Mohammad Masum

Mohammad Masum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Masum, Digital creator, Fulbaria.

নারী কিসে আটকায়?নারী আটকায় শ্রদ্ধা সম্মান,বিশ্বাস
যত্ন আর ভালোবাসায়।
আমার ফেইসবুক লিংক
https://www.facebook.com/mohammad.masum.76

আমার ইউটিউব লিংক
https://youtube.com/?si=QUKHRrp_jLUzNQ7x

18/09/2025

75K follower unlocked ✅
লাইভে জয়েন করে
ভালোবাসা নিয়ে যাবেন।

হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বিজিবির সদস্য,,,।🥰🫡 কেমন ,,,??
18/09/2025

হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বিজিবির সদস্য,,,।🥰🫡
কেমন ,,,??

একটা সময় পর মেয়েরা খুব অসহায় বোধ করে…  নিজের বাড়িটাও তখন আর “নিজের” থাকে না,  বাবার বাড়ি তখন হয়ে যায় “মায়ের বাড়ি”…  আর শ...
18/09/2025

একটা সময় পর মেয়েরা খুব অসহায় বোধ করে…
নিজের বাড়িটাও তখন আর “নিজের” থাকে না,
বাবার বাড়ি তখন হয়ে যায় “মায়ের বাড়ি”…
আর শ্বশুরবাড়িটা? সে তো “অন্যের” বাড়ি —
যেখানে সব কিছু করেও,
নিজেকে কখনো পুরোপুরি নিজের বলে মনে হয় না।

মেয়ে তখন দুটো দেয়ালের মাঝে দাঁড়িয়ে থাকে,
একটায় স্মৃতি, আরেকটায় দায়িত্ব…
কান্না আসে, কিন্তু কাঁদার জায়গা থাকে না।
মনের কথা বলতে চায়, কিন্তু শোনার কেউ থাকে না।
তখন শুধু ভেতরে ভেতরে একটা প্রশ্ন পোড়ে—
"আমি আসলে কোথার?"

নারীর আসল ঘর হয়তো কখনোই হয় না কোন দিন হবে না ,
কারো হৃদয়…
যে হৃদয়ে সে ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা পায়।
সোনালী বারুরী........!

শোনো মেয়ে আমি কখনো কোনদিন জানতে চাইবো না,তোমার অতীতে কে ছিল ?ওসবে আমার মাথা ব্যথা নেই। তোমারকুমারীত্ব পরীক্ষা করার জন্য...
18/09/2025

শোনো মেয়ে
আমি কখনো কোনদিন জানতে চাইবো না,
তোমার অতীতে কে ছিল ?
ওসবে আমার মাথা ব্যথা নেই। তোমার
কুমারীত্ব পরীক্ষা করার জন্য আমি বসে
নেই..।
তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে
কিনা,
সেটা শুঁকে দেখারও আগ্রহ নেই.. .
আমি শুধু বলবো–আমার বুকে তুমি শুয়ে
থাকো, আর কখনো কাঁদতে ইচ্ছে হলে
আমার শার্ট ভিজিয়েই কাঁদো...। শুনো–
আমাকে ভালো টালো না বাসলেও চলবে,
শুধু তুমি ভালো থেকো। তোমার
অভিমানের পালা শেষ হয়ে গেলে, কখনো
খুব ঘুম পেলে আমার পাশেই ঘুমিয়ে যেও,,,
বেশী কিছু চাই না, মাঝরাতে চোখটা
খুলেই যাতে তোমার মায়াবী মুখটা
দেখতে পাই..! বেশী কিছু না, এভাবেই শুধু
পাশের বালিশে একটু জায়গা দিও...
একজন তুমির অপেক্ষায় আছি.....!
বি:দ্র:যানি সবাই বলবেন যে এগুলা গল্পে
মানায় বাস্তবে না কিন্তু আমি বাস্তবেই
সবকিছু মেনে নিবো! যে মানুষ টা আমায় বিশ্বাস করে ভরসার হাত বাড়ায় দিবে
সারা জীবন বুকে আগলে রাখবো 🥰🥰😘
কেমন হলো জানাবেন

মেয়েরা সত্যি অসহায় ,একটা মেয়ে যখন বাবার বাড়ীতে নিজের ইচ্ছা পোষণ করে ।তখন তাকে শুনতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে করিস জা...
18/09/2025

মেয়েরা সত্যি অসহায় ,একটা মেয়ে যখন বাবার বাড়ীতে নিজের ইচ্ছা পোষণ করে ।তখন তাকে শুনতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে করিস জামাইকে নিয়ে ।আর যখন বিয়ের পর মেয়েদের নেই কোন ইচ্ছার মূল্য। নেই কোন স্বাধীনতা, নেই কোন চাওয়া পাওয়া মূল্য। শুধু আছে দায়িত্ব আর কর্তব্য পালন। একটা মেয়ে যতই কিছু করুক না কেন । চাকরি করুক কিংবা ব্যবসা করুক । তবুও বাড়িতে ফিরে তার দায়িত্ব কর্তব্য তাকে পালন করে যেতে হয়। কিন্তু তার কি চাওয়া পাওয়া আছে ।সেটা কেউ একবারও জানতে চাওয়া নেই ।তার কি ইচ্ছে সেটা জানার জন্য কেউ থাকেনা। মেয়েদের নেই কোন নিজের বাড়ি বলতে। কারণ তোর বাড়িতে কিছু হলে বলে বাপের বাড়ি যাও। বাপের বাড়িতে কয়েকদিন থাকলে বলেন শ্বশুর বাড়িতে যাও। আর ছেলেমেয়েদের যখন বড় হয়ে যায়। তখন হয়ে যায় ওদের বাড়ি কিছু বললেই তুমি বেরিয়ে যাও। না হয় তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। এই জন্য প্রতিটি মেয়ের স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন। নিজের একটা বাড়ি থাকা খুব প্রয়োজন ।যেটা থেকে কখনো বলতে পারবে না কেউ ,তুমি এটা থেকে চলে যাও ।এটা আমার বাড়ি কখনো শুনতে হবে না একটা মেয়েকে। মেয়েরা সত্যি বড়ই অসহায় 💞

যেসব মেয়েরা সহজ সরল সেসব মেয়েদেরকে একটা কথাই বলতে চাই,    নিজেদেরকে সময় দিন। নিজের পরিচর্চা করুন। নিজের পড়ালেখার গুর...
18/09/2025

যেসব মেয়েরা সহজ সরল সেসব মেয়েদেরকে একটা কথাই বলতে চাই,
নিজেদেরকে সময় দিন। নিজের পরিচর্চা করুন। নিজের পড়ালেখার গুরুত্ব দিন। নিজের যোগ্যতা তৈরি করুন । যাতে কারো অবহেলা আপনাকে ছুঁতে না পারে। নিজেকে এতটাই ব্যস্ত করে তুলুন যাতে কিছু মানুষের কথা ভাবার সময় পর্যন্ত আপনার না হয়। এসব মানুষের থেকে দূরে থাকার যোগ্যতা আপনার হয়।।।
এই পৃথিবীতে একটা মেয়ে যোগ্যতা ছাড়া যে কতটা অসহায় তা বিপদে পড়লেই বোঝা যায়। দূরে যাওয়ার দরকার নেই,কাছের মানুষদের থেকেই পেয়ে যাবেন অসহায়ত্বতা কতটা !!! 🙃

পৃথিবীতে সবচাইতে অসহায় হচ্ছে একটা মেয়ে মানুষ,, আর যদি সে দেখতে অসুন্দর হয় তাহলে তো কথাই নেই,, সবার কাছে তার সৌন্দর্য ...
18/09/2025

পৃথিবীতে সবচাইতে অসহায় হচ্ছে একটা মেয়ে মানুষ,, আর যদি সে দেখতে অসুন্দর হয় তাহলে তো কথাই নেই,, সবার কাছে তার সৌন্দর্য নিয়ে কথা শুনতে হয় বিশেষ করে তার স্বামীর কাছে,, যখন তার স্বামী বলে তোমার চাইতে অন্য মেয়েরা অনেক সুন্দর,, তখন ওই মেয়েটার পরিস্থিতি কেমন হয় বলতে পারবেন, তার মনের অবস্থা কেমন হয়, তার নিজের প্রতি অনুভূতি কেমন হয়, কারো সামনে গিয়ে দাঁড়াতে তার কেমন লাগে,, ছেলেরা দেখে মেয়েদের বাহিক সৌন্দর্য ঠিক বলেছি কিনা,,,,,

👉আমরা কবে মানুষের মত মানুষ হবো??আজ একটা কথা শুনে খুব খারাপ লাগলো।।কোন মেয়ের ভাই না থাকলে পাত্র পক্ষ বিয়ে করাতে চায় না,, ...
18/09/2025

👉আমরা কবে মানুষের মত মানুষ হবো??
আজ একটা কথা শুনে খুব খারাপ লাগলো।।
কোন মেয়ের ভাই না থাকলে পাত্র পক্ষ বিয়ে করাতে চায় না,, মেয়ের সব দিক ঠিক থাকার পরেও,, শুধু ভাই না থাকার কারণে।। 😥
অনেক স্বামী, স্ত্রী আছে যাদের ছেলে নেই তারা খুব কষ্ট পায়, ছেলে নেই বলে।। তার মাঝে আরো কষ্ট যখন মেয়ে বড় হয় তখন অনেক পাত্র,বা পাত্রের পরিবার মানে পাত্রের মা, বাবা সেই মেয়ে কে বিয়ে করে ঘরে তুলতে রাজি না, মেয়ের ভাই নেই তাই।।😥😥
কোন দিন শুনি নাই, কোন ছেলের বোন নেই বলে তার বিয়ে হচ্ছে না বা কেউ পছন্দ করছে না।।
বাবা,মা 2জন এর একজন কেউ না থাকলে ও মেয়ের বিয়ে তে সমস্যা,,
কিন্তু কখনো এটা হয়নি, ছেলের বাবা,মা বোন নেই বলে বিয়ে পিছিয়ে গেছে।।
মেয়েরা সব জায়গায় অসহায়।।
👉কোন মেয়ের ভাই নাই এতে মেয়ের কি দোষ, বলতে পারবেন?

👉কোন মেয়ের বাবা নেই, বা মারা গেছে তাতে মেয়ের কি দোষ?

👉 কোন মেয়ের মা নেই বা মারা গেছে তাতে মেয়ের কি দোষ বলতে পারবেন?
অবশেষে কি আর বলবো আল্লাহ সবাইকে সঠিক বুজ দান করুক।। আমিন।।

'টাকা দিয়ে সুখ কেনা যায় না'—এই সান্ত্বনা বাক্যটি আসলে কাদের জন্য?এই কথাটি তাদের জন্য এক সুন্দর দর্শন, যাদের পকেট কখনো খা...
17/09/2025

'টাকা দিয়ে সুখ কেনা যায় না'—এই সান্ত্বনা বাক্যটি আসলে কাদের জন্য?

এই কথাটি তাদের জন্য এক সুন্দর দর্শন, যাদের পকেট কখনো খালি থাকেনি। যাদের কখনো সন্তানের ঔষধ কেনার জন্য অন্যের কাছে হাত পাততে হয়নি, কিংবা ঘরভাড়ার জন্য অপমানিত হতে হয়নি।

টাকা দিয়ে হয়তো আপনি নির্মল আনন্দ বা মানসিক শান্তি কিনতে পারবেন না, এটা সত্যি। কিন্তু টাকা ছাড়া যে কষ্টগুলো আপনার জীবনে আসবে, সেগুলো আপনার বেঁচে থাকার সব আনন্দ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

আপনিই বলুন, অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে না পেরে একজন বাবার অসহায় কান্না, কিংবা ঋণের দায়ে মাথা নিচু করে বাঁচার যন্ত্রণা—এই দুঃখগুলোর সাথে কি কোনো কেনা সুখের তুলনা চলে?

টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু টাকার অভাবে ভেঙে যাওয়া হাজারো সম্পর্ক আমাদের চারপাশে জীবন্ত উদাহরণ। টাকা দিয়ে সম্মান হয়তো কেনা যায় না, কিন্তু এটা আপনাকে আত্মমর্যাদা নিয়ে বাঁচার সুযোগ দেয়।

আসলে, টাকা দিয়ে সুখ কেনা যায় কি না, সেই বিতর্কটিই একটি বিলাসিতা। জীবনের আসল সত্য হলো, টাকা হয়তো স্বর্গের চাবিকাঠি নয়, কিন্তু এটা নরকের দরজাগুলো নিশ্চিতভাবে বন্ধ করে দেয়। যে নরকের নাম—অভাব, অসহায়ত্ব আর অপমান।

যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়.সে নারীই দিনশেষে মারা খায়🙂👎অল্প চাওয়া মেয়েগুলো আল্প পায় না🤣🤣🤣🤣
17/09/2025

যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়.
সে নারীই দিনশেষে মারা খায়🙂👎
অল্প চাওয়া মেয়েগুলো আল্প পায় না🤣🤣🤣🤣

অল্প চাওয়া পাওয়া নিয়ে থাকা মেয়েরা দিন শেষে কেনো জানি বেশি অবহেলা পায়।
17/09/2025

অল্প চাওয়া পাওয়া নিয়ে থাকা মেয়েরা দিন শেষে কেনো জানি বেশি অবহেলা পায়।

মেয়েরা কেন এত অসহায়,বাবার ঘরে চাল না থাকলেও রুটি খেয়ে মানুষ হলেও কোন কটু কথা আত্মসম্মানে লাগেনা,আমি কেন যেন এক মহাভারত হ...
17/09/2025

মেয়েরা কেন এত অসহায়,বাবার ঘরে চাল না থাকলেও রুটি খেয়ে মানুষ হলেও কোন কটু কথা আত্মসম্মানে লাগেনা,আমি কেন যেন এক মহাভারত হয়ে গেসি
সকালের সূর্য টা এখন দেখা হয়না,স্নিগ্ধ দুপুরের রোদ আর পোহাতে পারিনা,বিকেলের পুকুর পারের আডডাটা আর খুঁজে পাইনা,এ কেমন যান্ত্রিক জীবন।টিনের চালের বৃষ্টি পরার শব্দ টুকু আর চয়ন করিনা এ মোর চোখের বালি নাকি,রবীন্দ্রনাথের চোখের বালিতে যখন বিধবা তার ইংরেজি পারদর্শী কারনে যেন স্বামী হারিয়েছে সেটা তার
অপরাধে গন্য করছিলো কিছু মুর্খের দলেরা,ইংরেজি জানলে নাকি বিধবা হতে হয়? এ কেমন কুসংস্কার ঠিক তার রুপ, যৌবন যেন কাল হলো শিক্ষার কারনে,তাই এ সমাজ আমায় কত কি শিক্ষা দিলো,আমি ভাল বউ নই,ভাল মা নই
তাহলে কি ভাল শত্রুর তকমা পেলাম।মেয়েদের আপন বলে কিছু হয়না,আমার মা বলে আশে পাশে কলাো কুৎসিত মেয়েরা যে সুখী আমার পরীর মতন মেয়ের কপালে বুজি সুখ জুটেনি।এত সুখ দেখা গেলেও একটি মেয়ে তার স্বামীকে বাদ্য করতে পারেনা এ কেমন নারী আর ৫ টা নারীর মত আমারো সব আছে,এখানে বলি হয়কি মা
আমার কোন ত্রুটি নেই এটা আমার স্বামী পরিবারে শিক্ষা। আমি বলিবোনা আমি অসুখী কিন্তু নিজের সংসারে নিজের
কৃত্বিতের কিছু পারিনা এটা আমার অপারগতা নয় এটা আমার ক্ষমা করার মহত গুন।আমি আদিত্য দিবা কত সুখ বিসর্জন দিলাম,এটা আর কম বয়কি্
মেয়ে হয়ে জন্ম আমার ধন্য মাগো এমন ঘর পেয়ে
মনে হয় আজীবন এ দসার হবে না বিনাশ,আমার বিনাশ হবার আগে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Masum:

Share