19/10/2025
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী, ঘটনা: ১০
🌾 অদেখা ফলের বাগান
🌸 একদিন এক দরিদ্র মানুষ রাসূল (সাঃ) এর কাছে এসে বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ, আমি খুব গরিব। দুনিয়ায় আমার কিছুই নেই...’
🔹 রাসূল (সাঃ) শান্তভাবে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি নামাজ পড়ো?’ সে বলল, ‘জি, পড়ি।’ ‘তুমি কি রোজা রাখো?’ সে বলল, ‘জি, রাখি।’
🔹রাসূল (সাঃ) হাসলেন এবং বললেন, ‘তাহলে তুমি গরিব নও। তোমার জন্য জান্নাতে এমন বাগান রাখা হয়েছে, যেখানে প্রতিটি ফল তোমার নামে ফলবে। তুমি শুধু ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সেই বাগানের মালিক বানাবেন।’
🌸 লোকটি বিস্ময়ে বললেন, ‘সেই বাগানে কি আমি ঢুকব, হে রাসূল?’
🌿রাসূল (সাঃ) বললেন, ‘যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তবে নিশ্চয়ই তিনি তোমাকে তাঁর জান্নাতে স্থান দেবেন।’
👉 সেই দিন থেকে মানুষটি আর কখনো অভিযোগ করেনি। সে শুধু বলতেন, ‘আমি আমার অদেখা ফলের বাগানের অপেক্ষায় আছি।’
Stories, Lessons In Islam, Islamic Content, And Life