30/03/2025
বিধ্বস্ত গাজায় ইসরাইলের নির্মমতা | Palestine News | Breaking News
📢 বিধ্বস্ত গাজায় ইসরাইলি বর্বরতা অব্যাহত!
গাজায় ইসরাইলি হামলায় নতুন করে বহু হতাহতের খবর পাওয়া গেছে। মানবিক বিপর্যয়ের মুখে ফিলিস্তিনি জনগণ।
🔹 যুদ্ধবিরতির ‘স্বস্তি’ হৃদয়ে ধারণ করে গাজার বিধ্বস্ত স্তূপের বাড়িগুলোয় ফিরে আসা অনেক বাসিন্দা রাতে ছিলেন গভীর ঘুমে মগ্ন। কেউ কেউ সাহরির প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় (গত ১৭ মার্চ মধ্যরাতে) ইসরাইলি যুদ্ধবিমান থেকে ফেলা ‘যুক্তরাষ্ট্রের নামাঙ্কিত’ একের পর এক বোমায় হতাহত হতে থাকেন নারী-শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে রক্তাক্ত মানুষের আর্তচিৎকার আর আতঙ্কিতদের দিগি¦দিক ছোটাছুটিতে আবারও ‘নির্মমতা’ নেমে আসে এ উপত্যকায়। নির্বিচার হামলায় হাতে হাতে সন্তানের ছিন্নবিচ্ছিন্ন দেহ নিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন অভিভাবকরা। যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে ইসরাইল গাজায় এভাবে মানবিক বিপর্যয় ডেকে আনে। এরপর থেকে প্রতিদিনই অব্যাহত রয়েছে হামলা, প্রাণ হারাচ্ছে, নিরীহ-নিরস্ত্র গাজাবাসী।
📌 পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন :https://www.facebook.com/AnisVoiceNews