Mohammad Masum

Mohammad Masum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Masum, Digital creator, Fulbaria.

নারী কিসে আটকায়?নারী আটকায় শ্রদ্ধা সম্মান,বিশ্বাস
যত্ন আর ভালোবাসায়।
আমার ফেইসবুক লিংক
https://www.facebook.com/mohammad.masum.76

আমার ইউটিউব লিংক
https://youtube.com/?si=QUKHRrp_jLUzNQ7x

মা,যেমনি হোক মায়ের পাঁয়ের নিচেই সন্তানের বেহেশত।
16/10/2025

মা,
যেমনি হোক
মায়ের পাঁয়ের নিচেই সন্তানের বেহেশত।

প্রেমিকা কে বউ বানাতে টাকা না, বুকে সাহস লাগে।নিজের স্ত্রীকে কে অসম্মান করলে তার মুখোমুখি দাঁড়াতে , স্ত্রীর সম্মানের জন...
16/10/2025

প্রেমিকা কে বউ বানাতে টাকা না, বুকে সাহস লাগে।

নিজের স্ত্রীকে কে অসম্মান করলে তার মুখোমুখি দাঁড়াতে , স্ত্রীর সম্মানের জন্য স্ট্যান্ড নিতে পরিস্থিতি না - যোগ্যতা লাগে।

বাঘের মত দেখতে হলেই যেমন বিড়াল বাঘ হয়ে যায় না - তেমনি সাথে পুরু*ষাঙ্গ থাকলেই সে পুরুষ হয় না।
পুরুষ হতে নারীকে সম্মান দিতে জানতে হয়।
নারীর আশ্রয় হতে জানতে হয়।
নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে জানতে হয়।
নারীর সামনে শক্ত ঢাল হয়ে দাঁড়াতে জানতে হয়।
নারীর রক্ষা কবচ হতে হয়।

টাকা থাকলে তাকে টাকাওয়ালা বলে কিন্তু পুরুষ বলে না। টাকা তো স্ত্রীকে প*তিতা বানিয়ে বিক্রি করেও ইনকাম করা যায়। তাতে কোনো যোগ্যতা লাগে না।

কিন্তু সেই স্ত্রীকে বুকের পাঁজরে যত্ন করে রাজরানী করে রাখতে যোগ্যতা লাগে, পুরুষত্ব লাগে। তবেই তাকে পুরুষ বলে।
পুরুষ কেউ ক্ষমতা, টাকা বা পুরুষাঙ্গের জোরে হয় না - পুরুষ হয় ব্যক্তিত্বের জোরে। রক্ষা কবচ হবার ক্ষমতায়।

মেয়েদের জীবন এতো টা সহজ নারে ভাই...😢তাদের প্রতিনিয়ত মানুষদের কথা সহ্য করতে হয়..🙂একটা মেয়ে কালো হয়ে জন্ম নিলে সবার সাথে ম...
16/10/2025

মেয়েদের জীবন এতো টা সহজ নারে ভাই...😢
তাদের প্রতিনিয়ত মানুষদের কথা সহ্য করতে হয়..🙂
একটা মেয়ে কালো হয়ে জন্ম নিলে সবার সাথে মিশতে পারে না,সবাই সবসময় তাকে অপমান করে,তাদেরকে বিয়ে দিতে গেলেও বাবা মাদের সমস্যা হয়, কালো রং কি মানুষ নিজে নিয়ে আসে যদি নিজে নিয়ে আসতে পারতো তাহলে তো ভলোই হতো আরও কতো কিছু যে তাদের শুনতে হয়...😅
একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুর বাড়ি গেলে কতো মানুষ কতো কথা বলে তা মাথা নতো করে কথা গুলো শুনতে হয়, সারাদিন কাজ করলেও বলে তুই সারাদিন বসে বসে কি করিস........ 🫠
আর তারা স্বাধীন ভাবে চলেতেও পারে নাহ।
বাহিরে গেলে তারা সেফটি নই ছেলেদের জন্য... 😇
ভাই কথা গুলো খারাপ হলেও এটাই সত্য...🙃
একটা মেয়ের পরিবারের কাছে তার পছন্দের কোনো মূল্য নেই......🙂
একটা মেয়ের কোনো দামি নেই বলতে গেলে....😔
আমাদের সমাজ টা কি আমরা বদলাতে পারি নাহ কেনো মেয়েরা সব কিছু থেকে বঞ্চিত তাকবে মেয়েরাও তো সব কিছু করতে পারে সবাই যদি পাশে তাকে 😊
আমরা সবাই মিলে একটা ভালো সমাজ গড়ে তুলতে পারি যেখানে নারী পুরুষ কোনো পার্থক্য থাকবে নাহ...😊🥰
#

16/10/2025

লাগা পাগলা ডান্স 😱🔥। বাংলাদেশ সেনাবাহিনী




বিয়ের দিন বউয়ের বাবাকে ডাকবো! তার হাতটা শক্ত করে ধরে বলবো;বাবা সারাজীবন অনেক কিছু দিয়ে মেয়েটাকে বড় করছেন। আজ আমাকে দিয়ে...
16/10/2025

বিয়ের দিন বউয়ের বাবাকে ডাকবো! তার হাতটা শক্ত করে ধরে বলবো;

বাবা সারাজীবন অনেক কিছু দিয়ে মেয়েটাকে বড় করছেন। আজ আমাকে দিয়ে দিবেন! কত ঋণী করে দিবেন আমায়। যদিও আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না! তবে কথা দিলাম আপনার মেয়ে আমার কাছে সব সময় রাজরানীর মতোই থাকবে,কখনো অবহেলা করবো না! কোনো কিছুর অভাব বুঝতে দিবো না

কিন্তু আপনাকে কথা দিতে হবে বিয়ের পর আপনার মেয়ের সাথে কোনো আসবারপত্র (জিনিসপাতি) যেন আমার বাড়িতে না যায়! দয়া করে আর কোনো ঋণী করবেন না..!

15/10/2025

সেনাবাহিনীর মধুর কন্ঠে আযান
শেয়ার করে দিন...!🥰



15/10/2025

সেনাবাহিনীর অস্থির পাগলা নাঁচ...! 🤭




শোনো মেয়ে আমি কখনো কোনদিন জানতে চাইবো না,তোমার অতীতে কে ছিল ?ওসবে আমার মাথা ব্যথা নেই। তোমারকুমারীত্ব পরীক্ষা করার জন্য...
15/10/2025

শোনো মেয়ে
আমি কখনো কোনদিন জানতে চাইবো না,
তোমার অতীতে কে ছিল ?
ওসবে আমার মাথা ব্যথা নেই। তোমার
কুমারীত্ব পরীক্ষা করার জন্য আমি বসে
নেই..।
তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে
কিনা,
সেটা শুঁকে দেখারও আগ্রহ নেই.. .
আমি শুধু বলবো–আমার বুকে তুমি শুয়ে
থাকো, আর কখনো কাঁদতে ইচ্ছে হলে
আমার শার্ট ভিজিয়েই কাঁদো...। শুনো–
আমাকে ভালো টালো না বাসলেও চলবে,
শুধু তুমি ভালো থেকো। তোমার
অভিমানের পালা শেষ হয়ে গেলে, কখনো
খুব ঘুম পেলে আমার পাশেই ঘুমিয়ে যেও,,,
বেশী কিছু চাই না, মাঝরাতে চোখটা
খুলেই যাতে তোমার মায়াবী মুখটা
দেখতে পাই..! বেশী কিছু না, এভাবেই শুধু
পাশের বালিশে একটু জায়গা দিও...
একজন তুমির অপেক্ষায় আছি.....!
বি:দ্র:যানি সবাই বলবেন যে এগুলা গল্পে
মানায় বাস্তবে না কিন্তু আমি বাস্তবেই
সবকিছু মেনে নিবো! যে মানুষ টা আমায় বিশ্বাস করে ভরসার হাত বাড়ায় দিবে
সারা জীবন বুকে আগলে রাখবো 🥰🥰😘
কেমন হলো জানাবেন

৭৮ হাজার ফলোয়ার পরিপূর্ণ হয়েছে ✅
15/10/2025

৭৮ হাজার ফলোয়ার পরিপূর্ণ হয়েছে ✅

নারী" তুমি বাবার বাড়ির বোঝা! শশুড়বাড়ির কাজের মেয়ে!"নারী" তুমি সবার জীবনে এক বিষাক্ত ছায়া! "নারী" তুমি ছলনাময়ী!"নারী" তোম...
15/10/2025

নারী" তুমি বাবার বাড়ির বোঝা! শশুড়বাড়ির কাজের মেয়ে!

"নারী" তুমি সবার জীবনে এক বিষাক্ত ছায়া! "নারী" তুমি ছলনাময়ী!

"নারী" তোমাকে দেহে হতে হবে রূপবতী কাজে হতে হবে গুণবতী! "নারী" তোমার কোনো স্বাধীনতা নেই!

"নারী" তোমাকে সবকিছুতেই সুন্দর ও পারাদর্শী হতে হবে! তা না হলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই!🙂

তুমি যত্ন করলে নারী থাকতে বাধ্য ❤️🌻
15/10/2025

তুমি যত্ন করলে নারী থাকতে বাধ্য ❤️🌻

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Masum:

Share