BCSnews.com

BCSnews.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCSnews.com, News & Media Website, Fulbaria.

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে দায়িত্ব পালনরত বিএনসিসি সদস্য দায়িত...
13/02/2025

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে দায়িত্ব পালনরত বিএনসিসি সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আসিফ (২২-২৩ সেশন) ছাত্রদল কর্মীকে নির্ধারিত জায়গায় প্রবেশে বাধা দেন (যা সবার জন্য উন্মুক্ত ছিল না)।

এর পরিপ্রেক্ষিতে, ঢুকতে না পেরে ছাত্রাবাসে গিয়ে আসিফ ও তার তিন বন্ধু মিলে রুম থেকে তুলে এনে ক্যাডেট সদস্য রাকিবুল ইসলামকে ২য় তলা থেকে ১ম তলায় নিজ কক্ষে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন। বাকি তিনজন হলেন শামীম (২২-২৩), শাখাওয়াত ও হামিদুল। উক্ত চারজনই ছাত্রদলের সক্রিয় কর্মী।

আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনসিসি ক্যাডেট ও এক্স ক্যাডেট সহ বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশন বরিশাল জেলা ইউনিটের কমিটি অনুমোদন হয়। সভাপতি রিন্টু ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ...
28/08/2024

বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশন বরিশাল জেলা ইউনিটের কমিটি অনুমোদন হয়। সভাপতি রিন্টু ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের।

27/08/2024
09/08/2024
29/06/2024

>>>এইমাত্র পাওয়া

আস সালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে ডায়রেক্ট এন্ট্রি অফিসার হিসাবে মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।...
16/05/2024

আস সালামু আলাইকুম
বাংলাদেশ নৌবাহিনীতে ডায়রেক্ট এন্ট্রি অফিসার হিসাবে মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আগ্রহী প্রার্থীরা www.joinnavy.navy.mil.bd ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
বি:দ্র:
১। সরকার কতৃক স্বীকৃত বাংলাদেশের যেকোন মেডিকেল কলেজ হতে ইন্টারনী সহ MBBS ডিগ্রী সম্পন্নকৃত হতে হবে।
২। SSC এবং HSC বা সমমান উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ 4.5 হতে হবে। ইংরেজি মিডিয়ামে পড়াশুনা করা ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষায় অংশগ্রহন করার শর্তাবলী সারকুলার থেকে দেখে নেবার অনুরোধ রইলো।
৩। প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট এবং মৌখিক পরীক্ষা ২২ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামস্থ নৌবাহিনী বেইজ বানৌজা ঈসা খানে অবস্থিত নেভি হাসপাতাল বানৌজা পতেংগায় অনুষ্ঠিত হবে।
* উল্লেখ্য যে, ২২ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৪ পর্যন্ত বাই টার্নে ভাগ ভাগ করে প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২৬ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামস্থ নেভি বেইজে (ভাইভা পরীক্ষায় জানিয়ে দেয়া হবে, কোথায় রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে) রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪। জাতীয়তা : বাংলাদেশী
৫। বয়স : ০১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
৬। প্রযোজ্যতা : শুধুমাত্র পুরুষ প্রার্থী।
৭। বৈবাহিক অবস্থা : বিবাহিত / অবিবাহিত
৮। পশ্চাৎ প্রবীণতা / সিনিয়ারিটি : ০৩ বছর
৯। নিয়োগ প্রক্রিয়া শেষে বাংলাদেশ নেভাল একাডেমিতে ০৬ মাসের মিলিটারি ট্রেনিং এ অংশগ্রহন করতে হবে।
১০। ট্রেনিং সম্পন্ন হবার পর সরাসরি লেফটেন্যান্ট র‍্যাংক (আর্মিতে ক্যাপ্টেন সমতুল্য এবং বিমান বাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট সমতুল্য) প্রাপ্ত হবেন।
:
১। নিয়োগপ্রাপ্ত অফিসারদের পরবর্তীতে DIPLOMA, MCPS, FCPS, MPH, M.PHIL, PHD সহ অন্যান্য একাডেমিক কোর্সে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
২। নিয়োগপ্রাপ্ত অফিসারদের দেশে / বিদেশে আন্ডার ওয়াটার মেডিসিন / এভিয়েশন মেডিসিন / মেরিন মেডিসিন / হাইপারবেরিক মেডিসিন / সাবমেরিন মেডিসিন সহ নানাবিধ কোর্সে প্রেরন করা হবে।
৩। অফিসারদের Performance অনুসারে জাতিসংঘ মিশন প্রাপ্তির সুযোগ।
৪। রেশন সুবিধা
৫। সামরিক বাহিনীর হাসপাতালে অফিসার এবং তার পরিবারের (স্ত্রী এবং সন্তান) বিনামূল্যে চিকিৎসা প্রাপ্তির সুবিধা এবং পিতা মাতার জন্য কম খরচে চিকিৎসা প্রাপ্তির সুবিধা।
৬। সন্তানদের শিক্ষা প্রাপ্তি (স্কুল / কলেজ / ক্যাডেট কলেজ / AFMC / MIST/ BUP ইত্যাদি) সংক্রান্ত বিশেষ সুবিধা এবং অফিসারদের আবাসন সংক্রান্ত সুবিধা প্রদান।

20/04/2024

ফরিদপুরে সন্দেহের বশে মারধরে নিহত দুই শ্রমিকের একজন ছিলেন ১৫ পারা কুরআনের হাফেজ -জানালেন নিহতের মা।
এই দেশে আইন বলে কিছু নাই।
এখন পর্যন্ত কেউ গ্রেফতার হলো না

কর্ণফুলী ৩ লঞ্চে আগুন! ইলিশা, কালিগঞ্জ থেকে ঢাকাগামী কর্ণফুলী ৩ লঞ্চটি কালিগঞ্জ থেকে ছেড়ে আসার দেড় ঘন্টা পরই বিশাল  আকার...
20/04/2024

কর্ণফুলী ৩ লঞ্চে আগুন!
ইলিশা, কালিগঞ্জ থেকে ঢাকাগামী কর্ণফুলী ৩ লঞ্চটি কালিগঞ্জ থেকে ছেড়ে আসার দেড় ঘন্টা পরই বিশাল আকারে আগুন লেগে যায়। প্রায় ৪০ মিনিট যাবৎ আগুন চলমান থাকে। অবশেষে লঞ্চটি চাঁদপুরের মাঝের চরে ঘাট করে। সকল যাত্রীকে নিরাপদে নামানো হয়।

অভিযোগ উঠেছে ফিটনেসহীন লঞ্চ জোড়া তালি দিয়ে চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমরা যথাযথ কর্তৃপক্ষের দাবী জানাচ্ছি দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত।আহত হয়েছে আরো অনেক...
16/04/2024

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত।
আহত হয়েছে আরো অনেকে

Address

Fulbaria

Telephone

+8801521451998

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCSnews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCSnews.com:

Share