Zobabdihi

Zobabdihi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zobabdihi, Fulbaria.

"Echoes of Faith★Wasek"_ঈমানের প্রতিধ্বনি। লক্ষ্য- ইসলামিক গল্প ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়া।

📖 Here, faith echoes through stories, wisdom, and timeless lessons.🕊️ Wasek shares the light of Islam with the world.

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী, ঘটনা: ১০🌾 অদেখা ফলের বাগান🌸 একদিন এক দরিদ্র মানুষ রাসূল (সাঃ) এর কাছে এসে বললেন, ‘ই...
19/10/2025

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী, ঘটনা: ১০
🌾 অদেখা ফলের বাগান
🌸 একদিন এক দরিদ্র মানুষ রাসূল (সাঃ) এর কাছে এসে বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ, আমি খুব গরিব। দুনিয়ায় আমার কিছুই নেই...’
🔹 রাসূল (সাঃ) শান্তভাবে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি নামাজ পড়ো?’ সে বলল, ‘জি, পড়ি।’ ‘তুমি কি রোজা রাখো?’ সে বলল, ‘জি, রাখি।’
🔹রাসূল (সাঃ) হাসলেন এবং বললেন, ‘তাহলে তুমি গরিব নও। তোমার জন্য জান্নাতে এমন বাগান রাখা হয়েছে, যেখানে প্রতিটি ফল তোমার নামে ফলবে। তুমি শুধু ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সেই বাগানের মালিক বানাবেন।’
🌸 লোকটি বিস্ময়ে বললেন, ‘সেই বাগানে কি আমি ঢুকব, হে রাসূল?’
🌿রাসূল (সাঃ) বললেন, ‘যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তবে নিশ্চয়ই তিনি তোমাকে তাঁর জান্নাতে স্থান দেবেন।’
👉 সেই দিন থেকে মানুষটি আর কখনো অভিযোগ করেনি। সে শুধু বলতেন, ‘আমি আমার অদেখা ফলের বাগানের অপেক্ষায় আছি।’
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

💧 জানো কি? 🌊 সমুদ্রের নিচে আরেকটি সমুদ্র আছে, যা কখনো মিশে না!📖 কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তিনি দুই সমুদ্রকে প্রবাহিত ক...
18/10/2025

💧 জানো কি?
🌊 সমুদ্রের নিচে আরেকটি সমুদ্র আছে, যা কখনো মিশে না!
📖 কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন- তারা মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে আছে এক প্রতিবন্ধক, তারা সীমা লঙ্ঘন করে না।’ (📚 সূরা আর-রহমান, ৫৫:১৯–২০)
👉 ১৪০০ বছর আগে এই আয়াত অবতীর্ণ হয়, আর আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে এর সত্যতা। সমুদ্রবিজ্ঞানে দেখা গেছে, পৃথিবীর কিছু স্থানে দু’টি ভিন্ন প্রকারের পানি পাশাপাশি প্রবাহিত হয়- যাদের লবণাক্ততা, তাপমাত্রা ও ঘনত্ব ভিন্ন হওয়ার কারণে তারা পুরোপুরি মিশে যেতে পারে না। এই সীমান্তে থাকে এক ‘অদৃশ্য দেয়াল’— যাকে বিজ্ঞানীরা বলে halocline বা barrier zone।
🔹যেমন: Strait of Gibraltar-এ আটলান্টিক ও ভূমধ্যসাগরের পানি মিলেও একে অপরের সীমা অতিক্রম করে না।
🕋 এগুলো আল্লাহর নিদর্শন, যা তিনি মানুষকে দেখান, যেন তারা চিন্তা করে।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী, ঘটনা: ৯🕊️ একটি খেজুর গাছের কান্নাএকদিন নবীজী (সাঃ) মসজিদে খুতবা দিচ্ছিলেন। তখন তিনি...
17/10/2025

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী, ঘটনা: ৯
🕊️ একটি খেজুর গাছের কান্না
একদিন নবীজী (সাঃ) মসজিদে খুতবা দিচ্ছিলেন। তখন তিনি খেজুর গাছের একটি গুঁড়ির পাশে দাঁড়িয়ে কথা বলতেন। কিছু সাহাবি বললেন, ‘ইয়া রাসূলুল্লাহ (সাঃ), আমরা আপনার জন্য একটি মিম্বর (মঞ্চ) বানিয়ে দিই, যাতে আপনি সহজে বসে খুতবা দিতে পারেন।’
নবীজী ﷺ অনুমতি দিলেন। মিম্বর তৈরি হলো, পরের জুমা নবীজী (সাঃ) সেখানে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন। ঠিক তখনই, সেই পুরনো খেজুর গাছের গুঁড়ি কান্না শুরু করল!
সকল সাহাবি শুনতে পেলেন এক করুণ শব্দ, যেন শিশু কাঁদছে। রাসূল (সাঃ) খুতবা থামিয়ে গুঁড়ির কাছে গেলেন এবং তাকে আলিঙ্গন করলেন, তারপর গাছটি শান্ত হয়ে গেল। নবীজী (সাঃ) বললেন, ‘সে কান্না করছে, কারণ আমার যিকির ও বাণী আর সে শুনতে পায় না।’ (📚 সূত্র: সহিহ বুখারি, হাদিস নং-৩৫৮৪)
👉 যে গাছ পর্যন্ত নবীজীর (সাঃ) ভালোবাসায় ব্যাকুল হয়েছিল, আমরা কি তাঁর ভালোবাসায় এতটুকু অনুভব করি?
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

💧 জানো কি?🌧️ প্রতিটি বৃষ্টির ফোঁটায় থাকে নির্দিষ্ট ফেরেশতা!🔹 রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘প্রত্যেক বৃষ্টির ফোঁটার জন্য আলা...
16/10/2025

💧 জানো কি?
🌧️ প্রতিটি বৃষ্টির ফোঁটায় থাকে নির্দিষ্ট ফেরেশতা!
🔹 রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘প্রত্যেক বৃষ্টির ফোঁটার জন্য আলাদা ফেরেশতা নিযুক্ত থাকে, যে তা পৃথিবীতে পৌঁছে দেয়।’
📚 (তাফসিরে ইবনে কাসির, সূরা আন-নূর, আয়াত ৪৩)
🌿 আয়াত ৪৩-এর ব্যাখ্যা:
📖 আল্লাহ বলেন, ‘তুমি কি দেখ না, আল্লাহ মেঘকে চালনা করেন, তারপর তাদের একত্র করেন, তারপর তাদের স্তরে স্তরে সাজান; তারপর তুমি দেখতে পাও, এর মধ্য থেকে বৃষ্টি বের হয়...”
👉 ইবনে কাসির (রহঃ) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ‘আল্লাহ তায়ালা প্রতিটি বৃষ্টির ফোঁটার জন্য এক বিশেষ ফেরেশতা নিযুক্ত করেছেন। সে ফেরেশতা আল্লাহর আদেশে ফোঁটাটি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। এক ফোঁটা অন্য ফোঁটার স্থানে পড়ে না।’
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

💧 জানো কি? 🕊️ ফেরেশতারা বান্দার ভালো কাজের সুবাস জান্নাতে পৌঁছে দেন🌸 কুরআনের আয়াত- 📚 সূরা আল-মুতাফফিফীন (৮৩:১৮–২১)"নিশ্চ...
15/10/2025

💧 জানো কি?
🕊️ ফেরেশতারা বান্দার ভালো কাজের সুবাস জান্নাতে পৌঁছে দেন
🌸 কুরআনের আয়াত- 📚 সূরা আল-মুতাফফিফীন (৮৩:১৮–২১)
"নিশ্চয়ই সৎকর্মশীলদের কর্মলিপি থাকবে ‘ইল্লিয়্যিন’-এ সংরক্ষিত। তুমি জানো কি, ‘ইল্লিয়্যিন’ কী? এটি একটি মহান লিপি, যেটির সাক্ষী থাকে নিকটস্থ ফেরেশতাগণ।"
👉 তাফসিরে তাবারী ও কুরতুবী এখানে ব্যাখ্যা করেছেন— যখন কোনো বান্দা সৎকর্ম করে, তখন ফেরেশতারা সেই কাজটি একটি উজ্জ্বল নথিতে (ইল্লিয়্যিন) লিপিবদ্ধ করে রাখেন, এবং সেই সৎকর্মের সুবাস বা নূর স্বর্গ পর্যন্ত পৌঁছে যায়।
🔹রাসুল (সাঃ) বলেছেন, ‌‘যখন বান্দা ইখলাসসহ ভালো কাজ করে, তখন ফেরেশতারা সেই আমল নিয়ে আসমানে ওঠে, আর তার থেকে এমন সুগন্ধ বের হয় যেন সর্বোত্তম মস্ক (মোশকের) ঘ্রাণ। আল্লাহ বলেন, ‘আমার বান্দার এই আমলকে ইল্লিয়্যিনে লিপিবদ্ধ করো।’” 📚 (সহিহ মুসলিম- হাদীস: ২৮৭২)
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

💧 জানো কি? 🕊️ ফেরেশতা হাফিজ (Guardian Angel) ২৪ ঘন্টা তোমার সাথে থাকে। (সূরা: আল-ইনফিতার ৮২:১০–১২)👉  কুরআনে বলা হয়েছে, ‘...
14/10/2025

💧 জানো কি?
🕊️ ফেরেশতা হাফিজ (Guardian Angel) ২৪ ঘন্টা তোমার সাথে থাকে। (সূরা: আল-ইনফিতার ৮২:১০–১২)
👉 কুরআনে বলা হয়েছে, ‘তোমাদের উপর নিযুক্ত রয়েছে তত্ত্বাবধায়ক (রক্ষাকারী) ফেরেশতাগণ। তারা সম্মানিত লেখক, তোমাদের কাজ পর্যবেক্ষণ করেন।’
👉 এছাড়াও সূরা আর-রা’দ (১৩:১১) এ আছে, ‘মানুষের সামনে ও পেছনে ফেরেশতাগণ থাকে, যারা আল্লাহর আদেশে তাকে পাহারা দেয়।’
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

💧 জানো কি? 🕋 প্রথম কিবলা ছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, পরে কাবা শরীফ নির্ধারিত হয়। (সূরা আল-বাকারা, আয়াত ১৪২-১৪৪)👉  ...
13/10/2025

💧 জানো কি?
🕋 প্রথম কিবলা ছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, পরে কাবা শরীফ নির্ধারিত হয়। (সূরা আল-বাকারা, আয়াত ১৪২-১৪৪)
👉 কুরআনে বলা হয়েছে, ‘আমি তোমার মুখকে সেই আকাশের দিকে ঘোরাতে দেখি... আমি তোমাকে এমন একটি কিবলার দিকে ফেরাবো, যেটি তুমি পছন্দ করো। অতএব তোমার মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে।’
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

💧 জানো কি? 🌿ঘুমের সময় আত্মা আংশিকভাবে শরীর থেকে বের হয়। 💖 কুরআনে বলা হয়েছে: ‘আল্লাহ মৃত্যুর সময় প্রাণ কবজ করেন এবং যারা ...
12/10/2025

💧 জানো কি?
🌿ঘুমের সময় আত্মা আংশিকভাবে শরীর থেকে বের হয়।
💖 কুরআনে বলা হয়েছে: ‘আল্লাহ মৃত্যুর সময় প্রাণ কবজ করেন এবং যারা মারা যায়নি তাদের ঘুমের সময়...’। (মূল আয়াত: সূরা আয-যুমার, আয়াত ৪২)
🕊️ এ বিষয়ে রাসুল (সাঃ) বলেছেন, ‘যখন তোমরা ঘুমাতে যাও, তখন তোমার আত্মা (রূহ) আল্লাহর নিকট চলে যায়। যদি তিনি কারও মৃত্যু নির্ধারণ করেন, তবে সেই রূহ আর ফেরত দেন না। আর যদি জীবন দান করেন, তবে ঘুম থেকে জাগিয়ে দেন।’ (সহিহ বুখারি: হাদিস- ৬৩১৮)
👉 অর্থাৎ ঘুমানো মানে সম্পূর্ণ মৃত্যু নয়, তবে আত্মা আংশিকভাবে আল্লাহর নিকট চলে যায়।
👉 এ কারণেই ইসলাম শেখায়- ঘুমানোর আগে ওজু করা, দু’আ পড়া, এবং সকালে উঠলে ‘আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানা...” বলা (কারণ আল্লাহ আবার জীবন ফিরিয়ে দিয়েছেন)।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

💧 জানো কি? 💖 নবী করিম (সাঃ) কখনও কারও দিকে রাগের চোখে তাকাতেন না। 👉 সহিহ বুখারী ও মুসলিমের বিভিন্ন হাদিসে নবী (সাঃ) এর চ...
11/10/2025

💧 জানো কি?
💖 নবী করিম (সাঃ) কখনও কারও দিকে রাগের চোখে তাকাতেন না।
👉 সহিহ বুখারী ও মুসলিমের বিভিন্ন হাদিসে নবী (সাঃ) এর চরিত্র সম্পর্কে এসেছে, তিনি কখনও ব্যক্তিগত বিষয়ে কারও প্রতি রাগ করতেন না, কেবল আল্লাহর আদেশ লঙ্ঘিত হলে রাগ প্রকাশ করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৩২৭)
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

💧 জানো কি? ওজুর সময় প্রতিটি ফোঁটা পানি পড়ে গুনাহ মাফ হয়। (সহিহ মুসলিম, হাদিস নং- ২৪৪)👉 রাসুল (সাঃ) বলেছেন, ‌‘যখন বান্দা ...
10/10/2025

💧 জানো কি?
ওজুর সময় প্রতিটি ফোঁটা পানি পড়ে গুনাহ মাফ হয়। (সহিহ মুসলিম, হাদিস নং- ২৪৪)
👉 রাসুল (সাঃ) বলেছেন, ‌‘যখন বান্দা ওজু করে মুখ ধোয়, তখন চোখ দিয়ে করা গুনাহ পানির সঙ্গে ঝরে যায়... হাত ধোয়ার সময় হাতের গুনাহ ঝরে যায়... এভাবে ওজু সম্পন্ন হলে সে সব গুনাহ থেকে পবিত্র হয়ে যায়।”
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

ইসলামিক ছোট গল্প: আল্লাহর রহমতের দরজাএকজন বৃদ্ধ মানুষ প্রতিদিন ফজরের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেন, ‘হে আল্লাহ, আম...
09/10/2025

ইসলামিক ছোট গল্প: আল্লাহর রহমতের দরজা
একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন ফজরের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেন, ‘হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার রিজিক সহজ করুন।’ কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসছিল না। তিনি দারিদ্র্যের কষ্টে দিন কাটাচ্ছিলেন। একদিন গ্রামের এক তরুণ এসে বলল, ‘চাচা, আপনি প্রতিদিন এত দোয়া করেন, তবুও আপনার অবস্থা তো আগের মতোই কেন?’
বৃদ্ধ মুচকি হেসে বললেন, ‘বেটা, আমি আল্লাহকে শুধু চাই, ফলাফলকে নয়। আমি জানি, যখন সময় হবে, আল্লাহ আমাকে এমনভাবে দেবেন, যা আমার জন্য উত্তম।’
কিছুদিন পর গ্রামের এক ধনী ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর আগে তার সম্পত্তি দান করতে চান। তিনি বললেন, ‘আমি এমন কাউকে খুঁজছি যে সৎ, নামাজী ও আল্লাহভীরু।’
লোকজন সবাই বৃদ্ধ লোকটির নাম বলল। অবশেষে ব্যবসায়ী তার অর্ধেক সম্পদ ওই বৃদ্ধের নামে লিখে দেন। বৃদ্ধ কেঁদে ফেললেন এবং বললেন, ‘দেখলে বেটা, আমি যখন চেয়েছিলাম, তখন পাইনি। কিন্তু আল্লাহ যখন ঠিক মনে করেছেন, তখন এমনভাবে দিয়েছেন, যা আমি কল্পনাও করিনি।’
👉 আল্লাহ কখনও দেরি করেন না — তিনি সবসময় ঠিক সময়ে দেন, এবং দেন সবচেয়ে উত্তমভাবে।
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

ইসলামিক ছোট গল্প: 🐪 একটি সৎ উটচালকের গল্পএকবার একজন ব্যবসায়ী একজন উটচালককে নিয়ে মরুভূমি পার হচ্ছিলেন। উটচালক ছিল অত্যন...
08/10/2025

ইসলামিক ছোট গল্প: 🐪 একটি সৎ উটচালকের গল্প
একবার একজন ব্যবসায়ী একজন উটচালককে নিয়ে মরুভূমি পার হচ্ছিলেন। উটচালক ছিল অত্যন্ত সৎ এবং আল্লাহভীরু। ভ্রমণের সময় ব্যবসায়ীর ব্যাগ থেকে কিছু স্বর্ণমুদ্রা পড়ে যায়, যা তিনি খেয়াল করেননি। কিছু দূর যাওয়ার পর উটচালক হঠাৎ উট থামিয়ে বলল, ‘সাহেব, আপনি কি কিছু হারিয়েছেন?’
ব্যবসায়ী চারদিকে খুঁজে বললেন, ‘হ্যাঁ! আমার কিছু স্বর্ণমুদ্রা ব্যাগে ছিল, সেগুলো খুঁজে পাচ্ছি না।’
উটচালক ব্যাগ থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো বের করে বলল, ‘আপনার এগুলো পড়ে গিয়েছিল, আমি তুলে রেখেছিলাম।’
ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞাসা করল, ‘তুমি তো চাইলেই এগুলো রাখতে পারতে। মরুভূমিতে কেউ দেখেনি। তাহলে ফেরত দিলে কেন?’
উটচালক হাসিমুখে বলল, ‘মানুষ না দেখুক, আমার রব (আল্লাহ) তো দেখেন। আমি তাঁকেই ভয় করি এবং তাঁর সন্তুষ্টির জন্যই ফেরত দিলাম।’
👉 সত্যিকারের মু’মিন সে, যে একা থাকলেও আল্লাহকে ভয় করে এবং আমানতের খেয়ানত করে না। আল্লাহ তা’আলা কুরআনে বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে, তোমরা আমানত তাদের মালিকদের নিকট পৌঁছে দাও...’ (সূরা আন-নিসা, আয়াত ৫৮)
Stories, Lessons In Islam, Islamic Content, And Life

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Zobabdihi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zobabdihi:

Share