Ashik Hossain Araf

Ashik Hossain Araf Hlw...?

I Am Ashik
"আমি একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। শহর ও গ্রামের বাস্তবতা, ভ্রমণ আর জীবনের মুহূর্তগুলোকে আমার ক্যামেরায় তুলে ধরি। এই যাত্রায় আপনিও সঙ্গী হোন।"

05/06/2025
27/05/2025

প্রিয় ঢাকাবাসী, আমরা আসছি আপনার বিভাগে। আগামী ২ মে থেকে ৪ মে, ২০২৫ পর্যন্ত থাকছি আপনাদের সাথে।
এবার সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ওয়ালটন এসির কার্যক্ষমতা নিয়ে লাইভ এক্সপেরিয়েন্স দেখার পাশাপাশি থাকছে আকর্ষণীয় অফার লাভের দারুণ সুযোগ! আপনারা রেডি তো?

এসির বিভিন্ন মডেল সম্পর্কে জানতে ভিজিট করুন: t.ly/Qfis

25/05/2025
23/05/2025
সফলতার পিছনে            কারো সাহায্যের দরকার নেই                  আল্লাহ্ রহমতই যথেষ্ট                 🌼আলহামদুলিল্লাহ🌼 ...
14/05/2025

সফলতার পিছনে
কারো সাহায্যের দরকার নেই
আল্লাহ্ রহমতই যথেষ্ট
🌼আলহামদুলিল্লাহ🌼

.AF #
Ashik Hossain Araf

11/05/2025

ভাগ্যে কী আছে তা আমি জানিনা
তবে এতটুকু জানি
আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন

09/05/2025

স্ট্রিট ফুডের ব্যবসা শুরু করে লাভবান হওয়ার জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করা দরকার। নিচে ধাপে ধাপে বর্ণনা দেওয়া হলো:

১. যেখানে মানুষের ভিড় বেশি হয় (স্কুল, কলেজ, অফিস এলাকা, বাজার, পার্ক ইত্যাদি), সেরকম জায়গায় আপনার ব্যবসার লোকেশন ঠিক করুন।

২. কাস্টমার টার্গেট করুন। তরুণ, কর্মজীবী বা পথচারী— কাদের জন্য খাবার বানাবেন তা ঠিক করুন।

৩. আশেপাশে কি ধরনের ফুড আইটেম বিক্রি হয় তা দেখে আপনি নতুন কিছু বা উন্নত মানের কিছু আনতে পারেন কিনা ভাবুন।

৪. এমন খাবার নির্বাচন করুন যা সহজে বানানো যায়, কম খরচে তৈরি হয় এবং লোকেরা পছন্দ করে (যেমন ফুচকা, চটপটি, রোল, চিকেন ফ্রাই, মোমো, নুডলস, ইত্যাদি)।

৫. একটি বা দুটি সিগনেচার আইটেম রাখুন, যাতে লোকেরা সেগুলোর জন্য বারবার আসে।

৬. স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ফুটপাতে ব্যবসা করার অনুমতি নিতে হতে পারে।

৭. স্বাস্থ্যসচেতনতা নিশ্চিত করতে খাদ্য নিরাপত্তা লাইসেন্স নেওয়া ভালো।

৮. ভ্যান/ঠেলা বা মোবাইল ফুড কার্ট তৈরি করুন।

৯. রান্নার উপকরণ, গ্যাস/চুলা, খাবার রাখার বক্স, প্লেট/প্যাকেট, স্যানিটারি গ্লাভস, ইত্যাদি কিনুন।

১০. খাবারে মান বজায় রাখুন— সতেজ উপকরণ ব্যবহার করুন।
হাইজিন ঠিক রাখলে ক্রেতাদের আস্থা বাড়ে এবং তারা পুনরায় আসে।

১১. প্রতিটি আইটেমে আপনার খরচ ও বিক্রয় মূল্য হিসাব করুন।
শুরুতে কম লাভ রেখে বিক্রি করলেও পরে মান ও জনপ্রিয়তা বাড়লে দাম বাড়াতে পারেন।

১২. মুখে মুখে প্রচার, সামাজিক মাধ্যমে ফেসবুক পেজ খুলে ছবি ও অফার দিন।
“আজ ১টা কিনলে ১টা ফ্রি” বা “ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়” টাইপের অফার দিন।

১৩. নিয়মিত আপডেট ও গ্রাহকের মতামত নিন। ক্রেতাদের মতামত শুনে খাবারের স্বাদ, সার্ভিস বা মেনুতে পরিবর্তন আনুন।
সময়মতো নতুন আইটেম যোগ করুন।

১৪. প্রতিদিনের বিক্রয়, খরচ ও লাভ আলাদা খাতায় লিখে রাখুন।
কোথায় খরচ বেশি হচ্ছে বুঝে খরচ কমানোর ব্যবস্থা করুন।

পরামর্শ:
ছোট করে শুরু করুন, কিন্তু ধীরে ধীরে মান আর সেবার মাধ্যমে বিশ্বাস গড়ে তুলুন। নিয়মিত ক্রেতা পেলে আয় নিশ্চিত।
_________________

09/05/2025

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik Hossain Araf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik Hossain Araf:

Share