
01/07/2025
🌧️ আকাশ যখন কাঁদতে চায়, শহর তখন চুপ করে শোনে...
এই মেঘলা আকাশটা যেন অনেক কিছু বলছে...
🪅 অভিমান, অপেক্ষা, মুক্তি কিংবা শান্তির গল্প।
এই শহরটা ততটাই ব্যস্ত, যতটাই একাকী।
আর আমি? আমি শুধু দেখতে থাকি… সেই আকাশের বদলে যাওয়া রঙ আর নিজের ভেতর জমে থাকা না বলা কথাগুলোকে শুনি।
🌟 Welcome to my blog 🌟
এখানে আমি শেয়ার করব আমার অনুভূতি, যাত্রা, ছোট ছোট মুহূর্তের গল্প 💞
যা হয়তো আপনার মনেও কোথাও না কোথাও নাড়া দেবে।
📸 ছবিটা আজকের— আমার ছাদ থেকে।
০১.০৭.২৫