জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান

জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান বঙ্গবন্ধু,বাংলাদেশ,মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে নিয়ে বাংলাদেশের অস্তিত্ব।সুতরাং এই ইতিহাস পুড়লেও মুছে ফেলা যায় না।

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ🇧🇩
৩০ লক্ষ শহীদ আমাদের প্রেরণা।
২ লক্ষ মা-বোনের সম্ভম হলো ত্যাগ।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে অভিন্ন।
এটাই হলো বাংলাদেশের জনগণের আদর্শ।
জনগণ,গনতন্ত্র,সংবিধান,সুশাসন হলো ভিত্তি।

28/07/2025

উপদেষ্টা মাহফুজের সাড়ে ৬ কোটি টাকার লেনদেন সিডনিতে, ভাইয়ের ব্যাংক একাউন্ট জব্দ!

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, বাংলাদেশের অন্তবর্তী কালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত মাহফুজ আলমের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত তার আপন বড় ভাইয়ের ব্যাংক একাউন্টে সম্প্রতি সাড়ে ছয় কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার নজরে আসায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক এই আর্থিক কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক একাউন্টটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাহফুজের বড় ভাই উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন এবং পড়াশোনার পাশাপাশি সেখানে পার্টটাইম ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার নামে থাকা কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া-র একাউন্টে গত নয় মাস ধরেই বিভিন্ন উৎস থেকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ জমা হচ্ছিল।

মূল ঘটনাটি প্রকাশ্যে আসে গত ২৪শে জুলাই, ২০২৫ তারিখে। এদিন মধ্যপ্রাচ্যের একটি উৎস থেকে তার একাউন্টে একবারে সাড়ে ছয় কোটি টাকা জমা হয়। এই বিপুল পরিমাণ লেনদেনটি অস্ট্রেলিয়ার শক্তিশালী অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা AUSTRAC (Australian Transaction Reports and Analysis Centre)-এর রাডারে ধরা পড়ে। একজন সাধারণ ছাত্র এবং পার্টটাইম ট্যাক্সিচালকের একাউন্টে এত বড় লেনদেন তাদের কাছে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে হয়।

প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ মূলত জন্মভূমির একটি প্রভাবশালী বেনিয়া গোষ্ঠীর একটি বড় প্রকল্পের "কমিশনভিত্তিক হিস্যা"। অভিযোগ রয়েছে, মাহফুজ দেশে বিভিন্ন ফাইলের তদবির ও লবিংয়ের কাজ করেন এবং সেই কাজের পারিশ্রমিক বা কমিশন হিসেবে প্রাপ্ত অর্থ অস্ট্রেলিয়া বাড়িতে তার ছাত্র ভাইয়ের কাছে পাঠিয়ে দিতেন। দেশের অভ্যন্তরে আর্থিক নজরদারি এড়াতে এবং অর্থের উৎস গোপন রাখতেই এই কৌশল অবলম্বন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

AUSTRAC এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিহীন এ ধরনের বড় লেনদেন অর্থ পাচার (Money Laundering) বা সন্ত্রাসী অর্থায়নের সন্দেহের তালিকায় পড়ে। সংস্থাটি মাহফুজের ভাইয়ের ব্যাংক একাউন্টটি জব্দ করার পাশাপাশি এই অর্থের মূল উৎস, প্রেরক এবং এর পেছনের উদ্দেশ্য নিয়ে গভীর অনুসন্ধান শুরু করেছে।

এই ঘটনা প্রকাশের পর দেশে এবং বিদেশে মাহফুজের কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার তদন্তে এই অর্থের মূল উৎস এবং এর সঙ্গে জড়িত প্রভাবশালী গোষ্ঠীর পরিচয় বেরিয়ে এলে বিষয়টি আরও বড় আকার ধারণ করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। #উপদেষ্টা_মাহফুজ

#অর্থ_পাচার #সিডনি
#ব্যাংক_একাউন্ট_জব্দ
Daily Ajker kantho ফলো দিয়ে পাশে থাকুন।

28/07/2025
28/07/2025

জুলাই আন্দোলনে গিয়ে প্রেম, ঘনিষ্ট সম্পর্কের পর লাপাত্তা প্রেমিক, অনশনে সমন্বয়ক তাহসিন ! #তাহসিন_তন্ময় #ভোলা_খবর #প্....

সাকিবের পায়ে ধরে মাফ চাইলেও তার আসা উচিৎ হবেনা।
28/07/2025

সাকিবের পায়ে ধরে মাফ চাইলেও তার আসা উচিৎ হবেনা।

সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে

28/07/2025
28/07/2025
28/07/2025

এনসিপির নাহিদ ইসলামের বাবার অপকর্ম নিয়ে বিশেষ প্রতিবেদন! Enjoy and stay connected with us:Subscribe to NagorikTV on Youtube https://youtube.com/c/...

Address

Fulbaria

Telephone

01711245297

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান:

Share