দার্শনিক যুক্তির চর্চা। এছাড়া এখানে তৈরি হতো জ্যামিতিক যন্ত্র, মানচিত্র, তারকাচক্র, এমনকি জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস হিসেবেও কাজ করতেন পণ্ডিতেরা।

তবে ইতিহাসে যেভাবে সৃষ্টি আছে, তেমনি আছে ধ্বংস। ১২৫৮ সালে চেঙ্গিস খানের পৌত্র হুলাগু খান এর নেতৃত্বে মঙ্গোল বাহিনী বাগদাদ আক্রমণ করে। শহর ধ্বংস হয়ে যায়, অসংখ্য মানুষ নিহত হন, এবং হাউজ অফ উইজডম।এই অমূল্য জ্ঞানকেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়। বলা হয়, লাইব্রেরির অগণিত বই ফেলে দেওয়া হয়েছিল টাইগ্রিস নদীতে। কালি মিশে নদীর জল কালো হয়ে উঠেছিল, আর সেই জলে ভেসে গিয়েছিল মানবসভ্যতার শত শত বছরের জ্ঞান।

তবু এই প্রতিষ্ঠানের অবদান ইতিহাসে অম্লান। এর মাধ্যমে গড়ে ওঠে ইসলামি স্বর্ণযুগ (Islamic Golden Age), যার জ্ঞান ও বিজ্ঞান পরবর্তী ইউরোপীয় রেনেসাঁর ভিত গড়ে দেয়। ইউরোপ যখন ছিল অন্ধকার যুগে, তখন বাগদাদের এই হাউজ অফ উইজডম ছিল বিশ্বের আলো।

ছবি - কালেক্টেড ফ্রম গুগল

#হাউজঅফউইজডম #বাগদাদ #লাইব্রেরিরইতিহাস

লেখা ও ছবি সংগ্রহ : gronthik.com

30/06/2025
30/06/2025

প্রকাশনীগুলোর পক্ষ থেকে সারাবছর বই নিয়ে কাজের পরিকল্পনা এবং প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখতে রাষ্ট্রীয় উদ্যোগে পাশে থাকার মধ্য দিয়েই আসলে চলমান পুস্তক প্রকাশনার স্থবিরতা কাটানো যেতে পারে।

আলোচনা করছেন তানিয়া আক্তার, গপ্পো-সপ্পো প্রকাশনীর প্রকাশক এবং
গ্রন্থিক প্রকাশন এর সিইও।

শুভ সকাল প্রিয় পাঠক৭ম নন ফিকশন বইমেলায় আমাদের স্টল ০২চলে আসুন...
26/12/2023

শুভ সকাল প্রিয় পাঠক
৭ম নন ফিকশন বইমেলায় আমাদের স্টল ০২
চলে আসুন...

আজ বিজয়ের মাসের সুচনা দিবস আনন্দের দিন। একইসাথে বীরপ্রতিক তারামন বিবির মৃত্যু দিবস। তাঁর জন্য শ্রদ্ধাঞ্জলি।বীর মুক্তিযোদ...
01/12/2023

আজ বিজয়ের মাসের সুচনা দিবস আনন্দের দিন। একইসাথে বীরপ্রতিক তারামন বিবির মৃত্যু দিবস। তাঁর জন্য শ্রদ্ধাঞ্জলি।
বীর মুক্তিযোদ্ধা তারামন বিবিকে নিয়ে শিশুদের জন্য আব্রাহাম লিংকন স্যার এর লেখা 'ছোটদের তারামন বীরপ্রতীক'।
বইটি ছোটদের জন্য হলেও বড়রাও এখানে মুক্তিযুদ্ধ ও তারামন বিবি বীরপ্রতীক সম্পর্কে জানতে পারবেন। বইটি বাংলা ও ইংরেজি ভাষায় প্রণিত।

গ্রন্থিক প্রকাশন এর নিবেদন...

Address

Fulbaria

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801581100001

Alerts

Be the first to know and let us send you an email when গপ্পো-সপ্পো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গপ্পো-সপ্পো:

Share

Category

গ্রন্থিক প্রকাশন

‘ঐতিহ্যের সাথে সমকালের বন্ধন’ এই শ্লোগান কে সামনে রেখে পথচলা শুরু গ্রন্থিক প্রকাশন-এর। বই মানুষকে পথ দেখায়, অজানাকে জানতে শেখায়, সত্য ও সুন্দরের পথে মানুষকে চালিত করে। সমকালীন বাংলা ও বিশ্বসাহিত্য, শিশু সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি সম্পর্কিত প্রকাশনাগুলো বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমরা নতুনভাবে সুলভে হাজির করতে চাই। আমাদের এই চেষ্টা সার্থক হবে যদি তা কিছু মাত্রায় হলেও আপনাদের প্রয়োজন মেটাতে পারে। আমাদের এই পথচলা কে সুগম করতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।