05/07/2025
#ধারাবাহিক_গল্প_১পর্ব
📝বালিকা-গল্প(১ম পর্ব)
✍আলোর-দিশারী
বালিকা যে দিন থেকে প্রেমে পরে সেইদিন থেকে একঝাক পাখি পোষতে শুরু করে।
খুব যত্ন সহকারে পাখিগুলোকে লালনপালন করতেলাগে।
এই দিকে তার প্রেমও এগিয়ে চলছে!
বালিকার মনের বাসনা তার প্রেম যতদিন থাকবে ততদিন সে পাখিগুলো যত্ন করে পুষবে।
যদি তাদের বিয়ে হয়ে যায় তাহলে পাখিগুলো মুক্তি দিবে,এই মনোভাব নিয়েই সে এগিয়ে চলে।
ওই দিকে তাদের ভালোবাসা মধুময় হয়ে উঠে খুবই গোপনীয় ভাবে।
পাখিগুলোও বেশ মোটাতাজা হয়ে উঠছে।
বালিকার তার ভালোবাসার মানুষটাকে অত্যন্ত কেয়ার করে,খোজ খবর কোন কিছুই কম নাই,
যতখন তারা এক সাথে থাকে ততখানিই নজরে নজরে রাখে।
বালিকা নতুন প্রেমে পরছে তাই তার ভালোবাসাটা খুবই আবেগময় ছেলেমানুষী একটু বেশি রাত নাই দিন নাই সময় নাই-গোময় নাই তার সাতে ছেলেটার দেখা করতেই হবে।
(এই মাত্র ছেলেটার কথা উল্লেখ করলাম)
নয়তো বালিকার রাগ দেখে কে!
কি করবে নিরুপায় বেচারা যেতেই হয় কারন সে যে কেমন নাছোরবান্দা তা তার মোটেও অজানা নয়।
এই দিকে একটা কথা বলে রাখা ভালো মেয়েটা যে পাখি পোষে তা কিন্তু ছেলেটা যানের না।
একদিন গভীর রাতে আকাশ ভরা জোছনা দেখে লোভ সামলাতে পারছিলো না বালিকা ছেলেটাকে ফোন করে বায়না করলো তাকে নিয়ে নদীর পারে যেতে হবে,,,,!
চলবে,,,,,,,?
ভালো লাগলে বলবেন প্লিজ তাহলে বাকি পর্ব দিবো,,,,
✍️আলোর-দিশারী(মোঃ মিজানুর রহমান)
BD Kabbo TM Al Jazeera English Alor Desari somoynews.tv Md Mijanur Rahman Nizam a2i - Aspire to Innovate Jamuna Television