12/01/2025
পিএসিসসহ সরকারি চাকুরির বিজ্ঞপ্তিতে মাদরাসার শিক্ষার্থীদের আবেদনের জটিলতা নিরসন হবে, ইআবি-ভিসি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক/সমমানের সাথে ফাজিল ও স্নাতক সম্মান/সমমানের সাথে ফাজিল অনার্স এবং স্নাতকোত্তর এর সাথে কামিল শ্রেণীর অপশন অন্তর্ভুক্ত করণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সচিব জনাব ড. মো. সানোয়ার জাহান ভূইয়া-এর সাথে সাক্ষাৎ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামছুল আলম ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। আজ সকালে আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়ে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বর্তমান সমাজ ব্যবস্থার অনুকূলে আরো আধুনিকায়ন ও বাস্তবমুখী করার ক্ষেত্রে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।
বাংলাদেশ কর্ম কমিশনের অধীনে এবং সরকারি চাকুরির যে কোন বিজ্ঞপ্তিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাসমুহের শিক্ষার্থীদের আবেদন করার ক্ষেত্রে যে সকল জটিলতার মুখোমুখি পড়তে হয় তা নিয়েও আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর। একইসাথে এ সকল জটিলতা নিরসনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে এবং মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক/সমমানের সাথে ‘ফাজিল পাস’ স্নাতক সম্মান/ সমমানের সাথে ‘ফাজিল সম্মান’ এবং স্নাতকোত্তর এর সাথে ‘কামিল’ অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোকপাত করেন।
আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে মাদরাসা তথা ধর্মীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় যে কার্যক্রম হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় মাদরাসা থেকে ডিগ্রী অর্জন করে শিক্ষার্থীরা যাতে সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে নির্বিঘ্নে আবেদন করার মাধ্যমে নিজেদের যোগ্যতা যাচাই করতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম ।
@@আমরা উভয়ের জন্য হায়াতে তায়্যিবা কামনা করছি।collected from fb