It's Mafin

It's Mafin ভে'ঙে চুর'মার হওয়া আমিটা কে কেউ কখনো সামলাতে আসেনি..!

17/07/2025

আমার ঘনিষ্ঠ মানুষ, অন্যেদের সাথে ঘনিষ্ঠ হলে,, আমি যোগাযোগ বিছিন্ন করে দেই,,।

08/07/2025

জীবনটা বড্ডো এলোমেলো হয়ে গেছে আজকাল। কোথায় আছি, কোথায় যাচ্ছি, আমি ঠিক কি চাই তাও জানি না। বারবার ভেঙে যাচ্ছি শুধু।

উঠে দাঁড়াবার শক্তিটুকুও যেনো নেই আর। বারবার ব্যর্থ হচ্ছি শুধু। অথচ ভবিষ্যত নিয়ে এক আকাশ সমান চিন্তা ঘোরে আমার মাথায়। এভাবে ভাবতে ভাবতে আমার আরেকটা ভোর হয়।

08/06/2025

আমি তোমায় কতটা ভালোবেসেছিলাম!! তা প্রকাশ করার জন্য পুরো একটা জন্মও কম পড়ে যাবে,

যে ভালোবাসা লুকিয়ে ছিল প্রতিটি নিশ্বাসে, অগোচরে গেঁথে ছিল হৃদয়ের গভীরে।

আসেনি, তা শব্দ হয়ে।

কিন্তু অনুভূতি হয়ে ছিল,
অভিমান হয়ে কেঁদেছে, অথচ বিসর্জন দিতে পারেনি।

হয়তো একদিন সময় থমকে দাঁড়াবে, হয়তো শত জন্ম পরে, কোনো এক ভোরে তুমি বুঝবে-আমার ভালোবাসা এখনো ফুরোয়নি, শুধু নীরবতার আড়ালে চিরকাল বেঁচে আছে, আর থাকবে

আমি প্রেমে পড়েছিলামএকবার, দুবার, বহুবার। কাউকে ভালোবাসিনি।একজনকে ভালোবেসেছিলামপ্রেম হলো না। জানলাম-শুধু ভালোবাসায় প্রেম ...
15/04/2025

আমি প্রেমে পড়েছিলাম
একবার, দুবার, বহুবার।
কাউকে ভালোবাসিনি।

একজনকে ভালোবেসেছিলাম
প্রেম হলো না।

জানলাম-
শুধু ভালোবাসায় প্রেম হয়না।
যেমন শুধু পিলারে ঘর হয়না!
ঘর হতে হলে ছাদ লাগে
প্রেম করতে হলেও ছাদ দরকার।

আমি ছাদ হতে পারিনি।
বড়জোর ছাতা হয়েছি, হালকা বৃষ্টিতে।
জোর ঝড়ে উড়ে গেছি,
ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলে আশ্রয় নেয়।
আমি এতে দোষের কিছু দেখি না।

আমি জানলাম সবটা দিয়ে ছাতা হলেও প্রেম টেকে না
ছাদের কার্নিশ হতে হয়, ছোট হোক,
শক্ত সামর্থ্য হতে হয়।

আমি আকাশ হয়ে গেলাম।
আকাশ থেকে মেঘ।
মেঘ থেকে বৃষ্টি।
সে বৃষ্টি ভালোবাসতো।

বৃষ্টি হয়ে তাকে ছুঁয়ে যেতেই
সে কার্নিশের নিচে জড়সড় হলো।

আমার তাকে ছোঁয়া হলো না।
আমি রাস্তার ধারে নোংরা পানি হয়ে জমে রইলাম,
ভালোবাসার মতো।

"আকাশ হলে প্রেম টেকে না"🍂

19/02/2025

কাউকে ভালোবেসে ফিরে আসা যায়।
কিন্তু কারো মায়ায় আটকে গেলে সেটা আর সম্ভব নয়! "

13/02/2025

এই প্রজন্মের একজন বিশ্বস্ত সঙ্গী পাওয়া বিরল, যদি খুঁজে পাও, যত্ন করে রেখে দিও!

25/01/2025

সংক্ষিপ্ত জীবনে বহু বার প্রেমে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসেনি।
যাকে পাওয়াও থাকে না আশা, ওই আর কি একতরফা ভালোবাসা। কি বিস্ময়কর তোমার রূপ। তুমি সূর্য থেকেও তীব্র। যদি অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে,,!

আমি হয়তো কোনো জন্মে তোমার অনেক বড় ক্ষতি করেছিলাম,তাই না?হয়তো তোমার মতো করেই তোমার ভালো থাকা কেড়ে নিয়েছিলাম কোনোদিন!কিংবা...
19/01/2025

আমি হয়তো কোনো জন্মে তোমার অনেক বড় ক্ষতি করেছিলাম,তাই না?
হয়তো তোমার মতো করেই তোমার ভালো থাকা কেড়ে নিয়েছিলাম কোনোদিন!কিংবা তোমাকেও মেকি ভালোবাসার ফাঁদে ফেলে দিনের পর দিন ঠকিয়ে গেছি!

আর যার প্রতিশোধ তুমি এ জন্মে এসে নিলে!

অতি যে শত্রু,তাকেও মানুষ এভাবে ঠকায় কিনা,জানা ছিল না!

নিজেকে বড্ড অপরা*ধী মনে হয়,জানো তো?
নিজেকে নি*কৃষ্ট পাপী মনে হয় এখন!

কত বড় পাপ করলে মানুষের মেকি ভালোবাসার ফাঁদে পড়ে বেঁচে থাকার ইচ্ছেটাই ক্ষীণ হয়ে যায়!

কি করবো বলো?
আমি তো তোমার মতো হতে পারিনা!
পারিনা তোমার মতো প্রতিশোধ নিতে।

অথচ চাইলেই কিন্তু আমিও নিমেষেই তোমার ভালো থাকা কেড়ে নিতে পারতাম!কিন্তু যাকে এত ভালোবাসি,সে ভালো না থাকলে নিজেকে সান্ত্বনা দিবো কি করে?বলো....

আমার বড্ড ভয় হতো,জানো তো?
ছোট্ট এ জীবনে অনেক আঘা*ত পেয়ে এসেছি!
কারো মিথ্যা ভালোবাসা চাইনি কোনোদিন।একা থেকেছি,কিন্তু তবুও কোনো মিথ্যা সম্পর্কে জড়াইনি–জড়াতে চাইনি!

বিশ্বাস করো;
কারো বিকল্প হয়ে থাকা কিংবা কারো মেকি ভালোবাসা পাওয়াকে আমি বড্ড ভয় পাই!অথচ দেখো,সেই মেকি ভালোবাসাই কিনা আমার কপালে জুটলো!

বারবার আঘা*ত পেতে পেতে আমি যখন ক্লান্ত পথভ্রষ্ঠ,তখন তুমিই ভালোবাসার লোভ দেখালে।সব ব্যথা ভুলে যাবো ভেবে আমিও তোমাতে আস্বস্ত হলাম।

কিন্তু তুমিও অন্য সবার মতোই!
তুমিও প্রমাণ করলে,পৃথিবীতে সত্যিকার ভালোবাসা বলতে কিচ্ছু নেই!যা আছে তা কেবল নিজের অবসর সময় কা*টানোর ফন্দি।

কিন্তু তাই বলে আমার আবেগ-অনুভূতি,বিশ্বাসকে পুঁজি করে?

আমি হয়তো কোনো জন্মে তোমার অনেক বড় ক্ষতি করেছিলাম, যার প্রতিশোধ তুমি এভাবে নিলে!

অথচ আমাকে বললেই,আমি আমার জীবনটাই তোমাকে উৎস*র্গ করে দিতাম!এত নাটকের কি প্রয়োজন ছিল?বলো...

তোমাকে ভালোবেসে তো অনেক কিছুই হারালাম,আগে বললে হয়তো তোমার হাতেই নিজের জী*বনটা দিয়ে দিতাম।তবুও ভালোবাসার নামে প্রতার*ণার ফাঁদে এভাবে পড়তে হতো না!এ যে যন্ত্রণার,এই অনুভূতি বড্ড বাজে!কাউকে বলা যায় না,সহ্য করা যায় না;শুধু ভেতরে ভেতরে নীরবে শেষ হতে হয়!
তাঁর পেরেও বলবো,,,
তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। যদি কোন দিন ভুল করে চলে আসো, আমি আমার সব কষ্ট দূর করে দিয়ে তোমাকে আবার কাছে টেনে নিবো।
তখন চাইলে তুমি আমাকে আবার কষ্ট দিতে পারবা,,,
সবার কাছে বলতে পারবা ও একটা পাগল। এতো অবহেলার পরেও আমাকেই ভালোবাসে।
আমি আবারও নিরবে কষ্ট গুলো লুকিয়ে ফেলবো।

#লেখা

আফসোস হয়, জানো!" যদি তোমাকে একটু কম ভালোবাসতাম! যদি তোমার জন্য মনের এই অদম্য দুর্বলতাটা একটু কম হতো। যদি এই বিচ্ছিরি মনট...
17/01/2025

আফসোস হয়, জানো!"
যদি তোমাকে একটু কম ভালোবাসতাম! যদি তোমার জন্য মনের এই অদম্য দুর্বলতাটা একটু কম হতো। যদি এই বিচ্ছিরি মনটাকে সামলাতে পারতাম, তাহলে হয়তো এতটা ব্যথা পোহাতে হতো না।

তীব্র ভালোবাসার সঙ্গে তীব্র কষ্টের এমন অদ্ভুত সম্পর্ক! যে অনুভব করে, সেই জানে, সেই বোঝে। এই কষ্ট কাউকে বোঝানো যায় না, কেবল বুকের ভেতর চেপে রাখতে হয়। মনে হয়, তোমাকে যদি একটু কম ভালোবাসতে পারতাম, তাহলে হয়তো একটু শান্তি খুঁজে পেতাম।

জীবনে সবকিছু পাওয়া যায় না। কিছু অপূর্ণতা থেকেই যায়। সেই অপূর্ণতার মধ্যেই জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে। সব পেয়ে গেলে জীবন আর এতটা আকর্ষণীয় থাকতো না। চাওয়ার যে আনন্দ, সেই আনন্দটাই তো হারিয়ে যেত।

তোমাকে খুব চেয়েছিলাম, তবুও পাইনি। আর সেই না পাওয়ার ব্যথায় মাঝে মাঝে মনে হয়, জীবনটা যেন অপূর্ণ। কিন্তু তারপর ভাবি, এই অপূর্ণতার মধ্যেই তো জীবন। কিছু সময় আমরা যাকে খুব করে চাই, তাকে পাই না, আর কিছু সময় এমন কিছু পেয়ে যাই, যা কখনো আশা করিনি। এই প্রাপ্তি আর অপ্রাপ্তির খেলাতেই তো জীবনের স্বাদ।

আমাকে ঠকিয়ে গেলে, তাতে বিশেষ ক্ষতি হয়নি। জীবন তো কেটে যাবে, হয়তো একটু বেদনাভরা স্মৃতির সঙ্গে। কিন্তু যারা ঠকিয়েছে, তারা কি নিঃশ্বাসে শান্তি খুঁজে পাবে? প্রতারণার ভার কি তাদের মনের ভেতর দীর্ঘশ্বাস হয়ে থাকবে না? সময় তো সবাইকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়। আমি কষ্টের মাঝেও হাসি খুঁজে নেব, কিন্তু তাদের কী হবে?

13/01/2025

সে আমার না হোক, তবু জানুক, পৃথিবীর এই বিশাল ভিড়ে কেউ একজন মানুষ ছিলে তাকে নিজের পৃথিবী ভেবে ভালোবেসে গেছে। জানুক, তাকে এক ঝলক দেখার আশায় কেউ দিনের পর দিন নির্লিপ্ত চোখে আকাশ পানে তাকিয়ে থাকে। জানুক, তাকে পাওয়া অসম্ভব জেনেও, কেউ প্রতিনিয়ত তার জন্য প্রার্থনায় মগ্ন।

তার জীবনে হয়তো সবকিছু ঠিকই চলছে, সুখের ঢেউয়ে ভেসে যাচ্ছে দিন। আর আমি এখানে, একলা দাঁড়িয়ে ভাবছি, ভালোবাসা কি কখনো আসলেই ন্যায্য ভাগ দেয়? তাকে যেভাবে পেতে চেয়েছিলাম, তা কি কোনোদিন আমার হওয়ার ছিল?

একটা লাইন মনে পড়ে, বারবার ফিরে আসে মনে, "যার জীবনে তুমি চাওয়ার বস্তু, তার কাছে তুমি পাওয়া জিনিস।" লাইনটা যতবার পড়ি, বুকের ভেতর শূন্যতা আরেকটু গভীর হয়। কেউ দিনের পর দিন অপেক্ষার আগুনে পুড়ে গেছে, তবু কাউকে সেই আগুনের ধোঁয়াও ছুঁয়ে যায়নি।

ভালোবাসা তো নিঃস্বার্থ, তাই না? তবু মনে হয়, কেউ কাউকে সহজেই পেয়ে যায়। আর কেউ, বুক ভরা ভালোবাসা নিয়েও শূন্য হাতে ফিরে যায়। তবু চাই, সে যেন ভালো থাকে। তার জীবনে কোনো অভাব না থাকে। আর আমি? আমি হয়তো অপেক্ষায় থাকব, ঠিক যেমন ছিলাম এতদিন।

04/01/2025

এইবার lockdown দিলে, Tiktok করে career settle করে ফেলমু!

Address

Fulbaria

Telephone

+8801714322784

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Mafin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Mafin:

Share