Azaan: আজান

Azaan: আজান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azaan: আজান, Fulbaria.

🕋 Azaan:(আজান)
✨ ঈমান জাগাবে প্রতিটি পোস্ট!

📖 কুরআনের আলো |
🕌 হাদীসের শিক্ষা |
🤲 দোয়ার সৌন্দর্য
💭 ইসলামিক নসীহা |
📜 ইতিহাস |
❤️ হৃদয় ছুঁয়ে যাওয়া কথা

🔊 ইসলাম প্রচারে নিয়োজিত একটি ক্ষুদ্র উদ্যোগ

💬 পেইজটি শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নিন।

06/10/2025
10/08/2025

Azaan: আজান পেইজে দুইটি সিরিজ চলমান।

১। আরবি শিখি (বেসিক থেকে)
২। প্রতিদিন একটি আয়াত শিখি

08/08/2025

📖 সুরা আল-মুলক | আয়াত ১২

وَمَن يَخْشَ ٱلرَّحْمَـٰنَ بِٱلْغَيْبِ فَلَهُۥ مَغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌۭ

---

📌 বাংলা উচ্চারণ:

ওয়া-মান ইয়াখ্‌শা আর-রাহ্‌মানা বিল-গাইবি ফা-লাহূ মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর

---

📘 বাংলা অনুবাদ:

“আর যে ব্যক্তি অদেখা অবস্থায় দয়াময়ের (আল্লাহর) ভয় করে, তার জন্য রয়েছে ক্ষমা ও বিরাট প্রতিদান।”

---

🧠 শব্দ বিশ্লেষণ:

🔹 وَمَن (ওয়া-মান) — এবং যে
🔸 যে ব্যক্তি...

🔹 يَخْشَ (ইয়াখ্‌শা) — ভয় করে
🔸 মূল ধাতু: خ ش ي (খ-শা-ইয়া) — গভীর ভীতি, শ্রদ্ধাভরে ভয় করা

🔹 ٱلرَّحْمَـٰنَ (আর-রাহ্‌মানা) — পরম দয়ালু
🔸 আল্লাহর গুণবাচক নাম; তাঁর সীমাহীন দয়ার পরিচায়ক

🔹 بِٱلْغَيْبِ (বিল-গাইবি) — অদেখা অবস্থায়
🔸 غَيْب (গাইব) = অদৃশ্য বিষয়, যা চোখে দেখা যায় না

🔹 فَلَهُۥ (ফা-লাহূ) — তবে তার জন্য
🔸 ফা = তাহলে; লাহু = তার জন্য

🔹 مَغْفِرَةٌۭ (মাগফিরাতুন) — ক্ষমা
🔸 মূল ধাতু: غ ف ر (গা-ফা-রা) — আচ্ছাদন, ক্ষমা করা

🔹 وَأَجْرٌۭ (ওয়া আজরুন) — এবং পুরস্কার
🔸 আজর = প্রতিদান, পুরস্কার

🔹 كَبِيرٌۭ (কাবীর) — বড়, বিশাল
🔸 মূল ধাতু: ك ب ر (কা-বা-রা) — বড় হওয়া, বিশালতা

---

💎 (আয়াতের মূল বিষয়):

> "যে অদেখা আল্লাহকে ভয় করে, তার জন্যই আল্লাহ রেখেছেন মহা পুরস্কার—ক্ষমা ও বিশাল প্রতিদান!"

📖 সুরা মুলক – আয়াত ১২

@প্রতিদিনএকটিআয়াতশিখি।
Azaan: আজান

07/08/2025

📖 সুরা আল-মুলক | আয়াত ১১

أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ

📌 বাংলা উচ্চারণ (বাংলা বর্ণমালায়):

অফা-মান ইয়ামশী মুখিব্বান আলা ওয়াঝহিহি আহদা আম্মান ইয়ামশী সাউইয়্যান আলা সিরাতিম মুস্তাকীম

---

📘 বাংলা অনুবাদ:

“তবে কে অধিক সৎপথপ্রাপ্ত—সে কি, যে নিজ মুখমন্ডল ভূমিতে রেখেই (অন্ধভাবে) চলে, না সে, যে সোজাভাবে চলে এক সরল পথে?”

---

🧠 শব্দ বিশ্লেষণঃ

🔹 أَفَمَن (অফা-মান) — তবে কে
🔸 এটি একটি প্রশ্ন সূচক বাক্যরচনা, "কি সে যে...?" ভাব প্রকাশ করে।

🔹 يَمْشِي (ইয়ামশী) — সে চলে
🔸 মূল ধাতু: م ش ي (মা-শা-ইয়্য) — হাঁটা, চলা

🔹 مُكِبًّا (মুখিব্বান) — মুখ নিচু করে, উপুড় হয়ে
🔸 মূল ধাতু: ك ب ب (কা-বা-বা) — উল্টে যাওয়া, উপুড় হওয়া

🔹 عَلَىٰ وَجْهِهِ (আলা ওয়াঝহিহি) — তার মুখের ওপর
🔸 وَجْه (ওয়াঝহু) — মুখ, সম্মুখভাগ

🔹 أَهْدَىٰ (আহদা) — অধিক সৎপথপ্রাপ্ত
🔸 মূল ধাতু: هـ د ي (হা-দা-ইয়া) — পথনির্দেশ, হিদায়াত

🔹 أَمَّن (আম্মান) — না সে কে
🔸 সংশয়সূচক তুলনামূলক প্রশ্ন: "না সে, যে..."

🔹 سَوِيًّا (সাউইয়্যান) — সোজাভাবে, সুষমভাবে
🔸 মূল ধাতু: س و ي (সা-ওয়া-য়া) — সমতা, ভারসাম্য

🔹 صِرَاطٍ مُّسْتَقِيمٍ (সিরাতিম মুস্তাকীম) — সরল পথ
🔸 সিরাত = পথ; মুস্তাকীম = সোজা, সঠিক পথে চলা

---

🪶 আয়াতের মূল বিষয়:

> "যারা মুখ গুঁজে অন্ধভাবে চলে, তারা কী করে সৎপথে থাকতে পারে? আল্লাহর পথে চলা মানেই—সোজা ও সৎভাবে চলা।"

📖 সুরা মুলক, আয়াত ১১

চলবে......❤️
প্রতিদিন একটি আয়াত শিখি।
Azaan: আজান সত্যের পথে আহবান।

📘 Confusable Words | Class 3 | EngBase by Eyasin(বাংলা অর্থসহ, উদাহরণে শুধু ইংরেজি বাক্য)---🔹 Farther (দূরে) – more phys...
07/08/2025

📘 Confusable Words | Class 3 | EngBase by Eyasin

(বাংলা অর্থসহ, উদাহরণে শুধু ইংরেজি বাক্য)

---

🔹 Farther (দূরে) – more physical distance
Example: My house is farther from school than yours.

🔹 Further (আরও, অতিরিক্তভাবে) – more in addition / figurative distance
Example: We need to discuss this further.

---

🔹 Historic (ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ) – important in history
Example: The speech was a historic moment.

🔹 Historical (ইতিহাসসংক্রান্ত) – related to history
Example: She is reading a historical novel.

---

🔹 Compliment (প্রশংসা করা) – praise or kind words
Example: He gave me a nice compliment.

🔹 Complement (সম্পূর্ণ করা, মানানসই হওয়া) – to complete or go well with
Example: The red shoes complement her dress.

---

🔹 Principal (প্রধান / বিদ্যালয়ের প্রধান শিক্ষক) – head of a school / main
Example: The principal welcomed the students.

🔹 Principle (নীতিমালা, আদর্শ) – moral rule or belief
Example: Honesty is a good principle.

---

🔹 Assure (আশ্বস্ত করা) – to remove doubt or fear
Example: I assure you everything is fine.

🔹 Ensure (নিশ্চিত করা) – to make certain
Example: Please ensure the door is locked.

🔹 Insure (বীমা করা) – to protect financially
Example: He insured his car last week.

Save It..Read it.. Practice it.....

Continue....
EngBase by Eyasin

06/08/2025

📘 আরবি ভাষা শেখা: শুরু হোক আল্লাহর নামে – পাঠ ৪

🟩 আজ শিখুন:
🔹 আরবি লেখা হয় ডান থেকে বামে
🔹 হরফ কিভাবে সংযুক্ত হয়
🔹 সংযুক্ত না হওয়া ৬টি বিশেষ হরফ

🖋️ হরফ সংযুক্তির উদাহরণ:
ب → بـ، ـبـ، ـب

🔗 সংযুক্ত না হওয়া হরফ:
ا، د، ذ، ر، ز، و

🎯 অনুশীলন:
▪ ডান দিক থেকে লেখা শুরু করুন
▪ Ba হরফের ৪টি রূপ অনুশীলন করুন
▪ Non-joining হরফগুলো মুখস্থ করুন

✍️ প্রস্তুত করেছে: EngBase by Eyasin
📢 প্রকাশনায়: Azaan: সত্যের আহ্বানে আজান

04/08/2025

📖 সুরা আল-মুলক – আয়াত ১০

আরবি:
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ

বাংলা উচ্চারণ:
ওয়া ক্বালূ লাও কুন্না নাসমাঊ আও না‘কিলু মা কুন্না ফি আসহাবিস্ সা‘ঈর।

বাংলা অর্থ:
তারা বলবে, ‘যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তবে আমরা জাহান্নামিদের মধ্যে থাকতাম না।’

---

✨ গুরুত্বপূর্ণ শব্দ বিশ্লেষণঃ

وَقَالُوا (ওয়া ক্বালূ) ➤ এবং তারা বলবে

لَوْ (লাও) ➤ যদি

كُنَّا (কুন্না) ➤ আমরা থাকতাম

نَسْمَعُ (নাসমাঊ) ➤ আমরা শুনতাম

أَوْ (আও) ➤ অথবা

نَعْقِلُ (না‘কিলু) ➤ আমরা বুঝতাম

مَا كُنَّا (মা কুন্না) ➤ তবে আমরা থাকতাম না

فِي (ফি) ➤ মধ্যে

أَصْحَابِ (আসহাবি) ➤ সঙ্গী / বাসিন্দা

السَّعِيرِ (আস্-সা‘ঈর) ➤ জাহান্নাম / অগ্নি

---

🔖 উপদেশ:
আয়াতটি আমাদের শিক্ষা দেয়, যারা এই দুনিয়ায় আল্লাহর বাণী শুনে না বা বুঝতে চায় না, তারাই পরকালে আফসোস করবে।

আজান: চলমান দুইটি সিরিজঃ

১) সুরা বিশ্লেষণ (প্রতিদিন একটি আয়াত শিখি)
২) কুরআন শেখার বেসিক কোর্স।
আরো রয়েছে আরবি শব্দ শিখি।

চলবে.....

📘 আরবি ভাষা শেখা: শুরু হোক আল্লাহর নামে – পাঠ ৩🟩 আজ শিখুন:🔹 আরবি হরফ ২১-২৮ পর্যন্ত  🔹 ইংরেজি হরফে আরবি উচ্চারণ (Translit...
04/08/2025

📘 আরবি ভাষা শেখা: শুরু হোক আল্লাহর নামে – পাঠ ৩

🟩 আজ শিখুন:
🔹 আরবি হরফ ২১-২৮ পর্যন্ত
🔹 ইংরেজি হরফে আরবি উচ্চারণ (Transliteration)

🔠 আজকের হরফগুলো:
ق ك ل م ن هـ و ي
(Qaf, Kaf, Lam, Meem, Noon, Ha, Waw, Ya)

📝 অনুশীলনের টিপস:
▪ প্রতিটি হরফ ৫ বার উচ্চারণ করুন
▪ লিখে লিখে প্র্যাকটিস করুন
▪ পূর্বের হরফগুলোর রিভিশন নিন

🖋️ প্রস্তুত করেছে: EngBase by Eyasin
📢 প্রকাশনায়: Azaan: সত্যের আহ্বানে আজান

📘 আরবি ভাষা শেখা: শুরু হোক আল্লাহর নামে – পাঠ ২🟩 আজ শিখুন:🔹 হরফ ১১-২০ পর্যন্ত উচ্চারণ ও নামসহ  🔹 আরবি হরফ শ্রেণিবিন্যাসে...
31/07/2025

📘 আরবি ভাষা শেখা: শুরু হোক আল্লাহর নামে – পাঠ ২

🟩 আজ শিখুন:
🔹 হরফ ১১-২০ পর্যন্ত উচ্চারণ ও নামসহ
🔹 আরবি হরফ শ্রেণিবিন্যাসের প্রাথমিক ধারণা

🔠 আজকের হরফগুলো:
ز، س، ش، ص، ض، ط، ظ، ع، غ، ف
(উচ্চারণ ও অর্থসহ টেবিল পোস্টে দেখুন)

🎯 অনুশীলনের টিপস:
▪ প্রতিটি হরফ ৫ বার বলুন
▪ উচ্চারণে জিহ্বা-গলার ব্যবহার খেয়াল করুন
▪ নিয়মিত লিখে প্র্যাকটিস করুন

🖋️ প্রস্তুত করেছে: EngBase by Eyasin
📢 প্রকাশনায়: Azaan: সত্যের আহ্বানে আজান

31/07/2025

আমি প্রতিদিন কিছু শিখতে চেষ্টা করি এবং এই শেখা অন্যদের সাথে শেয়ারের জন্য ইসলামিক দাওয়ার কাজে বিভিন্ন ইসলামিক গ্রুপে পোস্ট দেই। কিন্তু দেখা যায় কয়েকটি গ্রুপ ছাড়া বাকি গ্রুপে পোস্ট এপ্রুব করে না। সময়ের ধারায় তাদের গ্রুপ বড় হয়েছে। তাই বলে অন্য কোন ব্যক্তি/পেইজের পোস্ট শেয়ার করা যায় না।

যারা সত্যি গ্রুপগুলো ইসলামিক দাওয়ার কাজে খুলেছেন তাদের উচিত সব শিক্ষা মূলক পোস্ট পাবলিক করা। ইসলাম প্রচারে দাওয়ার যে নেক আমল সে থেকে আপনিও ভাগ হলেন। নতুবা মিলিয়ন মিলিয়ন সদস্য নিয়ে প্রতিদিন চেয়ে চেয়ে দেখবেন আর চিন্তা করবেন আমার গ্রুপে লক্ষ লক্ষ সদস্য আমাকে আর কে পায়। আমি তো সেলিব্রেটি.... কিন্তু দিন শেষে একটি শেয়ার হতে পারে কারো পরিবর্তনের চাবি। এ থেকে আপনিও নেকি পাবেন। তাই নেকি অর্জন থেকে বঞ্চিত হয়েন না এডমিন ভাইয়েরা।

আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুন। আমাদের ইসলাম প্রচারের ছোট ছোট পোস্ট এর নেকির অংশীদার আপনাদের করার সুযোগ করে দিন। আমিন।

🌙 সুরা আল-মুলক – আয়াত ৯قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌفَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍإِنْ أَن...
30/07/2025

🌙 সুরা আল-মুলক – আয়াত ৯

قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ
فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ
إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ

---

📖 বাংলা উচ্চারণ

কালু বালা ক্বাদ জা’আনান-নাযীর
ফা-কায্‌যাব্‌না ওয়াকুলনা মা নাজ্‌জালাল্লাহু মিন শাই’
ইন্‌ আনতুম ইল্লা ফী দোলালিন কবীর

📖 বাংলা অর্থ:

“তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি?”
তারা বলবে, “অবশ্যই এসেছিল সতর্ককারী; কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই নাযিল করেননি’। তোমরা তো বড়ই বিভ্রান্তির মধ্যে ছিলে।”

---

🧠 গুরুত্বপূর্ণ শব্দ বিশ্লেষণঃ

আরবি শব্দ উচ্চারণ বাংলা অর্থ

قَالُوا (ক্বালু)তারা বলবে
بَلَىٰ (বালা) হ্যাঁ, অবশ্যই
جَاءَنَا (জা’আনা) এসেছিল আমাদের কাছে
نَذِيرٌ (নাযীর)সতর্ককারী
فَكَذَّبْنَا (ফা-কায্‌যাব্‌না) কিন্তু আমরা মিথ্যা বলেছিলাম
نَزَّلَ (নাজ্‌জালা ) নাজিল করেছেন
شَيْءٍ (শাই’) কোনো কিছু
ضَلَالٍ كَبِيرٍ (দোলালিন কবীর) বিশাল গোমরাহী

#প্রতিদিনএকটিআয়াতশিখি
#আখিরাতেরজন্যআরবিশিখি
#একটিআয়াতশেয়ারকরি
#আজান:(Azaan)
#দাওয়ালেসন

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azaan: আজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azaan: আজান:

Share