BCS বিসিএস

BCS বিসিএস বিসিএস ই একমাত্র লক্ষ্য

18/09/2025

্রিলিমিনারি : করণীয়/বর্জনীয়

-> আমাকে প্রিলি টিকতেই হবে। বিসিএস না হলে আমি শেষ!-এমন মানসিকতা থেকে বেড়িয়ে আসুন। অন্যান্য অনেকগুলো পরীক্ষার মত এটাকেও সাধারণ পরীক্ষা হিসেবে নিন৷ এখানে আপনার হারানোর কিছু নাই। পাওয়ার আগে অনেককিছু। মাথা ঠান্ডা রাখুন এবং সুস্থ থাকুন।

-> আমাদের আবেদনকৃত সব বিসিএসের এডমিট কার্ডগুলো একই ফাইলে থাকে। আজববৃহস্পতিবার রাতেই ৪৭তম বিসিএসের এডমিট কার্ডটি আলাদা করে রাখুন৷

->বাকি সময়টুকুতে সিরিয়াস হয়ে কিছু পড়ার দরকার নাই৷ প্রস্তুতি যেটুকু হওয়ার তা হয়েই আছে! গণিতের সূত্রসমূহ, ইংরেজি সাহিত্য দেখতে পারেন! শুক্রবার দু'ঘন্টা মাথা ঠান্ডা ও কার্যকরী রাখার জন্য পর্যাপ্ত ঘুমান। টেনশান ফ্রি থাকুন।

-> একটানা ৫/১০ টি প্রশ্ন না পারলেও ভেঙ্গে পড়বেন না। বাকি ১৯০টি আপনার জন্য অপেক্ষমান। ২০০ প্রশ্ন পড়ার টার্গেট রাখবেন!

->কার্ট মার্ক কত হতে পারে তা আপনি প্রশ্ন হাতে পেলেই আন্দাজ করতে পারবেন। প্রশ্নের মানের ওপর এটা ১০০+- কিংবা ১২০+- হতে পারে। কাজেই প্রশ্নের মান অনুযায়ী ভরাট করবেন!

->সে বিষয়ে আপনি স্ট্রং সেটা দিয়ে ভরাট শুরু করবেন। প্রশ্নের নাম্বার ও ওএমআর নাম্বার মিলিয়ে ভরাট করবেন। গণিত দিয়ে পরীক্ষা শুরু না করাই ভালো।

->পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়ার আগে বাব+মা, শ্বশুর+শাশুড়ী এমনকি কি প্রেমিক/প্রেমিকার দোয়া নিয়ে হলে যাবেন! আল্লাহর ওপর রিজিকের ভরসা ও বিশ্বাস রেখে শুরু করবেন। মনে রাখবেন, আপনি যা জানেন আর যা না জানেন+তাঁর চেয়েও ভাগ্যের ক্ষমতা বেশি।

->যেহেতু পিএসসি কঠোর সেহেতু আশপাশ থেকে সাহায্য নিতেও যাবেন না এবং সাহায্য করতেও যাবেন না। নিজে বাঁচলে বাপের নাম!

->পিএসসি ১৫০০০+- এর বেশি টিকাবে না। কাজেই আন্দাজে উত্তর দিবেন না। আপনার ভালো পরীক্ষাতেওও নেগেটিভ মার্কিং খারাপ ফলাফল এনে দিতে পারে!

->কলমের কথা বলে দেওয়ার বয়সে আপনারা নাই। তাও জেল পেন ব্যবহার করবেন না৷ বলপেন রাতে দাগাদাগি করো স্মুথ করে নিবেন।

পরীক্ষার এই শেষমুহূর্তে আর বেশি বাজে জিনিস পড়াবো না বলেই লেখা দীর্ঘ করছি না৷ যোগ্যদের জন্য দোয়া থাকলো৷ রিজিক যেখানে আছে সেখানে আপনি না চাইলেও টেনে নিয়ে যাবে। কাজেই মনোবল স্থির রাখুন।

নতুন যারা প্রিলি দিচ্ছেন তারা অতিরিক্ত চাপ নিচ্ছেন-বুঝতে পারি৷ যেহেতু আপনাদের প্রত্যাশার পারদ চড়া কাজেই ব্যর্থতার শঙ্কাও প্রবল! কাজেই চাঙ্গা থাকুন। ধৈর্যহারাদের কেউ পছন্দ করে না৷

শুভকামনা।

- মোনাব্বের স্যার
৩৩তম বিসিএস (সাধারণ শিক্ষা)

18/09/2025

৪৭ তম বিসিএস পরিক্ষা সবার ভালো হওক এই শুভ কামনা রইল....

26/10/2024

বিসিএস তিন বার হলে ননক্যডার আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি চাই কারণ বিসিএস থেকে ছিটকে পড়ে ননক্যডারও আবেদন করার সুযোগ নাই।

25/09/2024

Address

Dhaka
1212

Telephone

01948287344

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS বিসিএস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category