Rotna Vision

Rotna Vision men born, men suffer, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।

একাকীত্ব কেবল নীরবতা নয়, এটি আত্মার এক প্রকার মন্ত্র। একাকীত্ব মানে দুঃখ নয়, বরং এক ধরনের আত্ম উদ্ভব। যেখানে ধীরে ধীরে...
16/10/2025

একাকীত্ব কেবল নীরবতা নয়, এটি আত্মার এক প্রকার মন্ত্র। একাকীত্ব মানে দুঃখ নয়, বরং এক ধরনের আত্ম উদ্ভব। যেখানে ধীরে ধীরে নিজের ভেতরের অন্ধকারকে আলোকিত করা, নিজের সত্যকে স্বীকৃতি দেওয়া, এবং নিজের কল্পনার সীমারেখা বিস্তৃত করা।

11/10/2025

মা,
তোমায় ছাড়া এই পৃথিবীটা যেন কিছুই পূর্ণ মনে হয় না। মানুষের ভিড়ে, তোমার মুখটা হঠাৎ চোখে ভেসে ওঠে। তখন মনে হয়, সবকিছু ফেলে যদি একবার শুধু তোমার পাশে বসতে পারতাম! তুমি যখন বলতে, খেয়েছিস? তখন হয়তো বিরক্ত লাগতো। প্রশ্নটার ভেতরে লুকিয়ে ছিল পুরো একটা পৃথিবীর মায়া। মনে আছে, ছোটবেলায় তুমি আমাকে কাঁধে তুলে স্কুলে নিয়ে যেতে। আমার হাতটা শক্ত করে ধরে রাখতা, যেন আমি হারিয়ে না যাই। রাত জেগে আমার পড়া দেখাতে, আবার সকালে নিজে ঘুম না নিয়েই কাজ করতে যেতে। যখন আমি অসুস্থ হতাম, তুমি নিজের ওষুধ বন্ধ করে আমার ওষুধ কিনতে। তোমার ঘাম, তোমার ত্যাগ এসব আমি তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি প্রতিটা ফোঁটা ছিল নিঃস্বার্থ ভালোবাসার দান। আজ আমি বড় হয়েছি, কিন্তু যতই দূরে যাই, তোমার কোলে শোওয়ার সেই অনুভূতিটা যেন এখনো বুকের ভেতর গরম রোদের মতো জ্বলজ্বল করে। তুমি যে আমার জীবনের প্রথম আশ্রয়, তা কোনোদিন বদলাবে না। আমি এখানে প্রতিদিন লড়াই করি, তোমার শেখানো ধৈর্য নিয়ে। তুমি হয়তো ভাবো, আমি আগের মতোই হাসিখুশি আছি, কিন্তু মা এই প্রতিদিন বেঁচে থাকা মানেই তোমার স্মৃতির সঙ্গে যুদ্ধ করা। মা তুমি জানো? আমি যখন ক্লান্ত হয়ে যাই, তখন তোমার মুখ মনে করি সেই মুখে কত দাগ, কিন্তু প্রতিটা দাগ যেন ভালোবাসার ইতিহাস। তুমি আমার জন্য যতটা কষ্ট সহ্য করেছো, পৃথিবীর কোনো ভাষায় তার নাম দেওয়া যায় না। আমি কেবল তোমার দেওয়া আশীর্বাদ নিয়েই বেঁচে আছি, তোমার শেখানো মানসিক শক্তিতেই টিকে আছি।

মা,
আমি প্রতিজ্ঞা করছি তোমার সব কষ্টের প্রতিদান আমি একদিন সফল হয়ে দেবো। আমি এমন একদিন তোমার সামনে দাঁড়াবো, যেন তুমি গর্ব করে বলতে পারো, এই আমার ছেলে রত্না, আমি তাকে মানুষ করতে পেরেছি। তুমি যেন তখন চোখে জল না রাখো, শুধু হাসো। তোমার সেই হাসিটাই আমার বিশ্বব্রহ্মাণ্ড। আমার জন্য দোয়া করো, আমি যেন শক্ত থাকতে পারি। তোমার সৃতি, তোমার ভালোবাসাতেই আমার বেঁচে থাকা।

— তোমার ছেলে,
রত্না।

10/10/2025

no matter where you are, whether it’s a quarter mile away or half way across the world. you'll always be with me.

09/10/2025

real men suffer in private because they know nobody cares.
Mastering Manhood

07/10/2025

আমাদের কোথায় যেতে হবে? আমরা যারা এই বর্জ্যভূমিতে ঘুরে বেড়াই তাদের ভালোর সন্ধানে?

06/10/2025

একাকীত্বের দর্শন একদিকে শান্তি এবং মুক্তির পথ দেখায়, অন্যদিকে আমাদের অভ্যন্তরীণ পৃথিবীকে গভীরভাবে উপলব্ধি করার চাবিকাঠি দেয়।
Rotna Vision

05/10/2025

একাকীত্ব কোনো দণ্ড নয়, এ এক সাধনা। যেখানে মানুষ নিজেকে অনন্তে চিনে নেয়। মানুষের ভিড়ে যে নিজেকে হারায় সে কখনো নিজেকে খুঁজে পায় না, কিন্তু যে নিঃসঙ্গতাকে আলিঙ্গন করে, সে মহাবিশ্বের নীরবতায় নিজের প্রতিধ্বনি শুনে।
Rotna Vision

03/10/2025

আরও একটু বিকশিত হও, কেবল তখনই একাকী উপলব্ধি করতে পারবে, বাহ্যিক কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, নিরব থাকার তাৎপর্য।
Rotna Vision

03/10/2025

পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।

27/09/2025

আয়োডিনের অভাব তদের, নির্বুদ্ধিতা যত। যুক্তি বুদ্ধি মানবতা, সব-কিছু হারাস! কেন এত অশিক্ষিত!

26/09/2025

how can you regain lost joy?
you have to give joy to others, and by giving joy to others, you will find that you yourself will eventually start to feel joy.

26/09/2025

the playground of childhood is gone, a world full of calculations has arrived! those days of childhood were the real growing up. where the mind was light, the laughter was unconditional.

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rotna Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share