কৃষ্ণভাবনামৃত

কৃষ্ণভাবনামৃত রাধে রাধে সকলকে অনুরোধ নিচের ওয়েপসাইটটি ভিজিট করার জন্য Hindunews24.com
(1)

যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷৭অর্থ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং ...
26/07/2025

যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত৷
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্৷৷৭

অর্থ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যূত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হয়।
゚viralfbreelsfypシ゚viral ゚ #

গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বা...
26/07/2025

গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী, তাঁকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না।

* যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন, তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না।

* শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না। তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না।

* তিনি আরও বলেছেন, ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না। তিনি তাঁকে সেটাই দেন, যে যেটার যোগ্য।

* গীতার বাণী অনুসারে তোমাকে অন্য কেউ সাহায্য করতে আসবে না। তোমাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।

* একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে, তবে সে একদিন না একদিন নিশ্চয় অর্জন করতে পারবে।

* গীতায় কৃষ্ণ বলেছেন, এই জীবনে কোনও কিছুই চিরস্থায়ী নয়। তাই নিজের উপর অতিরিক্ত ভার নিও না। কারোর সঙ্গে পথ চললে, তা না আমাদের খুশি দেবে, না লক্ষ্য পৌঁছনের সুখ। তাই মানুষের জীবনের পথ একাই চলা উচিত।

* গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে কখনও ভয় পেও না। কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যু বরণ করতে হলে তাও ভালো। তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো। অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনে ভয়ের উদ্রেক হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হল নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা।

ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি। তাহলে আমাদের এই মানব জীবনটি সুন্দরভাবে পরিচালিত হবে। তাই নিত্য প্রতিদিন গীতা পাঠ করুন। আপনার আশেপাশে যারাই আছেন সবাইকে গীতা পাঠের জন্য উৎসাহিত করুন।

গীতা নির্ভর জীবন গড়ুন 🙏🙏🙏🕉️🚩
জগতের সকল প্রাণীর মঙ্গল হোক 🙏🙏🙏🕉️🚩
"""" হরে কৃষ্ণ """ 🙏❤️
゚viralfbreelsfypシ゚viral ゚ #

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনায় সনাতন সমাজের একাত্মতা। #ঋষি_অত্রির_আশ্রম    #সর্বতীর্থ  ゚  #
25/07/2025

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনায় সনাতন সমাজের একাত্মতা।
#ঋষি_অত্রির_আশ্রম #সর্বতীর্থ ゚ #

✨💖ভগবান  #শ্রীরাম'কে ২৫ বছর বয়সে বনবাসে যেতে হয়েছিল। ভগবান শ্রীরাম ১৪টি স্থানে ১৪ বছর বনবাস কাটিয়েছিলেন–💖✨💖✨১)  #তমসা...
25/07/2025

✨💖ভগবান #শ্রীরাম'কে ২৫ বছর বয়সে বনবাসে যেতে হয়েছিল। ভগবান শ্রীরাম ১৪টি স্থানে ১৪ বছর বনবাস কাটিয়েছিলেন–💖✨

💖✨১) #তমসা_নদীর_তীর– মাতা সীতা এবং লক্ষ্মণের সাথে সুমন্তের রথে চড়ে ভগবান শ্রীরাম বনবাসের সময় প্রথম তমসা নদীর তীরে পৌঁছেছিলেন। এটি অযোধ্যা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। ভগবান শ্রীরাম এখানে এক রাত শয়ন করেছিলেন।✨💖

💖✨২) #শৃঙ্গবেরপুর– এর পর ভগবান শ্রীরাম‌ তিনটি নদী পার হয়ে অয্যোধ্যার সীমান্ত পার হন। গঙ্গার শাখানদী গোমতী, বেদশ্রুতি ও সান্দিক্য নদী পার হয়ে প্রয়াগরাজ থেকে ২০ থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত শৃঙ্গবেরপুরে পৌঁছান। শৃঙ্গবেরপুর ছিল নিষাদরাজ বন্ধু গুহকের রাজ্য। গুহক অনুরোধ করেছিলেন এই নিষাদ রাজ্যেই চৌদ্দ বছর অবস্থান করতে। কারণ নিষাদেরা বনে জঙ্গলে থাকতো। সেখানে অবস্থান করলেও চৌদ্দ বছরের বনবাসের শর্ত পালন করা যেতো। কিন্তু নিষাদ রাজ্য অয্যোধ্যার কাছাকাছি হওয়ায় ভগবান শ্রীরাম এখানে কেবলমাত্র একদিনই অবস্থান করেছিলেন। সারথি সুমন্ত নিষাদ রাজ্য থেকে বিদায় নিলে নিষাদরাজ গুহক নিজে নৌকার মাঝি হয়ে শ্রীরাম, মা সীতা ও লক্ষ্মণকে গঙ্গা পার করিয়ে দিয়েছিলেন। গঙ্গা পার হয়ে শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতা প্রয়াগে ঋষি ভরদ্বাজের আশ্রমে উপস্থিত হন। ঋষি ভরদ্বাজ তাঁদের চিত্রকূটে থাকার পরামর্শ দিয়েছিলেন।💖✨

💖✨৩) #চিত্রকূট– সঙ্গম পেরিয়ে শ্রীরাম যমুনা নদী পার হয়ে চিত্রকূটে পৌঁছান। এই সেই জায়গা যেখানে ভরত তাঁর গুরু এবং সেনাবাহিনী সহ বড় ভাই রামকে অযোধ্যায় ফিরিয়ে নিতে এসেছিলেন। এখানেই শ্রীরাম তাঁর পাদুকা ভরতকে দিয়েছিলেন এবং তিনি তা সিংহাসনে রেখেই রাজ্যের ভার গ্রহণ করেছিলেন।💖✨

💖✨৪) #ঋষি_অত্রির_আশ্রম– চিত্রকূটের কাছে সাতনায় ঋষি অত্রির একটি আশ্রম ছিল। এখানেও শ্রীরাম কিছু সময় কাটিয়েছিলেন। এখানেই ঋষি অত্রির স্ত্রী অনুসূয়ার আশীর্বাদ থেকে ভাগীরথী গঙ্গার একটি পবিত্র স্রোত বের হয়েছিল। এই স্রোত মন্দাকিনী নামে বিখ্যাত। তাঁরা তাঁদের দণ্ডকারণ্যে থাকার পরামর্শ দিয়েছিলেন।💖🌿

✨💖৫) #দণ্ডকারণ্য– শ্রীরাম দণ্ডকারণ্যে দশ বছরের বনবাস কাটিয়েছিলেন। এটি ছিল সেই বনাঞ্চল যেটিকে শ্রীরাম তাঁর আশ্রয়স্থল বানিয়েছিলেন।🌿💖

✨💖৬) #শাহদোল– এরপর তিনি শাহদোল অর্থাৎ অমরকণ্টকে যান। এই স্থানে একটি জলপ্রপাত আছে। যে জলাশয়ে জলপ্রপাত পড়ে তার নাম সীতাকুন্ড। বশিষ্ঠ গুহাও এখানে অবস্থিত।🌿💖

✨💖৭) #অগস্ত্য_মুনির_আশ্রম– শ্রীরাম দণ্ডকারণ্যে পঞ্চবটী অর্থাৎ নাসিকে পৌঁছানোর পর সেখানে তিনি ঋষি অগস্ত্যের আশ্রমে কিছু সময় অতিবাহিত করেন। এই সময় ঋষি তাঁকে অগ্নিকুণ্ডে তৈরি অস্ত্র উপহার দেন। এই জায়গার সাথে জড়িয়ে আছে অনেক গল্প। এটা বিশ্বাস করা হয় যে পঞ্চবটী অর্থাৎ পাঁচটি গাছ (অশ্বত্থ, বট, আমলকী, বেল এবং অশোক) জানকী, রাম এবং লক্ষ্মণ নিজ হাতে রোপণ করেছিলেন। এই স্থানেই লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দেন এবং রাম-লক্ষ্মণের সঙ্গে খর-দুষণের যুদ্ধ হয়।🌿💖

✨💖৮) #সর্বতীর্থ– নাসিক থেকে ৫৬ কিলোমিটার দূরে সর্বতীর্থ অবস্থিত। এই স্থানে রাবণ-জটায়ুর যুদ্ধ হয় এবং জটায়ুর মৃত্যু হয়। বনবাসের ১৩তম বছরে এই স্থানে সীতাকে অপহরণ করা হয়েছিল।🌿💖

✨💖৯) #মাতা_শবরীর_আশ্রম– সর্বতীর্থের পর সীতার সন্ধানে শ্রীরাম অনুজ লক্ষ্মণ সহ ঋষ্যমূক পর্বতে পৌঁছেন। এরপর তিনি মাতা শবরীর আশ্রমে যান, যা বর্তমানে কেরালায় রয়েছে। এই আশ্রমটি পম্পা নদীর কাছে অবস্থিত।✨💖

✨💖১০) #ঋষ্যমুক_পর্বত– ঋষ্যমূক পর্বত ছিল বানরদের রাজধানী কিষ্কিন্ধার কাছে। এখানেই শ্রীরাম-লক্ষ্মণ হনুমান ও সুগ্রীবের দেখা পেয়েছিলেন, যারা সীতার সন্ধানে গিয়েছিলেন।🌿💖

✨💖১১) #রামেশ্বরম্– সীতার সন্ধানে, মর্যাদা পুরুষোত্তম লঙ্কায় আরোহণের আগে রামেশ্বরমে ভোলেনাথের পূজা করেছিলেন। এখানে তিনি শিবলিঙ্গ স্থাপন করেন।🌿💖

✨💖১২) #ধানুষ্কোডি– বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে যে ভগবান শ্রীরাম রামেশ্বরমের সামনে ধনুষ্কোডি নামক একটি স্থান আবিষ্কার করেছিলেন। এটি ছিল সমুদ্রের সেই বিন্দু যেখান থেকে সহজেই শ্রীলঙ্কায় পৌঁছানো যায়।🌿💖

✨💖১৩) #নুয়ারা_এলিয়া_পর্বতশ্রেণী– নুয়ারা এলিয়া পাহাড় থেকে প্রায় ৯০ কিমি দূরে বান্দ্রভেলার পাশে রাবণের প্রাসাদ ছিল। এই স্থানটি মধ্য লঙ্কার উঁচু পাহাড়ের মাঝখানে ছিল।🌿💖

✨💖১৪) #লঙ্কা– ভগবান শ্রীরাম এবং লঙ্কাপতি রাবণের মধ্যে যুদ্ধ ১৩ দিন ধরে চলেছিল। এরপর রাবণ বধের মাধ্যমে রাম-রাবণের যুদ্ধ শেষ হয়।✨💖💖

🌿💖লঙ্কা থেকে অযোধ্যায় ফেরার পথে শ্রীরাম আবার রামেশ্বরমে্ পৌঁছান, এরপর নাসিক থেকে প্রয়াগে ঋষি ভরদ্বাজের আশ্রমে পৌঁছে অযোধ্যায় ফিরে আসেন।

এভাবে বনবাসের কালে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, শ্রীলঙ্কা হয়ে আবার অযোধ্যায় ফিরে এসেছিলেন শ্রীরাম।✨💖

✨💖🙌🙇‍♀️জয় শ্রীরাম ❤️🌿🙇‍♀️🙌
゚ #

 #আমাদের ভক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে হরিনাম জপ।অথচ এই হরিনাম জপেই আমাদের সবচেয়ে বড় অবহে...
24/07/2025

#আমাদের ভক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে হরিনাম জপ।অথচ এই হরিনাম জপেই আমাদের সবচেয়ে বড় অবহেলা।দুনিয়ার সব কাজে গুরুত্ব আছে কিন্তু হরিনাম জপে সময় গুরুত্বহীনতা চলে আসে।

#এজন্য মায়ার দ্বারা প্রভাবিত হয়ে এই জগত সংসারে বসবাসের স্থায়িত্ব ও বাড়াচ্ছি।ত্রিতাপ ক্লেশ দ্বারা জর্জরিত হচ্ছি।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচ মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আ...
24/07/2025

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচ মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আবারও নাকচ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দেন।

ভারত ও বাংলাদেশের পর আজ  রাশিয়ায় যাত্রীবাহী বিমান ✈️✈️✈️ বিধ্বস্ত......হে ভগবান তুমি সকলের মঙ্গল করো...🙏🙏🙏🙏   ゚
24/07/2025

ভারত ও বাংলাদেশের পর আজ রাশিয়ায় যাত্রীবাহী বিমান ✈️✈️✈️ বিধ্বস্ত......
হে ভগবান তুমি সকলের মঙ্গল করো...🙏🙏🙏🙏

প্রাচীন মিশরের একটি কবর থেকে প্রত্নতত্ত্ববিদরা প্রায় ৩,০০০ বছরের পুরনো মধুর হাঁড়ি উদ্ধার করেছেন। অবাক করা বিষয় হলো—এত বছ...
24/07/2025

প্রাচীন মিশরের একটি কবর থেকে প্রত্নতত্ত্ববিদরা প্রায় ৩,০০০ বছরের পুরনো মধুর হাঁড়ি উদ্ধার করেছেন। অবাক করা বিষয় হলো—এত বছরের পরেও সেই মধু এখনও পুরোপুরি খাওয়ার উপযোগী! এটা মধুর স্বাভাবিক সংরক্ষণক্ষমতার এক দুর্লভ উদাহরণ।

"স্বস্তিক" শব্দটি সংস্কৃত स्वस्तिक থেকে এসেছে, যার অর্থ ''মঙ্গলের জন্য সহায়ক।"      স্বস্তিক একটি সংস্কৃত শব্দ। স্ব এবং...
24/07/2025

"স্বস্তিক" শব্দটি সংস্কৃত स्वस्तिक থেকে এসেছে, যার অর্থ ''মঙ্গলের জন্য সহায়ক।"

স্বস্তিক একটি সংস্কৃত শব্দ। স্ব এবং অস্তি এই দুই শব্দ নিয়ে '‘স্বস্তিক’' শব্দটি গঠিত হয়েছে।

👉স্বস্তিক চিহ্ন চার দিক, চার বেদ, চার ধাম, চার বর্ণ,
👉চার আশ্রম,
👉মানব জীবনের চার পর্ব এবং
👉চার দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অর্থাৎ শিব এবং গণেশকে উপস্থাপন করে।

সনাতন ধর্মে কোনো শুভ কর্ম প্রারম্ভের পূর্বে স্বস্তিক চিহ্নের ব্যবহার মঙ্গলময় মানা হয়।
হিন্দুধর্মে ডানমুখী প্রতীক (ঘড়ির কাঁটার দিকে) (卐)কে স্বস্তিক বলা হয়...
যা সূর্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক।

অন্যদিকে বাম- মুখী প্রতীক (ঘড়ির কাঁটার বিপরীত) (卍)কে বলা হয় সৌভাস্তিক। যা অন্ধকার রাত বা তান্ত্রিক দিকগুলির প্রতীক।

এই চিহ্নকে পজিটিভ এনার্জির উত্‍স বলে মনে করা হয়। যে বাড়িতে পূজার সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয়, সেই বাড়িতে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধির কখনোও অভাব ঘটে না। এই কারণে যে কোনও কাজ শুরু করার আগে স্বস্তিক চিহ্ন আঁকার রীতি প্রচলিত রয়েছে।

বাড়ির মূল প্রবেশপথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা থাকে, সেই বাড়িতে প্রবেশ করেন দেব দেবীরা।
বাড়িতে যে স্থানে এই চিহ্নটি রাখতে চান সেই স্থান সুন্দর এবং পরিষ্কার হওয়া উচিত।

ঘরে কখনোও উল্টো স্বস্তিক আঁকবেন না। বাড়িতে উল্টো স্বস্তিক আঁকলে তা অশুভ ফল প্রদান করে।
প্রতিদিনের পূজোর কাজে কুমকুম দিয়ে স্বস্তিক আঁকতে পারেন। ((সংগৃহীত
হরেকৃষ্ণ 🙏🙏❤️❤️🌺🌺 জয় শ্রীরাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির❤️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️           ゚
24/07/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির❤️
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

🌸 রাধারানী – ভক্তির শিখর ও কৃষ্ণপ্রেমের আধারশ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের পরম প্রিয়তমা, শ‍্যামসুন্দর কৃষ্ণের হ্লাদি...
24/07/2025

🌸 রাধারানী – ভক্তির শিখর ও কৃষ্ণপ্রেমের আধার

শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের পরম প্রিয়তমা, শ‍্যামসুন্দর কৃষ্ণের হ্লাদিনী শক্তি, অর্থাৎ ভগবানের আনন্দময়ী রূপ। তিনি প্রেমভক্তির পরাকাষ্ঠা এবং ভক্তদের জন্য পরম আশ্রয়। বৃন্দাবনে রাধারানীর প্রেম ও সেবাই হল ভক্তির চূড়ান্ত রূপ। তাঁর দর্শন ও সেবা লাভের জন্য চিরকাল সাধকরা আকুল হয়ে থাকেন।

---

🌷 অষ্টসখী – রাধারানীর অন্তরঙ্গ সখীগণ

অষ্টসখী মানে হলেন আটজন প্রধান সখী, যাঁরা রাধারানীর নিত্যসঙ্গিনী এবং প্রেমলীলা বিস্তারকারী। এঁরা রাধাকৃষ্ণের লীলার আয়োজন, সহযোগিতা এবং গোপনীয়তা রক্ষা করেন। এঁদের প্রত্যেকের আলাদা আলাদা সেবা এবং অনন্য গুণ রয়েছে।

🪷 অষ্টসখীদের নাম ও বৈশিষ্ট্য:

1. ললিতা – রাধারানীর প্রধান সখী, খুব সাহসী ও বুদ্ধিমতী। বয়সে রাধারানীর চেয়ে বড় এবং সবসময় কৃষ্ণকে শাসন করেন।

2. বিশাখা – কাব্য, সংগীত ও নৃত্যে পারদর্শী। রাধারানীর খুব ঘনিষ্ঠ সখী।

3. চিত্রা – অলংকার নির্মাণে ও রাধারানীকে সাজাতে নিপুণ।

4. চম্পকলতা – দূতী রূপে পারদর্শী। রাধাকৃষ্ণের যোগাযোগ রক্ষা করেন।

5. তুঙ্গবিদ্যা – সংগীত, নৃত্য ও কৌতুকে পটু। সবসময় পরিবেশে আনন্দ এনে দেন।

6. ইন্দুরেখা – জ্যোতিষ ও গণনায় দক্ষ। রাধারানীর ভাব অনুধাবনে পারদর্শী।

7. রঙ্গদেবী – রাধারানীর অলংকার প্রস্তুত করেন এবং সৌন্দর্যবর্ধনে রত।

8. সুদেবী – পশুপালনে দক্ষ। গোপ-গোপী ও বৃন্দাবনের অন্যান্য কাজের ব্যবস্থাপক।

---

🌼 রাধারানী ও অষ্টসখীদের ভূমিকা

ব্রজলীলা ও বৃন্দাবনের প্রেমলীলা সম্পূর্ণ হয় না রাধারানী ও অষ্টসখীদের ছাড়া। এঁরাই রাধাকৃষ্ণের মিলন ঘটান, লীলা সাজান এবং ভক্তদের প্রেমভক্তির পথে উদ্বুদ্ধ করেন। এঁদের কৃপা ছাড়া রাধাকৃষ্ণের সেবা লাভ করা দুর্লভ।
#রাধারানী
#অষ্টসখী
#ভক্তিরশ্রী
#বৃন্দাবনলীলা
#রাধাকৃষ্ণ
#ভক্তিমূলক
#সখীরভক্তি
#রাধারপ্রেম
#আস্থারপথ
#শ্রীরাধে

🥵🥵🥵প্রচন্ড ভ্যপসা গরমের সতর্কতা!🥵🥵🥵আগামীকাল দেশের উপর শক্তিশালী প্রবল বৃষ্টি বলয় ধারা দেশে আসছে, তবে এটি আগামীকাল দেশের ...
23/07/2025

🥵🥵🥵প্রচন্ড ভ্যপসা গরমের সতর্কতা!🥵🥵🥵
আগামীকাল দেশের উপর শক্তিশালী প্রবল বৃষ্টি বলয় ধারা দেশে আসছে,
তবে এটি আগামীকাল দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল ও দক্ষিণে বেশি সক্রিয় থাকবে। ( পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণ অংশে)
অপরদিকে, আগামীকাল ২৪ শে জুলাই সম্পুর্ন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, ও সিলেট বিভাগের সকল জেলায় বেশ ভ্যপসা গরম পড়তে পারে।
ও খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল,
বেশ ভ্যপসা গরম পড়তে পারে।
পরবর্তীতে বৃষ্টি বলয় দেশের অভ্যন্তরে প্রবেশ করলে এই গরম কমে আসতে পারে। ( ৭২ ঘন্টা ভেতরে)
aspk prem kumar

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণভাবনামৃত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষ্ণভাবনামৃত:

Share