17/06/2025
ইরানের ভান্ডারে কত ক্ষেপণাস্ত্র আছে? যুদ্ধ কতদিন চলতে পারে?
ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ছুড়েছে প্রায় ৩৭০টি ব্যালিস্টিক ও ড্রোন ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দাবি অনুযায়ী, বেশিরভাগ তারা প্রতিহত করলেও কিছু মিসাইল আঘাত হেনে প্রাণ কেড়েছে ২৪ জনের এবং আহত শতাধিক মানুষ।
📌 মজুত কত?
মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে ইরানের হাতে ছিল প্রায় ৩,০০০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে আছে ইমাদ, গদর-১, ফাত্তাহ-১সহ হাইপারসনিক মিসাইল।
📌 ইসরায়েলি আক্রমণে ক্ষয়ক্ষতি:
ইসরায়েল ইতোমধ্যে ধ্বংস করেছে প্রায় এক-তৃতীয়াংশ উৎক্ষেপণ কেন্দ্র ও মিসাইল স্টক। ফলে ইরানের হাতে বর্তমানে অবশিষ্ট রয়েছে প্রায় ২,০০০ ক্ষেপণাস্ত্র।
📌 মজুত কতদিন চলবে?
👉 দিনে ১০০টি করে ছোড়লে: ২০ দিনে শেষ
👉 সপ্তাহে ১০০টি ছোড়লে: ২০ সপ্তাহে শেষ
👉 সীমিত ব্যবহার করলে: ৬ মাস বা তার বেশি সময় ধরে লড়াই চালাতে সক্ষম
📌 ইরানের কৌশল:
⚙️ নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা: বছরে ৫০০–১,০০০টি
⚙️ বর্তমানে স্বল্প ব্যয়ে তৈরি শেহেদ ড্রোন দিয়ে চাপ প্রয়োগ করছে
⚙️ কিন্তু ইসরায়েলের আধুনিক গোয়েন্দা ও হামলা কৌশলে চাপে রয়েছে