Azaan: আজান

Azaan: আজান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azaan: আজান, Fulbaria.

🕋 Azaan:(আজান)
✨ ঈমান জাগাবে প্রতিটি পোস্ট!

📖 কুরআনের আলো |
🕌 হাদীসের শিক্ষা |
🤲 দোয়ার সৌন্দর্য
💭 ইসলামিক নসীহা |
📜 ইতিহাস |
❤️ হৃদয় ছুঁয়ে যাওয়া কথা

🔊 ইসলাম প্রচারে নিয়োজিত একটি ক্ষুদ্র উদ্যোগ

💬 পেইজটি শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নিন।

🌙 সুরা আল-মুলক – আয়াত ৯قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌفَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍإِنْ أَن...
30/07/2025

🌙 সুরা আল-মুলক – আয়াত ৯

قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ
فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ
إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ

---

📖 বাংলা উচ্চারণ

কালু বালা ক্বাদ জা’আনান-নাযীর
ফা-কায্‌যাব্‌না ওয়াকুলনা মা নাজ্‌জালাল্লাহু মিন শাই’
ইন্‌ আনতুম ইল্লা ফী দোলালিন কবীর

📖 বাংলা অর্থ:

“তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি?”
তারা বলবে, “অবশ্যই এসেছিল সতর্ককারী; কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই নাযিল করেননি’। তোমরা তো বড়ই বিভ্রান্তির মধ্যে ছিলে।”

---

🧠 গুরুত্বপূর্ণ শব্দ বিশ্লেষণঃ

আরবি শব্দ উচ্চারণ বাংলা অর্থ

قَالُوا (ক্বালু)তারা বলবে
بَلَىٰ (বালা) হ্যাঁ, অবশ্যই
جَاءَنَا (জা’আনা) এসেছিল আমাদের কাছে
نَذِيرٌ (নাযীর)সতর্ককারী
فَكَذَّبْنَا (ফা-কায্‌যাব্‌না) কিন্তু আমরা মিথ্যা বলেছিলাম
نَزَّلَ (নাজ্‌জালা ) নাজিল করেছেন
شَيْءٍ (শাই’) কোনো কিছু
ضَلَالٍ كَبِيرٍ (দোলালিন কবীর) বিশাল গোমরাহী

#প্রতিদিনএকটিআয়াতশিখি
#আখিরাতেরজন্যআরবিশিখি
#একটিআয়াতশেয়ারকরি
#আজান:(Azaan)
#দাওয়ালেসন

🌙 সুরা আল-মুলক – আয়াত ৮تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖكُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌسَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَ...
29/07/2025

🌙 সুরা আল-মুলক – আয়াত ৮

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ
كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ
سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ

---

📖 বাংলা উচ্চারণ

তাকাদু তামাই্যাযু মিনাল-গ্বইয
কুল্লামা উলকিয়া ফীহা ফাওজ
সা'আলাহুম খাযানাতুহা আলাম ইয়'তিকুম নাযীর?

---

🧠 শব্দ বিশ্লেষণ

আরবি শব্দ উচ্চারণ বাংলা অর্থ
تَكَادُ (তাকাদু) যেন বা প্রায়
تَمَيَّزُ (তামাই্যাযু )ছিন্নভিন্ন হয়ে যাওয়া
مِنَ الْغَيْظِ (মিনাল)-গ্বইয ক্রোধে
كُلَّمَا (কুল্লামা) যখনই
أُلْقِيَ (উলকিয়া) নিক্ষেপ করা হয়
فَوْجٌ (ফাওজ) দল
سَأَلَهُمْ (সা'আলাহুম) জিজ্ঞাসা করে তাদেরকে
خَزَنَتُهَا (খাযানাতুহা) তার প্রহরীরা (জাহান্নামের)
أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ (আলাম ইয়'তিকুম নাযীর) ‘তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি?’

#প্রতিদিনএকটিআয়াতশিখি
#আখিরাতেরজন্যআরবিশিখি
#একটিআয়াতশেয়ারকরি
#আজান:(Azaan)
#দাওয়ালেসন

আরবি ভাষা শিক্ষা দাওয়া কোর্সঃআরবি ভাষা শেখা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ — কারণ কুরআন, হাদীস, ও আমাদের দীনের ...
29/07/2025

আরবি ভাষা শিক্ষা দাওয়া কোর্সঃ

আরবি ভাষা শেখা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ — কারণ কুরআন, হাদীস, ও আমাদের দীনের মূলসূত্রগুলো আরবিতেই।

আরবি শেখা একজন মুসলিমদের অত্যাবশক। নিজে শিখলে বাসার অন্যদের শিখতেও সহায়তা করা যায়। বাচ্চাদেরও শেখানো যায়।

✅ “আমি নিয়মিত কিছু শিখছি”, এই শেখা আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুধু একটু দৃঢ় নিয়ত থাকতে হবে। সবাই অংশগ্রহন করতে পারবেন।

✅ একেবারে বুনিয়াদি (beginner) থেকে শুরু করে ধাপে ধাপে Intermediate/Advanced পর্যায়ে নিতে পারব ইনশাআল্লাহ।

✅ এখানে আপনাকে শেখাব:

*আরবি হরফ ও উচ্চারণ
*ব্যাকরণ (নাহু ও সরফ)
*প্রয়োগভিত্তিক শব্দভাণ্ডার (Vocabulary)
*কুরআনিক আরবি ও ইসলামিক পরিভাষা
*ছোট ছোট অনুশীলনমূলক বাক্য রচনা ও অনুবাদ

📘 পাঠ ১: আরবি ভাষা ও ইসলামের সম্পর্ক + হরফ পরিচিতি

🟩 ১. আরবি ভাষা ও ইসলামের সম্পর্ক:

কুরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে।

রাসূল ﷺ আরবি ভাষাভাষী ছিলেন।

দুআ, সালাত, হজ্জ, ও যিকিরের অধিকাংশই আরবিতে।

আরবি ভাষা শেখা মানে শুধুমাত্র ভাষা শেখা নয়, বরং কুরআনের ভাষা শেখা, দ্বীনের মূল উৎস বোঝা।

✅ হাদীস:

> "তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শেখাও: তোমাদের নবীর ভালোবাসা, তাঁর পরিবার-পরিজনের ভালোবাসা, এবং কুরআন পাঠ।"
(মুসান্নাফ ইবনে আবী শায়বা)

📌“আজান” পেইজে শেয়ার:
আপনি যদি এই কোর্সের উপকারিতা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চান, তাহলে “আজান” পেইজে নিয়মিত পোস্ট হিসেবে আরবি পাঠ শেয়ার করাটা খুবই মহৎ উদ্যোগ।

https://www.facebook.com/share/19LrwTDc4k/
চলবে.....
প্রতিদিন সকালে আরবি ভাষা শিক্ষা লেসন পাবেন ইনশাআল্লাহ।

📖 সূরা আল-মুলক | আয়াত ৭> إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ🔊 বাংলা উচ্চারণ:ইযা উলকূ ফীহা সামি‘...
28/07/2025

📖 সূরা আল-মুলক | আয়াত ৭

> إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ

🔊 বাংলা উচ্চারণ:

ইযা উলকূ ফীহা সামি‘উ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফূর।

---

📜 বাংলা অনুবাদ:

যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে, তখন তারা শুনবে জাহান্নামের গর্জন—আর তা উৎক্ষিপ্ত হবে।

---

📚 শব্দ বিশ্লেষণ (সহজ ভাষায়):

আরবি শব্দ বাংলা মানে

إِذَا যখন
أُلْقُوا তারা নিক্ষিপ্ত হবে
فِيهَا তাতে (জাহান্নামে)
سَمِعُوا তারা শুনবে
لَهَا তার (জাহান্নামের) জন্য
شَهِيقًا গর্জন/ঘন শ্বাসের শব্দ
وَهِيَ এবং এটি (জাহান্নাম)
تَفُورُ ফুঁসতে থাকবে, উত্তাল হবে

#প্রতিদিনএকটিআয়াতশিখুন।
#নিজেরজন্য৫মিনিটসময়দিন।
#শেয়ারকরুন।

📖 সূরা আল-মুলক - আয়াত ৬القرآن الكريم | Surah Al-Mulk - Ayah 6🕋 آيَةٌ ٦وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّم...
20/07/2025

📖 সূরা আল-মুলক - আয়াত ৬
القرآن الكريم | Surah Al-Mulk - Ayah 6

🕋 آيَةٌ ٦
وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ

📜 বাংলা অনুবাদ:
আর যারা তাদের প্রতিপালকের প্রতি কুফর করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আর তা কতই না নিকৃষ্ট পরিণাম!

---

🔠 বাংলা উচ্চারণ:
"ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম ‘আযাবু জাহান্নাম; ওয়া বি’সাল মাসীর"

---

🔖 Azaan: (আজান)
🕌 পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ি।
#প্রতিদিনএকটিআয়াতশিখি
চলবে.....

Follow: :আজান

🌙✨📖 সূরা আল-মুলক – আয়াত ৫Surah Al-Mulk – Ayah 5🕋 القرآن الكريم | The Noble Qur’an📜 আয়াত (Arabic):وَلَقَدْ زَيَّنَّا السّ...
17/07/2025

🌙✨
📖 সূরা আল-মুলক – আয়াত ৫
Surah Al-Mulk – Ayah 5
🕋 القرآن الكريم | The Noble Qur’an

📜 আয়াত (Arabic):

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ

---

🖋️ বাংলা অনুবাদ:

“আর নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালায় শোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের জন্য প্রক্ষিপ্ত বস্তু করেছি। আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি দহনকারী আগুনের শাস্তি।”
(সূরা আল-মুলক, আয়াত ৫)

🔖 Flow the page: Azaan (আজান)
📌 পবিত্র কুরআনের আলোয় হৃদয় জাগ্রত হোক প্রতিদিন

📢 #আজান ুরআন #আয়াতের_ব্যাখ্যা #বাংলায়_কুরআন

🌌 দৃষ্টি ফেরাও, আবারো তাকাও — আল্লাহর সৃষ্টিতে তুমি ত্রুটি খুঁজে পাবে না!📖 সুরা মুলক | আয়াত ৪---🕋 আরবি আয়াত:ثُمَّ ٱرْجِع...
16/07/2025

🌌 দৃষ্টি ফেরাও, আবারো তাকাও — আল্লাহর সৃষ্টিতে তুমি ত্রুটি খুঁজে পাবে না!

📖 সুরা মুলক | আয়াত ৪

---

🕋 আরবি আয়াত:
ثُمَّ ٱرْجِعِ ٱلْبَصَرَ كَرَّتَيْنِ
يَنقَلِبْ إِلَيْكَ ٱلْبَصَرُ خَاسِئًۭا وَهُوَ حَسِيرٌۭ

---

📖 বাংলা উচ্চারণ:
ছুম্মারজি’ আল্-বাসোরা কাররাতাইনি,
ইয়ান্‌ক্বালিব ইলাইকা আল্-বাসোরু খাসি'আঁ ওয়া হুয়া হাশীর।

---

🌟 বাংলা অনুবাদ:
পুনরায় তুমি দৃষ্টিপাত করো, দুইবার।
(দেখবে) তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে, ক্লান্ত ও পরাজিত অবস্থায়।

---

🧠 এই আয়াত আমাদের কী শেখায়?
🔹 মানুষের জ্ঞান ও চোখ সীমিত, কিন্তু আল্লাহর সৃষ্টি অসীম ও নিখুঁত

🔹 যতই খুঁজো না কেন, ত্রুটি খুঁজে পাবে না — কারণ আল্লাহর সৃষ্টিতে নেই কোনো খুঁত

🔹 দৃষ্টি লজ্জিত হয়ে ফিরে আসে — বুঝিয়ে দেয়, সৃষ্টিকর্তার কুদরতের সামনে আমরা অসহায়

---

📚 এই আয়াতের কিছু গুরুত্বপূর্ণ শব্দ বিশ্লেষণ:

আরবি=বাংলা উচ্চারণ=অর্থ =রুট

ٱرْجِعِ (আরজি’) ফিরাও (তোমার দৃষ্টি) ر-ج-ع
ٱلْبَصَرَ (আল্-বাসারা) দৃষ্টি ب-ص-ر
كَرَّتَيْنِ (কাররাতাইনি ) দুইবার ك-ر-ر
يَنقَلِبْ (ইয়ান্‌ক্বালিব ) ফিরে আসবে ق-ل-ب
خَاسِئًۭا (খাসি'আঁ ) লজ্জিত, ব্যর্থ خ-س-أ
حَسِيرٌ (হাশীর) ক্লান্ত, নিঃশেষ ح-س-ر

---

🌙 আল্লাহর সৃষ্টিকে যতই গভীরভাবে দেখো,
তা তোমার ইমানকে আরও মজবুত করবে—কারণ সেখানে খুঁত নেই, আছে কেবল কুদরত।

---

🔁 এই আয়াত শেয়ার করে অন্যদের চোখেও তাওহীদের জ্যোতি পৌঁছে দিন।

❤️ কুরআনের প্রতিটি আয়াত আমাদের চিন্তা, শিক্ষা ও আত্মশুদ্ধির পথ খুলে দেয়।

---

📌

#আল্লাহরসৃষ্টি #আলোরপথে #ইসলামিকপোস্ট #প্রতিদিনএকটিআয়াতশিখি

📖 সুরা মুলক | আয়াত ৩ (প্রতিদিন একটি করে আয়াত মুখস্ত করি)🕋 আল্লাহর সৃষ্টি ও পূর্ণতা সম্পর্কে বিস্ময়কর ঘোষণা---🔸 আরবি:ٱلَّ...
15/07/2025

📖 সুরা মুলক | আয়াত ৩
(প্রতিদিন একটি করে আয়াত মুখস্ত করি)

🕋 আল্লাহর সৃষ্টি ও পূর্ণতা সম্পর্কে বিস্ময়কর ঘোষণা

---

🔸 আরবি:
ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَـٰوَاتٍۢ طِبَاقًۭا ۖ
مَّا تَرَىٰ فِى خَلْقِ ٱلرَّحْمَـٰنِ مِن تَفَـٰوُتٍۢ ۖ
فَٱرْجِعِ ٱلْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍۢ

---

🔸 বাংলা উচ্চারণ:
আল্লাযী খালাকা সাব'আ সামাওয়াতিন তিবাক্বা।
মা তারাa ফি খালকির রাহমানি মিন তাফাউত।
ফারজি’ইল বাসারা, হাল তারাa মিন ফুতূর।

---

🔸 বাংলা অর্থ:
তিনি সেই মহান সত্তা, যিনি স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন।
তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো ধরনের অসামঞ্জস্য দেখতে পাবে না।
আবারও দৃষ্টি ফেরাও—কোনো ফাটল দেখতে পাও কি?

---

🌙 🔍 আয়াত থেকে শিক্ষা:
✅ আসমান সৃষ্টি হয়েছে নিখুঁতভাবে, স্তরে স্তরে।
✅ আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি বা বিচ্যুতি নেই।
✅ বিশ্বাসীকে নির্দেশ দেওয়া হয়েছে—বারবার তাকিয়ে দেখো, তুমি কোনো ফাঁক খুঁজে পাবে না।
✅ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়—আল্লাহর কুদরতের সামনে আমাদের চোখ বিস্ময়ে অবনত হয়।

---

🔎 শব্দ বিশ্লেষণ (সংক্ষেপে):

خَلَقَ = সৃষ্টি করেছেন

سَبْعَ سَمَاوَاتٍ = সাত আসমান

طِبَاقًا = স্তরে স্তরে

تَفَاوُتٍ = অসামঞ্জস্য

فُطُورٍ = ফাটল, ফাঁক

ٱلرَّحْمَـٰنِ = পরম দয়ালু, আল্লাহর একটি গুণনাম

---

✨ আপনার চোখে কি কোনো ত্রুটি ধরা পড়ে আসমানে?
আল্লাহর সৃষ্টিতে নেই কোনো ভুল।
এটাই ঈমানের শক্তি—আল্লাহ সবকিছুই করেন নিখুঁতভাবে।

📌 পবিত্র কুরআনের প্রতিটি আয়াতেই রয়েছে চিন্তার খোরাক ও ইমানের পাথেয়। শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ দিন। প্রতিদিন একটি করে আয়াত
জানতে/মুখস্ত করতে চেষ্টা করি।

#আলোরপথে #আল্লাহরসৃষ্টি #ইসলামিকজ্ঞান #আজান

08/07/2025

রিভিউঃ

সকাল শুরু করি আরবি সাতদিনের নাম শিখার মধ্যমেঃ

১। সাবতে-শনিবার
২। আহাদ-রবিবার
৩। এছনাইন-সোমবার
৪। ছলাছা-মঙ্গলবার
৫। আরবেয়া-বুধবার
৬। খামিছ-বৃহস্পতিবার
৭। জুম'আ-শুক্রবার

Good morning! Having good day-Azaan! (Wednesday-ছলাছা)

সূরা মুলক: প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করা।আয়াত:-২ (আরবি):ٱلَّذِى خَلَقَ ٱلْمَوْتَ وَٱلْحَيَوٰةَ لِيَبْلُوَكُمْ أَيُّك...
07/07/2025

সূরা মুলক: প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করা।

আয়াত:-২ (আরবি):

ٱلَّذِى خَلَقَ ٱلْمَوْتَ وَٱلْحَيَوٰةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًۭا ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفُورُ

---

বাংলা উচ্চারণ:

আল্লাযী খালাকাল মাওতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু ‘আমালা; ওয়া হুয়াল ‘আযীযুল গফুর।

---

বাংলা অনুবাদ:

যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য—তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।

সকাল শুরু করি আরবি সাতদিনের নাম শিখার মধ্যমেঃ১। সাবতে-শনিবার২। আহাদ-রবিবার৩। এছনাইন-সোমবার৪। ছলাছা-মঙ্গলবার৫। আরবেয়া-বুধ...
07/07/2025

সকাল শুরু করি আরবি সাতদিনের নাম শিখার মধ্যমেঃ

১। সাবতে-শনিবার

২। আহাদ-রবিবার

৩। এছনাইন-সোমবার

৪। ছলাছা-মঙ্গলবার

৫। আরবেয়া-বুধবার

৬। খামিছ-বৃহস্পতিবার

৭। জুম'আ-শুক্রবার

Imported china DIY toy @350 tkDelivery charge free
06/10/2024

Imported china DIY toy @350 tk
Delivery charge free

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azaan: আজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azaan: আজান:

Share