News420

News420 News

14/01/2024
14/11/2023

রাসূল (সাঃ) বলেছেন,
আমার উম্মাতের ৭০ হাজার লোক বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে।তারা হবে এমন লোক, যারা ঝাড়-ফুঁকের আশ্রয় নেয় না, শুভ-অশুভ মানে না এবং আল্লাহ'র উপরই ভরসা রাখে।

সহিহ বুখারী ৬৪৭২

25/09/2023

শুধু কল্পনা করুন হাশরের ময়দানে নবিজি (সাঃ) আপনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছেন!'❤️✨

20/09/2023

বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশ পর্যন্ত গিয়েছিল..
আর প্রিয় নবী (সা:) রকেট ছাড়াই
আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন।
সুবহানআল্লাহ! 😍

তানজিম সাকিব আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল,ওরা কতটা শক্তিশালী।"99% বাংলাদেশের মানুষ তানজিম সাকিবের সাথে একমত পোষণ ক...
19/09/2023

তানজিম সাকিব আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল,ওরা কতটা শক্তিশালী।

"99% বাংলাদেশের মানুষ তানজিম সাকিবের সাথে একমত পোষণ করছে,1% অসভ্য লোকের কথায় কিছু যায় আসে না, এটা আমরা 99% লোক ভাবছি কিন্তু 1% লোকের ক্ষমতা অনেক!

তারা মিডিয়ার শক্তি, তারা অশ্লীলতাকে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে,আর অশ্লীলতাকে আধুনিক বলে 99% লোকদের কে হেয় প্রতিপন্ন করছে,ওই 1% লোকের সাথে আছে স্মার্ট সরকারের কিছু লোক, তার প্রশাসন, নাটক, সিনেমার কর্মী, সংবাদ কর্মী আর বোনাস হিসেবে আছে সুশীল সমাজ!"

কোন এক বিখ্যাত লোক বলেছিল
"তুমি আমাকে মসজিদের ভিতরে থাকতে বলছ,আর আমার সন্তানকে দিয়ে আমার মাথায় মসজিদ ধ্বসায়া দেয়ার ব্যবস্থা করছ!"

এই কথার বাস্তব প্রমাণ এখন চলছে।

তারা চায় আপনি ধর্ম পালন করবেন ,তবে মসজিদে বসে করুন,সেখানেই থাকুন,আর এইদিকে আপনার সন্তানকে তারা যত কুশিক্ষা দিয়ে ধর্মের কথা ভুলিয়ে আপনার উপরে মসজিদ ভেঙ্গেফেলার ব্যবস্থা করবে। করছেও তাই।

আর এইদিকে আমরা আছি,কি হারাম,কি আরাম,কে মুর্তাদ,কে ভন্ড,কে আহলে হাদীস,আহলে কোরআন সহ নানা দলে।

সাংবাদিকতা করা হারাম,মিডিয়ায় কাজ করা হারাম ,মিডিয়া হারাম,উকিল ব্যারিস্টার হওয়া হারাম,সরকারি চাকরি হারাম.....শুধু হারাম আর হারাম....

অথচ এগুলাকে কাজে লাগানোর কোন উদ্দোগ কেউ নিলো না,যদি কেউ চেষ্টা করেছে তাকে সবাই মিলে ইহুদি,নাসারাদের দালাল উপাধি দিয়ে ,ষড়যন্ত্র করে তাকে শেষ করে দিয়েছি। যেমন জাকির নায়েক।

এই আপনাদের মনগড়া হারামের কারনে ইসলামের পক্ষে কোন মিডিয়া,সাংবাদিক ,মিডিয়া ব্যাক্তিত্ব বড় আইনজীবী সহ বড় কোন অর্থনীতিবিদ নাই ইসলামের পক্ষে,ধর্মের পক্ষে।

যারকারনে ১% ভন্ড নাস্তিক ,মুনাফেক,মুশরেক আজ ৯৯% মুসলিমকে হারিয়ে দিচ্ছে আনায়েসে।

19/09/2023

যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত।
__সুর লোকমান, আয়াত- ০৮

সৃষ্টিকর্তা চাইলে মরা গাছে ও ফুল ফোটানো সম্ভব...
18/09/2023

সৃষ্টিকর্তা চাইলে মরা গাছে ও ফুল ফোটানো সম্ভব...

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when News420 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share