06/09/2023
প্রতিযোগিতা,প্রতিযোগিতা, প্রতিযোগিতা
রাইটিং কমিউনিটি থেকে প্রতিযোগিতা।
সুখবর চলে আসল আমাদের টিম থেকে ।আপনাদের জন্য প্রথমে আমরা একটি কবিতার প্রতিযোগিতার আয়জন করছি ।আপনাদের সবার অংশগ্রহন চাচ্ছি ।সবাই লিখুন,বেশি বেশি লিখুন ।যত লিখবেন ততই আপনার লেখা ভালো থেকে ভালো পর্যায় উন্নীত হবে ।আর কবিতার পাশা-পাশি গল্প লিখে পাঠাতে পারেন তা প্রকাশ হবে পেজে ।
আর কিছু কথা - এই পেজ আপনাদের , আমাদের সবার ।এটা আমাদের কমিউনিটি ,তাই আমাদের এটাকে বড় করতে হবে ।তাই আপনাদের প্রতিযোগিতায় অংশগ্রহনে কিছু সর্ত দিচ্ছি পেজ প্রচারের সার্থে তা হলো:-
১. পোষ্টটা লাইক,কমেন্ট ও শেয়ার দিতে হবে ।
২. পেইজ ফলো করতে হবে ।
৩. সময় পেলে আমাদের গ্রুপে সময় দিবেন ।
৪. লেখার চর্চা বেশি করে করতে হবে ।
৫. বন্ধুদের ইনভাইট করতে হবে এবং ইনভাইট এর স্কিনশর্ট রাখবেন তা আমাদের কাছে শেয়ার করবেন ।
৬. গুগোল ফর্মটা ভালো ভাবে দেখে পূরন করতে হবে ।
ফর্ম লিংক 👇
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8HZu8To3y4Mk8ncMLEUG5rZkGe2ygCOYPJvoWKgwvsKZnnA/viewform?usp=sf_link
যাদের পূরন করতে অসুবিদে তারা ম্যাসজে জানাতে পারেন ।
লেখাগ্রহনের শেষ তারিখ 25/সেপ্টেম্বর/2023 পর্যন্ত । বিজয়ী ঘোষনা 1/অক্টোবর/2023 তারিখ ।
কিছু কথা :-[ দুই জন বিজয়ী হবেন। আর বিজয়ী কবিতা কমিউনীটির পরিচালকবৃন্দ সিদ্ধান্ত নিবেন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত চূরান্ত । ছন্দের ক্ষেত্রে বা আপনাদের কবিতার ভাষা সভ্য,শিক্ষনীয় গ্রহনযোগ্য ইত্যাদি পজিটিভ দিকে কামনা করছি । ]
অতএব সবার জন্য শুভকামনা। সবাই লেখা জমা দিন। লিখুন আর লিখুন - পুরস্কার জিতে নিন।
Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).