RAR nothing but awesome

30/07/2024
😥😥
28/07/2024

😥😥

26/10/2023

❝হে আল্লাহ, আমাদেরকে ঈমান দিয়ে সুসজ্জিত করুন, আর আমাদেরকে হিদায়াতের এমন পথপ্রদর্শনকারী বানান যারা নিজেরাও হিদায়াতপ্রাপ্ত❞

اللَّهُمَّ زِيِّنَا بِزِينَةِ الْإِيمَانِ وَاجْعَلْنَا هُدَاةً مَهْدِيِّينَ.

[ ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ১৮৩২৫; আল্লামা শুয়াইব আরনাউত্বের (রাহ.) মতে সহিহ ]

22/10/2023

একটা সময় আসে যখন মানুষ আপনাকে ছেড়ে চলে যায়. আপনার বন্ধু আপনাকে ছেড়ে যেতে পারে, পরিবারও আপনাকে ছেড়ে যেতে পারে,😢 এটা ঘটে এটা ঘটে যা আপনি কখনো আশা করেননি। নিজেকে দূরে সরিয়ে রাখুন হতাশাগ্রস্ত হবেন না। আল্লাহ আপনাকে বলছেন তারা সবাই চলে গেছে,❤️now just you and i come সুবহানাল্লাহ ❤️

11/10/2023

চিন্তা করবেন না
আল্লাহ আমাদের ভালো করবেন
এক বছর পরে দুই বছর পরে বছর পরে আমাদের সুন্দর জায়গায় নিয়ে যাবেন বর্তমান অবস্থান থেকে।
তবে আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
আলহামদুলিল্লাহ❤️

15/09/2023

একমাত্র আল্লাহই জানেন।
আপনি পরিকল্পনা করতে পারেন আল্লাহ আপনার পরিকল্পনাকে সামনে এগিয়ে নিতে পারে।
আপনি পরিকল্পনা করতে পারেন আল্লাহ আপনার পরিকল্পনাকে চেঞ্জ করে দিতে পারে।
আপনি কোন কিছু মনে মনে ভাবেন আল্লাহ তা জানেন এবং আগামীকাল কি ঘটবে একমাত্র আল্লাহই জানেন।
তাই আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে তুলুন

12/08/2023

اَلْهٰىكُمُ التَّكَاثُرُ(1) حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَﭤ(2) كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ(3) ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَﭤ(4) كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِﭤ(5) لَتَرَوُنَّ الْجَحِیْمَ(6) ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْنِ(7) ثُمَّ لَتُسْــٴَـلُنَّ یَوْمَىٕذٍ عَنِ النَّعِیْمِ(8)

সূরা: তাকাসুর
বাংলা অর্থ: (১) প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে
(২) এমনকি, তোমরা কবরস্থানে পৌঁছে যাও।
(৩) এটা কখন ও উচিত নয়। তোমরা সত্বরই জেনে নেবে
(৪) অতঃপর এটা কখনও উচিত নয় ।তোমরা সত্বরই জেনে নেবে
(৫) কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জানতে।
(৬) তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে
(৭) অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে
(৮) এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

11/08/2023

মুমিনগণ, জুম্মার দিনে যখন নামাজের আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ।
সূরা আল জুমা-৬২
আয়াত-৯

10/08/2023

ধ্বংস তার যে মানুষের পিছনে অপবাদ রটায়
ধ্বংস তার যে মানুষকে সামনে অপমানিত করে।

সূরা- হুমাযাহ
আয়াত: ১

06/08/2023

সুরা লাহাবঃ
تَبَّتْ یَدَاۤ اَبِیْ لَهَبٍ وَّ تَبَّؕ
১)ধ্বংস হোক আবু লাহাবের দুটি হাত এবং ধ্বংস হোক সে নিজেও।
مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَ مَا كَسَبَؕ
২)তার ধন-সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোন কাজে আসেনি।
سَیَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍۚۖ
৩)অচিরেই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে।
وَّ امْرَاَتُهٗ١ؕ حَمَّالَةَ الْحَطَبِۚ
৪)এবং তার স্ত্রীও, লাগানো ভাঙানো চোগলখুরী করে বেড়ানো যার কাজ।
فِیْ جِیْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ۠
৫)তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি।

03/07/2023

😢😢😢

05/02/2023

পই পই করে শেয়ার করে দিলাম। সুখন ভাই ভালো লাগছে!

Address

Fulbaria

Telephone

+8801831440134

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAR:

Share