
30/07/2025
🌙 সুরা আল-মুলক – আয়াত ৯
قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ
فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ
إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ
---
📖 বাংলা উচ্চারণ
কালু বালা ক্বাদ জা’আনান-নাযীর
ফা-কায্যাব্না ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই’
ইন্ আনতুম ইল্লা ফী দোলালিন কবীর
📖 বাংলা অর্থ:
“তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি?”
তারা বলবে, “অবশ্যই এসেছিল সতর্ককারী; কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই নাযিল করেননি’। তোমরা তো বড়ই বিভ্রান্তির মধ্যে ছিলে।”
---
🧠 গুরুত্বপূর্ণ শব্দ বিশ্লেষণঃ
আরবি শব্দ উচ্চারণ বাংলা অর্থ
قَالُوا (ক্বালু)তারা বলবে
بَلَىٰ (বালা) হ্যাঁ, অবশ্যই
جَاءَنَا (জা’আনা) এসেছিল আমাদের কাছে
نَذِيرٌ (নাযীর)সতর্ককারী
فَكَذَّبْنَا (ফা-কায্যাব্না) কিন্তু আমরা মিথ্যা বলেছিলাম
نَزَّلَ (নাজ্জালা ) নাজিল করেছেন
شَيْءٍ (শাই’) কোনো কিছু
ضَلَالٍ كَبِيرٍ (দোলালিন কবীর) বিশাল গোমরাহী
#প্রতিদিনএকটিআয়াতশিখি
#আখিরাতেরজন্যআরবিশিখি
#একটিআয়াতশেয়ারকরি
#আজান:(Azaan)
#দাওয়ালেসন