প্রিয় বাংলাদেশ

প্রিয় বাংলাদেশ যাদের ভালোবাসা প্রয়োজন, আশা করছি সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ
(342)

😃
25/07/2025

😃

24/07/2025
24/07/2025

সবাই ওনাকে ক্ষমা করে দিবেন🥲

22/07/2025

চব্বিশের আগে 'সরকারের ভয়ে' মানুষ পোস্ট ডিলিট করতো। আর এখন 'মানুষের ভয়ে' সরকার পোস্ট ডিলিট করে।
অতীত আর এখানকার পার্থক্য এখানেই।😄

একটা ভ*য়ং*কর সত্যি যে, আগুনে পো*"ড়া রোগীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে তার শরীরের কত শতাংশ পু*ড়ে*ছে তার ওপর।শরীরে কতটুকু...
22/07/2025

একটা ভ*য়ং*কর সত্যি যে, আগুনে পো*"ড়া রোগীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে তার শরীরের কত শতাংশ পু*ড়ে*ছে তার ওপর।

শরীরে কতটুকু পু-ড়_ল, তা মাপার জন্য ডাক্তাররা “রুল অফ নাইনস” (Rule of Nines) নামে একটি পদ্ধতি ব্যবহার করেন।

একটা পুরো হাত (সামনে-পেছনে) পুড়ে গেলে ধরা হয় ৯%। একটা পুরো পা (সামনে-পেছনে) পুড়ে গেলে ধরা হয় ১৮%। শরীরের সামনের পুরো অংশ (বুক-পেট) ১৮% এবং পেছনের পুরো পিঠ ১৮%।


কারো যদি শুধু দুই হাত আর সামনের পুরো শরীরটা পুড়ে যায়, তাহলেই তার প্রায় (৯+৯+১৮) = ৩৬% পো-ড়া হয়ে যায়।

কারো শরীর যদি ৪০% এর বেশি পুড়ে যায় তবে তার মৃ*"ত্যু"ঝুঁকি ৯০% বেড়ে যায়। কারণ, পোড়া শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও দরকারি তরল বেরিয়ে গিয়ে শরীর পানিশূন্য (dehydration) হয়ে পড়ে। এরপরই হয় ইনফেকশন। এরপর মা*রা*ত্ম-ক জী*বা-ণু র-ক্তে মিশে গিয়ে সেপসিস (sepsis) ঘটায়।

আ*গু*নে পো*ড়া+র রোগীরা প্রথম কয়েকদিন কথা বলে, হাঁটাচলাও করতে পারে, দেখে মনে হয় সুস্থ হয়ে উঠবে। কিন্তু কিছুদিন যেতেই পানিশূন্যতা আর ইনফেকশনের কাছে শরীর হার মানতে শুরু করে। চিকিৎসা দিয়ে হয়তো ৪-৫ দিন বা তার কিছু বেশি সময় লড়াইটা চালানো যায়, কিন্তু শেষ রক্ষা হয় না।

যারা হাসপাতালে ভর্তি হয়েছেন সামনের দিনগুলোতে প্রতিদিনের খবরে ২-৩ জন করে মৃ" ত্যু" র সংবাদ আসাটা এক অবধারিত ও হৃদয়বিদারক বাস্তবতায় পরিণত হতে পারে।

মহান আল্লাহ প্রতিটি পরিবারকে তাঁর কুদরতি রহমত দিয়ে এই ভয়াবহ শোক সামলানোর শক্তি দিন। তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমীন।

22/07/2025

আজকে অনেকে হাসপাতালে ফ্রী রক্ত দান করে বাইরে এসে দেখলেন ৮০ টাকার ডাব ৫০০ টাকা!
জি, এটা বাংলাদেশ।
আল্লাহ্ তাদের বিচার করুক!

22/07/2025

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে।
অথচ তারাও এদেশের মানুষ....।

খোদার দোহাই লাগে রাজ তুই ফিরে আয়। তুই তো এই পাগলের সাথে আকাম করে পালিয়ে বেচে গেছিস কিন্তু আমরা কোথায় পালাবো 😭 😭মোবাইল হা...
18/07/2025

খোদার দোহাই লাগে রাজ তুই ফিরে আয়। তুই তো এই পাগলের সাথে আকাম করে পালিয়ে বেচে গেছিস কিন্তু আমরা কোথায় পালাবো 😭 😭
মোবাইল হাতে নিলেই তোর নুপুরের ভয়ংকর চেহারা দেখতে হচ্ছে 🤮🤧

জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি আজ। দিনটি স্মরণে এক জিবি ডাটা ফ্রি পাচ্ছেন মোবাইল গ্রাহকরা। বাংলাদেশ টেল...
18/07/2025

জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি আজ। দিনটি স্মরণে এক জিবি ডাটা ফ্রি পাচ্ছেন মোবাইল গ্রাহকরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, ৫ দিন মেয়াদে।

শেয়ার করে সকলকে পেতে সাহায্য করুন

16/07/2025

ব্রাহ্মণবাড়িয়া থেকে ২ গাড়ি লোক নিয়ে গেলে আজকে এত কাহিনি দেখা লাগতো না🙂

16/07/2025

গরু**

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় বাংলাদেশ:

Share