Muhammad Rofik

Muhammad Rofik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Rofik, Fulbaria.

প্রায় দুবছর ধরে গাযযার মানুষ প্রতিদিন যা নিচ্ছে, একদিন নিতে গিয়ে পুরো জাতি স্তব্ধ হয়ে গেছি।আজকে সারাদিন নিউজফিডে কোনো ট্...
22/07/2025

প্রায় দুবছর ধরে গাযযার মানুষ প্রতিদিন যা নিচ্ছে, একদিন নিতে গিয়ে পুরো জাতি স্তব্ধ হয়ে গেছি।
আজকে সারাদিন নিউজফিডে কোনো ট্রল, জোক, মক, সার্কাজম পোস্ট নেই।
তেমন কেউ নিজের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করিনি। চেক ইন নেই, স্টোরি দিইনি।
ওয়াচিং অমুক মুভি, লিসেনিং তমুক সং কেউ শেয়ার করিনি।
হা হা রিয়েক্ট দেওয়ার মত কোনো কন্টেন্ট আজ কেউ আপলোড করেনি।
আজকে সোশ্যাল মিডিয়ায় অনর্থক হাসি মজা নেই। ব্যক্তিগত গীবত শাকায়েত নেই। অশ্লীলতা নেই। প্রেম প্রণয় নেই। নেই আন্দোলন সংগ্রাম।
ভিডিও দেখতে দেখতে পাশে থাকা বন্ধুর কাছে অকপটে স্বীকার করেছি,
"দেখ, জীবন আসলে কিছুই না।"
বুঝি আল্লাহ্ চাইলে আমার এত হাসি আনন্দ বিনোদনের আয়োজন, ভোগ সামগ্রীর স্বাদ এক ঝটকায় নিয়ে নিতে পারেন।
বিপদ আসলে আমরা কত সিরিয়াস হয়ে যাই। আমাকে আমার ফিতরাতের পথ দেখিয়ে এক বিজলী চমকিয়ে যায়।
আর বিপদ কেটে গেলে আমি হয়ে যাই উৎফুল্ল। বিস্মৃত।
আল্লাহ্ বলেন,
"মানুষকে যখন বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে (সর্বাবস্থায়) আমাকে ডাকে। তারপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনও কোনও বিপদের জন্য আমাকে ডাকেইনি!"[সূরা ইউনুস:১২]

মাইলস্টোন ট্রাজেডির শহীদ ক্লাস সেভেনে পড়ুয়া ফাইয়াজ। আজ ফজরের নামাজের পর ফাইয়াজের জানাজা ছিলো মিরপুরের পল্লবীতে। জানাজা শ...
22/07/2025

মাইলস্টোন ট্রাজেডির শহীদ ক্লাস সেভেনে পড়ুয়া ফাইয়াজ। আজ ফজরের নামাজের পর ফাইয়াজের জানাজা ছিলো মিরপুরের পল্লবীতে। জানাজা শেষে ওর পরিবারের সাথে কথা হলো। এই ঘটনাটা আরও বেশি ট্রমাটাইজিং করে দিয়েছে।

ফাইয়াজ অসুস্থ ছিলো, গত দু'দিন ক্লাসে যায়নি। মাইলস্টোনের নিয়ম হলো একটানা তিনদিন ক্লাস না করলে শাস্তি থাকে, তাই আজকে অসুস্থ শরীরেই স্কুলে যায় ফাইয়াজ। তারপর..

জুলাই থেকে জুলাই, ফাইয়াজ থেকে ফাইয়াজ, এই শহরে জুলাই এলেই ফাইয়াজেরা শহীদ হয়। ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান ফাইয়াজদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করতে পারলো না।
আহ…

আরো একটা জুলাই মাস। ফেসবুকের নিউজ ফিডে কা-ন্না আর আহাজারি 😥ভালো থেকো উপরে 🥹তবে তোমরা মরনি বরং এদেশ থেকে মুক্তি পেয়েছ 🤕🥹
21/07/2025

আরো একটা জুলাই মাস। ফেসবুকের নিউজ ফিডে কা-ন্না আর আহাজারি 😥
ভালো থেকো উপরে 🥹
তবে তোমরা মরনি বরং এদেশ থেকে মুক্তি পেয়েছ 🤕🥹

এয়ার ফোর্সের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এনাকে প্রশ্ন করেন, প্রেস কনফারেন্সে আসতে বাধ্য করেন।তিনি ভালো মানুষ না খ...
21/07/2025

এয়ার ফোর্সের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এনাকে প্রশ্ন করেন, প্রেস কনফারেন্সে আসতে বাধ্য করেন।
তিনি ভালো মানুষ না খারাপ মানুষ এইসব আলাপ করার জায়গা দিয়েন না। আমি মনে করে নিচ্ছি তিনি খুব্বই ভালো মানুষ। কিন্তু সে যেই ফোর্সের চিফ সেটার একটা ফেটাল এরোরের কারণে ২০০+ বাচ্চা মারা গেসে।
হ্যাঁ ২০০+
এরপরে সেই সংখ্যাটাও লুকানোর পরিষ্কার চেষ্টা করা হইসে। এত বড় ট্র‍্যাজেডি একদিনে বাংলাদেশের এত মানুষের প্রাণ কেড়ে নেয়নাই সম্ভবত রানা প্লাজার পরে, তাও একটা স্কুলে।

তাকে এয়ার ফোর্সের রিপ্রেজেনটেটিভ হিসেবে নিজ মুখে এই প্রশ্ন গুলার উত্তর দিতে বাধ্য করেন:
১/ আপনি যখন জানেন এফ-৭ এ ত্রুটি আছে (হ্যাঁ অবশ্যই জানেন) সেটা কেন ট্রেনিং এ চালানোর অনুমোদন পাইলো?
২/ যখন শেষবার এফ-৭ এর দূর্ঘটনা হয় (২০১৫/২০২১ সালে যদ্দুর জানি) দুই সময়েই আপনি ফোর্সে ছিলেন এবং তখনও এই বিমানের দূর্বলতা নিয়ে কথা হয়েছে, আপনি চিফ হওয়ার পরে স্টেপ নেন নাই কেন?
৩/ যদি উপর মহল/ইনফ্লুয়েন্স/বাধার কথা বলেন, তাহলে কে বা কারা এই বাধা তৈরি করছে সেটা স্পষ্ট বলেন নাহলে এই দায় আপনার উপরে পুরোটা বর্তায়।
৪/ ডেথ টোল ডাটা লুকানোর চেষ্টা কেন করা হইলো?
৫/ এয়ার ফোর্সের প্লেনগুলোর ফিটনেস চেক শেষ কবে ট্রান্সপারেন্টলি করা হইসে? করা হইলে ত্রুটি ধরা পরেনাই কেন? এটা কার দোষ?
৬/ এই প্লেন কেনা, পরে আর নতুন না কেনা ও মেইন্টেইনেন্স ঠিক মতো না হওয়া পুরো চক্রটায় কাদের দূর্নীতির হাত আছে? স্পষ্ট নাম বলবেন প্লিজ।

আজ যদি এই এয়ারফোর্স বিদেশী শক্তির বিরদ্ধে আমাদের রক্ষা করতো, আমরা উনার প্রশংসায় পঞ্চমুখ হইতাম, আমিই হইতাম। আমি মনে করি উনি যোগ্য মানুষ এবং খুবিই হাইলি কোয়ালিফাইড। তার ফোর্সের দায় সে নিজে নিবেন এবং নাগরিক হিসেবে, আমার ছোট ভাই-বোন গুলোর ভয়াবহ মৃত্যুর পরব আমরা যেসব প্রশ্নের জবাব ডিজার্ভ করি সেগুলো দিবেন।
©

🤭🤣🤔👳‍♂️
21/07/2025

🤭🤣🤔👳‍♂️

ড. মুহাম্মদ ইউনূস জাপানে এক অনুষ্ঠানে বলেন, "এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, আসুন লিখি।" তিনি এশিয়ার উন্নয়ন ও শান্তির জন্...
17/07/2025

ড. মুহাম্মদ ইউনূস জাপানে এক অনুষ্ঠানে বলেন, "এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, আসুন লিখি।" তিনি এশিয়ার উন্নয়ন ও শান্তির জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। জাপান ও অন্যান্য এশীয় দেশের সহযোগিতায় একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

📌 ড. ইউনূসের বার্তা: "এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি, আসুন লিখি"
🌏 এশিয়ার উন্নয়ন ও শান্তির জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন ড. মুহাম্মদ ইউনূস।
🤝 জাপানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এশিয়ার ভবিষ্যৎ গড়া সম্ভব।

🤣🤣
13/07/2025

🤣🤣

12/07/2025
বিষয়টি আপনি কিভাবে দেখছেন?     সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি...
09/03/2025

বিষয়টি আপনি কিভাবে দেখছেন?

সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।

১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে।

Address

Fulbaria

Telephone

+8801997118466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Rofik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Rofik:

Share