Taslima Akter

Taslima Akter আমি ভালোবাসার পরিবর্তন চাই

31/08/2023

সব সময় আবার চুপচাপ থাকা টা সম্ভব হয়ে ওঠে না। কারন চুপ করে থাকা জায়গায় তে তোমার দুর্বলতার সুযোগ নেবে।

24/08/2023

নিজের মনের কষ্ট প্রকাশ করুন তা না হলে ভেতরে ভেতরে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবেন।

23/08/2023

প্রকৃতি আসলেই শূন্যস্থান পছন্দ করেনা।আর শূন্যস্থান সত্যিই বড্ড গন্ডগোল পাকিয়ে দেয়।জীবন যখন গোধূলি বেলায় একা একা নিরাশ তখন প্রকৃতিই কাউকে না কাউকে বা কিছু না কিছু দিতে চায়,সেটা হয়তো তখন জীবনটাকে আরও সুন্দর করে তোলার দায়িত্ব নিয়ে নেয়।সময় কারও জন্যই অপেক্ষা করে না আর জীবন সেটা তো একান্তই নিজের,খারাপ মানুষের জন্য যতটুকু সময় নষ্ট হয় সেটা ভেবে নিজেকে বোকা ভাবা যায় তবে সেটাকে নিয়ে পথ চলা যায় না।জীবন সত্যিই অনেক সুন্দর। আর আমি ঐ রকম একটি জীবন চাই যেখানে লাইট,ক্যামেরা,অ্যাকশান,খ্যাতি বলে কোন শব্দ থাকবে না। খুব সাধারণ একটি জীবন যেটা আগেও চেয়েছি। চলচ্চিত্রে কাজ করা শুধুই সখের বশে,পেশা হিসাবে কখনই ভাবিনি তাই চলচ্চিত্র ছেড়ে দেওয়া মুহূর্তের ব্যাপার আমার কাছে।তেমনি ভাবছি।আমি সত্যিই খুব সাধারণ একটি জীবন উপহার দিতে চাই নিজেকে।আর সবসময় চেষ্টা করেছি আর করব কীভাবে একজন ভাল মানুষ হওয়া যায়!এর বেশি চাওয়ার নেই। যেটা আমার জন্য ভাল সেটাই আল্লাহ করবেন।পৃথিবীর রহস্য বোঝা অনেক কঠিন।অনেক ঘটনা, দূর্ঘটনা কেন হয়? কী জন্য হয় ?এর উত্তর কখনই মেলে না। শুধুই রহস্য থেকে যায়,যার জট খুলতে গেলে আরও বেশি জট বেধে যায়। থাকুক না কিছু প্রশ্ন,যার কোন উত্তর নেই!এতগুলো দিন ঐ প্রশ্নগুলোর উত্তর খুজতে গিয়ে জীবন থেকে শুধু ছিটকে পড়েছি।মনেই ছিলনা যে প্রকৃতির ওপর কোন জোর চলে না,সে তার গতিতেই চলবে অনেক অনেক রহস্য নিয়ে।চলুক! আমিও চলবো আমার গতিতে নিজের তৈরি করা সুন্দর জগতে যেখানে সুন্দর একটি জীবন আছে।এটা পাবো বলেই আল্লাহ কিছু কষ্ট দিয়েছিল,তা না হলে তো বুঝতামই না যে সুখ কী! দিনশেষে আমি সুখী মানুষ। আলহামদুলিল্লাহ!

23/08/2023

4200
Followers

THANK YOU!!!

21/08/2023

কষ্ট মানুষকে পরিবর্তন করে,
কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই মানুষের কাছে এক নতুন শিক্ষা।

21/08/2023

𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়ে 𝐃𝐨𝐧𝐞 লিখুন, সাথে সাথে F𝐨𝐥𝐥𝐨𝐰 𝐛𝐚𝐜𝐤 দিবো

21/08/2023

জড়িয়ে ধরার ফিলিংসটা কেমন? 🙂

21/08/2023

বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, মায়া সম্পর্কের নাম যাই হোক, আমি সব সম্পর্করেই গুরুত্ব দিতে জানি! ❤️

21/08/2023

মানুষ তোমাকে ততক্ষন মনে রাখবে
যতক্ষন তুমি তাদের মন রেখে চলতে
পারবে।

21/08/2023

কাউকে নিজের চেয়ে বেশি ভালোবেসোনা কষ্ট পাবে ।

21/08/2023

অভিমান খুব কঠিন জিনিস,অভিমানে পড়ে মানুষ এক জীবন ও কাটিয়ে দিতে পারে

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Taslima Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share