
25/07/2025
গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটা সব সময় মনে করতো,তারচেয়ে সুখী আর কে হবে,কোন এক রাজপুত্র তাকে বৌ করে নিয়ে যাবে,সারাজীবন সে রাজরানি হয়ে থাকবে,রাজপুত্রের ঘরে গেলো ঠিকই কিন্তু থাকতে পারলোনা,ফিরে এলো ডিভোর্স নামক অভিশাপ নিয়ে,,,
একই গ্রামের সবচেয়ে কালো মেয়েটা সব সময় নিজেকে বাবার বোঝা মনে করতো,বাবাও তাকে নিয়ে টেনশন করতেন,কে নিবে আমার এই কালো মেয়েকে,আজ সেই মেয়ে সংসার করছে,স্বামী একজন সাধারণ দিনমজুর,তবে তার ঘরে সুখের কোন অভাব নেই,,
সুতরাং চামড়ার কালার নিয়ে বড়াই করোনা,সুখ হলো আল্লাহর দান।