
21/09/2025
ইসলামিক ছোট গল্প: এক ফোটা পানি
একবার এক মরুভূমি ভ্রমণের সময় এক ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়লেন। চারপাশে শুধু বালি, কোথাও পানি নেই। হাঁটতে হাঁটতে তিনি একটি ছোট কূপ পেলেন। আনন্দে পানি পান করতে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটি কুকুরও সেখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, জিহ্বা বের করে তৃষ্ণায় কাতর। লোকটি ভাবলেন, ‘আমি যদি আগে পানি খেয়ে নিই, তাহলে হয়তো এই প্রাণীটি বেঁচে থাকবে না।’
তিনি নিজের চামড়ার জুতো খুলে কূপে নামালেন, তাতে পানি ভরে কুকুরটিকে পান করালেন, কুকুরটি বেঁচে গেলো। আল্লাহ তায়ালা তাঁর এ ছোট কাজটিকে এত পছন্দ করলেন যে, তাঁর সব গুনাহ ক্ষমা করে দিলেন।
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, আল্লাহ তায়ালা তার এই কাজের জন্য তাকে ক্ষমা করে দিয়েছেন।’
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)
👉 আল্লাহর দয়া খুবই বিস্তৃত। ছোট্ট দয়া ও সহানুভূতির কাজও আমাদের জান্নাতের দরজা খুলে দিতে পারে।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life