Rumi's Dairy

Rumi's Dairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rumi's Dairy, Digital creator, Fulbaria.
(1)

🫶 শাশুড়ির ভালোবাসা আর নিজের স্পর্শে এক প্লেট সুখ! 🍛✨আজকের দুপুরটা ছিল একটু বেশিই স্পেশাল। শাশুড়ি আম্মা নিজে হাতে রান্ন...
22/06/2025

🫶 শাশুড়ির ভালোবাসা আর নিজের স্পর্শে এক প্লেট সুখ! 🍛✨
আজকের দুপুরটা ছিল একটু বেশিই স্পেশাল। শাশুড়ি আম্মা নিজে হাতে রান্না করে পাঠিয়েছেন ঝাল হাঁস ভুনা আর গরুর কলিজা ভুনা, আর আমি যোগ করলাম নিজের রান্না করা একেবারে হালকা সাদা ভাত।

ঘরের খাবারে যেমন মায়ের স্পর্শ থাকে, তেমনি শাশুড়ির রান্নাতেও থাকে এক অন্যরকম যত্ন।
👩‍🍳 এই মিলনে তৈরি হয়েছে এমন এক স্বাদ—যা শুধু পেট নয়, মনও ভরে দেয়।

❤️ এমন খাবার পেলে আপনার প্রথম রিয়্যাকশন কী হতো?
👇 কমেন্টে জানান, আর শেয়ার করুন আপনার ঘরের এমন ভালোবাসার গল্প!

#মায়েরহাতে_রান্না #শাশুড়িরভালোবাসা #বাংলারখাবার #ঘরেরস্বাদ #রান্নাবিষয়কপেজ

🎯 চুল পড়া বন্ধ মাত্র ৭ দিনেই! নতুন বেবি হেয়ার গজাবে ২১ দিনে!আপনার চুল কি অতিরিক্ত পড়ে যাচ্ছে? দুশ্চিন্তার দিন শেষ! 🌿 Nat...
20/04/2025

🎯 চুল পড়া বন্ধ মাত্র ৭ দিনেই! নতুন বেবি হেয়ার গজাবে ২১ দিনে!

আপনার চুল কি অতিরিক্ত পড়ে যাচ্ছে? দুশ্চিন্তার দিন শেষ! 🌿 Nature Glow’র Natural Hair Oil & Herbal Shampoo মাত্র ৭ দিনে চুল পড়া কমাবে এবং ২১ দিনে নতুন বেবি হেয়ার গজাবে –
এটা আমাদের গ্যারান্টি! ✅

💰 ১০০% মানি ব্যাক গ্যারান্টি – যদি ফল না পান, টাকা ফেরত!

🔥 হাজারো মানুষের পরিক্ষিত সমাধান!
এখনই অর্ডার করুন এবং চুলের সমস্যার স্থায়ী সমাধান পাবেন 🔥

#চুল_পড়া_বন্ধ #নতুন_চুল_গজাতে #চুল_পড়া_কমানোর_উপায় #হেয়ার_গ্রোথ_টিপস #টাক_ঢাকার_উপায় #প্রাকৃতিক_হেয়ার_কেয়ার #ঘরোয়া_হেয়ার_ট্রিটমেন্ট #হেয়ার_ফল_সালুশন #চুলের_গোঁড়া_মজবুত #চুল_লম্বা_ও_ঘন_করার_উপায়

26/09/2024
12/09/2024

এই গরমে কার কার আরাম লাগে জানাবেন

16/08/2024

With নীল ক্যাফের গল্প – I just got recognized as one of their top fans!

12/08/2024

এক চোখে অপেক্ষা, অন্য চোখে শুন্যতা, তবুও বিশ্বাস রাখি একদিন সব ঠিক হয়ে যাবে..!💘

22/06/2024

- ভালো মানুষ হয়ে দেখছি লাভ নাই, এখন থেকে আমি রাসেল ভাইপার হয়ে যাবো!🐉

21/06/2024

আসসালামুয়ালাইকুম।।
সবাই মিলে কেমন আছেন???

19/06/2024

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর এই যে আশা।।

যারা আছেন আমার পেইজ এতাদের অসংখ্য ধন্যবাদ।।
ও ঈদুল আযহার শুভেচ্ছা।।

20/04/2024

"অবশেষে আমি ডিভোর্স পেয়েছি..
1. এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে কিছু শেখায় নি।
2. এখন আমার জ্বর আসলে কেউ বলে না রোগ ধরা মেয়েকে বৌ করে ঘরে এনেছি৷
3. এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে এনেছি কিনা।
4. এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরের পুরুষ মানুষ দেখার জন্য দাঁড়িয়েছি৷
5. এখন আমার মায়ের ফোন আসলেই কেউ বলে না এতো বারবার মেয়ের খোঁজ নেওয়ার কি আছে?
6. এখন আমি না খেয়ে কারো জন্য অপেক্ষা করার পর কেউ বলে না এসব ঢং৷
7. এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি৷
8. এখন আমি আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রং টা আমার জন্য নিষিদ্ধ।
9. এখন আমি চুলটা খুলে আয়নার সামনে দাঁড়ালে আমাকে কেউ বলে না আমি বেহায়া৷
10. এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেললে আমাকে শুনতে হয় না আমি কোন কাজই পারি না।
11. এখন আমার মা আমাকে একটা জামা দিলে কেউই বলে না এতো দেওয়ার কি আছে?
12. এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছি জিজ্ঞেস করলে আমাকে মিথ্যা বলতে হয় না যে 'আমি ভালো আছি'।
13. এখন আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর হাতের মার খেতে হয় না।
14. এখন আমি আমার অধিকার চাইলে গালি শুনতে হয় না।
15. এখন আমি ক্লান্ত থাকলেও আমার উপর কারো শরীরের খিদা মিটানোর অধিকার নাই।
16. এখন আমি চাকরি করতে গেলে আমাকে কেউ বলে না তার পরিবারের কোন মেয়ে বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখায় না।
17. এখন কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেট গুলো শুধু মানুষকে বলার জন্য যে আমি শিক্ষিত।
18. এখন আমাকে শুনতে হয় না কারো ঘরের অশান্তির কারনটা আমি।
19. এখন আমাকে কোন বিয়ের অনুষ্ঠানে গিয়ে কেউ ঐখানের বৌ কে উদ্দেশ্য করে দেখায় না আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরি ভরি গয়না দেয় নি।
20. এখন আমার মা অসুস্থ হলেও আমাকে দুদিন যাবৎ কাউকে বুঝিয়ে কাকুতি মিনতি করে আমার মা কে দেখতে আসতে হয় না।
21. এখন আমায় শুনতে হয় না- 'ঐ মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম, তোমার সাথে আমি সুখী নই'।
22. এখন আমাকে রাতের পর রাত জেগে একটা ঘুমিয়ে থাকা মানুষের মুখের দিকে তাকিয়ে ভাবতে হয় না এই মানুষটাকেই কি ভালোবেসেছিলাম যে আজ আমাকে মেরেছে!
23. এখন আমি শ্বাস নেওয়ার সময় কারও অনুমতির প্রয়োজন হয় না।
তবে আমাকে এখন শুনতে হয় অন্যকিছু।
#এক. আমি ভালো না তাই আমি সংসার করতে পারিনি, দোষটা আমারই ৷
#দুই. আরো কিছুদিন নাকি আমার সহ্য করার দরকার ছিলো।
#তিন. আমার নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল।
#চার. আমি এখন দুশ্চরিত্রা একটা মেয়ে৷
#পাঁচ. অনেক সিঙ্গেল ছেলে আমাকে দেখে বলে 'ডিভোর্সী মাল, একটু পটালেই পাওয়া যাবে'৷
#ছয়. আমার আত্মীয়স্বজন আমার বাবা-মাকে বলে 'তোমাদের আহ্লাদে মেয়ে খারাপ হয়েছে'৷
#সাত. বন্ধুবান্ধব বলে, 'মা তোর সাথে মিশতে মানা করছে, তুই ডিভোর্সী'৷
হাহাহাহা হা হা হা হা৷ আমার প্রশ্নঃ.........
. কোথায় ছিলেন আপনারা যখন আমি রাত জেগে কাঁদতাম।
. কোথায় ছিলো আমাকে নিয়ে এতো সমালোচনা যখন আমার চোখের নিচে এতো কালি পড়েছিল যে আমার চোখ গুলোই দেখা যেতো না।
. কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে নোংরা ভাষায় গালাগালি করতো৷
. কোথায় ছিলো আপনাদের সম্মান যখন আমাকে, আমার বাবা-মা কে প্রতি মুহুর্তে অপমান করা হতো ৷
. কোথায় ছিলো আমার বন্ধু বান্ধব দের চিন্তা যখন আমার বিয়ের পিড়িতে আমার শ্বশুর শ্বাশুড়ি আমার বাবা-মা কে অপমান করছিল, আর তারা ঐ মুহুর্তে সেলফি তুলায় ছিল ব্যস্ত।
. কোথায় ছিলো সবার এই বিবেক যখন আমি শরীরের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম।
#সত্যি করে বলুন তো, কেউ কি ছিলেন? সংসার ছেড়েছি অন্যায় করেছি, আর যেগুলো আমার সাথে হচ্ছিলো সেগুলা কি ন্যায় হচ্ছিল? তখন তো কেউ এভাবে আমাকে নিয়ে একটু সচেতনতা দেখান নি.... এখন কেন আপনাদের গল্পের আসরের মূল বিষয়টা আমি? এই দুনিয়ার কোন মেয়েই চায় না তার সংসার ভাঙুক। সবাই সুখের আশাতেই আরেকটা মানুষের হাত ধরে। আমিও তো তাই চাইতাম৷ ভুল কয়েকটা মানুষের মাঝে পড়ে গেছিলাম।
আপনার মেয়ে অথবা বোনের সাথে যদি এমনটা হতো তাহলে ভেবে দেখেছেন আপনি কি করতেন! সে জায়গায় আমার এই অবস্থায় আমার বাবা-মা আমাকে আশ্রয় দেওয়াতে আপনারা তাকে খারাপ বলছেন?
কোনটা ভালো হতো বলুন তো? আমি আত্মহত্যা করলে? তখন হয়তো সবার টনক নড়তো ৷ বলতেন, 'আহারে মেয়েটা ভালো ছিলো। অনেক সহ্য করেছে, ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক'৷ ফেসবুকে আমাকে নিয়ে তোলপাড় পড়তো 'নিড জাস্টিস ফর অমুক/তমুক'৷ কিন্তু যারা জন্ম দিয়েছে তারা কি করতো? আমি অন্তত বেঁচে আছি এতেই তারা খুশী।
আপনারা কিছু হলেই কেন মেয়েটার দোষ বের করেন? সম্পূর্ণ ঘটনাটা জেনেই কি সমালোচনাটা করছেন? আমি বেঁচে আছি। ভালো না থাকি অন্তত খারাপ নেই। কাঁদছি না৷ আমি মনে করি এটা আমার ব্যর্থতা না যে আমি সংসার ছেড়ে এসেছি....এটা তার ব্যর্থতা যে এটা বুঝতে পারেনি যে একটা মেয়ে তার জন্য একটা পৃথিবী ছেড়ে শুধুমাত্র তার হাত ধরে সম্পূর্ণ জীবন পাড়ি দেওয়ার আশা করেছিল। সম্মান, ভালোবাসা, অধিকার ছিল আমার প্রাপ্য ৷ যেটা সে দিতে পারে নি। সে পেরেছে আমাকে ভিতর থেকে শেষ করে দিতে।
দয়া করে একটা মেয়ের সম্পর্কে আঙ্গুল তোলার আগে অন্তত সম্পূর্ণ ঘটনাটুকু জানুন। তারপর বিচার করুন!"

13/02/2024

এক নারীতে বা পুরুষে আসক্ত হওয়াটা একটা ভালো বৈশিষ্ট্য, এটা ভালো চরিত্রের মধ্যে পড়ে, কিন্তু বিশ্বাস করেন এই এক নারীকে বা পুরুষের আসক্ত ব্যক্তিগুলোই দিন শেষে কষ্ট পায়, কারণ বেশিরভাগই অপর পক্ষ থেকে তাদের প্রাপ্যটুকু পায় না..🖤🥀

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumi's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rumi's Dairy:

Share