সাহিত্য আমার আলো

সাহিত্য আমার আলো ক্ষুদ্রতার মাঝে বিশালতা,,,,

আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরলাম। 🗞️ : প্রতিদিনের সংবাদ 🗓️ : ২১.০৭.২৫📎 : htt...
21/07/2025

আলহামদুলিল্লাহ
জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরলাম।

🗞️ : প্রতিদিনের সংবাদ
🗓️ : ২১.০৭.২৫
📎 : https://epaper.protidinersangbad.com/?fbclid=IwY2xjawLqmjZleHRuA2FlbQIxMQABHs-r6NKSQhtUJz2GhJPmz__bAlGGleoR2GoeAmGc6LynLo2ACEnMjsGzgrfj_aem_Mzc4cvrbev-lhaULvcUDcA

BD Kabbo TM Al Jazeera English Alor Desari Md Mijanur Rahman Nizam somoynews.tv Jamuna Television a2i - Aspire to Innovate বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম SADQA সদকা Masud Mahatab

 #ধারাবাহিক_গল্প_১পর্ব📝বালিকা-গল্প(১ম পর্ব) ✍আলোর-দিশারীবালিকা যে দিন থেকে প্রেমে পরে সেইদিন থেকে একঝাক পাখি  পোষতে শুরু...
05/07/2025

#ধারাবাহিক_গল্প_১পর্ব
📝বালিকা-গল্প(১ম পর্ব)

✍আলোর-দিশারী

বালিকা যে দিন থেকে প্রেমে পরে সেইদিন থেকে একঝাক পাখি পোষতে শুরু করে।
খুব যত্ন সহকারে পাখিগুলোকে লালনপালন করতেলাগে।

এই দিকে তার প্রেমও এগিয়ে চলছে!
বালিকার মনের বাসনা তার প্রেম যতদিন থাকবে ততদিন সে পাখিগুলো যত্ন করে পুষবে।
যদি তাদের বিয়ে হয়ে যায় তাহলে পাখিগুলো মুক্তি দিবে,এই মনোভাব নিয়েই সে এগিয়ে চলে।

ওই দিকে তাদের ভালোবাসা মধুময় হয়ে উঠে খুবই গোপনীয় ভাবে।
পাখিগুলোও বেশ মোটাতাজা হয়ে উঠছে।

বালিকার তার ভালোবাসার মানুষটাকে অত্যন্ত কেয়ার করে,খোজ খবর কোন কিছুই কম নাই,
যতখন তারা এক সাথে থাকে ততখানিই নজরে নজরে রাখে।

বালিকা নতুন প্রেমে পরছে তাই তার ভালোবাসাটা খুবই আবেগময় ছেলেমানুষী একটু বেশি রাত নাই দিন নাই সময় নাই-গোময় নাই তার সাতে ছেলেটার দেখা করতেই হবে।
(এই মাত্র ছেলেটার কথা উল্লেখ করলাম)

নয়তো বালিকার রাগ দেখে কে!
কি করবে নিরুপায় বেচারা যেতেই হয় কারন সে যে কেমন নাছোরবান্দা তা তার মোটেও অজানা নয়।

এই দিকে একটা কথা বলে রাখা ভালো মেয়েটা যে পাখি পোষে তা কিন্তু ছেলেটা যানের না।
একদিন গভীর রাতে আকাশ ভরা জোছনা দেখে লোভ সামলাতে পারছিলো না বালিকা ছেলেটাকে ফোন করে বায়না করলো তাকে নিয়ে নদীর পারে যেতে হবে,,,,!
চলবে,,,,,,,?

ভালো লাগলে বলবেন প্লিজ তাহলে বাকি পর্ব দিবো,,,,
✍️আলোর-দিশারী(মোঃ মিজানুর রহমান)


BD Kabbo TM Al Jazeera English Alor Desari somoynews.tv Md Mijanur Rahman Nizam a2i - Aspire to Innovate Jamuna Television

18/06/2025

যতক্ষণ মন মতন কথা বলবেন ততক্ষণই আপনি সবার কাছে ভালো থাকবেন, মন মতন না হলেই আপনি ভালো না!!.....বিষাক্ত কাব্য
✍️আলোর-দিশারী(মিজান)

শিরোনামহীন তুমি✍️মোঃ মিজানুর রহমান (আলোর-দিশারী)শিরোনামহীন কবিতা তুমিদৃষ্টিগোচর যখন হও, কম্পন সৃষ্টি হয় হৃদয়! কাছে পাওয়া...
12/06/2025

শিরোনামহীন তুমি
✍️মোঃ মিজানুর রহমান (আলোর-দিশারী)

শিরোনামহীন কবিতা তুমি
দৃষ্টিগোচর যখন হও,
কম্পন সৃষ্টি হয় হৃদয়!
কাছে পাওয়ার আকাংকা বাড়ে দিগুণ
লোকলজ্জায় অপ্রকাশিত,
অন্ত ভাবনা অন্তরেই ঘুমায়।

তোমার মাঝে আমায় ভাবিয়ে তোলে কী?
মনটা জানার ব্যকুলতায় ছটফটায়,
কোন শিরোনামে দিলে,
তোমার যোগ্য হবে সে শিরোনাম।

অধিক ভাবনায় বার্ধক্য কড়া নড়ে,
তাইতো তোমারে,
শিরোনামহীন কবিতা ঢাকবার মনে ধরে।।

✍️মোঃ মিজানুর রহমান (আলোর দিশারী)

゚viralシfypシ゚viralシalシ BD Kabbo TM Alor Desari Al Jazeera English Md Mijanur Rahman Nizam

কবিতাঃশূন্যতার ফেরিওয়ালা কলমঃআলোর-দিশারী(মিজান)🇧🇩শূন্যতা বিক্রি করবেন কেউ? আমি শূন্যতার ফেরিওয়ালা!সবরকম শূন্যতা ক্রয় করি...
28/10/2024

কবিতাঃশূন্যতার ফেরিওয়ালা
কলমঃআলোর-দিশারী(মিজান)🇧🇩

শূন্যতা বিক্রি করবেন কেউ?
আমি শূন্যতার ফেরিওয়ালা!
সবরকম শূন্যতা ক্রয় করি।।

হৃদয় ভাঙ্গা শূন্যতা,
না-পাওয়ার বেদনা,
বুকফাটা আর্তনাদের শূন্যতা।।

আছে নাকি বিক্রি করতে পারেন,
হরেকরকম শূন্যতা ক্রয় করি।
স্মৃতি জড়িত হারানো শূন্যতাও
ক্রয়ে করি।।

আমি শূন্যতার ফেরিওয়ালা।।

সাহিত্য আমার আলো Md Mijanur Rahman Nizam সাহিত্য আমার আলো

📝বার্ধক্য( অসুস্থতা) ✍️আলোর-দিশারী(মিজান) সত্যের জয় হবে একদিন কিন্তু সেই দিন আসতে আসতেবার্ধক্য নেমে আসে। জোরপূর্বক ক্ষমত...
27/10/2024

📝বার্ধক্য( অসুস্থতা)
✍️আলোর-দিশারী(মিজান)

সত্যের জয় হবে একদিন
কিন্তু সেই দিন আসতে আসতে
বার্ধক্য নেমে আসে।

জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে মিথ্যা ততদিনে বহু শাখাপ্রশাখার
অধিকারী হয়,
নিজেকে শাধু রূপে ফুটিয়ে তুলে
ধুলিমাখা জনতার চোখে।।

তবুও সত্য উচ্চ শির নত হয় না,
হৃদয় জুড়ে বিশ্বাস নিয়ে বার্ধক্যের
শেষমুহুর্তও বিজয়ী
অপেক্ষায় প্রহর গুনে।

ক্ষমতাচ্যুত হয় মিথ্যা!
অপেক্ষার অবসান ঘটিয়ে
বিজয়ী হাসি হাসে সত্য।।

সাহিত্য আমার আলো সাহিত্য আমার আলো Md Mijanur Rahman Nizam

স্রষ্টার সৃষ্টির প্রতি যত্নবান হও,,স্রষ্টা নিরাস করবেন না।যেটা সৃষ্টিরা করে!!!....বিষাক্ত কাব্য
20/10/2024

স্রষ্টার সৃষ্টির প্রতি যত্নবান হও,,
স্রষ্টা নিরাস করবেন না।
যেটা সৃষ্টিরা করে!!!....বিষাক্ত কাব্য

হারিয়েছি কত গত হয়েছে, গননা নেই হিসেবে, দেহটা তাজা তাই এখন রয়েছে! তোমাদের মাঝে।।......বিষাক্ত কাব্য ✍️আলোর-দিশারী(মিজান)
17/10/2024

হারিয়েছি কত গত হয়েছে,
গননা নেই হিসেবে,
দেহটা তাজা
তাই এখন রয়েছে!
তোমাদের মাঝে।।......বিষাক্ত কাব্য
✍️আলোর-দিশারী(মিজান)

12/10/2024

অপরাধ বা অপরাধীর কোনো ধর্ম নাই, সে যেকোনো ধর্মের হতে পারে!
তাই ধর্ম দেখে অপরাধী বিচার করতে নেই, অপরাধী সে যেই হউক সে অপরাধীই।।
✍️আলোর-দিশারী(মিজান)

কবি কামিনী রায় এর আজ জন্মবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা রইলো প্রিয় কবির প্রতি 💞💐💞কবি কামিনী রায় এর একটি বিখ্যাত কবিতা...
12/10/2024

কবি কামিনী রায় এর আজ জন্মবার্ষিকী উপলক্ষে
বিনম্র শ্রদ্ধা রইলো প্রিয় কবির প্রতি
💞💐💞

কবি কামিনী রায় এর
একটি বিখ্যাত কবিতা পারছে লোকে কিছু বলে, যা ছোট্ট বেলায় স্কুলে পড়েছিলাম, আজ কবির জন্মদিন উপলক্ষে কবিতাটি নিম্নে পোস্ট করলাম।

পাছের লোকে কিছু বলে
কবি কামিনী রায়

করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে-
পাছে লোকে কিছু বলে।

আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।

হৃদয়ে বুদবুদ মত
উঠে চিন্তা শুভ্র কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।

কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুকায়ে রাখি;-
নিরমল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।

একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা-
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে।

মহৎ উদ্দেশ্য যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।

বিধাতা দেছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।


সাহিত্য আমার আলো বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম , জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।

আজ আমার আব্বুর ৮ম তম মৃত্যু(০৮/১০/২০১৬)বার্ষিক, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য।বলতে বলতে ৭ টা বছর চলে গেলো আব্বুকে দেখি...
08/10/2024

আজ আমার আব্বুর ৮ম তম মৃত্যু(০৮/১০/২০১৬)বার্ষিক, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য।

বলতে বলতে ৭ টা বছর চলে গেলো আব্বুকে দেখি না,
আব্বু না-থাকার কি নিদারুণ যন্ত্রণা তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি।

এখন আর রাত ৯টার পরে আব্বুর নাম্বার টা থেকে কোন কল আসে না
বলে না কেউ কিরে কৈ কখন বাসায় আবি,তারাতাড়ি বাসায় আয়,কত বিরক্ত হতাম আব্বুর উপর,
আজ আব্বু নেই ৮ বছর হতে চলছে কত রাত কতভাবে কাটছে কেউ খোঁজ নেওয়ারও নেই,
আব্বু তোমারে খুব খুব মনে পরে,,,
আব্বু আময় ক্ষমা করে দিও।

বাবা শব্দের মূল্য সেই বুঝবে যার বাবা নেই পৃথিবীতে।

✍️আলোর-দিশারী(মিজান)

সাহিত্য আমার আলো Md Mijanur Rahman Nizam

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় হলি ফ্যামিলি হাসপাতালে রুগীদের বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য হিসেবে  সেচ্ছ...
02/10/2024

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় হলি ফ্যামিলি হাসপাতালে রুগীদের বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য হিসেবে সেচ্ছায় সহায়তা প্রদান কালে কেমার বন্দি,,।

মানবতার মাঝে নিজেকে ফিরে পাই আপনার আপন রূপে।
মানুষের জন্য মানুষ,,,।।

Address

Fulbaria

Telephone

+8801680611052

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাহিত্য আমার আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাহিত্য আমার আলো:

Share

Category