Global Projukti Bangla

Global Projukti Bangla তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে ভিডিও পাবেন ! সঙ্গে থাকুন উপকৃত হবেন ।

এই পেইজ টি তে আইটি বিষয়ক বিভিন্ন ট্রিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি । Cyber security, Computer Hardware & Software and Networking এর উপর শিক্ষামূলক বিভিন্ন পোষ্ট পাবেন । যার মাধ্যমে আপনার দৈনন্দিক জীবনের আইটি স্কিল আরো বৃদ্ধি করে নিতে পারেন । এছাড়াও যদি কোন বিষয়ের উপর কোন প্রশ্ন থাকে তা করতে পারেন, যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য । তাই আসুন আইটি শিক্ষায় নিজেকে শিক্ষিত করি ।

অ্যাপলের তৈরি ইয়ারপডসের মাধ্যমে কি নজরদারি করা সম্ভবঅ্যাপলের ইয়ারবাড ইয়ারপডস নিয়মিত ব্যবহার করেন অনেক অ্যাপল পণ্য ব্যব...
14/05/2025

অ্যাপলের তৈরি ইয়ারপডসের মাধ্যমে কি নজরদারি করা সম্ভব

অ্যাপলের ইয়ারবাড ইয়ারপডস নিয়মিত ব্যবহার করেন অনেক অ্যাপল পণ্য ব্যবহারকারী। কেউ আবার পছন্দের ব্যক্তিদের উপহারও দেন ইয়ারপডস। তবে অ্যাপলের ‘ফাইন্ড মাই’নেটওয়ার্ক ব্যবহার করে ইয়ারপডসের অবস্থান শনাক্ত করে ব্যবহারকারীদের ওপর নজরদারি করা সম্ভব বলে দাবি করেছেন প্রযুক্তিপ্রতিষ্ঠান কিউআর কোড জেনারেটরের প্রযুক্তি–বিশেষজ্ঞ মার্ক পোরকার।

মার্ক পোরকার বলেন, ‘অফিস থেকে উপহার হিসেবে পাওয়া ইয়ারপডসের মাধ্যমে কর্মীদের অবস্থান শনাক্ত করা সম্ভব। যদি ডিভাইসটি খোলা অবস্থায় দেওয়া হয় বা প্যাকেজিং করা না থাকে, তবে তা আগে থেকেই অন্য কারও অ্যাপল আইডির সঙ্গে সংযুক্ত করা থাকতে পারে। নতুন বা পুরোনো প্রজন্মের যেকোনো ইয়ারপডস অ্যাপল আইডির সঙ্গে যুক্ত থাকলে সেটির অবস্থান জানা সম্ভব।’

ইয়ারপডসে সরাসরি জিপিএস বা সেলুলার সংযোগ না থাকলেও অ্যাপলের ‘ফাইন্ড মাই’নেটওয়ার্ক ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান জানা যায়। আর তাই একবার কোনো ইয়ারপডস একটি নির্দিষ্ট অ্যাপল আইডির সঙ্গে যুক্ত হলে ‘ফাইন্ড মাই’ অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান জানা যায়। অতীতে এ পদ্ধতি গোপন নজরদারি ও ব্যক্তিগত পর্যবেক্ষণের উদ্দেশ্যে ব্যবহার হওয়ার অভিযোগও রয়েছে।

নজরদারি এড়াতে ইয়ারপডস ব্যবহারের আগে ‘ফ্যাক্টরি রিসেট’ করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ফ্যাক্টরি রিসেটের জন্য ইয়ারপডস চার্জিং কেসে রাখার পর ৩০ সেকেন্ড ঢাকনা বন্ধ রাখতে হবে। এরপর ঢাকনা খোলার পর কেসের পেছনের ছোট বোতামটি ১৫ সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। কেসের সামনের বাতির রং প্রথমে অ্যাম্বার এবং পরে সাদা রঙে দেখা গেলে বুঝতে হবে রিসেট সম্পন্ন হয়েছে। রিসেটের পর অ্যাপল আইডির মাধ্যমে তা আবার সংযুক্ত করতে হবে।

সূত্র: ডেইলি মেইল

14/05/2025
26/10/2024

সেকেন্ডে ১ লক্ষ কোটি ডাটা প্রসেস করে যে কম্পিউটার!!!

22/08/2024

অনলাইনে গুজব চেনার উপায়।

21/06/2024

অভাব কান্ড কি থেকে কি বানালো!!
সবাই পেজটি ফলো দিন প্লিজ 👏

10/06/2024

রোবট কি তাহলে মানুষের চাকুরী দখলে নিচ্ছে!!

07/06/2024

ব্যাটারি চেক করার কৌশল!

14/08/2023

ফোন হ্যাং হওয়ার কারণ ও সমাধান!

12/08/2023

মোবাইল নেটওয়ার্ক সমস্যা ও তার সমাধান

12/08/2023

হারিয়ে যাওয়া ফোন খুজে দিবে গুগল ।
Google Find My Device.

31/07/2023

Reels ভিডিওর মনিটাইজেশন চালু করুন !

30/07/2023

যে কোন ভাষার ওয়েবসাইট কে ইংরেজিতে কনভার্ট করার উপায় জেনেনিন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Global Projukti Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share