Echoes of Faith ⋆ Wasek

Echoes of Faith ⋆ Wasek Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Echoes of Faith ⋆ Wasek, Fulbaria.

"Echoes of Faith★Wasek"_ঈমানের প্রতিধ্বনি। লক্ষ্য- ইসলামিক গল্প ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়া।

📖 Here, faith echoes through stories, wisdom, and timeless lessons.🕊️ Wasek shares the light of Islam with the world.

ইসলামিক ছোট গল্প: এক ফোটা পানিএকবার এক মরুভূমি ভ্রমণের সময় এক ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়লেন। চারপাশে শুধু বালি, কো...
21/09/2025

ইসলামিক ছোট গল্প: এক ফোটা পানি
একবার এক মরুভূমি ভ্রমণের সময় এক ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়লেন। চারপাশে শুধু বালি, কোথাও পানি নেই। হাঁটতে হাঁটতে তিনি একটি ছোট কূপ পেলেন। আনন্দে পানি পান করতে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটি কুকুরও সেখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, জিহ্বা বের করে তৃষ্ণায় কাতর। লোকটি ভাবলেন, ‘আমি যদি আগে পানি খেয়ে নিই, তাহলে হয়তো এই প্রাণীটি বেঁচে থাকবে না।’
তিনি নিজের চামড়ার জুতো খুলে কূপে নামালেন, তাতে পানি ভরে কুকুরটিকে পান করালেন, কুকুরটি বেঁচে গেলো। আল্লাহ তায়ালা তাঁর এ ছোট কাজটিকে এত পছন্দ করলেন যে, তাঁর সব গুনাহ ক্ষমা করে দিলেন।
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, আল্লাহ তায়ালা তার এই কাজের জন্য তাকে ক্ষমা করে দিয়েছেন।’
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)
👉 আল্লাহর দয়া খুবই বিস্তৃত। ছোট্ট দয়া ও সহানুভূতির কাজও আমাদের জান্নাতের দরজা খুলে দিতে পারে।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

ইসলামিক গল্প: আমল লুকিয়ে করা একজন সাহাবি (রাঃ) নিয়মিত রাতে উঠতেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। কিন্তু, তিনি কখনও পরিবারের ক...
19/09/2025

ইসলামিক গল্প: আমল লুকিয়ে করা
একজন সাহাবি (রাঃ) নিয়মিত রাতে উঠতেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। কিন্তু, তিনি কখনও পরিবারের কাউকে জানান নি। বছরের পর বছর এভাবেই চলল।
একদিন অসুস্থ হয়ে সাহাবি (রাঃ) নামাজে উঠতে পারলেন না। তখন তার স্ত্রী অবাক হয়ে বললেন, ‘আজ কেন উঠলেন না? আমি তো প্রতিদিন দেখি আপনি গভীর রাতে উঠে নামাজ পড়েন।’
সাহাবি (রাঃ) হেসে বললেন, ‘আল্লাহর জন্য যে কাজ করি, সেটি মানুষ জানুক তা চাই না। কিন্তু, আল্লাহ চাইলে মানুষকে জানিয়ে দেন।’
👉 আল্লাহর জন্য লুকিয়ে ইবাদত করা অনেক বেশি ফজিলতপূর্ণ।
(আজকের গল্পটা সরাসরি কোনো হাদিস বা কুরআনের আয়াত থেকে নেয়া নয়। বরং ‘গোপনে নেক আমল করার ফজিলত’ বিষয়টি বোঝানোর জন্য প্রচলিত কাহিনী রূপে বলা হয়েছে।)
তবে এর মূল শিক্ষা কুরআন-হাদিস থেকেই প্রমাণিত-
কুরআন থেকে প্রমাণ: আল্লাহ বলেন, ‘তোমরা প্রকাশ্যে দান করলেও ভালো, আর যদি গোপনে দান করো, তবে তা তোমাদের জন্য উত্তম।’ (সূরা আল-বাকারা ২:২৭১)
হাদিস থেকে প্রমাণ: রাসূল (সাঃ) বলেছেন, ‘সাত প্রকার লোক আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে তাঁর আরশের ছায়ায় রাখবেন। এদের মধ্যে একজন হচ্ছেন-যিনি এমনভাবে গোপনে দান করেন যে, তার বাম হাতও জানে না ডান হাত কী খরচ করেছে।’ (বুখারি ও মুসলিম)
অর্থাৎ, গোপনে আমল করার ফজিলত ইসলামেই স্পষ্টভাবে বর্ণিত আছে। আমি যে গল্পটা দিলাম, সেটা মূলত এই বিষয়কে সহজভাবে বোঝানোর জন্য বলা।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

আজেকের ঘটনাটা হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী থেকে নেয়া, কিন্তু এটা সাহাবিদের জীবনের এক দুর্দান্ত ঘটনা।‘যুদ্ধক্ষেত্রে দুধ প...
18/09/2025

আজেকের ঘটনাটা হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী থেকে নেয়া, কিন্তু এটা সাহাবিদের জীবনের এক দুর্দান্ত ঘটনা।
‘যুদ্ধক্ষেত্রে দুধ পানের প্রতিশ্রুতি’
বদরের যুদ্ধের সময়, এক তরুণ সাহাবি ছিলেন- হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস (রাঃ)। বয়স মাত্র ১৬ বছর। তিনি নবীজির (সা.) কাছে এসে বললেন, ‘হে রাসূলুল্লাহ! আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিন!’
নবীজি (সা.) প্রথমে বললেন, ‘তুমি তো অনেক ছোট!’ কিন্তু উমাইর রা. বারবার বললেন, ‘আমি শহীদ হতে চাই!’
অবশেষে নবীজি তাঁকে অনুমতি দেন।
যুদ্ধ শুরু হওয়ার আগে উমাইর (রা.) তাঁর মাকে বলেছিলেন, ‘যদি আমি শহীদ হই, তুমি আমার নামে মান্নত রেখো- তুমি গরীবদের দুধ খাওয়াবে।’
সত্যি! বদরের যুদ্ধে তিনি শহীদ হন। আর তার মা এরপর বহু বছর পর্যন্ত মানুষের মাঝে দুধ বিলিয়েছেন- ছেলের শহীদের মান্নত পূরণ করার জন্য।
👉 শহীদের আত্মত্যাগ কখনো ছোট নয়, বয়সও বাধা নয়।
👉 একজন মা কিভাবে সন্তানের ইচ্ছা পূরণ করেন- ইসলামে সেটাও এক বিরল দৃষ্টান্ত।
👉 ইসলাম আত্মত্যাগ, প্রতিশ্রুতি ও মানবিকতার মিলন।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

ইসলামিক গল্প: সাহাবী ও এক ছোট্ট পাথররাসুলের (সাঃ) সময়ে তার সাহাবীদের মধ্যে একজন ছিলেন যিনি প্রতিদিন সকালে মসজিদে পানি নি...
17/09/2025

ইসলামিক গল্প: সাহাবী ও এক ছোট্ট পাথর

রাসুলের (সাঃ) সময়ে তার সাহাবীদের মধ্যে একজন ছিলেন যিনি প্রতিদিন সকালে মসজিদে পানি নিয়ে আসতেন। একদিন তিনি এক ছোট পাথর পেলেন রাস্তার ধারে। প্রথমে ভাবলেন, ‘এটা তো শুধুই পাথর, কি কাজে লাগবে?’ কিন্তু, পরে মনে হলো ‘কেন না আল্লাহর জন্য এটা কাজে লাগাই।’ সে পাথরটি মসজিদের দরজার পাশে রাখলেন, কেউ যদি পিছলে পড়ে, তখন যেন ধরতে পারে।
পরের দিন এক শিশুর পা পিছলে গেল, কিন্তু সে পাথরের কারণে পড়েনি। শিশুর বাবা ধন্যবাদ জানালেন সাহাবীকে।
(সূত্র: গল্পটি সাহাবীদের জীবনের অনুপ্রেরণার ওপর ভিত্তি করে তৈরি)
👉 ছোট ছোট কাজে আল্লাহর সন্তুষ্টি মেলে।
👉 মানুষকে সাহায্য করতে বড় কিছু করার দরকার নেই; ছোট, সচেতন কাজও অনেক গুরুত্বপূর্ণ।
👉 আল্লাহ ছোট ভালো কাজকে বড় করে দেখেন।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ৫একবার রাসূল (সা.) নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদে একজন মা তাঁর ছোট শিশুকে নিয়ে এ...
15/09/2025

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ৫

একবার রাসূল (সা.) নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদে একজন মা তাঁর ছোট শিশুকে নিয়ে এলেন এবং তখন শিশুটি কান্না শুরু করে দিলো। রাসূল (সা.) তখন সাধারণত যেমন দীর্ঘ কিয়াম ও রুকু করতেন, সেদিন তিনি তা করেননি। বরং, নামাজ সংক্ষিপ্ত করে ফেললেন।
রাসূল (সা.) নামাজ শেষ করে বলেন, ‘আমি নামাযে ছিলাম, হঠাৎ একটি শিশুর কান্না শুনলাম। আমি ভাবলাম, তার মায়ের কষ্ট হচ্ছে। তাই আমি নামাজ সংক্ষিপ্ত করে ফেললাম। (সহীহ বুখারী-হাদীস নম্বর: ৭০৮, সহীহ মুসলিম-হাদীস নম্বর: ৪৭০)
এ ঘটনা প্রমাণ করে, রাসূল (সা.) শুধু নবী ছিলেন না- তিনি ছিলেন একজন সত্যিকারের মানবিক নেতা।
👉 ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, সহানুভূতিরও ধর্ম।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ৪ (খাবার ভাগাভাগি)রাসুলুল্লাহ (সা.) কখনো একা খেতে পছন্দ করতেন না। খাবার যতটুক...
14/09/2025

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ৪ (খাবার ভাগাভাগি)

রাসুলুল্লাহ (সা.) কখনো একা খেতে পছন্দ করতেন না। খাবার যতটুকুই থাকুক না কেন, তিনি অন্যদের ডেকে বলতেন, ‌‘এসো, একসাথে খাই।’
অল্প খাবারও যখন সবাই মিলে খেতেন, তখন সেটাতে বরকত নেমে আসত।
👉 আমরা যদি আমাদের খাবার, সময়, আর সামর্থ্য অন্যদের সাথে ভাগাভাগি করি—আল্লাহ তাতে বরকত দেবেন।
❤️ আল্লাহ আমাদের সবাইকে ভাগাভাগি আর দানশীলতার পথে চালিত করুন।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

ইসলামিক গল্প: ধনী লোক আর কাঠুরেএকজন ধনী লোক প্রতিদিন নামাজ পড়তো, কিন্তু গরিবদের সাহায্য করতো না। একদিন একজন কাঠুরে তার ক...
13/09/2025

ইসলামিক গল্প: ধনী লোক আর কাঠুরে

একজন ধনী লোক প্রতিদিন নামাজ পড়তো, কিন্তু গরিবদের সাহায্য করতো না। একদিন একজন কাঠুরে তার কাছে এসে বলল, ‘ভাই, আমি সারাদিন কাঠ কেটে খাই, আজ কিছুই পাইনি, দয়া করে সাহায্য করুন।’
ধনী লোক বিরক্ত হয়ে বলল, ‘আমি কেন তোমাকে সাহায্য করব? আল্লাহর কাছে চাও।’
কাঠুরে মুচকি হেসে বলল, ‘আল্লাহ তো আমাকে সাহায্য করতেই তোমার কাছে পাঠিয়েছেন। এখন তুমি যদি ফিরিয়ে দাও, তার মানে আল্লাহর ডাকে তুমি সাড়া দিলে না।’
ধনী লোক চুপ হয়ে গেল, আর সাথে সাথে খাবার আর কিছু টাকা দিয়ে দিল।
👉 আল্লাহ অনেক সময় অন্য মানুষের মাধ্যমে আমাদের পরীক্ষা নেন। সাহায্য করা মানেই আল্লাহর কাছে দাওয়াত কবুল করা।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ৩ `রাসূল (সা.) এক হিন্দু সন্ন্যাসীর ভবিষ্যদ্বাণী শুনেছিলেন!'নবুয়তের অনেক আগে,...
12/09/2025

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ৩
`রাসূল (সা.) এক হিন্দু সন্ন্যাসীর ভবিষ্যদ্বাণী শুনেছিলেন!'
নবুয়তের অনেক আগে, নবীজি (সা.) একবার তাঁর চাচা আবু তালিবের সঙ্গে শামে (সিরিয়া) গিয়েছিলেন ব্যবসার কাজে। রাস্তার মাঝে তাঁরা বিশ্রাম নেন একটি গির্জার পাশে। সেখানে ছিলেন একজন নাসারারা (খ্রিষ্টান) সন্ন্যাসী, নাম বাহিরা। তিনি ছিলেন একজন বিজ্ঞ ধর্মজ্ঞ, যিনি পুরোনো গ্রন্থগুলো (তাওরাত, ইনজিল) জানতেন।
বাহিরা হঠাৎ নবীজিকে (তখন ১২ বছর বয়স) দেখে চমকে উঠলেন। কারণ— ছায়া শুধুমাত্র নবীজির শরীরেই থাকছে! এছাড়া তিনি নবীজির পিঠে ‌‘মোহরের নিসান’ (Seal of Prophethood) দেখতে পান। তিনি অনেক প্রশ্ন করেন, আর প্রতিটি উত্তর শুনে তিনি নিশ্চিত হন… এই ছেলেই হবে শেষ নবী!
তিনি আবু তালিবকে বলেন, ‘এই ছেলেকে রোমানদের বা ইহুদিদের এলাকায় নিয়ে যেও না। তারা যদি বুঝে ফেলে, ক্ষতি করতে পারে। কারণ, এ ছেলে ভবিষ্যতে বিশ্বনবী হবে!’
👉 আল্লাহ তাঁর নবীকে শুরু থেকেই বিশেষ চিহ্ন দিয়ে রেখেছিলেন, যা আধ্যাত্মিক জ্ঞানীরা বুঝতে পারতেন।
👉 অন্য ধর্মের জ্ঞানীরাও সত্যকে চিনতে পেরেছিলেন, যদিও পরবর্তীতে অনেকে তা অস্বীকার করেছিল।
👉 নবীজির জীবনের প্রতিটি ধাপ ছিল আল্লাহর পরিকল্পনার অংশ, এমনকি শৈশবেও!
(বাহিরার ভবিষ্যদ্বাণীর ঘটনা কুরআনে নেই, তবে এটি বিশ্বস্ত সীরাহ ও হাদীস সূত্রে প্রমাণিত।)
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ২ ‌নবীজির (সা.) তরুণ বয়সে তিনি সিরিয়ায় ব্যবসায়িক সফরে যেতেন। একবার তিনি এক...
11/09/2025

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ২

‌নবীজির (সা.) তরুণ বয়সে তিনি সিরিয়ায় ব্যবসায়িক সফরে যেতেন। একবার তিনি একজন আরব বেদুঈনের কাছ থেকে একটি গর্ভবতী (অন্তঃসত্ত্বা) উট কিনে নেন।
পরে উটটির আচরণ দেখে তিনি বুঝতে পারেন- উটটি গর্ভবতী নয়, মালিক তাকে ভুল তথ্য দিয়ে বেশি দাম নিয়েছেন।
অনেকেই বলেছিল, ‘তুমি বুঝতে পারোনি, এটা তোমার ভুল!’ কিন্তু রাসূল (সা.) বলেছিলেন, ‘আমি মিথ্যার ওপর লেনদেন করবো না।’ তিনি উটটি ফেরত দেন এবং তার টাকা ফেরত নেন- কিন্তু, কোনো অপমান না করে, শান্তভাবে।

👉 ব্যবসায় সততা থাকা জরুরি, এমনকি নিজের ক্ষতির সম্ভাবনাতেও।
👉 রাসূল (সা.) কখনো মিথ্যার সাথে আপস করেননি।
👉 তিনি ছিলেন এমন একজন, যিনি সত্যকে নিজের স্বার্থের ওপরে রাখতেন।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ১মক্কার এক বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি হযরত মুহাম্মদ (সা.)-কে একেবারেই সহ্য করতে...
10/09/2025

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী, ঘটনা: ১

মক্কার এক বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি হযরত মুহাম্মদ (সা.)-কে একেবারেই সহ্য করতে পারতেন না। তিনি প্রতিদিন নবীজিকে দেখে গালি দিতেন, এমনকি একদিন ময়লা ফেলেছিলেন তার মাথায়। অন্যদিকে নবীজি (সা.) প্রতিদিন তার পাশ দিয়ে যাওয়ার সময় একটিও কটু কথা বলতেন না, শুধু চুপচাপ চলে যেতেন। দীর্ঘ সময় ধরে এই ঘটনা চলতে থাকে।
একদিন নবীজি রাস্তায় হাঁটছিলেন, কিন্তু মহিলা কিছু বললেন না। ময়লা ছুড়লেন না, গালিও দিলেন না। নবীজি অবাক হলেন। তিনি খোঁজ নিলেন এবং জানলেন, মহিলা অসুস্থ। নবীজি (সা.) নিজে তার বাসায় গেলেন তাকে দেখতে, সেবা করতে।
মহিলা কাঁদতে শুরু করলেন... তিনি বললেন, ‘তুমি সেই ব্যক্তি, যাকে আমি গালি দিতাম, অপমান করতাম। কিন্তু, আজ তুমি আমার খোঁজ নিতে এসেছো!’
সেই বৃদ্ধা পরে ইসলাম গ্রহণ করেন।
👉ক্ষমা ও ধৈর্য শুধু মুখের কথা নয়, আচরণে প্রকাশ পায়।
👉একজন মানুষকে ভালো ব্যবহার দিয়েই জয় করা যায়, বিতর্ক বা প্রতিশোধ দিয়ে নয়।
👉নবীজি (সা.) ছিলেন সত্যিকারের রহমাতুল্লিল আলামিন (সারা জাহানের জন্য রহমত)।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

🌙 নামাজের গুরুত্ব নিয়ে কুরআনের আরো কিছু কথা-📖 আল-কুরআন বলছে, "তারা যারা নিজেদের নামাজকে অবহেলা করে, তারা ধ্বংসপ্রাপ্ত হব...
09/09/2025

🌙 নামাজের গুরুত্ব নিয়ে কুরআনের আরো কিছু কথা-
📖 আল-কুরআন বলছে, "তারা যারা নিজেদের নামাজকে অবহেলা করে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে।" (সূরা আল-মাউন ১০৭:৪-৫)
👉 শুধু নামাজ না পড়া নয়, বরং গাফিলতি করাকেও কুরআন বড় অপরাধ হিসেবে উল্লেখ করেছে। অর্থাৎ শুধু পড়লেই হলো না, মনোযোগ সহকারে পড়াটাও খুব জরুরি।
📖 কুরআনে বলা হয়েছে, "নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।" (সূরা নিসা ৪:১০৩)
👉 এখানে একটা শিক্ষা আছে- যারা সময় মেনে নামাজ পড়ে, তারা জীবনের অন্য কাজেও সময়ানুবর্তী হয়। এটা অনেকটা ‘টাইম ম্যানেজমেন্ট’ ট্রেনিংয়ের মতো।
📖 কুরআনে বলা হয়েছে, "তোমরা তোমাদের পরিবারকে নামাজে প্রতিষ্ঠিত করো এবং ধৈর্য ধরে তা অব্যাহত রাখো। আমি তোমাদের থেকে রিজিক চাই না, আমি-ই তোমাদের রিজিক দানকারী।" (সূরা ত্ব-হা ২০:১৩২)
👉 এখানে আল্লাহ বলছেন- নামাজ পড়লে রিজিকের টেনশন কমে যায়, কারণ আল্লাহ নিজেই এর দায়িত্ব নিয়েছেন।
📖 আল-কুরআন বলছে, "হে মুমিনগণ! ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" (সূরা বাকারা ২:১৫৩)
👉 মানে, সমস্যায় পড়লে দোয়া করার আগে নামাজে দাঁড়ানোই হলো আসল সমাধান খোঁজা।
📖 আল-কুরআন বলছে, "আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন (বল), আমি তো তাদের কাছেই আছি।" (সূরা বাকারা ২:১৮৬)
👉 অনেক ইবাদতে দেরি আছে, যেমন যাকাত বছরে একবার, রোজা বছরে এক মাস। কিন্তু, নামাজ দিনে ৫ বার মানে, আল্লাহ আমাদেরকে বারবার সরাসরি কল করার সুযোগ দিচ্ছেন।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

নামাজ আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন?আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, 'নিশ্চয়ই নামাজ অসৎ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখে' (...
08/09/2025

নামাজ আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন?
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, 'নিশ্চয়ই নামাজ অসৎ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখে' (সূরা আল-আনকাবুত ২৯:৪৫)।
ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, প্রতিদিন যদি আমরা পাঁচবার নামাজ পড়ি, সেটা আসলে আমাদের চরিত্রকে শুদ্ধ করে। নামাজ শুধু একটা ritual না, এটা আমাদের discipline শেখায়। যেমন অফিসে গেলে সময়মতো হাজিরা দিতে হয়, তেমনি মুসলমানের জন্য নামাজ হচ্ছে আল্লাহর ডাকা meeting। যদি আমরা এই meeting মিস করি, তাহলে আসলেই কাকে বঞ্চিত করছি? নিজেকেই।
❓ এখন প্রশ্ন হলো- আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু নামাজ কি আমাদের জীবনকে পরিবর্তন করছে? নামাজ কি সত্যিই আমাদেরকে মিথ্যা থেকে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখছে?
👉আপনি নিজেকেই জিজ্ঞেস করুন—
আমার নামাজ শুধু শরীরের exercise, নাকি আল্লাহর সঙ্গে যোগাযোগের একটি সত্যিকারের মাধ্যম?
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Echoes of Faith ⋆ Wasek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Echoes of Faith ⋆ Wasek:

Share