Dhaka Jela Sorok Poribohon Shramik Union

Dhaka Jela Sorok Poribohon Shramik Union All about Poribohon Shramik, every day we try to work for Poribohon Shramik of Bangladesh

Dhaka Jela Sorok Poribohon Shramik Union Res: B-494 is The largest trade union working all Dhaka District for the people who are working with a designation at any kind of Poribohon at Dhaka

আজ মুজিবনগর দিবস! এই ঐহাসিক মুজিবনগর দিবসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।১৯৭১ সালে...
17/04/2024

আজ মুজিবনগর দিবস! এই ঐহাসিক মুজিবনগর দিবসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা শুরু হলে ২৬ মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী বাহিনীর হাতে গ্রেপ্তার হবার আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যা ইপিআর (বর্তমান বিজিবি) ওয়্যারলেস যোগে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাধ্যমে সারাদেশে প্রচার করা হয় এবং ১৭ এপ্রিল আওয়ামী লীগের সিনিয়র নেতারা স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের জন্য মেহেরপুরের বৈদ্যনাথতলায় সমবেত হন।
তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ছিল মূলত একটি আমের বাগান, পরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের পর এর নাম হয় মুজিবনগর।
সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয় এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়।
তাজউদ্দীন আহমদকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ করা হয়।
মুজিব নগরের অস্থায়ী সরকারের সফল নেতৃত্ব ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালিকে চুড়ান্ত বিজয় এনে দেয়।
আমরা ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-৪৯৪) এর পক্ষ থেকে মুজিবনগরের শুভেচ্ছা জানাই এবং মুক্তিযোদ্ধের চেতনায় উদ্দিপ্ত হয়ে দেশের পরিবহন শ্রমিকদের যথাযথ সম্মান ও তাদের অবদানের স্বীকৃতি প্রদানে আহবান জানাচ্ছি।
নাসির উদ্দিন হাওলাদার
সভাপতি
আব্দুর রহিম মুন্সি
সাধারণ সম্পাদক
আমরা ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-৪৯৪)
#পরিবহন_শ্রমিক #ট্রেড #ঢাকাজেলা #মনিকগঞ্জ #শ্রমিকইউনিয়ন #মিরপুর #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #ইউনিয়ন_শ্রমিক #ঢাকাজেলা_বি_৪৯৪ #ট্রেডইউনিয়ন #ঢাকাবাংলাদেশ #নারায়নগঞ্জ #টাংগাইল #গোপালগঞ্জ #গাজীপুর #দোহার #ট্রাক #মুন্সিগঞ্ #রাজবাড়ী #নরসিংদী #মাদারীপুর #ফরিদপুর #শরিয়তপুর #পরিবহন #মুজিব_নগর_দিবস ্রিল #মুজিব 😆

10/04/2024

ঈদ মোবারক! ✨🌙

রমজানের বরকতময় মাস যখন প্রায় শেষ পর্যায়ে, আমরা তখন আমাদেরকে দেওয়া মহান আল্লাহ তায়ালার অবারিত রহমত ও বরকত লক্ষ করতে পারি। আমরা মহান আল্লার প্রতি বিনয়ী চিত্তে শুকরিয়া আদায় করছি যে, তিনি সুস্থতার সহিত আমাদের নিবেদিতপ্রাণ কর্মীরা যারা অক্লান্তভাবে আমাদের সম্প্রদায়ের সেবা করে আসছেন, প্রায়শই তারা সত্যিই প্রাপ্য স্বীকৃতি পায়না, আমরা তাদের জন্য এই “ঈদ উপহার সামগ্রী বিতরণ-২০২৪” অনুষ্ঠানটি ঢাকার সায়দাবদ বাসটার্মিনালে আয়োজন করতে চলেছি।

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-৪৯৪)যারা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন, তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার গুরুত্বে আমরা বিশ্বাস করি। এই ঈদ-উল-ফিতরে, আমরা আমাদের পরিশ্রমী পরিবহন শ্রমিকদের সম্মান করার জন্য নিবেদিত একটি বিশেষ অনুষ্ঠান (৯ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায়) ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি, যারা হয়তো অন্যদের কাছ থেকে তাদের প্রাপ্য সহানুভূতিটুকু পাননি। আমরা তাদের সর্বদা সম্মানজনক অবস্থানের চিন্তা করি এবং সেই লক্ষ্যে আমাদের প্রতিদিনের কার্যাদি পরিচালনা করে আসছি।

সমস্ত ড্রাইভার, কন্ডাক্টর এবং স্টাফদের জন্য যারা পরিবহণ পরিষেবাগুলির সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করছেন, এই অনুষ্ঠানটি আপনার জন্য। আপনি সেই অজ্ঞাত নায়ক যারা আমাদের রাস্তায় নেভিগেট করেন, আমাদের সম্প্রদায়গুলিকে সংযুক্ত করেন এবং নিশ্চিত করেন যে জীবন নির্বিঘ্নে প্রবাহিত হচ্ছে।

ঈদের চেতনায়, আমরা সকল কর্মী এবং তাদের পরিবারকে একটি আনন্দময় ঈদ উদযাপনের জন্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই। একসাথে, আসুন আমরা এই পবিত্র দিনের সমস্ত আনন্দগুলি ভাগাভাগি করি এবং সৌহার্দ্য ও সমবেদনার আনন্দে আনন্দিত হই।

আমরা স্বীকার করি যে আমাদের কর্মীরা শুধু কর্মচারী নন; তারা আমাদের বর্ধিত পরিবারের অবিচ্ছেদ্য সদস্য। এবং পরিবারের সদস্য হিসাবে, তাদের যাবতীয় মূল্যবান চাওয়া-পাওয়া ও প্রশংসিত কার্যক্রমে উৎসাহ প্রদান করা আমাদের কর্তব্য এবং তাদের বিশেষাধিকার।

তাই আসুন, সবাই আসুন, যখন আমরা ঈদ-উল-ফিতরের চেতনা উদযাপন করতে একত্রিত হই এবং যারা আমাদের সমাজের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই উপলক্ষ্যে সকলের জন্য আমাদের প্রাণের সংগঠণটি আনন্দ, একতা এবং নতুন আশা পূরনের স্থায়ী ঠিকানা হয়ে উঠুক।

আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-৪৯৪)ও বাংলাদেশ শ্রমিক অধিকা ফেডারেশন এর পক্ষ থেকে ঈদ মোবারক!
#পরিবহন_শ্রমিক #ঢাকাজেলা_বি_৪৯৪ #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #ঢাকাবাংলাদেশ #মিরপুর #মিরপুর_আঞ্চলিক_কমিটি #মনিকগঞ্জ #ট্রেড #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #শ্রমিকইউনিয়ন #ঢাকাজেলা #ট্রেডইউনিয়ন #ইউনিয়ন_শ্রমিক #ঈদুলফিতর ্দ ্দ_মেলা #পরিবার #একতা #শ্রমিক_কল্যাণ #শ্রমের_মর্যাদা #শ্রমনীতি #শ্রমিক #শ্রমিকের_ন্যায্য_অধিকার োবারক

SO IMPRESSIVE
10/04/2024

SO IMPRESSIVE

Eid Greetings from the leadership panel of Bangladesh Sramik Adhikar Federation (BSAF)!
On this joyous occasion of Eid-ul-Fitr, we extend heartfelt wishes to all workers across Bangladesh. May this auspicious festival bring happiness, prosperity, and unity to all.
As we celebrate, let us remember the values of hard work and dedication that define the spirit of the working class. Eid is not only a time for personal joy but also an opportunity to reaffirm our commitment to the well-being and rights of all workers.
Together, let us strive to achieve our goals of advocating for the rights and welfare of workers across Bangladesh. May the spirit of Eid inspire us to work diligently towards creating a society where every worker is valued and respected.
Inshallah, with unity and determination, we will continue our journey towards a brighter future where the happiness of all members of BSAF and workers everywhere is ensured.
Eid Mubarak!

সহানুভূতিশীল মানসিকতার মানুষ মোঃ সবুজ আহম্মেদ (রাসেল) সেক্রেটারী মিরপুর আঞ্চলিক শ্রমিক কমিটি, তিনি তার অক্লান্ত পরিশ্রম ...
09/04/2024

সহানুভূতিশীল মানসিকতার মানুষ মোঃ সবুজ আহম্মেদ (রাসেল) সেক্রেটারী মিরপুর আঞ্চলিক শ্রমিক কমিটি, তিনি তার অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা দিয়ে এই পরিবহন সেক্টরটিকে ঢেলে সাজাতে চান এই লক্ষ্যে প্রতিনিয়ত তিনি চরম উদ্যমতার সহিত নিজের সবটুকু ইচ্ছা ও শক্তি ব্যয় করে যাচ্ছেন। তার কর্মস্পীহা ও ত্যাগী মনভাব সত্যিই প্রসংশনীয় আমরা ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বি-৪৯৪ এর পক্ষ থেকে তাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আমরা বিশ্বাস করি জনাব সবুজ আহম্মেদ রাসেল ভাই পরিবহন শ্রমিকদের কল্যাণে কাজ করে একটি মাইলফলক স্থাপন করবেন ইনশাআল্লাহ দেশ ও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবহন সেক্টর অথচ অনেক পরিবহন শ্রমিক অক্লান্ত পরিশ্রমের পরেও তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারছেনা আমরা সেই সকল পরিবহন শ্রমিকদের সাহায্য-সহযোগিতায় আমাদের স্বার্থ ত্যাগ করে নিজেদের সবটুকু চেষ্ট ব্যয় করতে চাই! ঈদ মানে আনন্দ! এই আনন্দঘন মহুর্ত গুলি বন্টিত হোক সবার তরে #সবুজ_আহম্মেদ_রাসেল #মিরপুর #মিরপুর_আঞ্চলিক_কমিটি #মুক্তার_হোসেন #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #ঢাকাজেলা #ট্রেডইউনিয়ন #ঢাকাজেলা_বি_৪৯৪ #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #পরিবহন_শ্রমিক #ঢাকাবাংলাদেশ #ট্রেড #ইউনিয়ন_শ্রমিক #শ্রমিকইউনিয়ন #বাস #ভাইরাল_পিক #শ্রমিক_কল্যাণ 😁

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ-বি-৪৯৪, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে আশা ও সহানুভূতির আলোকবর্...
09/04/2024

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ-বি-৪৯৪, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে আশা ও সহানুভূতির আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে। পরিবহন শ্রমিকদের কল্যাণে দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে, ইউনিয়ন সম্প্রদায়ের প্রতি সংহতি ও সেবার প্রকৃত চেতনার উদাহরণ দিয়েছে। .

কয়েক দশক ধরে, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ-বি-৪৯৪, সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের জীবনকে উন্নীত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে- পরিবহন শ্রমিক যারা প্রায়শই পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম ও মাথার ঘাম পায়ে ফেলে জাতির চাকা ঘুরিয়ে প্রানবন্ত করে রাখছে। বিভিন্ন উদ্যোগ এবং কর্মসূচির মাধ্যমে, ইউনিয়ন এই শ্রমিকদের অর্থনৈতিক অসুবিধা থেকে পেশাগত বিপদ পর্যন্ত বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে সর্বদা নিজেদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। আজ ২০২৪ এর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হতদরিদ্র ও পরিবহন শ্রমিকদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করি। সবাইকে জানাই ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ-বি-৪৯৪ এর পক্ষ থেকে ঈদ মোবারক।

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ-বি-৪৯৪-এর সবচেয়ে প্রশংসনীয় দিকগুলির মধ্যে একটি হল অন্তর্ভুক্তি এবং ন্যায়পরায়ণতার প্রতি অটল উৎসর্গ । জাতি, ধর্ম বা পটভূমি নির্বিশেষে, ইউনিয়ন প্রয়োজনে সমস্ত পরিবহন শ্রমিকদের সহায়তার প্রসারিত করে, এটি নিশ্চিত করে যে তাদের একটি মর্যাদাপূর্ণ জীবিকা অর্জনের জন্য কেউ পিছিয়ে না থাকে।

অধিকন্তু, ইউনিয়নের সহানুভূতির নীতি নিছক অলঙ্কারশাস্ত্রের বাইরে বাস্তব কর্মে প্রসারিত। বছরের পর বছর, বিশেষ করে ঈদুল ফিতরের মতো শুভ অনুষ্ঠানে, ইউনিয়ন আনন্দ ছড়িয়ে দিতে এবং কম ভাগ্যবানদের বোঝা লাঘব করতে বরাবরের মতই অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। সবচেয়ে অভাবী কর্মীদেরকে ঈদ উপহার সামগ্রী তুলে দিতে পেরে আমাদের উপলব্ধি এই যে, তারা কেবল মুখে হাসিই আনে না বরং সম্প্রদায়ের মধ্যে একত্রিত এবং সংহতির বোধও জাগিয়ে তোলে।

এর নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ-বি-৪৯৪ একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে কাজ করে যাচ্ছে যে, কীভাবে সম্মিলিত পদক্ষেপ এবং একটি সহানুভূতিশীল মানসিকতা সমাজে ইতিবাচক পরিবর্তনকে অনুঘটক করতে পারে। পরিবহন শ্রমিকদের কল্যাণে তাদের প্রতিশ্রুতি শুধুমাত্র ব্যক্তিদের উন্নতিই করে না বরং বাংলাদেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে।

তারা তাদের সেবা এবং অ্যাডভোকেসির মহৎ যাত্রা অব্যাহত রেখে, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ-বি-৪৯৪, সকলের জন্য আরও ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতি তাদের সহানুভূতি এবং উৎর্গের অনুকরণে অন্যদের অনুপ্রাণিত করে যাক এই প্রত্যাশায় সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন
ধন্যবাদান্তে
হুমায়ুন কবির তালুকদার (চেয়ারম্যান)
মোঃ নাসির উদ্দিন হাওলাদার (সভাপতি)
আব্দুর রহিম মুন্সি (সাধারণ সম্পাদক)
#ঢাকাজেলা_বি_৪৯৪ #ইউনিয়ন_শ্রমিক #ঢাকাজেলা #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #পরিবহন_শ্রমিক #ট্রেডইউনিয়ন #শ্রমিকইউনিয়ন #ট্রাক #নারায়নগঞ্জ #গোপালগঞ্জ #গাজীপুর #দোহার #মনিকগঞ্জ #বাস #টাংগাইল #পরিবহন #নরসিংদী #রাজবাড়ী #মাদারীপুর #ফরিদপুর #শরিয়তপুর #ঢাকাবাংলাদেশ

"সম্মানিত ও নিবেদিতপ্রাণ পরিবহন শ্রমিক এবং বাংলাদেশের সম্মানিত নাগরিক !ঈদের এই আনন্দময় উপলক্ষ্যে আমরা ঢাকা জেলা সড়ক পরি...
07/04/2024

"সম্মানিত ও নিবেদিতপ্রাণ পরিবহন শ্রমিক এবং বাংলাদেশের সম্মানিত নাগরিক !

ঈদের এই আনন্দময় উপলক্ষ্যে আমরা ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক!

ঐক্য এবং ঐক্যের চেতনায়, আসুন আমরা এই উৎসবটি সহানুভূতি, সম্প্রীতি এবং আনন্দের সাথে উদযাপন করি। এই ঈদ বয়ে আনুক আমাদের দেশের প্রতিটি কোণায় সমৃদ্ধি, শান্তি ও সুখ।

যখন আমরা জীবনের পথ অতিক্রম করি, আসুন আমরা দয়া, সহানুভূতি এবং সংহতির মূল্যবোধগুলিকে স্মরণ করি, যা একটি সম্প্রদায় হিসাবে আমাদের একত্রে আবদ্ধ করে। আসুন আমরা আমাদের পরিবহন শ্রমিকদের অক্লান্ত প্রচেষ্টাকে সম্মান করি, যারা আমাদের শহরগুলির মসৃণ কার্যকারিতা নিশ্চিত করে, তাদের উৎসর্গ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের শহর-বন্দর সচল করে রাখে।

এই ঈদ বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত নির্মাণে ঐক্য ও সহযোগিতার গুরুত্বের স্মারক হিসেবে কাজ করুক। আসুন একসাথে, সকলের জন্য অগ্রগতি, অন্তর্ভুক্তি এবং সমৃদ্ধির জন্য প্রচেষ্টা করি।

সবাইকে ঈদ মোবারক! অনাবিল আনন্দ ও সুখ শান্তিতে ভরে যাক প্রতিটি পরিবহন শ্রমিক ও সাধারণ জনগনের জীবন।
ধন্যবাদান্তে
ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-৪৯৪)
#ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #নরসিংদী #ট্রেড #মাদারীপুর #মুন্সিগঞ্ #শরিয়তপুর #পরিবহন_শ্রমিক #ঢাকাজেলা #মানিকগঞ্জ #ঢাকাবাংলাদেশ #ইউনিয়ন_শ্রমিক #পরিবহন #ফরিদপুর #ঢাকাজেলা_বি_৪৯৪ #কিশোরগঞ্জ #ট্রেডইউনিয়ন #রাজবাড়ী #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #নরসিংদী #শ্রমিকইউনিয়ন #মুন্সিগঞ্জ #ঢাকা #ট্রাক #মনিকগঞ্জ #দোহার #গাজীপুর #গোপালগঞ্জ #নারায়নগঞ্জ #টাংগাইল

02/04/2024

Speech From the Chairman of Bangladesh Sorok Poribohon Sramik Association about International Independence day of Bangladesh 26 March and Mahe Ramadan Fasting is a Great opportunity to get forgiveness from almighty Allah. We have to united and do action for ultimate result all over the Dhaka Division inshallah #পরিবহন_শ্রমিক #রাজবাড়ী #নরসিংদী #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #মাদারীপুর #মানিকগঞ্জ #ঢাকাবাংলাদেশ #ঢাকাজেলা #ফরিদপুর #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #কিশোরগঞ্জ #ট্রেডইউনিয়ন #শরিয়তপুর #ট্রেড #ঢাকাজেলা_বি_৪৯৪ #শ্রমিকইউনিয়ন #ইউনিয়ন_শ্রমিক #মুন্সিগঞ্ #পরিবহন #ট্রাক #ঢাকা #মুন্সিগঞ্জ #বাস #নারায়নগঞ্জ #গোপালগঞ্জ #গাজীপুর #মনিকগঞ্জ #দোহার

01/04/2024

আইন উপদেষ্টা ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দের শৃঙ্খলা ও ঐক্যবদ্ধতার প্রতি মুগ্ধ হয়ে সকলের প্রতি সন্তোষজনক বিবৃতি প্রকাশ করেন। #শ্রমিকইউনিয়ন #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #পরিবহন_শ্রমিক #ট্রেডইউনিয়ন #শরিয়তপুর #ঢাকাজেলা #কিশোরগঞ্জ #নরসিংদী #ট্রেড #ঢাকাজেলা_বি_৪৯৪ #মাদারীপুর #ঢাকাবাংলাদেশ #মানিকগঞ্জ #ফরিদপুর #মুন্সিগঞ্জ #ঢাকা #রাজবাড়ী #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #ইউনিয়ন_শ্রমিক #পরিবহন #মুন্সিগঞ্ #মনিকগঞ্জ #দোহার #গাজীপুর #গোপালগঞ্জ #নারায়নগঞ্জ #বাস #টাংগাইল

01/04/2024

জনাব আব্দুর রহীম মুন্সি তিনি ঢাকা জেলাকে অদ্যাবধি একটি প্রানবন্ত ও সক্রিয় ক্রিয়াকান্ডে ব্যস্ত রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। #ঢাকাজেলা #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #ঢাকাজেলা_বি_৪৯৪ #রাজবাড়ী #পরিবহন_শ্রমিক #নরসিংদী #ঢাকাবাংলাদেশ #মাদারীপুর #ঢাকা #ট্রাক #ট্রেডইউনিয়ন #মানিকগঞ্জ #ট্রেড #শ্রমিকইউনিয়ন #মুন্সিগঞ্জ #কিশোরগঞ্জ #ফরিদপুর #শরিয়তপুর #পরিবহন #মুন্সিগঞ্ #ইউনিয়ন_শ্রমিক #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #মনিকগঞ্জ #দোহার #গাজীপুর #গোপালগঞ্জ #নারায়নগঞ্জ #বাস 😆

01/04/2024

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ঢাকা জেরা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ বি-494 এর ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা জেলা সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরেন বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত অতিথিগন #ফরিদপুর #নরসিংদী #রাজবাড়ী #কিশোরগঞ্জ #ঢাকাবাংলাদেশ #ঢাকাজেলা #গোপালগঞ্জ #পরিবহন #মাদারীপুর #ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #দোহার #পরিবহন_শ্রমিক #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #গাজীপুর #ইউনিয়ন_শ্রমিক #শরিয়তপুর #মুন্সিগঞ্ #মনিকগঞ্জ #ঢাকাজেলা_বি_৪৯৪ #ঢাকা #ট্রাক #নারায়নগঞ্জ #ট্রেডইউনিয়ন #বাস #মানিকগঞ্জ #ট্রেড #মুন্সিগঞ্জ #শ্রমিকইউনিয়ন #টাংগাইল 😅

আজ, আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করছি, আসুন আমাদের মহান জাতিকে সংজ্ঞায়িত করে এমন ঐক্য, স্থিতিস্থাপকতা এবং অগ্র...
26/03/2024

আজ, আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করছি, আসুন আমাদের মহান জাতিকে সংজ্ঞায়িত করে এমন ঐক্য, স্থিতিস্থাপকতা এবং অগ্রগতির মূল্যবোধকে সম্মান করার জন্য শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করি।

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-৪৯৪), আমরা পরিবহণ শ্রমিকদের জন্য আশার আলো এবং সমর্থন হিসাবে দাঁড়িয়ে আছি যারা অক্লান্তভাবে আমাদের দেশের সেবা করে। ১৯৫৬ সাল থেকে, আমরা তাদের মঙ্গলের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছি, তাদের চাহিদা পূরণ করতে এবং তাদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার চেষ্টা-প্রচেষ্টায় সামগ্রিকভাবে আমরা আত্মত্যাগীর ভূমিকায় আমাদের প্রতিদিনের কর্মকান্ড পরিচালনা করছি।

আমরা যখন এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য, আমাদের পূর্বপুরুষদের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না। তাদের সাহস ও দৃঢ়তা আমাদের আগামী প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করে।

এই শুভ উপলক্ষ্যে, আসুন আমরা ঐক্য এবং অন্তর্ভুক্তির প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি, চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং সবার জন্য সমৃদ্ধি অর্জনে হাতে হাত মিলিয়ে কাজ করি। একসাথে, আসুন একটি উজ্জ্বল, আরও সমৃদ্ধ ভবিষ্যতের পথ প্রশস্ত করি, যেখানে প্রতিটি নাগরিকের উন্নতির সুযোগ রয়েছে।

সকলকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
#ঢাকা_জেলা_সড়ক_পরিবহন_শ্রমিক_ইউনিয়ন_বি_৪৯৪ #ঢাকাজেলা #পরিবহন #পরিবহন_শ্রমিক #ট্র্র্র্র্রেড_ইউনিয়ন #ইউনিয়ন_শ্রমিক #ঢাকাজেলা_বি_৪৯৪ #দোহার #রাজবাড়ী #নরসিংদী #কিশোরগঞ্জ #ঢাকাবাংলাদেশ #মুন্সিগঞ্ #মনিকগঞ্জ #গোপালগঞ্জ #ফরিদপুর #মাদারীপুর #শরিয়তপুর #গাজীপুর #টাঙ্গাইল #নারায়ণগঞ্জ #টাংগাইল

প্রিয় সদস্য ও সাধারণ জনগণ,আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, জনাব মোঃ আদিল মিয়ার ঢাকা জেল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি ন...
11/03/2024

প্রিয় সদস্য ও সাধারণ জনগণ,

আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, জনাব মোঃ আদিল মিয়ার ঢাকা জেল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি নং বি-৪৯৪ এর সহ-সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে মোঃ আদিল মিয়া ইউনিয়নের মধ্যে তার ভূমিকা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার মেয়াদের সময় তার অবদানের প্রশংসা করি এবং তার ভবিষ্যতের প্রচেষ্টায় তাকে সেরা কামনা করি। মহান আল্লাহ যেন তাকে সর্বাবস্থায় ভালো এবং সুস্থা রাখেন আমীন।

ফলস্বরূপ, জনাব আদিল মিয়া আমাদের সংস্থার মধ্যে আর কোনো কর্তৃত্ব রাখেন না। আমরা সকল সদস্য এবং সাধারণ জনগণকে এই পরিবর্তনটি নোট করার জন্য এবং ইউনিয়নের পক্ষ থেকে তার সাথে কোনও লেনদেন বা চুক্তিতে জড়িত হওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

প্রতারণা বা প্রতারণা এড়ানোর জন্য, আমরা সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য এবং ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-৪৯৪, এর সাথে সংশ্লিষ্ট দাবিদার ব্যক্তিদের কর্তৃত্ব যাচাই করার জন্য অনুরোধ করছি।

উপরন্তু, আমরা নতুন সদস্যদের পরিচয় করিয়ে দিতে চাই যারা আমাদের ইউনিয়নের মধ্যে তাদের ভূমিকায় যোগদান বা পুনরায় শুরু করবেন। ভবিষ্যতের যেকোনো যোগাযোগ বা লেনদেনের জন্য দয়া করে তাদের সাথে নিজেদের পরিচিত করুন: (সভাপতি : মোঃ নাসির উদ্দিন হাওলাদার: 01833-199290, কার্যকরী সভাপতি : আলমগীর হোসেন : 01706-419990, মোঃ আব্দুর রহিম মুন্সি(সাধারণ সম্পাদক 01745-797883) লিংকন মিয়া: সহ সাধারণ সম্পাদক 01989-362575, আব্দুর রহমান: 01817-570343, পারভেজ মিয়া : 01790-765539, টুটুল মাহমুদ সাংগঠনিক সম্পাদক : 01303-055944,সুমন শেখ সহ সাংগঠনিক : 01921-572960, আইয়ূব শেখ: 01630-707909, সহিদুল ইসলাম: 01954-255616, আব্দুল হাকিম: প্রচার সম্পাদক: 01912-643313, মো: আমির হোসেন: 01912-808296, বাবুল ভূইয়া: 01723-638649, রতন চন্দ্র মাঝি, 01611-728906
আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আমাদের অবশিষ্ট নির্বাহীদের নেতৃত্বে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে।

এই বিষয়ে আপনার মনোযোগ এবং সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ. আপনার কোন প্রশ্ন বা উদ্বেগ থাকলে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না ।
ধন্যবাদান্তে
মোঃ আব্দুর রহিম মুন্সি
সাধারণ সম্পাদক
01745-797883
#পরিবহন #সেক্টর #ঢাকা #ঢাকাজেলা #শ্রমিকইউনিয়ন #ঢাকাবাংলাদেশ #ট্রেড #ট্রেডইউনিয়ন #বাস #ট্রাক #নারায়নগঞ্জ #মুন্সিগঞ্জ #মানিকগঞ্জ #কিশোরগঞ্জ #গোপালগঞ্জ #রাজবাড়ী #ফরিদপুর #নরসিংদী #টাংগাইল #মাদারীপুর #শরিয়তপুর #গাজীপুর #দোহার

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ বি-৪৯৪ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকল...
19/02/2024

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ বি-৪৯৪ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী। যাদের আত্মত্যাগ ও বিশেষ অবদানের ফলে আমরা পেয়েছি প্রিয় মাতৃভাষা আমরা তাদের ভুলবো না।ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ বি-৪৯৪ মাতৃভাষার সম্মান সমুন্নত রাখতে সদায় সচেষ্ট । দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আত্মজাগরণী ধ্বনিতে নাগরিকদের সচেতন করে আসছেন। আমরা পরিবহন শ্রমিকদের ঘামঝড়া অবদানকে গর্বের সহিত স্বীকৃতি দিতে চাই! তাদের আত্মত্যাগ ও দেশগড়ার কাজে প্রতিনিয়ত ব্যায় হচ্ছে। সারা শহর, বন্দর, মাঠ-ঘাট রোদের তাপে পুড়ে যায় কিন্তু শ্রমিকের ঘামে সবই সচল হয়ে যায়। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, দেশ গড়ার কাজে নিজেদের পূর্ণ চেষ্টা ব্যায় করো একটি সম্মিলিত প্রচেষ্টার কেন্দ্রের মাধ্যমে তথা ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ বি-৪৯৪ এর মাধ্যমে! সর্বত্রই ফুটবে সোনার ছেলেরা , দেশের অগ্রগতির চাকা সচল রাখতে তারা নিজেদের উৎসর্গ করবে ! ইনশাআল্লাহ! 🇧🇩

06/01/2024
31/12/2023

ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ বি-494 এর পক্ষ থেকে সকল পরিবহন শ্রমিক ও আপামর জন সাধারনকে জানাই নতুন বর্ষ বরণের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজ একটি নতুন বছর ঠিক সূচনা লগ্নে দাড়িয়ে পরিবহন শ্রমিকদের কথা বলতে চাই। পরিবহন শ্রমিকরাই সারা দেশকে সচলাবস্থায় অটুট রাখতে সদায় অগ্রণী ভূমিকা রেখে আসছে তবে কেন আমরা তাদের শ্রমসাদ্ধ কঠোর পরিশ্রমের অবদান গুলি স্বীকৃতি দিতে চাইনা। আর কোন পরিবহন শ্রমিক যেন অবহেলায় লাঞ্চিত বঞ্চিত না হয় আজকের 2024 সালের সূচনা লগ্নে আমরা শপথ গ্রহন করি। যে আমরা আমরো অবশ্যই শ্রমিকদের পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠা করতে সদায় সচেষ্ট হবো ইনশাআল্লাহ সকলকে আবারো নববর্ষের লাল গোলাপ শুভেচ্ছা। #শ্রমিক #পরিবহন #শুভ নববর্ষ #2024 😆

17/12/2023

আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিনটি প্রত্যেকটি নাগরিকদের জন্য সত্যিই আনন্দের এবং শোকেরও বটে, আমরা 30 লক্ষ্ মা-বোন ও ভাইদের প্রাণ বিসর্জন দিয়ে অর্জন করেছি এই আনন্দময় দিনটি, আমরা এই দিনের শিক্ষায় উজ্জিবিত হয়ে সকল পরিবহন শ্রমিকদের একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়ে কাধে কাধ রেখে সকলে মিলে একটি শোষন বিহীন সমাজ গড়ে তুলতে চাই। আমরা সঠিক ভাবে পরিবহন শ্রমিকের সকল দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে চাই! তাই আমরা এমন আলোড়ন সৃষ্টিকারী লালে সমারোহ ও অতি সুসংহত পথ যাত্রা ও বিজয় সমাবেশের আয়োজন করেছি। আপনারা নিশ্চয় এই ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হবেন এবং আমাদের কার্যক্রম গুলি উপভোগ করবেন ইনশাআল্লাহ! আপনারা জানেন সেই 1956 সাল থেকে অদ্যবধি বিভিন্ন চড়াই উৎড়াই পাড়ি দিয়ে আজ আমরা এতদূর এগিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি বিজয়ের দিনে সত্যিকার বিজয় অর্জন করতে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ। #শ্রমিক #পরিবহন ́r 🇧🇩 😆😆😁😄

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Jela Sorok Poribohon Shramik Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Jela Sorok Poribohon Shramik Union:

Share