The Promise

The Promise And fulfill [every] commitment. Indeed, the commitment is ever questioned. Surah Al-Isra (17:34)

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
11/10/2024

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

20/01/2024

সন্দেহ

আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না (সূরা : হুজুরাত, আয়াত : ১২)। যে পরিবারে সন্দেহের রোগ বাসা বাঁধে সেখানে সুখের আশা করা বৃথা। যে কোনো বিষয়ে পরস্পরে বোঝাপড়া ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

13/01/2024

ইসলাম সব সময় শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে। কিন্তু কখনো অন্যায়ভাবে আক্রান্ত হলে বা জুলুমের শিকার হলে প্রতিবাদ, প্রতিরোধ ও প্রতিকারের নির্দেশও রয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ‘তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হলো, যারা আক্রান্ত হয়েছে। কেননা, তাদের ওপর অত্যাচার করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাহায্য করতে সক্ষম।’ (সুরা-২২ হজ, আয়াত: ৩৯)

ন্যায় যুদ্ধ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ‘তোমাদের কী হলো? তোমরা কেন আল্লাহর পথে লড়াই করো না?

‘যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৯০)

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)–এর মহান আদর্শ হলো যে ব্যক্তি কোনো অপরাধ সংঘটন করবে, সে ও তৎসংশ্লিষ্ট ব্যক্তি তার জন্য দায়ী হবে। পিতার অপরাধে পুত্রকে এবং পুত্রের অপরাধে পিতাকে দায়ী করা যাবে না।

‘কেউ কারও পাপের বোঝা বহন করবে না।’
(সুরা-৬ আনআম, আয়াত: ১৬৪ ও সুরা-১৭ ইসরা, আয়াত: ১৫)

যদি কেউ মজলুম হয়, তাহলে সে আত্মরক্ষা করতে পারবে। প্রতিশ্রুতি পূরণ করবে, কোনো ব্যক্তি তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না এবং মজলুমকে সবাই সাহায্য করবে। প্রতিবেশীকে নিজের মতোই গণ্য করতে হবে। তার কোনো ক্ষতি বা তার প্রতি কোনো অপরাধ সংঘটন করা যাবে না। কোনো জালিম বা অপরাধীকে সুরক্ষা দেওয়া যাবে না। (তাফসিরে ইবনে কাসির)

পবিত্র কোরআনের ৪০টি উপদেশবাণী১। কঠোর ভাষায় কথা বলনা (৩:১৫৯)২। রাগ দমন কর (৩:১৩৪)৩। অন্যের সাথে ভাল আচরণ কর (৪:৩৬)৪। নিষ...
09/01/2024

পবিত্র কোরআনের ৪০টি উপদেশবাণী

১। কঠোর ভাষায় কথা বলনা (৩:১৫৯)
২। রাগ দমন কর (৩:১৩৪)
৩। অন্যের সাথে ভাল আচরণ কর (৪:৩৬)
৪। নিষ্ঠুর হইও না (৭:১৩)
৫ অন্যের ভুলকে ক্ষমা কর (৭:১৯৯)
৬। মানুষের সাথে নম্র ভাষায় কথা বল (২০:৪৪)
৭। আস্তে শব্দ কর (৩১:১৯)
৮। অন্যকে বিপদ গ্রস্ত করোনা (৪৯:১১)
৯। পিতা মাতার উপর দায়ীত্ববান হও (১৭:২৩)
১০। পিতা মাতার সাথে উফ শব্দটাও বলনা (১৭:২৩)
১১। না বলে পিতা মাতার ঘরে প্রবেশ করনা (২৪:৫৮)
১২। বকেয়া লিখে রাখ (২:২৮২)
১৩। কাউকে অন্ধভাবে অনুসরণ করনা (২:১৭০)
১৪। ঋন ফিরিয়ে দেওয়ার আরো সুযোগ দিতে হবে
(২:২৮০)
১৫। সুদ নিও না (২:২৭৫)
১৬। ঘুষ খেয়ো না (২:১৮৮)
১৭। শর্ত ভাঙিয়ো না (২:১৭৭)
১৮। বিশ্বাস বজায় রাখো (২:২৮৩)
১৯। সত্যকে মিথ্যার সাথে মিলিয় না (২:৪২)
২০। মানুষের মাঝে সঠিক বিচার কর। (৪:৫৮)
২১। সুবিচারে কঠোর অবস্থান রাখো (৪:১৩৫)
২২। মৃত ব্যাক্তির সম্পদ তার পরিবারে সঠিক ভাবে
ভাগ করে দেও (৪:৭)
২৩। নারীদেরও উত্তরোধিকার হওয়ার নিয়ম আছে (৪:৭)
২৪। এতিমের সম্পত্তি গ্রাস করোনা (৪:১০)
২৫। এতিমকে রক্ষা করো (২:২২০)
২৬। অন্যের সম্পদ কৌশলে গ্রাস করোনা (৪:২৯)
২৭। মানুষের মধ্য বিবাদ মিমাংসা কর (৪৯:৯)
২৮। সন্দেহ এড়িয়ে চল (৪৯:১২)
২৯। পিছে কান পেত না (২:২৮৩)
৩০। সাহায্যার্থে সম্পদ ব্যয় কর (৫৭:৭)
৩১। গরীবকে খাওয়াতে উৎসাহ প্রদান কর (১০৭:৩)
৩২। প্রয়োজনে সাহায্য করো (২:২৭৩)
৩৩। অপচয় করোনা (১৭:২৯)
৩৪। অথিতি আপ্পায়ন কর। (৫১:২৬)
৩৫। নিজে যাচাই করে অন্যকে করতে বল (২:৪৪)
৩৬. পৃথিবীতে কোন কিছুর অপব্যবহার করনা (২:৬০)
৩৭। যুদ্ধের সময় পালায়ন কর না (৮:১৫)
৩৮। যে যুদ্ধ করে শুধু তার সাথে যুদ্ধ কর। (২:১৯০)
৩৯। যুদ্ধে শিষ্টাচার বজায় রাখ। (২:১৯১)
৪০। ধর্মের ব্যাপারে জোর কর না (২:২৫৬)

কোরআনের ছোট সূরা সমূহ।
07/01/2024

কোরআনের ছোট সূরা সমূহ।

💕দোয়াই ইবাদত💕আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "দোয়াই ইবাদত।" আল্লাহ তাআলা বলেন, "তোমাদের প্রতিপালক বল...
05/01/2024

💕দোয়াই ইবাদত💕

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "দোয়াই ইবাদত।" আল্লাহ তাআলা বলেন, "তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকারবশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।"
(সূরাঃ মুমিন, আয়াতঃ ৬০), তিরমিজি, হাদিস ২৯৬৯, আবু দাউদ, হাদিস ১৪৭৯, ইবনে মাজাহ, হাদিস ৩৮২৮)

আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করার ওয়াদা করেছেন। সব সময় সব অবস্থাতেই তিনি দোয়া কবুল করেন। তবে হাদিসে বিশেষভাবে জুমার দিনের দু’টি সময়ের কথা বলা হয়েছে, বান্দা তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তা দান করবেন।

দোয়া ইবাদতের মূল। আল্লাহ তাআলা তার কাছে প্রার্থনা করা পছন্দ করেন। এতে তিনি বান্দার উপর খুশি হোন। তাইতো আল্লাহ তাআলা বলেন, "তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো।"
(সূরাঃ নিসা, আয়াতঃ ৩২)

যদি রিজিক হালাল হয় আর গোনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করা হয়, তাহলে সে দোয়া অবশ্যই কবুল হয়। এ সম্পর্কে আল্লাহ বান্দার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী! আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন (আপনি তাদেরকে বলুন) আমি এত নিকটবর্তী যে, কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক আর আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়।
(সূরাঃ বাকারা, আয়াতঃ ১৮৬)

হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "জুমার দিন বারো ভাগ (এর মধ্যে একটি সময় আছে, যাতে) কোনো মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা নিশ্চয় তা দান করবেন। সে সময়টি তোমরা অনুসন্ধান কর আসরের পর দিনের শেষ অংশটিতে।"
(মুস্তাদরাকে হাকেম, হাদিস ১০৩২, আবু দাউদ, হাদিস ১০৪৮, নাসায়ি, হাদিস ১৩৮৯১)

আং রিতা শেরপা (দ্যা স্নো লেপার্ড)তিনিই প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র ব্যক্তি যিনি শীতকালে পরিপূরক অক্সিজেন ছাড়াই মাউন্ট ...
04/01/2024

আং রিতা শেরপা (দ্যা স্নো লেপার্ড)

তিনিই প্রথম এবং আজ পর্যন্ত একমাত্র ব্যক্তি যিনি শীতকালে পরিপূরক অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। যিনি ২৭ জুলাই ১৯৪৮ সালে জন্মগ্রহন করেন এবং ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে ৭২ বছর বয়সে, কাঠমান্ডুতে তার মেয়ের বাসায় সকাল ১০টার দিকে শেরপা আকস্মিকভাবে মারা যান। তাকে "স্নো লেপার্ড" ডাকনাম দেওয়া হয়েছিল।

তার মৃত্যুতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি টুইটারে তার শোক প্রকাশ করেছেন-

"তার কৃতিত্ব চিরদিন মনে রাখা হবে।"

আং রিতা শেরপা একজন নেপালি পর্বতারোহী। যিনি ১৯৮৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে সম্পূরক অক্সিজেন ব্যবহার না করে ১০ বার এভারেস্টে আরোহণ করেছিলেন। তার ৬ তম পর্বতারোহণটি মাউন্ট এভারেস্টের সবচেয়ে সফল আরোহণের জন্য বিশ্ব রেকর্ড তৈরি করেছিল, যা তিনি তার ১০ তম আরোহণে পুনরায় স্থাপন করেছিলেন।

শেরপার কৃতিত্বের পুরষ্কার হিসেবে-
Order of Gorkha Dakshina Bahu
Order of Tri Shakti Patta সম্মানে ভূষিত করা হয়েছিল।

তথ্যঃ- সংগৃহিত।

ঋণমুক্তির বিশেষ দোয়াএকদিন হযরত আলী (রাঃ)-এর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহ...
03/01/2024

ঋণমুক্তির বিশেষ দোয়া

একদিন হযরত আলী (রাঃ)-এর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন।
হযরত আলী (রাঃ) বললেন, আমি কী তোমাকে এমন কিছু (দোয়া) বাক্য শিখিয়ে দেব- যেগুলো নবী করিম (সাঃ) আমাকে শিখিয়েছিলেন? (এগুলো পাঠ করলে) তোমার ওপর যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহতায়ালা তা আদায়ের ব্যবস্থা করে দিবেন।

এরপর তিনি এই দোয়াটি বলেন-
اللَّهُمَّ اكْفِني بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ ، وَأغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِواكَ

উচ্চারণঃ আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাজলিকা আম্মান সিওয়াকা।

অর্থঃ হে আল্লাহ! আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান কর যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না।

তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও।
-সহীহুত তিরমিযী-৩/১৮০

03/01/2024

জাবের বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فِي مَسْجِدِ الْفَتْحِ ثَلَاثًا : يَوْمَ الِاثْنَيْنِ ، وَيَوْمَ الثُّلَاثَاءِ ، وَيَوْمَ الْأَرْبِعَاءِ ، فَاسْتُجِيبَ لَهُ يَوْمَ الْأَرْبِعَاءِ بَيْنَ الصَّلَاتَيْنِ ، فَعُرِفَ الْبِشْرُ فِي وَجْهِهِ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘আল ফাতহ’ মসজিদে তিন দিন দু’আ করেছেন। সোমবার, মঙ্গলবার ও বুধবার। কিন্তু বুধবার দিবসের দু’আ দুই সালাতের (যোহর ও আসরের) মধ্যবর্তী সময়ে কবুল হয়েছে। ফলে তাঁর চেহারা মোবারকে আনন্দের উজ্জলতা দেখা গেছে।
জাবের (রাঃ) বলেন,
قَالَ جَابِرٌ : فَلَمْ يَنْزِلْ بِي أَمْرٌ مُهِمٌّ غَلِيظٌ إِلَّا تَوَخَّيْتُ تِلْكَ السَّاعَةَ ، فَأَدْعُو فِيهَا ، فَأَعْرِفُ الْإِجَابَةَ
“এরপর থেকে আমি যখনই কোনো কঠিন বিষয়ের সম্মুখীন হতাম, আমি উক্ত দিবসের (বুধবার) ঐ সময়কে (যোহর ও আসরের মধ্যবর্তী সময়) দু’আর জন্য নির্বাচন করতাম এবং দু’আ করতাম। অতঃপর আমি বুঝতে পারতাম যে, আমার দু’আ কবুল হয়েছে।”
[ইমাম বুখারী আদাবুল মুফরাদ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।

Address

Fulbaria

Telephone

+8801921010306

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Promise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Promise:

Share