16/05/2024
আস সালামু আলাইকুম
বাংলাদেশ নৌবাহিনীতে ডায়রেক্ট এন্ট্রি অফিসার হিসাবে মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আগ্রহী প্রার্থীরা www.joinnavy.navy.mil.bd ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
বি:দ্র:
১। সরকার কতৃক স্বীকৃত বাংলাদেশের যেকোন মেডিকেল কলেজ হতে ইন্টারনী সহ MBBS ডিগ্রী সম্পন্নকৃত হতে হবে।
২। SSC এবং HSC বা সমমান উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ 4.5 হতে হবে। ইংরেজি মিডিয়ামে পড়াশুনা করা ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষায় অংশগ্রহন করার শর্তাবলী সারকুলার থেকে দেখে নেবার অনুরোধ রইলো।
৩। প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট এবং মৌখিক পরীক্ষা ২২ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামস্থ নৌবাহিনী বেইজ বানৌজা ঈসা খানে অবস্থিত নেভি হাসপাতাল বানৌজা পতেংগায় অনুষ্ঠিত হবে।
* উল্লেখ্য যে, ২২ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৪ পর্যন্ত বাই টার্নে ভাগ ভাগ করে প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২৬ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামস্থ নেভি বেইজে (ভাইভা পরীক্ষায় জানিয়ে দেয়া হবে, কোথায় রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে) রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪। জাতীয়তা : বাংলাদেশী
৫। বয়স : ০১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
৬। প্রযোজ্যতা : শুধুমাত্র পুরুষ প্রার্থী।
৭। বৈবাহিক অবস্থা : বিবাহিত / অবিবাহিত
৮। পশ্চাৎ প্রবীণতা / সিনিয়ারিটি : ০৩ বছর
৯। নিয়োগ প্রক্রিয়া শেষে বাংলাদেশ নেভাল একাডেমিতে ০৬ মাসের মিলিটারি ট্রেনিং এ অংশগ্রহন করতে হবে।
১০। ট্রেনিং সম্পন্ন হবার পর সরাসরি লেফটেন্যান্ট র্যাংক (আর্মিতে ক্যাপ্টেন সমতুল্য এবং বিমান বাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট সমতুল্য) প্রাপ্ত হবেন।
:
১। নিয়োগপ্রাপ্ত অফিসারদের পরবর্তীতে DIPLOMA, MCPS, FCPS, MPH, M.PHIL, PHD সহ অন্যান্য একাডেমিক কোর্সে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
২। নিয়োগপ্রাপ্ত অফিসারদের দেশে / বিদেশে আন্ডার ওয়াটার মেডিসিন / এভিয়েশন মেডিসিন / মেরিন মেডিসিন / হাইপারবেরিক মেডিসিন / সাবমেরিন মেডিসিন সহ নানাবিধ কোর্সে প্রেরন করা হবে।
৩। অফিসারদের Performance অনুসারে জাতিসংঘ মিশন প্রাপ্তির সুযোগ।
৪। রেশন সুবিধা
৫। সামরিক বাহিনীর হাসপাতালে অফিসার এবং তার পরিবারের (স্ত্রী এবং সন্তান) বিনামূল্যে চিকিৎসা প্রাপ্তির সুবিধা এবং পিতা মাতার জন্য কম খরচে চিকিৎসা প্রাপ্তির সুবিধা।
৬। সন্তানদের শিক্ষা প্রাপ্তি (স্কুল / কলেজ / ক্যাডেট কলেজ / AFMC / MIST/ BUP ইত্যাদি) সংক্রান্ত বিশেষ সুবিধা এবং অফিসারদের আবাসন সংক্রান্ত সুবিধা প্রদান।