06/11/2023
প্রিয় কবি,
হরতা*ল আর অব*রোধে কলেজ ছুটি পেয়ে বাড়ি এসে শুনলাম, আপনি নাকি ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে আজকাল কবিতা আর ছোট গল্প লিখনে ব্যস্ত হয়ে পড়েছেন, তাই কবি বলে সম্বোধন করলাম।
কেমন আছেন আপনি? আমার মন বলে আপনি খুব একটা ভালো নেই।
গতকাল পড়ন্ত বিকেলে আমাদের সেই মাঠে যখন আপনার সাথে কথা বলছিলাম, আপনার কন্ঠটি কারো ওপর প্রচন্ড অভিমানে ভা*ঙ্গা ভা*ঙ্গা ছিল। পাগলের মত করে বারবার নিজের পরিচয় দিচ্ছিলেন, যেন আজ আমার সাথে প্রথম কথা বলছেন!
আমি অবাক হয়ে অপলক নয়নে তাকিয়ে ছিলাম আপনার দিকে!
কার ওপর এত অভিমান আপনার? আমার উপর? কি করেছি আমি? শুধু তো ভালবেসেছিলাম আপনাকে। এছাড়া কি কখনো কোনদিন আপনার কোন ক্ষতি করেছি আমি?
এখন আপনাকে ভালবাসা যদি আমার অন্যা*য় পাপ বা অপরা*ধ হয়ে থাকে, তাহলে আমার আর কিছু বলার নেই।
জানেন তো সেই কতশত বছর আগে লালন ফকির বলে গেছেন - সময় গেলে সাধন হবে না। তাই সব রকমের কাজ সময়ের দাবি অনুসারে করতে হয়, নয়তো দিন শেষে নিজেকেই চরম মূ*ল্য দিতে হয়।
একবার নিজের মনে ভাবুন তো, আপনি কি কখনো আমার কোনো চাওয়া পাওয়ার মূ*ল্য দিয়েছেন? যখন আমার সবচেয়ে বেশি আপনার হাতটি ধরার প্রয়োজন ছিল, কি করেছিলেন তখন? মনে পড়ে সেইসব দিন?
শুধু ভালবাসলেই হয় না, নারীদের বিশ্বাস আর ভরসার স্থানটাও অর্জন করতে হয় একজন পুরুষের। যেদিন আমার বিশ্বাস আর ভরসা অর্জন করতে পারবেন, আমি নিজেই আপনার কাছে চলে আসব। কবি, পারবেন তো সাধারণ এক ললনার বিশ্বাস আর ভরসা অর্জন করতে???
ইতি
আপনার কবিতা
©️ Nobonita Rahman 🪶
গল্প - পাশের বাড়ির মেয়েটি