22/06/2025
চীনের পেসিডেন্ট শি জিনপিং টুইটারে এটা লিখেছেঃ
"যুক্তরাষ্ট্রকে ছাড়া বিশ্ব এগিয়ে যেতে পারে।
১০০ বছর আগে, ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করত, বিশ্বের ২০%-এর বেশি সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণ ছিল। তখন অনেকে বিশ্বাস করত, “ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না।”
২০০ বছর আগে, ফ্রান্স ইউরোপের মঞ্চে রাজত্ব করত—তার সেনাবাহিনী ছিল ভীতিকর, সংস্কৃতি ছিল ঈর্ষণীয়। নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন।
৪০০ বছর আগে, স্প্যানিশ রাজশক্তি ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করত, তাদের ধন-সম্পদে ভর্তি জাহাজ রূপা ও রেশম নিয়ে বিশ্বে চলাচল করত। রাজারা মনে করতেন, তাঁদের গৌরব চিরকাল থাকবে।
প্রত্যেক সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত, সবাই বিলুপ্ত হয়েছে।
ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তরিত হয়, আর বৈধতা মারা যায় সেই মুহূর্তে যখন তা অর্জনের পরিবর্তে ধরে নেওয়া হয়। যদি যুক্তরাষ্ট্র বিশ্ববাসীর সম্মান হারায়, তাহলে তারা সেই চিরন্তন সত্য উপলব্ধি করবে, যা প্রতিটি পতিত সাম্রাজ্য অনেক দেরিতে বুঝেছে:
বিশ্ব এগিয়ে যায়। সবসময়। "