The writing community bd

The writing community bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The writing community bd, Media/News Company, Fulbaria.

14/09/2023

. আমি ভাবী তুমি কবিতার মত
রুপালী চাঁদের স্নিগ্ধ মিতালী
মেহেদির রঙ মাখা আলপনা
কত রোমান্স নয়নের অলিগলি।

লেখা শ্রদ্ধেয় কবি: Avro Wasim Washimul

কত সুন্দর ছন্দ সৃ‌ষ্টি ক‌রে‌ছেন ।প্রতি‌টি শব্দ কথা কয় । সম্পূর্ন ক‌বিতা‌টি আমা‌দের গ্রু‌পে পে‌য়ে যা‌বেন ।

আর আপনা‌দের জন‌্য আমরা নিয়ে এসেছি এক বি‌শেষ পুরস্কার জেতার সুযোগ। বিস্তারিত জানতে এই পোস্টটি দেখুন 👇
https://www.facebook.com/100064540096140/posts/693475352813795/?app=fbl

10/09/2023

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো,
কেউ জানবে না, কেউ বলবে না।

-রবীন্দ্রনাথ ঠাকুর

আপনার ছন্দগু‌লো ক‌বিতাগু‌লো পা‌ঠি‌য়ে দি‌তে পা‌রেন আমা‌দের কা‌ছে ।‌কিছু সহজ শর্ত পূরন ক‌রে পে‌তে পা‌রেন সুন্দর পু‌রস্কার 👇
https://www.facebook.com/100064540096140/posts/pfbid0ohxqhkwj4y12jfdrtcqt5rclhxaq7nb3evndusskwo37f5o4rfsrnhv5akrmmgzhl/?app=fbl

06/09/2023

প্রতি‌যো‌গিতা,প্রতি‌যো‌গিতা, প্রতিযোগিতা
রাইটিং কমিউনিটি থেকে প্রতিযোগিতা।

সুখবর চ‌লে আসল আমা‌দের টিম থে‌কে ।আপনা‌দের জন‌্য প্রথ‌মে আমরা এক‌টি ক‌বিতার প্রতি‌যো‌গিতার আয়জন ক‌র‌ছি ।আপনা‌দের সবার অংশগ্রহন চা‌চ্ছি ।সবাই লিখুন,বে‌শি বে‌শি লিখুন ।যত লিখ‌বেন ততই আপনার লেখা ভা‌লো থে‌কে ভা‌লো পর্যায় উন্ন‌‌ীত হ‌বে ।আর ক‌বিতার পাশা-প‌া‌শি গল্প লি‌খে পাঠা‌তে পা‌রেন তা প্রকাশ হ‌বে পে‌জে ।

আর কিছু কথা - এই পেজ আপনা‌দের , আমা‌দের সবার ।এটা আমা‌দের ক‌মিউনি‌টি ,তাই আমা‌দের এটা‌কে বড় কর‌তে হ‌বে ।তাই আপনা‌দের প্রতি‌যোগিতায় অংশগ্রহ‌নে কিছু সর্ত‌ দি‌চ্ছি পেজ প্রচারের সা‌র্থে তা হ‌লো:-
১. পোষ্টটা লাইক,ক‌মেন্ট ও শেয়ার দি‌তে হ‌বে ।
২. পেইজ ফ‌লো কর‌তে হ‌বে ।
৩. সময় পে‌লে আমা‌দের গ্রু‌পে সময় দি‌বেন ।
৪. লেখার চর্চা বে‌শি ক‌রে কর‌তে হ‌বে ।
৫. বন্ধু‌দের ইনভাইট কর‌তে হ‌বে এবং ইনভাইট এর স্কিনশর্ট রাখ‌বেন তা আমা‌দের কা‌ছে শেয়ার কর‌বেন ।
৬. গু‌গোল ফর্মটা ভা‌লো ভা‌বে দে‌খে পূরন কর‌তে হ‌বে ।

ফর্ম লিংক 👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8HZu8To3y4Mk8ncMLEUG5rZkGe2ygCOYPJvoWKgwvsKZnnA/viewform?usp=sf_link

যাদের পূরন কর‌তে অসুবি‌দে তারা ম‌্যাস‌জে জানা‌তে পা‌রেন ।

লেখাগ্রহ‌নের শেষ তা‌রিখ 25/সেপ্টেম্বর/2023 পর্যন্ত । বিজয়ী ঘোষনা 1/অক্টোবর/2023 তা‌রিখ ।

কিছু কথা :-[ দুই জন বিজয়ী হবেন। আর বিজয়ী কবিতা ক‌মিউনী‌টির প‌রিচালকবৃন্দ সিদ্ধান্ত নিবেন। প‌রিচালনা পর্ষ‌দের সিদ্ধান্ত চূরান্ত । ছন্দের ক্ষেত্রে বা আপনাদের কবিতার ভাষা সভ্য,শিক্ষনীয় গ্রহন‌যোগ‌্য ইত‌্যা‌দি প‌জিটিভ দি‌কে কামনা কর‌ছি । ]

অতএব সবার জন্য শুভকামনা। সবাই লেখা জমা দিন। লিখুন আর লিখুন - পুরস্কার জিতে নিন।

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

02/09/2023

🎙️ চমক আস‌ছে 🎙️🙂

প্রতিযোগিতা...........
প্রতিযোগিতা............


আমরা আমা‌দের ল‌ক্ষের দি‌কে আগা‌নোর জন‌্য প্রথম পদক্ষেপ নি‌তে যা‌চ্ছি । আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিযোগিতা। একটা ইচ্ছে লেখা (ছোট গল্প) এবং আপনার ছন্দ (কবিতা)। আপনাদের রেসপন্স কামনা করছি। আপনাদের রেসপন্স যতো ভালো পাবো বা বেশি পাব আমরাও তত দ্রুত শুরু করব। আমাদের প্রয়াস তাদের প্রতি, যারা সাহিত্যের প্রতি আকৃষ্ট নিজেদের একটা স্থান করে নিতে চান সাহিত্যে তাদের জন্য। তাছাড়া পুরস্কার পেতে তো সবারই ভালো লাগে। আর এটা শুধু পুরস্কারের ব্যাপার না আমাদের কমিউনিটিটা এগিয়ে যাক তার জন্য প্রয়াস। আর আপনাদের লেখনীকেও আরেকটু চাঙ্গা, আরেকটু মোহ ময় তার জন্য আরেকটু চর্চার জন্য। দু-একদিনের মধ্যে আমরা আপনাদের লেখা জমা দেওয়ার জন্য একটি ঠিকানা দেব তাই সবার লাইক ,কমেন্ট করে সাথে থাকুন, ভালো থাকুন🙏 ধন্যবাদ।

"ভা‌লোব‌াসা মন থে‌কে হয়                                     জোর ক‌রে নয় প্রিয়"আকা‌শের তারকা গু‌লো সাক্ষী 📩
27/08/2023

"ভা‌লোব‌াসা মন থে‌কে হয়
জোর ক‌রে নয় প্রিয়"

আকা‌শের তারকা গু‌লো সাক্ষী 📩

24/08/2023
23/08/2023

অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।

------হুমায়ূন আহমেদ

16/08/2023

আমরা ভা‌লো কিছুর প্রতাশা ক‌রি কিন্তু আমা‌দের সবার অংশগ্রহন প্রয়োজন !

হ‌্যা‌লো ডিয়ার বন্ধুরা আমরা এই পেইজটা ত‌ৈ‌রি ক‌রে‌ছিলাম হরর স্টো‌রি প্রে‌মীদের জন‌্য ।কিন্তু আমা‌রা চাই  একটা ক‌মিউনি‌...
15/08/2023

হ‌্যা‌লো ডিয়ার বন্ধুরা আমরা এই পেইজটা ত‌ৈ‌রি ক‌রে‌ছিলাম হরর স্টো‌রি প্রে‌মীদের জন‌্য ।কিন্তু আমা‌রা চাই একটা ক‌মিউনি‌টি তৈ‌রি কর‌তে যারা লেখা লে‌খি কর‌তে ভা‌লোবা‌সি, পুরস্কার জিত‌তে ভা‌লোবা‌সি তা‌দের নি‌য়ে ।অ‌নে‌কে গল্প, উপন‌্যাস,ক‌বিতা,প্রবন্ধ,ভি‌বিন্ন বিষয় নি‌য়ে প্রতি‌বেদন ইত‌্যা‌দি পর‌তে ও লিখ‌তে ভা‌লোবা‌সি । আমা‌দের পক্ষ‌থে‌কে পুরস্কারের ব‌্যাবস্থা কর‌তে চাই এই সকল লোকদের জন্য ।তাই আপনা‌দের সহয়তা কামনা কর‌ছি এবং আপনা‌দের কাছ থে‌কে উওর আশাকর‌ছি 👍

05/05/2023

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when The writing community bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share