27/03/2025
এই পল অ্যাট্রেইডিস জন্ম নিয়েছেন এক প্রাচীন সম্ভ্রান্ত বংশে। প্রাণ-বিন্দুর মতো সুকঠিন আর জটিল বিষয়ের প্রশিক্ষণ নিয়েছেন তার বেনে জেসেরিট মা, লেডি জেসিকার কাছে। আর এর মাধ্যমেই অর্জন করেছেন দেহ ও মনের ওপর অকল্পনীয় নিয়ন্ত্রণ ক্ষমতা। তারচেয়েও বড়ো বিষয় হলো, মুয়াদ্দিব একজন মেনট্যাট। যার বুদ্ধিমত্তা ধর্মীয় ভাবে নিষিদ্ধ প্রাচীন কালে ব্যবহৃত কম্পিউটারকেও ছাড়িযে গিয়েছে।
সর্বোপরি মুয়াদ্দিব হচ্ছে কুইসাজ হ্যাডেরাক--বেনে জেসেরিটদের বহুল কাঙ্ক্ষিত কিংবদন্তি। বেনে জেসেরিট--এই ভগ্নিসঙ্ঘের হাজার হাজার প্রজন্মের বংশধারা পরীক্ষণের চূড়ান্ত সাফল্য হিসেবে যার আবির্ভাব ঘটেছে।
এই কুইসায হ্যডেরাক বিস্ময়কর এক অস্তিত্ব, যিনি ‘সদা সর্বত্র বিরাজমান’ এক ধর্মগুরু। বেনে জেসেরিটরা বিশ্বাস করে এই ধর্মগুরুর মাধ্যমেই তারা মানব জাতির ইতিহাসের গতিপথ নির্ধারণ করবে। এই ব্যক্তিই পরবর্তীতে পরিণত হয়েছেন সম্রাট মুয়াদ্দিবে, যিনি প্যাডিশাহ সম্রাটকে পরাস্ত করে সুবিধাজনক শর্তে বিয়ে করেছিলেন প্যাডিশাহ সম্রাটের কন্যা, রাজকুমারি ইরুল্যানকে।
এই মুহূর্তের অন্তর্নিহিত স্ববিরোধীতার বিষয়টাা একবার ভাবুন। নিশ্চয়ই আপনি অন্যান্য ইতিহাসও পাঠ করেছেন এবং দৃশ্যমান সত্যটার ব্যাপারে সম্যক ওয়াকিবহাল। নিশ্চিত ভাবেই জানেন, মুয়াদ্দিবের দুর্ধর্ষ ফ্রেমেন বাহিনীই পরাজিত করেছিল প্যাডিশাহ সম্রাট চতুর্থ শাদ্দামকে। এই ফ্রেমেনদের কাছেই যুগপৎ ধরাশায়ী হয়েছে সারদাওকার বাহিনী, অভিজাত পরিবারগুলোর সম্মিলিত বাহিনী এবং হারকোনেনদের শক্তিশালী বাহিনী। ল্যান্ডশ্রাড থেকে আসা ভাড়াটে সৈন্যদেরও একই হাল করেছে ফ্রেমেনরা। স্পেসিং গিল্ডকেও মুয়দ্দিব বাধ্য করেছে তার সামনে নতজানু হতে। অন্যদিকে যে ধর্মীয় সাম্রাজ্যকে বেনে জেসেরিটরা তাদের নিজেদের সম্পত্তি মনে করত, সেই রাজত্বের কর্ণধার হিসেবেও নিজের বোন আলিয়াকে প্রতিষ্ঠিত করেছে মুয়াদ্দিব।
আরও অনেক কিছুই করেছে সে।
মুয়াদ্দিবের কিজারাত পুরেহিতরা আন্তঃগ্রহ জুড়ে ছড়িয়ে দিয়েছিল জি-হা-দকে। এই জি-হা-দ--ধর্মযুদ্ধের উন্মাদনা স্থায়ী হয়েছিল মাত্র বারো বছর। তবে এই যুদ্ধ তখন মানব সভ্যতার এ্কটা বিচ্ছিন্ন অংশ ছাড়া পুরো মহাবিশ্বকে একটা একক নিয়মের অধীনে নিয়ে এসেছিল।
ডুন মেসায়াহ
মূল: ফ্র্যাংক হারবার্ট
অনুবাদ: খালেদ নকীব