19/01/2025
আমি হয়তো কোনো জন্মে তোমার অনেক বড় ক্ষতি করেছিলাম,তাই না?
হয়তো তোমার মতো করেই তোমার ভালো থাকা কেড়ে নিয়েছিলাম কোনোদিন!কিংবা তোমাকেও মেকি ভালোবাসার ফাঁদে ফেলে দিনের পর দিন ঠকিয়ে গেছি!
আর যার প্রতিশোধ তুমি এ জন্মে এসে নিলে!
অতি যে শত্রু,তাকেও মানুষ এভাবে ঠকায় কিনা,জানা ছিল না!
নিজেকে বড্ড অপরা*ধী মনে হয়,জানো তো?
নিজেকে নি*কৃষ্ট পাপী মনে হয় এখন!
কত বড় পাপ করলে মানুষের মেকি ভালোবাসার ফাঁদে পড়ে বেঁচে থাকার ইচ্ছেটাই ক্ষীণ হয়ে যায়!
কি করবো বলো?
আমি তো তোমার মতো হতে পারিনা!
পারিনা তোমার মতো প্রতিশোধ নিতে।
অথচ চাইলেই কিন্তু আমিও নিমেষেই তোমার ভালো থাকা কেড়ে নিতে পারতাম!কিন্তু যাকে এত ভালোবাসি,সে ভালো না থাকলে নিজেকে সান্ত্বনা দিবো কি করে?বলো....
আমার বড্ড ভয় হতো,জানো তো?
ছোট্ট এ জীবনে অনেক আঘা*ত পেয়ে এসেছি!
কারো মিথ্যা ভালোবাসা চাইনি কোনোদিন।একা থেকেছি,কিন্তু তবুও কোনো মিথ্যা সম্পর্কে জড়াইনি–জড়াতে চাইনি!
বিশ্বাস করো;
কারো বিকল্প হয়ে থাকা কিংবা কারো মেকি ভালোবাসা পাওয়াকে আমি বড্ড ভয় পাই!অথচ দেখো,সেই মেকি ভালোবাসাই কিনা আমার কপালে জুটলো!
বারবার আঘা*ত পেতে পেতে আমি যখন ক্লান্ত পথভ্রষ্ঠ,তখন তুমিই ভালোবাসার লোভ দেখালে।সব ব্যথা ভুলে যাবো ভেবে আমিও তোমাতে আস্বস্ত হলাম।
কিন্তু তুমিও অন্য সবার মতোই!
তুমিও প্রমাণ করলে,পৃথিবীতে সত্যিকার ভালোবাসা বলতে কিচ্ছু নেই!যা আছে তা কেবল নিজের অবসর সময় কা*টানোর ফন্দি।
কিন্তু তাই বলে আমার আবেগ-অনুভূতি,বিশ্বাসকে পুঁজি করে?
আমি হয়তো কোনো জন্মে তোমার অনেক বড় ক্ষতি করেছিলাম, যার প্রতিশোধ তুমি এভাবে নিলে!
অথচ আমাকে বললেই,আমি আমার জীবনটাই তোমাকে উৎস*র্গ করে দিতাম!এত নাটকের কি প্রয়োজন ছিল?বলো...
তোমাকে ভালোবেসে তো অনেক কিছুই হারালাম,আগে বললে হয়তো তোমার হাতেই নিজের জী*বনটা দিয়ে দিতাম।তবুও ভালোবাসার নামে প্রতার*ণার ফাঁদে এভাবে পড়তে হতো না!এ যে যন্ত্রণার,এই অনুভূতি বড্ড বাজে!কাউকে বলা যায় না,সহ্য করা যায় না;শুধু ভেতরে ভেতরে নীরবে শেষ হতে হয়!
তাঁর পেরেও বলবো,,,
তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। যদি কোন দিন ভুল করে চলে আসো, আমি আমার সব কষ্ট দূর করে দিয়ে তোমাকে আবার কাছে টেনে নিবো।
তখন চাইলে তুমি আমাকে আবার কষ্ট দিতে পারবা,,,
সবার কাছে বলতে পারবা ও একটা পাগল। এতো অবহেলার পরেও আমাকেই ভালোবাসে।
আমি আবারও নিরবে কষ্ট গুলো লুকিয়ে ফেলবো।
#লেখা