Pinky's Daily

Pinky's Daily Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pinky's Daily, Digital creator, Fulbaria.
(5)

হ্যালো বন্ধুরা.. আমি একজন সাধারণ মানুষ.. আমার এই সাধারণ জীবনের ঘুরাঘুরি, খাবার-দাবার, রান্না-বান্না, ব্লগ সবকিছু তোমাদের সাথে শেয়ার করি🥰❤️ সবাইকে আমার ভালোবাসা জানালাম 😍🥰

PCOS (Polycystic O***y Syndrome) নিয়ে ভুগছেন? আজ আপনাদের বাংলায় সহজভাবে বুঝিয়ে দিবো-✅ পরামর্শ,চিকিৎসা ও বিস্তারিত বিষয় ন...
11/08/2025

PCOS (Polycystic O***y Syndrome) নিয়ে ভুগছেন? আজ আপনাদের বাংলায় সহজভাবে বুঝিয়ে দিবো-

✅ পরামর্শ,চিকিৎসা ও বিস্তারিত বিষয় নিয়ে। মনোযোগ সহকারে পড়ুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

🔍 PCOS কী?

Polycystic O***y Syndrome (PCOS) হলো নারীদের হরমোনজনিত একটি সাধারণ সমস্যা, যেখানে ডিম্বাশয়ে (ovaries) অনেকগুলো ছোট ছোট সিস্ট (fluid-filled sac) তৈরি হয়, এবং হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে মাসিক অনিয়ম, বন্ধ্যত্ব, অতিরিক্ত লোম, ব্রণ, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়।

🧬 PCOS-এর মূল বৈশিষ্ট্য (Triad of PCOS):

1. অনিয়মিত মাসিক বা অনুপস্থিত মাসিক (Oligo/Anovulation)

2. অতিরিক্ত পুরুষ হরমোন (Hyperandrogenism) – মুখে লোম, ব্রণ ইত্যাদি।

3. ওভারিতে একাধিক সিস্ট (Polycystic ovaries) – আল্ট্রাসাউন্ডে দেখা যায়।

📈 PCOS কতটা সাধারণ?

প্রতি ১০ জন নারীর মধ্যে প্রায় ১ জনের PCOS থাকে।

সাধারণত ১৫-৪০ বছর বয়সের নারীদের বেশি হয়।

⚠️ PCOS-এর লক্ষণসমূহ:

1. ✅ মাসিক অনিয়ম (২-৩ মাস পর পর বা একদম বন্ধ)।

2. ✅ গর্ভধারণে সমস্যা (বন্ধ্যত্ব)।

3. ✅ মুখে, বুকে বা পেটে অতিরিক্ত লোম।

4. ✅ ব্রণ ও ত্বকে তৈলাক্ততা।

5. ✅ মাথার চুল পড়ে যাওয়া (পুরুষদের মতো)।

6. ✅ ওজন বাড়া, বিশেষ করে পেটের আশেপাশে।

7. ✅ ইনসুলিন রেজিস্ট্যান্স (ডায়াবেটিসের। পূর্বাবস্থা)

8. ✅ মেজাজ খিটখিটে হওয়া, অবসাদ।

🧪 PCOS নির্ণয়ের জন্য যেসব পরীক্ষা করা হয়:

1. আল্ট্রাসনোগ্রাফি (TVS ultrasound) – ওভারি বড় ও বহু ছোট সিস্ট দেখা যায়

2. রক্ত পরীক্ষা:

👉 T3,T4 ও FSH হরমোনের অনুপাতে সমস্যা।
👉 Testosterone বেড়ে যাওয়া।

👉 Prolactin ও TSH (অন্য রোগ বের করার জন্য)।

👉 Insulin ও Blood suga.

🩺 PCOS-এর চিকিৎসা ও সমাধান:

চিকিৎসা নির্ভর করে লক্ষণের ওপর।

🧘‍♀️ ১. লাইফস্টাইল পরিবর্তন (সর্বাধিক গুরুত্বপূর্ণ):

👉 ওজন কমানো (৫-১০% কমালেই উপকার)।

👉 নিয়মিত ব্যায়াম (৩০ মিনিট/দিন)।

👉 স্বাস্থ্যকর ডায়েট (কম কার্ব, কম চিনি)।

👉 স্ট্রেস কমানো।

💊 ২. ওষুধ:

✅ যদি সন্তান না চান:

Combined oral contraceptive pills (COCP): মাসিক নিয়মিত করে, পুরুষ হরমোন কমায়
👉 উদাহরণ: Ethinylestradiol + Cyproterone acetate (Diane-35), Drospirenone

Anti-androgen: যেমন Spironolactone (লোম ও ব্রণ কমাতে)

✅ যদি সন্তান চান:

Ovulation induction drugs: যেমন Letrozole, Clomiphene citrate

👉 Metformin 500mg : ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, ওজন ও হরমোন নিয়ন্ত্রণে রাখে। (রোগী যদি ওজন ৫০ কেজির কম হয় তবে প্রয়োজন নেই) প্রতিদিন হাঁটাহাঁটি করবেন।

👉 D-sitol 500 mcg/Gyrocyst 500mcg : Myo-Inositol + D-Chiro-Inositol: সিস্ট ও হরমোন নিয়ন্ত্রণে সহায়ক।

👉 ResQ 200 : Coenzyme10 যা ওভারি কে সতেজ ও ডিম্বাণু পরিপক্ক করবে।

🧬 ৩. যখন ওষুধে কাজ হয় না:

👉 Laparoscopic ovarian drilling (LOD) – সার্জিক্যাল পদ্ধতি (মাত্রা অনুযায়ী ব্যবহারযোগ্য)।

❗ PCOS চিকিৎসা না করলে কী হয়?

👉 বন্ধ্যত্ব।

👉 টাইপ ২ ডায়াবেটিস।

👉 হাই ব্লাড প্রেশার।

👉 হৃদরোগের ঝুঁকি।

👉 জরায়ুর ক্যান্সারের আশঙ্কা।

👉 বিষণ্নতা ও আত্মবিশ্বাসের অভাব।

✅ PCOS কোনো ভয়ানক রোগ নয়, বরং একটি নিয়ন্ত্রণযোগ্য হরমোন সমস্যা।
সময়মতো ডায়াগনোসিস, স্বাস্থ্যকর জীবনধারা ও নিয়মিত চিকিৎসায় এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

|| স্বাস্থ্য পরামর্শদাতা ||
ডা. হানজালা হোসেন
মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ।

দুপুরের আয়োজন ❤️
11/08/2025

দুপুরের আয়োজন ❤️

বেয়া'ক্কেলের বা'চ্চা কুনদিক দিয়া উঠবে এটাও জানে না এর নাম নাকী আক্কেল দাত 🥴🧐🧐🤔🤣
11/08/2025

বেয়া'ক্কেলের বা'চ্চা কুনদিক দিয়া উঠবে এটাও জানে না এর নাম নাকী আক্কেল দাত 🥴🧐🧐🤔🤣

হাজব্যান্ড এর সাথে দুপুরে রাগারাগি হয়েছে তার সংসার এ থাকবো না বলছি, বাসা থেকে সে কোন ভাবেই বের হতে দিবে না, কিন্তু আমি ...
10/08/2025

হাজব্যান্ড এর সাথে দুপুরে রাগারাগি হয়েছে তার সংসার এ থাকবো না বলছি, বাসা থেকে সে কোন ভাবেই বের হতে দিবে না, কিন্তু আমি যাবোই ।
অনেক চেষ্টার পরেও আট%*কাতে পারছে না, ছেলে ঘুম থেকে উঠে গেছে ছেলের কাছে গিয়ে বসছে সেই ফাকে আমিও বাসা থেকে বের হয়েছি, সে তখন ও বার বার ডাকছে আমি ফিরেও তাকাইনি সোজা সিড়ি থেকে নেমে গেটের কাছে গেছি।
এরপর ই দেখি এক ফেরিওয়ালা আসছে, চোখে পড়লো এই ডালাটা। লোকটাকে ডাক দিয়ে গেটের কাছে এনে হাজব্যান্ড কে কল দিয়ে বললাম তাড়াতাড়ি নিচে আসো, ঘুমের ছেলেকে নিয়ে সেও নিচে আসলো। ফেরিওয়ালা কে দেখেই বুঝছে কিছু কেনার জন্য আসতে বলছি, একটু ভাব নিয়ে বললো কি যাবা কোথাও যাও না কেন!
আমি নরম সুরে বললাম মাছ কা%*টতে গেলে সমস্যা হয় এই ডালাটা কিনে দাও।
এরপর 150 টাকার ডালা, 100 টাকায় কিনে বাসায় আসলাম গাইজ। আর হাজব্যান্ড বলতে বলতে আসলো বেডি মানুষ।

সংগৃহীত

বিরিয়ানি রান্না করেছি,,🍲🍲 বরকে শুধু বলেছিলাম একটা ছবি তুলে দাও। লে ছবি 🙄🙄
10/08/2025

বিরিয়ানি রান্না করেছি,,🍲🍲 বরকে শুধু বলেছিলাম একটা ছবি তুলে দাও।
লে ছবি 🙄🙄

ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় ...
10/08/2025

ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় মিয়াও মিয়াও ভাত খাউ। আমি জেগে থাকলে সে ঘুমায়, আমি ঘুমাইলে সে ডিজে বাহারুলের মত সুরেলা কণ্ঠে গান গায়।

পাশের বাসার বিলাইয়ের সাথে ফ্লার্টিং করে। গতকাল সেই বিলাইয়ের গার্ডিয়ান এসে কয় "আপনার বিলাইরে বাইন্ধা রাখবেন। আমার বিলাইরে প্রেগন্যান্ট করে ফেলছে, যেমন মালিক তেমন বিলাই।" হতভম্ব হয়ে বললাম আমি আবার কারে প্রেগন্যান্ট করলাম, কি মুশকিল। বেডি চোখ গরম করে চলে গেছে।

কতবড় কুতাবাসা ভাবেন ডিপ্রেশন থেকে তুলার বদলে চরিত্রে শীল মেরে দিছে।

আজকে একসাথে সব দেখিয়ে দিলাম!কে বলেছে এসব হয় না,,,,শুধু কথার কথা!🥱
09/08/2025

আজকে একসাথে সব দেখিয়ে দিলাম!
কে বলেছে এসব হয় না,,,,শুধু কথার কথা!🥱

🌍 বিদেশ যেতে চান? তাহলে এই ১০টা স্কিল দেশ থেকেই তৈরি করে যান!(👉 শুধু ভিসা না, নিজের ভ্যালুও তৈরি করুন!)❶ ড্রাইভিং শিখুন ...
09/08/2025

🌍 বিদেশ যেতে চান? তাহলে এই ১০টা স্কিল দেশ থেকেই তৈরি করে যান!
(👉 শুধু ভিসা না, নিজের ভ্যালুও তৈরি করুন!)

❶ ড্রাইভিং শিখুন + লাইসেন্স নিন
– ইউরোপে ড্রাইভার মানেই ডিমান্ডে মানুষ!

❷ কম্পিউটার চালাতে শিখুন
– ফর্ম পূরণ, সিভি বানানো, অফিস কাজ – সবই লাগে।

❸ ইংরেজি শেখা বাধ্যতামূলক!
– শুধু IELTS না, কথোপকথন পারদর্শী হতে হবে।

❹ যে দেশে যাচ্ছেন, সেই দেশের ভাষায় কিছু শেখা
– যেমন ফিনল্যান্ড গেলে “Moi!”, “Kiitos!” শিখে যান।

❺ নিজের জন্য রান্না করতে পারা মানেই বাঁচা!
– বাইরের খাবার খেয়ে পকেট যেমন ফাঁকা, শরীরও দুর্বল।

❻ ইলেকট্রনিক্স/মোবাইলের সাধারণ কাজ জানুন
– টুকটাক সার্ভিস জানলে আয় বাড়বে।

❼ গুগল থেকে তথ্য খুঁজে বের করার অভ্যাস করুন
– বিদেশে আপনাকে সাহায্য করবে গুগল, চাচা না!

❽ কমিউনিকেশন স্কিল উন্নত করুন
– সুন্দর করে কথা বলার কৌশল আপনাকে আলাদা করবে।

❾ নিজেকে উপস্থাপন (Presentation) শিখুন
– চাকরির ইন্টারভিউ হোক বা ইউনিভার্সিটি প্রেজেন্টেশন, আপনি ঝলকে উঠবেন।

❿ পরিশ্রমী মন তৈরি করে যান
– বিদেশ মানেই “এ্যাহারে সুন্দর জীবন!” না, পরিশ্রম ছাড়া কিছুই সহজ না।

💬 বিদেশ যাওয়ার আগে শুধু ডকুমেন্ট না, নিজের ভিতরে একটা ভার্সন আপগ্রেড করে যান।
যেই মানুষটা প্লেনে উঠবে, সে যেন আগের আপনি না হয় — হোক আরও স্কিলফুল, আরও প্রফেশনাল!

❤️ নিজেকে গড়ে তুলুন, দেশকে সম্মানিত করুন।


 #সতর্কতামূলক_পোস্ট!!চাঁদপুর ভ্রমণের পথে লঞ্চঘাটের বাজার থেকে দুইটা ২ কেজি প্লাস ওজনের গোলগাল ইলিশ মাছ কিনে বাসায় ফিরলাম...
08/08/2025

#সতর্কতামূলক_পোস্ট!!
চাঁদপুর ভ্রমণের পথে লঞ্চঘাটের বাজার থেকে দুইটা ২ কেজি প্লাস ওজনের গোলগাল ইলিশ মাছ কিনে বাসায় ফিরলাম। দেখতে একেবারে চওড়া ও ফ্রেশ মনে হচ্ছিলো।

❗ কিন্তু বাড়িতে এনে কাটার পর যা দেখলাম, তাতে চমকে উঠলাম!

✅ মাছটার পেটে ছিলো ৪/৫ ফুট লম্বা অব্যবহৃত নেটজাল (জাল) – কোনো নাড়িভুঁড়ি বা ডিম কিছুই ছিল না!

❌ এটা এতটাই নিখুঁতভাবে ভরা ছিলো যে, নিয়মিত মাছ কিনলেও বুঝতে পারিনি!

📌 এতে মাছ বিক্রেতার ২টা বড় লাভ:
1️⃣ ওজন বেড়েছে
2️⃣ মাছটা গোলগাল, টাইট ও ফ্রেশ দেখিয়েছে

😔 কিন্তু রান্নার পর মাছের কোনো স্বাদ ছিল না — বাসার কেউই খেতে পারেনি!

📍দূরত্বের কারণে এখন সেই বিক্রেতাকে খুঁজে ধরা সম্ভব নয়। তাই আপনারা সাবধান থাকুন।

📢 দয়া করে এই পোস্টটি Share করুন যেন সবাই সতর্ক থাকে।

©️ Social Media Helpline

#জীবন #দেয়াল

ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার যৌনাঙ্গে (P***s) আকড়ে ধরেছে।...
08/08/2025

ভদ্রলোক বিলে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে পানি থেকে উঠার সময় দেখলেন একটা জোঁক(Leech)তার যৌনাঙ্গে (P***s) আকড়ে ধরেছে। উনি সরানোর চেষ্টা করতে করতেই এই জোঁক তার প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে হারিয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রস্রাব করার চেষ্টা করলে শুধু টাটকা রক্ত বের হয়। প্রস্রাব না হওয়ার কারণে তার মুত্তথলি ফুলতে থাকে আর ব্যথা বাড়তে থাকে।

ব্যথায় অস্থির ভদ্রলোক আমার চেম্বারে আসেন। আমি তার প্রস্রাবের রাস্তায় নল(Catheter) দেই এবং লবনাক্ত স্যালাইন (Normal saline) দিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে ওয়াস করি। শুধু তাজা আর জমাট রক্ত ছাড়া আর কিছু পাইনা। ভাবসিলাম এতো লবণ পানিতে জোঁকটা হয়তো মরে যাবে। নতুন করে আর মুত্রথলির ক্ষতি করবে না, জমাট রক্ত দিয়ে ক্যাথেটার ব্লক হবে না।

তারপর রুগী ওটিতে নিয়ে যাই প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে (Cystoscopy) জোঁক বের করার জন্যে। ক্যামেরা দিয়ে শুধু রক্ত ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেকক্ষণ ধরে ওয়াস করেও কোনকিছুই দেখা যাচ্ছে না।
হঠাৎ একটা কালো বস্তুর মতো দেখে সন্দেহের উপর তা ধরে টান দেই। দেখি সেই কাঙ্খিত জোঁক...অনেক লম্বা, মোটাতাজা। প্রায় ৮ ঘন্টা পরেও সে নড়ছে, পুরাই জীবিত।

এখন রুগী ভাল আছে। রক্ত যাওয়া কমেছে।
ফলো আপ এ আছে।

Copied

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক গ্রুপে একটি পোস্ট দেখলাম। পোস্টটি ভাইরাল হওয়া উচিত।  একজন টিচার তার প্রিয় শিক্ষার্থ...
08/08/2025

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক গ্রুপে একটি পোস্ট দেখলাম। পোস্টটি ভাইরাল হওয়া উচিত। একজন টিচার তার প্রিয় শিক্ষার্থীকে খুঁজছে। পোস্টটি ইংরেজিতে ছিলো। আমি বাংলা করে দিলাম। অনুবাদ করেছি আমার মতো করে।

"আমি ছবির এই ছেলেটিকে খুব করে খুঁজছি। তাকে দেখার এক অদম্য বাসনা আমার ভিতরে। ছবিটি তুলেছিলাম সম্ভবত ২০০৮ বা ২০০৯ সালে। ওর নাম নিসর্গ। এখন সে হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হয়ত স্বদেশে অথবা ভিনদেশে। কোথায় আছে সে? কেমন আছে ও?

প্লে-গ্রুপে পড়ার সময় তার একটা অদ্ভুত অভ্যাস ছিলো। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমাকে খুঁজতে ছুটে আসতো। আমিও অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তাকে না দেখলে ভালো লাগতো না আমার। তার মা আসতে দুই/একদিন দেরি করতো। ও আমার কোলে বসে থাকতো। ওকে কোলে নিয়েই আমি আমার ক্লাস নিতাম।

মজার ব্যাপার কি জানেন? আমি কখনোই তাকে পড়াইনি। তবুও তার সঙ্গে তৈরি হয়েছিলো একটা অদ্ভুত সুন্দর বন্ধন। ওকে না, আজ দেখতে তীব্র ইচ্ছা হচ্ছে। দেখতে নিশ্চয়ই অনেক স্মার্ট হয়েছে!

আজ এত বছর পর তাকে বারবার ভীষণ মনে পড়ছে। তার বড় হয়ে ওঠা চেহারাটা দেখতে খুব ইচ্ছে করছে আমার। কেউ কি আমার এই ইচ্ছা পূরণে সহায়তা করবেন?

যদি কেউ এই ছেলেটিকে চেনে থাকেন দয়া করে আমাকে একটি বার্তা পাঠাবেন। স্কুলের নাম আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল। সেই সময় এটি ধানমন্ডির ৭ নম্বর রোডে ছিল।"

আমার ফলোয়ার তালিকার অধিকাংশই তরুণ। আপনারা শেয়ার দিতে পারেন পোস্টটি। এতে একজন শিক্ষক তার শিক্ষার্থীকে বহু দিন পর আলিঙ্গনের সুযোগ পাবেন। এটি অত্যন্ত মধুর বিষয় হবে।
সংগৃহীত পোস্ট

ভিডিও ইউটিউব এ আপলোড হয়ে গিয়েছে ❤️ লিংক কমেন্টে ❤️👇👇
07/08/2025

ভিডিও ইউটিউব এ আপলোড হয়ে গিয়েছে ❤️ লিংক কমেন্টে ❤️👇👇

Address

Fulbaria
1219

Alerts

Be the first to know and let us send you an email when Pinky's Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share