মাফিয়া সাইলেন্ট কিলার

মাফিয়া সাইলেন্ট কিলার ফান এবং নিউজ মিডিয়া

🔥 যদি বিচার না হয়, তবে সাইবার আগুন জ্বলবেই 🔥ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়ার পাড়ায়, রাজ্জাক সা...
08/07/2025

🔥 যদি বিচার না হয়, তবে সাইবার আগুন জ্বলবেই 🔥

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়ার পাড়ায়, রাজ্জাক সাহেবের মেয়ে ময়না-কে পাশবিক নি/র্যা/তন ও হ/ত্যা করে, একদল হায়েনা প্রমাণ করে দিয়েছে — এই দেশ এখনো নারীর জন্য নিরাপদ নয়!

একটি মেয়ে, একটি জীবন, একটি পরিবার — সব শেষ হয়ে গেল।
আর কত? আর কত মা-বোন কাঁদবে বিচারহীনতায়? আমরা আর চুপ থাকবো না।

👉 এই বর্বর ঘটনায় যারাই জড়িত — তাদের সর্বোচ্চ শাস্তি চাই, দ্রুত বিচার চাই।
👉 বিচার না হলে, এই দেশের সাইবার ইতিহাসের সবচেয়ে ভয়ানক সাইবার স্ট্রাইক হবে —
এবং National Cyber Community এই প্রতিরোধ নেতৃত্ব দেবে।

⛔ বিচার না পেলে, কোনো সরকারি ওয়েবসাইট নিরাপদ থাকবে না।
⛔ কোনো নীতিনির্ধারক নিরাপদ থাকবেন না আমাদের সাইবার চোখ থেকে।

এই বার্তা সরকার ও প্রশাসনের প্রতি শেষ সতর্কতা।
আমরা আইন-শৃঙ্খলা এবং সংবিধানকে সম্মান করি — কিন্তু বিচারহীনতা চলতে থাকলে, সাইবার প্রতিশোধ হবেই।

> ময়না শুধু একটি নাম নয় — সে বাংলাদেশের প্রতিটি বোনের প্রতীক।
তার আত্মা বিচার না পেলে, পুরো সিস্টেমের ঘুম হারাম হবে।

⏳ সময় খুব কম। বিচারের রাস্তায় হাঁটো, নইলে প্রতিরোধের আগুন কেউ থামাতে পারবে না।


মাফিয়া সাইলেন্ট কিলার

https://newsbangla774455.blogspot.com/2025/04/blog-post.html প্রবাসী  #চোর দেখেন।সম্প্রতি ছাত্রলীগের সাবেক মেম্বার সৌদি ...
18/04/2025

https://newsbangla774455.blogspot.com/2025/04/blog-post.html
প্রবাসী #চোর দেখেন।সম্প্রতি ছাত্রলীগের সাবেক মেম্বার সৌদি আরব থেকে তার রুম এর বন্ধুর টাকা চুরি করে পালিয়ে ধরা খেয়েছে।উক্ত বিষয়বস্তু নিউজ লিংক দেওয়া হলো।

নাম সাখওট (sakhwot) বাপের নামে তারা মিয়া মায়ের নাম সামছুন নাহার সাখওত সৌদি প্রবাসী, ইকামা না থাকায় কাজ পাচ্ছিলো না থাকার...

ঈদ মোবারক।❤️❤️❤️❤️❤️ সবাইকে।
31/03/2025

ঈদ মোবারক।❤️❤️❤️❤️❤️ সবাইকে।

22/11/2024

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন।

28/02/2024

আসসালামু ওয়ালাইকুম সবাইকে,পেজটা মুলত এখন থেকে সত্যের পক্ষে নিউজ দিবে আর সাইবার জনিত আলাপ হবে✊

05/02/2024

আমি ফেসবুক, ইন্সটা, জিমেইল এর পা'স'ওয়া'র্ড যাতে ভুলে না যাই সেইজন্য সব পা'স'ওয়া'র্ড কাগজে লিখে রাখি তারপর সেই কাগজ কই রেখেছি সেটাই ভুলে যাই!'🙂

04/02/2024

ইদানিং আর কোনোকিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছে করে না। কারন আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা বেশিরভাগ সময়ই নিরাশায় পরিনত হয়, তাই এখন অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি। যা হবার হবে না হলে নাই, আশা যত কম দুঃখ ও তত কম।

04/02/2024

আমি চুপচাপ সব কিছু সহ্য করে নেই বলে এই নয় যে, তোমরা আমায় বারবার আঘাত দিবে আর আমি প্রতিউত্তরে হাসি ফেরত দিবো। জানো তো? শান্ত স্বভারের মানুষগুলো যখন ধৈর্যের বাধ হারিয়ে জবাব দেয়, তখন তা এতোই কঠিন হয় যে আর ভার বইতে পারবে কী না তাও প্রশ্নের।

কাছে টেনে নিয়ে আরো গভীরভাবে ভাঙার জন্য হাত বাড়াবে আর আমি বারবার তোমাদের সেই হাত ধরবো। এটা ভেবে থাকলে ভুল করছো। ভালো থাকার প্রশ্নে কেউ ছাড় দেয় না, বুঝলে?

তোমাদের কটু কথা এড়িয়ে যাই বলে এই নয় যে আমি ভীতু! আমিও যদি তোমাদের মতো একই কাজ করি তাহলে তোমাদের সাথে আমার পার্থক্যটা থাকলো কই, বলো?

আমি আমার মতোই ঠিক আছি। ভাঙার চেষ্টা করে দেখতেই পারো। হয়তো মচকাবো কিন্তু ভাঙবো না। মচকানো জায়গায় নিজেই সারিয়ে নিবো নিজের আদুরে হাতে তবুও তোমাদের সাহায্য আমি অন্তত চাইবো না। এতে যদি তোমরা আমায় অহংকারী বলো। আমি বুক ফুলিয়ে নিজের উপর বিশ্বাস রেখে মুচকি হেসে বলবো, “হ্যাঁ আমি অহংকারীই! তোমাদের মতো মুখোশ আমি পড়তেও পারি না, আর না পছন্দ করি। তোমাদের দেওয়া ব্যবহারের বিনিময়ে আমি যেমনটা ফেরত দিবো, আমি ঠিক তেমনটাই।”

30/01/2024

Wicket-52] #ইম্পেরিয়াল কমিউনিটির কিক খাওয়া ক্রু_মাফিয়া সাইলেন্ট কিলারের বর্তমান সিইও_দ্বীপের হইয়া গালাগালি করার অপরাধে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হলো_Take Us 69
প্রুফ কমেন্ট বক্স 🐸

Address

Fulbaria

Telephone

+8801634088924

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাফিয়া সাইলেন্ট কিলার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাফিয়া সাইলেন্ট কিলার:

Share