21/07/2025
উত্তরায় মাইলস্টোনে বিমান দূর্ঘটনা এরিয়ার আশপাশে ভীড় এরিয়ে চলুন, উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
আহতদের জন্য জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন। নিম্নোক্ত হাসপাতালগুলোতে এখন প্রচুর পরিমাণে রক্তের দরকার।
• ঢাকা মেডিকেল বার্ন ইউনিট।
• উত্তরা বাংলাদেশ মেডিকেল।
• উত্তরা আধুনিক মেডিকেল।
• উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল।
• কুয়েত মৈত্রী হাসপাতাল।
• কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
• উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ।
• মনসুরআলী মেডিকেল কলেজ।
যাঁরা রক্তদাতা, নিয়মিত রক্ত ডোনেট করেন, অনুগ্রহ করে দেরি না করে নিন্মোক্ত হাসপাতালগুলির মধ্যে কাছের হাসপাতালে পৌঁছে যান।
আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক।