আমি মুসলিম

আমি মুসলিম অাল্লাহ অামার রব❤️ আমি আল্লাহর গোলাম👍
(5)

আমিন
14/07/2024

আমিন

01/01/2024

যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়েত দেন,
তবে তা হবে তোমার জন্য,একপাল লাল উটের চেয়েও উত্তম।🖤🥀

(আবু-দাউদ:৩৬৬১)

18/12/2023

❤️ইয়া রব
"যতটুকু হেদায়েত পেয়েছি তা,
হারিয়ে যেতে দিয়েন না
আর,যে পাপের জন্য তওবা করেছি,
সে পাপ পুনরায় হতে দিয়েন না".....
😔🤲আমিন🤲😔

16/12/2023

** নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫ টি কৌশল **

১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।

২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।

৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।

৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।

৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।

৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।

৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।

৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।

৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।

১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।

১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।

১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷

১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।

১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।

মহান আল্লাহ তা‘আলা লেখার প্রতিটি কথার উপর আমাদের সবাইকে এবং সাথে আমাকেও আমল করার তাওফিক দান করুক।
আমিন

08/12/2023

"অধিক সম্পদ লাভের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে, এমনি করেই ধীরে ধীরে তোমরা কবরের কাছে গিয়ে হাযির হবে। "

-সূরা-তাকাসুর :১-২

02/12/2023

রাসূল সাঃ বলেছেন,

আমার প্রত্যেক উম্মতের গুনাহ্ মাফ হবে,তবে যে গুনাহ্ বলে বেড়ায়।
তার গুনাহ্ মাফ হবে না।😥

(সহীহ্ বুখারী ৫৬৪৩)

30/11/2023

আমি বললাম "আমি হতাশ, আমার কেউ নেই!

আর আল্লাহ বলেন "ভেঙে পড়াে না, নিরাশ হয়াে নাহ; সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা! জেনে রেখাে নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে ।"🌸

(সূরা বাক্বারাহঃ ২১৪) 🖤

25/11/2023

❝রাসূলুল্লাহ (সাঃ) প্রতিরাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে দু’হাত একত্রিত করে হাতে ফুঁ দিয়ে মাথা ও মুখ থেকে শুরু করে দেহের সম্মুখভাগের উপর তিনবার হাত বুলাতেন।❞

~সহীহ বুখারী ৫০১৭🖤

16/11/2023

❝ইবলিশ শয়তান ৬ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল আর তাকে যখন শয়তান বলে আরশ থেকে নিক্ষিপ্ত করা হচ্ছিল তখন সে বলেছিল আমি যত বছর আপনার ইবাদত করেছি এর পরিবর্তে আমি যা চাই তাই দিতে হবে❞.........

❝আল্লাহ বলেন,, কি চাও❞??

❝উওরে শয়তান বলল,, হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে মারদুদ হিসেবে নিক্ষেপ করেছেন আমার জন্য একটি ঘর বানিয়ে দিন❞,,,,,,,,

❝আল্লাহ পাক বলেনঃ তোমার ঘর হাম্মাম খানা❞,,,,,

❝শয়তানঃ একটি বসার জায়গা দিন❞..

❝আল্লাহ পাক বলেন,, তোমার বসার জায়গা বাজার ও রাস্তা❞,,,,,,,

❝শয়তানঃ আমার খাওয়ার প্রয়োজন❞

❝আল্লাহ পাক বলেন,, তোমার খাওয়া ঐ সব জিনিস যাতে আল্লাহর নাম নেয়া হয় না❞,,,,,,

❝শয়তানঃ আমার পানীয় প্রয়োজন❞

❝আল্লাহ পাক বলেন,, নেশাদ্রব তোমার পানি❞

❝শয়তানঃ আমার দিকে আহবান করার কোন মাধ্যম দিন❞..........

❝আল্লাহ পাক বলেনঃ নাচ-গান, বাদ্য-বাজনা তোমার দিকে আহবান করার মাধ্যম❞.....

❝শয়তানঃ আমাকে লিখার কিছু দিন❞

❝আল্লাহ পাক বলেনঃ শরীরে দাগ দেওয়া উল্কি ট্যাটু অংকন করা❞,,,,,,

❝শয়তান: আমাকে কিছু কথা দিন❞......

❝আল্লাহ পাক বলেন,, মিথ্যা বলা তোমার কথা❞,,,,

❝শয়তানঃ মানুষকে বন্দি করার জন্য একটি জাল ফাদ দিন❞....

❝আল্লাহ পাক বলেন তোমার জাল ফাদ হলো বেপর্দা নারী❞

❝রেফারেন্স: তাবরানী অধ্যায়, মাজমাউজ্জা ওয়ায়েদ,,
হাদিস❞ নঃ ২/১১৯

❝হে আমার রব!আমাদের সবাইকে শয়তানের ধোকার হাত থেকে রক্ষা করো❞।
❝আমিন❞

14/11/2023

🌸🇸🇦ইসলামিক পোস্ট পরলে আর দেখলেই হবেনা,,,

🌸সবার কাছে অনুরোধ
সবাই আমল করবেন ‎‎ إِنْ شَاءَ ٱللَّٰهُ‎‎ ,

🌸তাহলে সফল হবেন,,,,,,

🌹___________ইনশা আল্লাহ্____________🌹

11/11/2023

আলহামদুলিল্লাহ
কোন বিপদেই হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন।সাহায্য আসবেই।
"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে
ইউসুফ১১০

10/11/2023

কুয়াশা ও হাল্কা শীত, প্রশান্তিময় ফজর।
এক অন্য রকম আত্মতৃপ্তি!

আলহামদুলিল্লাহ।🤲

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when আমি মুসলিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share