দৈনিক দেশের মাটি -The daily desher mati

দৈনিক দেশের মাটি -The daily  desher mati কখনোই আয়ের এক মাত্র উৎসের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আর একটি উৎস তৈরি করুন।

ভাই বোনের ভালোবাসা এমনই মধুর হয় ❤❤বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চিত্রনায়ক আলমগীর এর‌ ছেলে তাসবিরের আজ জন্মদিন । ভাইয়ের জন...
26/07/2025

ভাই বোনের ভালোবাসা এমনই মধুর হয় ❤❤
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চিত্রনায়ক আলমগীর এর‌ ছেলে তাসবিরের আজ জন্মদিন । ভাইয়ের জন্মদিন উপলক্ষে এই ছবিটি পোস্ট করে যা লিখে বোন আঁখি আলমগীর....
Happy birthday my beloved brother Tasveer.
Many many best wishes and love .
May Allah bless you .

সোনার বাংলা রচয়িতা: আলিফ খান মারুফ সুজলা সুফলা শস্য সেমলাছিল আমার এই দেশ।যুগের সাথে তাল মেলাতেকরেছে সকলি শেষ।নদী মাতৃক দ...
26/07/2025

সোনার বাংলা

রচয়িতা: আলিফ খান মারুফ

সুজলা সুফলা শস্য সেমলা
ছিল আমার এই দেশ।
যুগের সাথে তাল মেলাতে
করেছে সকলি শেষ।
নদী মাতৃক দেশটায় ছিল
খালবিল কোটি কোটি,
সেসব এখন যায়না দেখা
সবই আবর্জনায় ভর্তি।
ধান,পাট আর রবি শস্যে
ভরাট ছিল মা-তো।
তবে এখন কেন ক্ষুধার তোপে
ভুগছি আমরা এতো।
কে করবে অসাধ্য সাধন?
কে গড়বে দেশ?
তাহার পানে চেয়ে আছে কো
চেয়ে আছে গোটা দেশ।
[সমাপ্ত]

ঈশ্বর ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না!!গত ১৫ বছর হিন্দুদের উপর ঘটে যাওয়া অসংখ্য নির্যাতনের ০১টিরও বিচার করেননি, অথচ ঈশ্বর...
25/07/2025

ঈশ্বর ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না!!

গত ১৫ বছর হিন্দুদের উপর ঘটে যাওয়া অসংখ্য নির্যাতনের ০১টিরও বিচার করেননি, অথচ ঈশ্বরের কি লীলা, আজ সেই হিন্দুদের কাছেই আপনাকে বিচার প্রার্থী হতে হচ্ছে!!

সরকারি টাকায় আপনি ৫৬০ টি মসজিদ বানিয়েছেন ০১টিও মন্দির বানাননি, যেন মন্দিরের উলুধ্বনি- কাশর ঘন্টা আপনার কানে না যায়, অথচ ঈশ্বরের কি লীলা, আজ আপনাকে সেই কাশর ঘন্টাই শুনতে হচ্ছে সারাক্ষণ।

আপনি বলেছিলেন মদিনার সনদ অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে কিন্তু ঈশ্বরের কি লীলা, আজ আপনাকে হিন্দুভুমি তথা রাম জন্মভূমি, কৃষ্ণের জন্মভূমিতে জীবন বাঁচাতে হচ্ছে!!

রামু, নাসিরনগর, কুমিল্লা সহ সারাদেশে রক্তাক্ত শারদ, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ, আওয়ামীলীগ নেতাদের হুংকারে হিন্দুদের দেশ থেকে বাধ্য হওয়া! সারা দেশের মানবতার সংগঠনগুলো শত-শত মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি'সহ কত শত অনুষ্ঠানের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করলেও হিন্দুদের কান্না আপনার কান পর্যন্ত পৌঁছায়নি, অথচ আজ আপনি হিন্দু ভুমিতে কত সুন্দর কত নিরাপদে আছেন।।

সনাতন ধর্মালম্বীদের যেকোনো পূজা-উৎসব আসার আগেই আপনার নেতাদের প্রতিমা ভাঙচুরের উৎসব লেগে যেতো, অথচ ঈশ্বরের কি লীলা, আজকে সেই নেতারা প্রতিমার মতো ভেঙেচুরে চৌচির হয়ে প্রতিমার মতো নির্জীব হয়ে যাচ্ছে, এটাই নিয়তি মাননীয় নেত্রী!!!

ঈশ্বর আপনাকে, আপনার নেতাদের এবং বর্তমানে যারা সনাতন ধর্মের উপর অত্যাচার নির্যাতন করছে তাদের শুভ বুদ্ধির উদয় করুক!!

মাইলস্টোন স্কুল  নার্গিস আক্তার বিমান বিধ্বস্ত স্কুল আজ কান্নার আহাজারি শত শত মায়ের বুকের ধন গেল সবাইকে ছাড়ি। পিতা মাত...
25/07/2025

মাইলস্টোন স্কুল
নার্গিস আক্তার
বিমান বিধ্বস্ত স্কুল আজ
কান্নার আহাজারি
শত শত মায়ের বুকের ধন
গেল সবাইকে ছাড়ি।
পিতা মাতার কান্নার ধ্বনি
শুনছে সারা বিশ্ববাসী
পিতা মাতা ছাড়া বুঝে না
হারানো যন্ত্রণার ফাঁসি।
ছোট ছোট শিশু অকালে
গেল পৃথিবী ছাড়ি
কত আহাজারি কত চিৎকার
বেদনায় বুক ভারি।
ফুলঝড়ার আগে ফুল কলি
অগ্নি দগ্ধ কালী
হে দয়াময় দয়া কর তাঁদের
বেহেশতের ফুলকলি।
কত আদর কত ভালোবাসা
মা বাপের বুকের ধন
অগ্নি পুড়া ঝলসা শরীর
মানছে না কারো মন।
পুড়া শরীর নিয়ে হেঁটে
যায় কত সোনা বাবু
ছবি ভিডিও করছে মানুষ
দায়িত্বের বেলায় কাবু।

22/07/2025

😭ইন্নালিল্লাহ 😭ঝালকাঠি ছত্রকান্দায় একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে, বাসটি পুকুরে পড়ে যায় এতে অনেক মানুষ মারা যায়।😭😭🤭🤭🤭

https://www.facebook.com/share/v/16bWEjxkay/
22/07/2025

https://www.facebook.com/share/v/16bWEjxkay/

😭ইন্নালিল্লাহ 😭ঝালকাঠি ছত্রকান্দায় একটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে, বাসটি পুকুরে পড়ে যায় এতে অনেক মানুষ মারা যায়।😭😭🤭🤭🤭

23/06/2025
ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'...
18/06/2025

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'

১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'ঘা'ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন, আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে, ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র
২. ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁ'দছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু, তাঁর কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁ'দে পড়লেন, ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাঁদের আ'স্তানাতে নিয়ে ব্লা'ক মে*ইল করবে।
৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দু'র্বলতা, রোগে, নানা লোভে আপনাকে ফাঁ'দে ফেলার ব্যবস্থা, এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।
৪. রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাঁদের আ'স্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না, সব হারাবেন, মেয়ে দিয়ে ব্লা:ক মে'ইল করবে।
৫.গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌ*লতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁ'সে গেলেন।
৬. যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম, আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।
৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছি*নতাই করে ছাদ থাকে ফেলে দেয়
৮.লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।
৯.যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।
১০.হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নে*শাখোর ওঁত পেতে থাকে ছি*নতাই এর জন্য।
এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতনতা সৃষ্টিতে শে*য়ার করে সকলকে জা'নি'য়ে দিন।
ভালো থাকুন, সুস্থ থাকুন,
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।
- সংগৃহীত

Address

Fulbaria

Telephone

+8801724586702

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক দেশের মাটি -The daily desher mati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক দেশের মাটি -The daily desher mati:

Share

Category