03/10/2025
আব্বু নাই আজকে ৩টা বছর হইয়া গেলো।
কতদিন দেখিনা মানুষটারে,আব্বু ও আমারে দেখে না।কতো আবদার করতাম হের কাছে।কিছু চাওয়ার আগেই কেম্নে জানি বুইঝা যাইতো।আর তো কেও এম্নে বুঝে না।
হেরে ছাড়া যে আমার অসহায় লাগে কেরে বুঝলো না?
আব্বু কেরে বুঝলা না তুমি না থাকলে আমি এতিম হইয়া যামু।
আমার বুকটা তো খালি হইয়া গেলো আব্বু।সেই কবে মা কইয়া ডাক দিছিলা আব্বু আর তো দাও না। কেম্নে ভালো থাকি তোমারে ছাড়া?
সবার আব্বু আছে।সবাই আব্বু ডাকে আমি কেন তোমারে ডাকতে পারি না কও তো।
তোমারে ছাড়া তো আমার দুনিয়াটা অন্ধকার হইয়া গেলো আব্বু।তোমার কি এই মাইডার কথা মনে পরে না?
আমি তো তোমারে ছাড়া ভালো নাই আব্বু।
তুমি যেখানেই থাকো ভালো থাইকো হে!