Janatar Desh - জনতার দেশ

Janatar Desh - জনতার দেশ Janatar Desh – Your Voice, Your News. Stay informed with the latest updates, breaking news, and in-depth stories from around the world.

Reliable, unbiased, and always for the people.

কুমিল্লার গৌরীপুরে দীর্ঘ ২০ বছরের পুরোনো পাকা রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী ম...
22/08/2025

কুমিল্লার গৌরীপুরে দীর্ঘ ২০ বছরের পুরোনো পাকা রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী মহল পেশীশক্তির জোরে রাস্তা দখল করায় সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছে। ইতোমধ্যে শতাধিক পরিবার এই সংকটে অসহায় হয়ে পড়েছে।

বিস্তারিত জানতে কমেন্টে ক্লিক করুন।

ইতিহাস বলে, যখন জনতা জেগে ওঠে, তখন স্বৈরশক্তি কাঁপে।জুলাই সেই জাগরণের সাক্ষী। #ছাত্রআন্দোলন  #জুলাইগণঅভ্যুত্থান  #গণআন্দ...
04/08/2025

ইতিহাস বলে, যখন জনতা জেগে ওঠে, তখন স্বৈরশক্তি কাঁপে।
জুলাই সেই জাগরণের সাক্ষী।

#ছাত্রআন্দোলন #জুলাইগণঅভ্যুত্থান #গণআন্দোলন #জুলাইচেতনা

বিইউএইচএস-এ ফল-২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত: Bangladesh University of Health Sciences বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ...
26/07/2025

বিইউএইচএস-এ ফল-২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত: Bangladesh University of Health Sciences বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ, পরিদর্শনে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান... বিস্তারিত জানতে কমেন্টে ক্লিক করুন।

30/06/2025

Coming Soon

30/06/2025

জনতার দেশ - সাংবাদিক আবশ্যক

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা!🔥 জনতার দেশ নিয়ে এসেছে দারুণ সুযোগ!🏠 এখন ঘরে বসেই আয় করুন টাকা!📰 বাংলা নিউজ পোস্ট করে সহজেই উপার্...
30/06/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা!

🔥 জনতার দেশ নিয়ে এসেছে দারুণ সুযোগ!

🏠 এখন ঘরে বসেই আয় করুন টাকা!
📰 বাংলা নিউজ পোস্ট করে সহজেই উপার্জন করুন।

✅ কোন ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই
✅ মোবাইল দিয়েই কাজ শুরু করুন
✅ প্রতিদিন নতুন খবর শেয়ার করুন
✅ সহজে টাকা তুলুন বিকাশ/নগদে

💰 আপনিও হতে পারেন স্বাবলম্বী!

👉 বিস্তারিত জানতে ইনবক্স করুন বা এখনই কমেন্ট করুন “JOIN” লিখে।

🌟 আপনার মত হাজারো মানুষ ইতিমধ্যেই আয় করছেন। আপনি পিছিয়ে থাকবেন কেন?

#জনতারদেশ #ঘরেবসেইআয় #বাংলাখবর #অনলাইনে_আয়

উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহন করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয়। উনি ইসলামী সর্বোচ্চ শিক...
22/06/2025

উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহন করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয়।

উনি ইসলামী সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা হতে।
তার উপাধী আয়াতুল্লাহ যা ফিকাহবিদ/ মুজতাহিদ/ আল্লামা সমতূল্য। তাছাড়াও তিনি নবী সাঃ এর ৩৮ তম বংশধর।
নবী সাঃ এর দৌহিত্র ইমাম হুসাইন রাঃ এর ছেলে ইমাম জয়নাল আবেদীন এর বংশধর।

উনার মাথায় কালো পাগড়ী তাঁর চিহ্ন বহন করে। উনি শিয়া মাজহাবে প্রচলিত বেশ কিছু বিতর্কিত বিষয় সমাধান করে শিয়া ও সুন্নী মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে ভালো কিছু ফতোয়া জারি করেছেন।
যার মধ্যে রয়েছে সাহাবীদের গালি না দেয়া, মহহরমে শরীর থেকে রক্ত না ঝরানো, সকল মাজহাবের মুসলিম একই মসজিদে নামাজ পরার তাগিদ ইত্যাদি যা মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য অবদান হয়ে থাকবে।

চীনের পেসিডেন্ট শি জিনপিং টুইটারে এটা লিখেছেঃ"যুক্তরাষ্ট্রকে ছাড়া বিশ্ব এগিয়ে যেতে পারে।১০০ বছর আগে, ব্রিটিশ সাম্রাজ্য ব...
22/06/2025

চীনের পেসিডেন্ট শি জিনপিং টুইটারে এটা লিখেছেঃ

"যুক্তরাষ্ট্রকে ছাড়া বিশ্ব এগিয়ে যেতে পারে।

১০০ বছর আগে, ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করত, বিশ্বের ২০%-এর বেশি সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণ ছিল। তখন অনেকে বিশ্বাস করত, “ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না।”

২০০ বছর আগে, ফ্রান্স ইউরোপের মঞ্চে রাজত্ব করত—তার সেনাবাহিনী ছিল ভীতিকর, সংস্কৃতি ছিল ঈর্ষণীয়। নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন।

৪০০ বছর আগে, স্প্যানিশ রাজশক্তি ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করত, তাদের ধন-সম্পদে ভর্তি জাহাজ রূপা ও রেশম নিয়ে বিশ্বে চলাচল করত। রাজারা মনে করতেন, তাঁদের গৌরব চিরকাল থাকবে।

প্রত্যেক সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত, সবাই বিলুপ্ত হয়েছে।

ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তরিত হয়, আর বৈধতা মারা যায় সেই মুহূর্তে যখন তা অর্জনের পরিবর্তে ধরে নেওয়া হয়। যদি যুক্তরাষ্ট্র বিশ্ববাসীর সম্মান হারায়, তাহলে তারা সেই চিরন্তন সত্য উপলব্ধি করবে, যা প্রতিটি পতিত সাম্রাজ্য অনেক দেরিতে বুঝেছে:

বিশ্ব এগিয়ে যায়। সবসময়। "

কোরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের জীবনে পথপ্রদর্শক।এই ঈদ হোক শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক।ঈদ মোবারক! 🌙🕌        ...
06/06/2025

কোরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের জীবনে পথপ্রদর্শক।
এই ঈদ হোক শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক।
ঈদ মোবারক! 🌙🕌

05/06/2025

টঙ্গীর বিআরটি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা!

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরাও গত কয়েকদিন ধরে আন্দোলন করছে। তাদের দাবি বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল জ...
27/05/2025

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরাও গত কয়েকদিন ধরে আন্দোলন করছে। তাদের দাবি বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া-উল আজিমের অপসারণ।

মেজর জেনারেল জিয়া-উল আজিম কি করেছেন?
যোগদা‌নের আগে কয়েকদিন তি‌নি গোপনে সিভিলিয়ান সেজে পল্লী বিদ‌্যু‌তের সা‌র্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর দায়িত্ব নেওয়ার পরই দেশের প্রতিটি সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড অফিসে সফর এবং মতবিনিময় সভা করেন।

প‌রে তিনি প্রতিটি সমিতি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্থানীয় দপ্তর সমূহে ওলট-পালট করে দেন। ১২-১৫ বছর ধরে একই অফিসে থেকে ঘুষের রাজত্ব তৈরি করা সম্রাজ্য ভেঙে দেন। এটা সহ‌্য কর‌তে পার‌ছেন না অ‌নে‌কে। পাশাপা‌শি একের পর এক বদলি-বরখাস্ত করে যাচ্ছেন। মেজর জেনারেল জিয়া-উল আজিম খুব ট্যালেন্ট একজন মানুষ। ঘুষখোরদের বিরুদ্ধে তার যুদ্ধ সফল হোক।

27/05/2025

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Janatar Desh - জনতার দেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janatar Desh - জনতার দেশ:

Share