Dhaka Dash

Dhaka Dash Dhaka Dash: Illuminating Bangladesh's Business, Marketing, and Entertainment Frontiers

👉🏻অপ্রত্যাশিত সিদ্ধান্তে হতভম্ব (Grameenphone Ltd)  গ্রামীণফোন গ্রাহকরা! আগামী ১০ জানুয়ারি থেকে ন্যূনতম রিচার্জের পরিমা...
08/01/2024

👉🏻অপ্রত্যাশিত সিদ্ধান্তে হতভম্ব (Grameenphone Ltd) গ্রামীণফোন গ্রাহকরা! আগামী ১০ জানুয়ারি থেকে ন্যূনতম রিচার্জের পরিমাণ বাড়িয়ে ৩০ টাকা করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন। মাইজিপি অ্যাপের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগে বিকাশ (bKash Limited) ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে রিচার্জের ক্ষেত্রে ন্যূনতম পরিমাণ ছিল ২০ টাকা। মাত্র ১০ টাকা বাড়ালেও এ সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

👉🏻এই সিদ্ধান্তের ফলে নেটওয়ার্ক শিল্পে কী প্রভাব পড়বে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রাহক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে কি? অন্য অপারেটররাও একই পথে হাঁটবে কি?

👉🏻সামনের দিনে এই সিদ্ধান্তের ফল কী হবে, তা অবশ্যই দেখার বিষয়। তবে মোবাইল অপারেটরদের ব্যবসায়িক সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের সুবিধা-অসুবিধা বিবেচনা করাও জরুরি।











💡একদিকে আছে ১২তম ফেল, এক অসম্ভব সাফল্যের গল্প। অন্যদিকে আছে বিসিএস, বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা। কিন...
08/01/2024

💡একদিকে আছে ১২তম ফেল, এক অসম্ভব সাফল্যের গল্প। অন্যদিকে আছে বিসিএস, বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা। কিন্তু, এই দুটো প্রেক্ষাপটের মধ্যে কি আছে মিল? উত্তর হলো, অনেক কিছুই!💡

👉🏻যেখানে মিল:

🔸পরীক্ষার চাপ: দুটো ক্ষেত্রেই দেখা যায় পরীক্ষার সাফল্যকে সফলতার একমাত্র চূড়া বলে মনে করা হয়। এই অতিমাত্রা গুরুত্ব দিলে ক্ষতি হতে পারে:

🔸সরু পথ: দক্ষতা আর প্রতিভা না দেখে শুধু একটা পরীক্ষায় পাস করার দিকে মনোযোগ দেওয়া হয়।
🔸মানসিক চাপ: এত চাপের কারণে উদ্বিগ্নতা, হতাশা, এমনকি বার্ন আউটও হতে পারে।
🔸অসমতা: ভালো শিক্ষা আর রিসোর্স পাওয়ার সুযোগ যাদের বেশি, তাদের পক্ষে এই পরীক্ষা আরও সহজ হয়।
🔸সংগ্রাম আর সাফল্য: ১২তম ফেলের নায়ক আর বিসিএস পরীক্ষার্থীরা দুজনেই সাফল্যের পথে অনেক বাঁধা পেরিয়ে আসেন। এই মনোযোগ আর চেষ্টা দুটো ক্ষেত্রেই অনুসরণীয়।

👉🏻বিসিএস পরীক্ষার সমালোচনা:

🔹সীমিত সুযোগ: সরকারি চাকরির লোভনীয়তা থাকলেও, বিসিএস পরীক্ষা গ্র্যাজুয়েটদের বৈচিত্র্যময় দক্ষতা আর আগ্রহের ক্ষেত্রগুলোকে উপেক্ষা করে। এতে অন্যান্য খাতে দক্ষতা কাজে লাগানোর সুযোগ কমে।
🔹রট লার্নিং আর মুখস্থ: নির্দিষ্ট বিষয় আর তথ্য মুখস্থ করার উপর জোর দেওয়ার ফলে সমালোচনা আছে যে এই পরীক্ষা সমালোচনামূলক চিন্তা আর সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখে না।
🔹অনিয়মের অভিযোগ: বিশেষ করে ভাইবা ভাইসে পক্ষপাতিত্ব আর দুর্নীতির অভিযোগ রয়েছে, যা পরীক্ষার মূল্যবোধকে নষ্ট করে।

👉🏻এবার আসি সমালোচনার দিকে:

▫️কিছু দৃশ্য হয়তো অতি বেশি নাটকীয় মনে হতে পারে, যা বাস্তবিকতার সাথে মিল খায় না।
▫️কিছু চরিত্র বা পরিস্থিতি হয়তো অতি সাধারণ বা "দেখা-হয়ে-গেছে" মনে হতে পারে।
▫️গল্পে জটিল সমস্যাগুলো হয়তো খুব সহজেই সমাধান করা হয়েছে, যা বাস্তবের সাথে মিলে না।

👉🏻কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

▪️সব বিসিএস পরীক্ষার্থীর গল্প এক নয়: ১২তম ফেলের গল্প নির্দিষ্ট এক ধরনের সংগ্রাম দেখায়, কিন্তু বিসিএস পরীক্ষার্থীদের অভিজ্ঞতা তাদের পটভূমি, রিসোর্স, আর পড়ার পদ্ধতির উপর নির্ভর করে।
▪️পরীক্ষা সংস্কারের চেষ্টা: জনপ্রশাসন কমিশন পরীক্ষার পদ্ধতির বৈচিত্র্য বাড়ানো আর দক্ষতা ভিত্তিক মূল্যায়ন করার মতো উদ্যোগ নিয়েছে।

💡ভক্তদের নিরাশ করে খাদে পড়ল মাহির ট্রাক — রাজশাহী-১ আসনে বড় ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি💡👉🏻রাজশাহী-১ (গো...
07/01/2024

💡ভক্তদের নিরাশ করে খাদে পড়ল মাহির ট্রাক — রাজশাহী-১ আসনে বড় ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি💡

👉🏻রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বড় ব্যবধানে হেরেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৯,০০৯টি।

👉🏻এই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২,৪১৯ ভোট।

👉🏻মাহির পরাজয়ের খবরে তার ভক্ত-অনুরাগীরা হতাশ হয়েছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ মাহির পরাজয়কে দুর্নীতির কারণে বলে দাবি করেছেন।

👉🏻মাহির পরাজয়ের কারণ সম্পর্কে তার নির্বাচনী প্রচারণার সময়ের কর্মীরা বলেন, “মাহির জনপ্রিয়তা ছিল অনেক। কিন্তু তার নির্বাচনী প্রচারণায় কিছু সমস্যা ছিল। তার কর্মীরা ভালোভাবে প্রচারণা করতে পারেনি। এছাড়াও, আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর প্রভাব ছিল অনেক বেশি।”

👉🏻মাহির পরাজয়ের খবরে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মাহির পরাজয়কে রাজশাহীর জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন।



🔸জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত বায়োপিক 'মুজিব: একটি জাতির রূপকার' মুক্তির এক সপ্তা...
20/10/2023

🔸জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত বায়োপিক 'মুজিব: একটি জাতির রূপকার' মুক্তির এক সপ্তাহের মাথায় প্রেক্ষাগৃহ সংখ্যা বেড়ে ১৬৪ হয়েছে। এ ছাড়াও, সারা দেশে মুক্তি পাওয়া ১৬৪টি সিনেমা হলেই দর্শকের রয়েছে উপচে পড়া ভিড়।

🔸জাজ মাল্টিমিডিয়া'র (Jazz Multimedia) ফেসবুক পোস্টে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির এক সপ্তাহ না যেতেই সিনেমাটির প্রেক্ষাগৃহ সংখ্যা দাঁড়ায় ১৬১। এ মুহূর্তে সারা দেশের ১৬৪টি প্রেক্ষাগৃহে চলছে মুজিব বায়োপিক।

🔸সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল বলেন, 'দর্শকের এই উৎসাহ দেখে আমি অভিভূত। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ইতিহাস।' ২ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমাটি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে।













🚨🚨টি-স্পোর্টস এবং জিটিভিকে ক্রিকেট বিশ্বকাপের সময় কনডমের বিজ্ঞাপন প্রচার বন্ধের আইনি নোটিশ।🚨🚨 👉🏻ঢাকা সুপ্রিম কোর্টের দশ...
19/10/2023

🚨🚨টি-স্পোর্টস এবং জিটিভিকে ক্রিকেট বিশ্বকাপের সময় কনডমের বিজ্ঞাপন প্রচার বন্ধের আইনি নোটিশ।🚨🚨

👉🏻ঢাকা সুপ্রিম কোর্টের দশ সদস্যের আইনি কমিটি টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক এবং জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজকে এ নোটিশ পাঠায়।
👉🏻নোটিশে বলা হয়, চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচের সময় কনডমের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।
👉🏻কমিটির মতে, ক্রিকেট বিশ্বকাপের মতো একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে কনডমের বিজ্ঞাপন প্রচার অসামাজিক এবং অশ্লীল। এটি দেশের সংস্কৃতি ও মূল্যবোধকে ক্ষুণ্ন করে।
👉🏻কমিটি আরও বলেছে, কনডমের বিজ্ঞাপন প্রচারে নারীদের যেভাবে উপস্থাপন করা হয়, তা মহিলাদের সম্মান ক্ষুণ্ন করে। এটি নারীদের শরীরকে পণ্য হিসেবে উপস্থাপন করে।
👉🏻কমিটি টি-স্পোর্টস এবং জিটিভিকে আগামী তিন দিনের মধ্যে কনডমের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে নির্দেশ দিয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

💡💡আগামীকাল শনিবার (২ সেপ্টেম্বর) দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা নগরস্থ...
01/09/2023

💡💡আগামীকাল শনিবার (২ সেপ্টেম্বর) দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা নগরস্থ পুরাতন আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত-ফার্মগেট প্রান্ত) উদ্বোধন করবেন।💡💡

👉🏻অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপক লোকসমাগম হবে। আগামীকালের জন্য ট্রাফিক নির্দেশনা 👇👇

👉🏻 পুরাতন বাণিজ্যমেলা মাঠ কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যানার ও স্টিকার ব্যতীত অন্যান্য সকল প্রকার যানবাহনকে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিম্নবর্ণিত রাস্তা ব্যতীত বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হলো–

🔶শ্যামলী, শিশুমেলা ক্রসিং এবং ৬০ ফিট হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত রাস্তা।
🔶লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত রাস্তা।
🔶সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশে নতুন রাস্তার মুখ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রবেশ রাস্তা মুখ, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত রাস্তা।
🔶আড়ং ক্রসিং, মানিক মিয়া অ্যাভিনিউ, বঙ্গবন্ধু চত্বর ও ইন্দিরা রোড হয়ে ফার্মগেট পর্যন্ত।
🔶রোকেয়া সরণির তালতলা, আগারগাঁও লাইট ক্রসিং, বিআইসিসি ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত রাস্তা।
🔶মিরপুর রোডের শ্যামলী হতে মানিক মিয়া পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) রাস্তা সীমিত পরিসরে ব্যবহার করা যাবে।

👉🏻জরুরি সেবা প্রদানকারী গাড়ি, রোগী বহনকারী গাড়ি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত গাড়ি নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে।👈🏻







💡জনতা ব্যাংকের খেলাপি ঋণে বিপর্যয়, তিন মাসে দ্বিগুণ-জনতা ব্যাংকে খেলাপির শীর্ষে 👈🏻🔺গত তিন মাসে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ব...
29/08/2023

💡জনতা ব্যাংকের খেলাপি ঋণে বিপর্যয়, তিন মাসে দ্বিগুণ-জনতা ব্যাংকে খেলাপির শীর্ষে 👈🏻

🔺গত তিন মাসে জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। গত মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৬ হাজার ৯৫০ কোটি টাকা। জুনে তা বেড়ে হয়েছে ২৮ হাজার ৬৬৫ কোটি টাকা।

🔻খেলাপি ঋণের বড় অংশ অনিয়মের মাধ্যমে দেওয়া। জনতা ব্যাংকের বিতরণ করা ঋণের মধ্যে ৪০ হাজার কোটি টাকায় বড় তিন প্রভাবশালী শিল্প গ্রুপের।

👉🏻খেলাপি ঋণের কারণে জনতা ব্যাংক এখন বড় ধরনের সংকটে।👈🏻

👉🏻Pickaboo.com  প্রি-সিরিজ এ রাউন্ডে ১.৫ মিলিয়ন ডলার raise করেছে 👏🏻💡🔸বাংলাদেশের ই-কমার্স খাতে নতুন মাইলফলক স্পর্শ করলো প...
29/08/2023

👉🏻Pickaboo.com প্রি-সিরিজ এ রাউন্ডে ১.৫ মিলিয়ন ডলার raise করেছে 👏🏻

💡🔸বাংলাদেশের ই-কমার্স খাতে নতুন মাইলফলক স্পর্শ করলো পিকাবু। IDLC Finance Limited (আইডিএল ভেঞ্চার ক্যাপিটাল) ফান্ডের নেতৃত্বে কোম্পানিটি ১.৫ মিলিয়ন ডলারের প্রি-সিরিজ উত্তোলন করেছে। ♻️

🔸💡২০১৬ সালে মোবাইল ফোন এবং গ্যাজেট ভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করা পিকাবু এখন বাংলাদেশের প্রথম অল-চ্যানেল মোবাইল এবং ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়কারী ই-কমার্স স্টার্টআপ।🌐

💡🔸পিকাবুর এই অগ্রগতি বাংলাদেশের ই-কমার্স খাতের জন্যও একটি বড় স্বীকৃতি। এটি প্রমাণ করে যে বাংলাদেশ থেকেও বিশ্বমানের ই-কমার্স স্টার্টআপ গড়ে উঠতে পারে।📣

👉🏻ঢাকা ড্যাশ থেকে পিকাবুর সিইও Morin Talukder এবং পিকাবু টীমকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন 🍾🥂🎉

💡MetLife Bangladesh  প্রথম ছয় মাসে ১,৫৩৭ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে 👉🏻মেটলাইফ বাংলাদেশ ২০২৩ সালের প্রথম ছয় ম...
24/08/2023

💡MetLife Bangladesh প্রথম ছয় মাসে ১,৫৩৭ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে

👉🏻মেটলাইফ বাংলাদেশ ২০২৩ সালের প্রথম ছয় মাসে মোট ১,৫৩৭ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। গ্রাহকদের বীমা সুবিধা বাবদ প্রাপ্য অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যুজনিত কারণে পরিশোধ করা অর্থ এতে অন্তর্ভুক্ত রয়েছে।

👉🏻কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, “গ্রাহকদের জন্য দ্রুত ও ঝামেলাহীন দাবি নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা প্রদানে একটি কার্যকর অবকাঠামো তৈরিতে নিয়মিত বিনিয়োগ করছে মেটলাইফ। দ্রুত বীমা দাবি নিষ্পত্তি গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বীমা খাতের ওপর গ্রাহকদের আস্থা দৃঢ় করে তোলে।”

👉🏻মেটলাইফ ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এবং বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ১০ লাখের বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত মেটলাইফ বাংলাদেশ অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান।

👉🏻মেটলাইফ বাংলাদেশ অনলাইন আবেদনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি সুবিধা প্রদান করে।
♻️মেটলাইফ বাংলাদেশ গ্রাহকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে, যেমন:
🔸বীমা দাবি নিষ্পত্তি
🔸চিকিৎসা সুবিধা
🔸মৃত্যুজনিত সুবিধা
🔸রিটায়ারমেন্ট সেবা
🔸শিক্ষা সহায়তা
🔸সঞ্চয় সুবিধা

💪🏻MetLife বাংলাদেশ তার গ্রাহকদের সেবায় নিয়োজিত ৬০০০ এরও বেশি কর্মী রয়েছে।মেটলাইফ বাংলাদেশ তার গ্রাহকদের জন্য সেরা সেবা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানির আশা, তার দ্রুত ও ঝামেলাহীন বীমা দাবি নিষ্পত্তি সুবিধা গ্রাহকদের আস্থা আরও বাড়াবে👈🏻

👉🏻স্যামসাং বাজারে নিয়ে এলো নতুন চমক - 📱গ্যালাক্সি এ২৪ ফোনে রয়েছে শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি।  👉🏻নতুন গ্য...
24/08/2023

👉🏻স্যামসাং বাজারে নিয়ে এলো নতুন চমক - 📱গ্যালাক্সি এ২৪ ফোনে রয়েছে শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি।

👉🏻নতুন গ্যালাক্সি এ২৪ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ মডেলের শক্তিশালী প্রসেসর, যা দ্রুত কাজ করতে সাহায্য করে। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এফএইচডি (ফুল হাইডেফিনেশন) পর্দা, যাতে সহজেই ভিডিও দেখা এবং গেম খেলা যায়। ফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা, যাতে প্রচুর পরিমাণে ফাইল সংরক্ষণ করা যায়। ফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার 🔋 ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী। ফোনটিতে রয়েছে 🤳তিনটি ক্যামেরা, যা দিয়ে ভালো মানের ছবি তোলা যায়। ফোনটিতে রয়েছে আঙুলের ছাপ শনাক্তকরণ, যা দিয়ে ফোনটিকে সহজেই আনলক করা যায়। গ্যালাক্সি এ২৪ ফোনের দাম ৩৭ হাজার ৯৯৯ টাকা।

👉🏻বাজেট ফ্রেন্ডলি এই ফোনটি গেমার, ইনফ্লুয়েন্সার দের জন্য এটি একটি পারফেক্ট ফোন।

📈 জেনে নিন বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সফলতা: জানুয়ারি - জুলাই ২০২৩ এর বিস্তারিত পর্যালোচনা 🚀👥 Facebook - ফেসবুক মুক্তমঞ্...
05/08/2023

📈 জেনে নিন বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সফলতা: জানুয়ারি - জুলাই ২০২৩ এর বিস্তারিত পর্যালোচনা 🚀

👥 Facebook - ফেসবুক মুক্তমঞ্চ: ৮৬.১৬% স্ক্রিনটাইম নিয়ে ফেসবুক বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মঞ্চে এখনো প্রধান স্থান ধারণ করছে।

🌟 LinkedIn - লিঙ্কডইনের (LinkedIn) ইউসার বৃদ্ধি : লিঙ্কডইন বিশেষ উন্নতির সাথে ১.২৭% স্ক্রিনটাইম পেয়েছে, পেশাদার এবং ব্যবসায়িকদের জন্য এটি একটি প্রফেশনাল প্লাটফর্ম।

🎥 YouTube - ইউটিউবের প্রভাব: ইউটিউব ৯.৫১% স্ক্রিনটাইম পেয়েছে যা ফেসবুকের থেকে অনেকটা কম। ইউটিউবের পরিচিতি এবং জনপ্রিয়তা অনুযায়ী এই পার্সেন্টেজ অনেকটা দুর্বল।

🐦 Twitter - টুইটারের উপস্থিতি: টুইটার ১.৩২% শেয়ার অর্জন করেছে, ট্রেন্ডিং আপডেট এবং আলোচনার জন্য টুইটার আগের থেকে জনপ্রিয়তা বেশি পাচ্ছে এখন বাংলাদেশে।

📸 Instagram - ইনস্টাগ্রামের প্রভাব: ইনস্টাগ্রাম এ ১.২৩% স্ক্রিনটাইম দৃশ্যমান যা আগের মতনই। পার্সেন্টেজে একই অবস্থানে আছে।

🌐 এই পরিসংখ্যানে টিকটকের (TikTok) ডাটা এখনো প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে ফেইসবুকের উপরেও থাকতে পারে টিকটকের অবস্থান।

👉 বাংলাদেশের প্রযুক্তিগত প্রগতিতে ডিজিটাল ব্যাংকিং‌ দৈনন্দিন জীবনের একটি চর্চিত জনপ্রিয় বিষয়।👉 ট্র্যাডিশনাল ব্যাংকিং স...
02/08/2023

👉 বাংলাদেশের প্রযুক্তিগত প্রগতিতে ডিজিটাল ব্যাংকিং‌ দৈনন্দিন জীবনের একটি চর্চিত জনপ্রিয় বিষয়।

👉 ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেম থেকে ডিজিটাল ব্যাংকিং সিস্টেমের পার্থক্য ও সহজলভ্যতা কতটুকু চলুন জেনে নেয়া যাক - 🔎

হুমায়রা জাহান হিমু
২জুলাই ২০২৩,৩:৫০

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Dash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Dash:

Share