25/07/2025
জীবনটা আসলে অদ্ভুত এক জিনিস। খুব ছোট ছোট কিছু জিনিসকে আমরা ‘প্রায়োরিটি’ দিয়ে ফেলি—মানে, খুব গুরুত্বপূর্ণ ভাবি। তারপর দেখা যায়, সেই জিনিসগুলোই আমাদের মনটাকে কেমন যেন ভারী করে রাখে।
আপনি যদি দিনের পর দিন মন খারাপ নিয়ে ঘুরে বেড়ান, তাহলে একবার খুঁজে দেখেন—হয়তো আপনি ভুল মানুষকে আপন করে নিয়েছেন। হয়তো যে কাজটা করছেন, সেটা আপনার জন্য নয়। ভুল শহরে, ভুল গন্তব্যে হাঁটছেন।
"যেটাকে আপনি জীবনের কেন্দ্র করে নিয়েছেন, হতে পারে সেটাই আপনাকে প্রতিদিন একটু একটু করে বিষণ্ণ করে দিচ্ছে।"
জীবনের শান্তি খুব জটিল কিছু না। শুধু ঠিক মানুষ, ঠিক জায়গা, ঠিক ভালোবাসা আর ঠিক স্বপ্নকে একটু ভালোবেসে গুরুত্ব দিলেই হয়।