Sowad’s Way of Life

Sowad’s Way of Life হে আল্লাহ তুমি সব কিছুর মালিক। ভালোর জন্য তুমি,খারাপের জন্য তুমি,নসিবে কি আছে,একমাত্র তুমিই জানো💙❤️

সেকশন-১১, ব্লক-বি,  রোড-১২, লাইন-১২ এআজ ২৮ মে দুপুর ২:৩০ এ এই বিল্ডিং এ ডাকাতরা নির্মম ভাবে হামলা চালায়! যে বাড়িতে তারা ...
29/05/2025

সেকশন-১১, ব্লক-বি, রোড-১২, লাইন-১২ এ
আজ ২৮ মে দুপুর ২:৩০ এ এই বিল্ডিং এ ডাকাতরা নির্মম ভাবে হামলা চালায়! যে বাড়িতে তারা হামলা চালায় সে বাড়ির লোক তাদের আটকানোর চেষ্টা করলে ডাকাত রা স্বামী-স্ত্রি দুইজন কে জবাই করে তাদের ৩ বাচ্চার সামনে!
চিল্লাচিল্লির শব্দ শুনে পাশের বাসার লোক পুলিশ ফোন দেয় ডাকাত রা ৩ বাচ্চার গলায় ছুরি ধরে তাদের জিম্মি করে পালানোর চেষ্টা করছে!
পুলিশ, সেনাবাহিনি, র‍্যাব ও ডিবি পুলিশ তাদেরকে ধরার সর্বোচ্চ চেষ্টায় আছে! বাচ্চাদের নিরাপদ রাখতে তারা কোনো পদক্ষেপ নিতে পারতেসে না!

এই মানুষরুপী পশুদের এমন কঠোর শাস্তির আওতায় আনা হোক! যাতে ভবিষ্যৎ এ কোনো বাচ্চার সামনে তাদের মা বাবা কে জবাই না করা হোক!

চরম মূল্য দিতে হবে!!১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন...
26/05/2025

চরম মূল্য দিতে হবে!!

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।

২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৩. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও মারাত্মক।

৪. সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল।

৫. পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়।

অন্যদিকে, বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়।

৬. "End" মানে সবকিছু শেষ নয়, "End" শব্দের অর্থ হচ্ছে "Efforts never die" অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ।

৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোনো কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না।

১০. "NO" শব্দের অর্থ "না" নয়। "NO" মানে হলো "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।

১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর।

১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।

১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়।
১৪. আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা, তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন।

১৫. মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।

১৬. ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন।

১৭. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়।

১৮. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের কতটা কাছাকাছি আছেন। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না।

১৯. রাগ আপনার এক নম্বর শত্রু, এটাকে আসতে দিন, যেতে দিন, কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না।

২০. প্রতিদিন কিছুটা সময় গুরুজনদের সাথে কাটান, গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

২১. আপনি সফল না হলে কেউই আপনার ব্যর্থতার গল্প শুনবে না।
২২. আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাবে না।

২৩. আপনি সবাইকে খুশি করতে পারবেন না, এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আ

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ।  ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল...
21/04/2025

পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খুন হয়েছে আজ।

ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল। সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন। তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে।

তাই তারা কাউকে খবর দেয়। খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে। ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু ঐ তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাঁকে ছুড়িকাঘাত করে।

একটা ছুড়ির আঘাত ঠিক হৃদপিণ্ডের উপর পড়ে। এক ইঞ্চির একটা ক্ষত! মারা যায় পারভেজ। একেবারে তুচ্ছ একটা ঘটনায় খুন হয় ছেলেটা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত সে।

পারভেজ যখন ইন্টারে পড়ত, ময়মনসিংহের টাউন হলের পাশেই একটা মেসে থাকত সে। রয়েল মিডিয়া কলেজের ছাত্র ছিল। কী হাসিখুশি নির্মল একটা ছেলে। সালাম দিয়েই যেন হেসে নুয়ে যেত! এই হাসিই তার জন্য কাল হলো!

এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা, দর্প প্রদর্শনের হত্যা। এই জঘন্যতম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন। সে ঢাবি, বুয়েটের ছাত্র না, তাই চুপ থাকবেন, এমন যেন না হয়। তার খুনের বিচারের দাবি তুলুন। আওয়াজ না তুললে বিচার হয় না এদেশে।

বাচ্চা একটা ছেলে! মানুষের জীবন, হত্যা এত সহজ ব্যাপার হয়ে গেল!

মিরপুর ১১/সি এভিনিউ-৫ আমাদের এলাকায় একই পরিবারের ৭ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলা...
04/04/2025

মিরপুর ১১/সি এভিনিউ-৫ আমাদের এলাকায় একই পরিবারের ৭ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামিদ কাকার ছোট মেয়ে ,তার শ্যালক শামীম, শামীম মামার পরিবার ও মুক্তার কাকা সহ আরো যারা নিহত হয়েছেন। সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহপাক সকল শোকাহত পরিবারের প্রতি শোক বহন করার তৌফিক দান করেন। এবং যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক সকলকে বেহেস্ত নসিব করেন।

23/03/2025

স্বপ্ন আমার বাড়ি যাচ্ছে না,কারণ আমার "বাপ-দাদা ১৪ গুষ্টি" সব ঢাকা মিরপুরে !
😁

পৃথিবীতে যা কিছু সুন্দর তার প্রায় সবকিছুই এই ছবিটায় আছে। ৭ বছর বাদে মা ছেলের দেখা, এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কি আ...
08/01/2025

পৃথিবীতে যা কিছু সুন্দর তার প্রায় সবকিছুই এই ছবিটায় আছে। ৭ বছর বাদে মা ছেলের দেখা, এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কি আছে? ২৪ আমাদের নতুন দিগন্ত খুলে দিয়েছে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sowad’s Way of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share