
17/04/2024
আজ মুজিবনগর দিবস! এই ঐহাসিক মুজিবনগর দিবসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা শুরু হলে ২৬ মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী বাহিনীর হাতে গ্রেপ্তার হবার আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যা ইপিআর (বর্তমান বিজিবি) ওয়্যারলেস যোগে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাধ্যমে সারাদেশে প্রচার করা হয় এবং ১৭ এপ্রিল আওয়ামী লীগের সিনিয়র নেতারা স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের জন্য মেহেরপুরের বৈদ্যনাথতলায় সমবেত হন।
তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ছিল মূলত একটি আমের বাগান, পরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের পর এর নাম হয় মুজিবনগর।
সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয় এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়।
তাজউদ্দীন আহমদকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ করা হয়।
মুজিব নগরের অস্থায়ী সরকারের সফল নেতৃত্ব ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালিকে চুড়ান্ত বিজয় এনে দেয়।
আমরা ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-৪৯৪) এর পক্ষ থেকে মুজিবনগরের শুভেচ্ছা জানাই এবং মুক্তিযোদ্ধের চেতনায় উদ্দিপ্ত হয়ে দেশের পরিবহন শ্রমিকদের যথাযথ সম্মান ও তাদের অবদানের স্বীকৃতি প্রদানে আহবান জানাচ্ছি।
নাসির উদ্দিন হাওলাদার
সভাপতি
আব্দুর রহিম মুন্সি
সাধারণ সম্পাদক
আমরা ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-৪৯৪)
#পরিবহন_শ্রমিক #ট্রেড #ঢাকাজেলা #মনিকগঞ্জ #শ্রমিকইউনিয়ন #মিরপুর #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #ইউনিয়ন_শ্রমিক #ঢাকাজেলা_বি_৪৯৪ #ট্রেডইউনিয়ন #ঢাকাবাংলাদেশ #নারায়নগঞ্জ #টাংগাইল #গোপালগঞ্জ #গাজীপুর #দোহার #ট্রাক #মুন্সিগঞ্ #রাজবাড়ী #নরসিংদী #মাদারীপুর #ফরিদপুর #শরিয়তপুর #পরিবহন #মুজিব_নগর_দিবস ্রিল #মুজিব 😆