Anisur Rahman Voice News

Anisur Rahman Voice News News analysis. Podcast. Sonar Bangla News.

30/03/2025

বিধ্বস্ত গাজায় ইসরাইলের নির্মমতা | Palestine News | Breaking News

📢 বিধ্বস্ত গাজায় ইসরাইলি বর্বরতা অব্যাহত!
গাজায় ইসরাইলি হামলায় নতুন করে বহু হতাহতের খবর পাওয়া গেছে। মানবিক বিপর্যয়ের মুখে ফিলিস্তিনি জনগণ।
🔹 যুদ্ধবিরতির ‘স্বস্তি’ হৃদয়ে ধারণ করে গাজার বিধ্বস্ত স্তূপের বাড়িগুলোয় ফিরে আসা অনেক বাসিন্দা রাতে ছিলেন গভীর ঘুমে মগ্ন। কেউ কেউ সাহরির প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় (গত ১৭ মার্চ মধ্যরাতে) ইসরাইলি যুদ্ধবিমান থেকে ফেলা ‘যুক্তরাষ্ট্রের নামাঙ্কিত’ একের পর এক বোমায় হতাহত হতে থাকেন নারী-শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে রক্তাক্ত মানুষের আর্তচিৎকার আর আতঙ্কিতদের দিগি¦দিক ছোটাছুটিতে আবারও ‘নির্মমতা’ নেমে আসে এ উপত্যকায়। নির্বিচার হামলায় হাতে হাতে সন্তানের ছিন্নবিচ্ছিন্ন দেহ নিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন অভিভাবকরা। যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে ইসরাইল গাজায় এভাবে মানবিক বিপর্যয় ডেকে আনে। এরপর থেকে প্রতিদিনই অব্যাহত রয়েছে হামলা, প্রাণ হারাচ্ছে, নিরীহ-নিরস্ত্র গাজাবাসী।

📌 পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন :https://www.facebook.com/AnisVoiceNews

30/03/2025

বিধ্বস্ত গাজায় ইসরাইলের নির্মমতা

26/10/2024

নেতানিয়াহুর জজুরি বৈঠক | Sonar Bangla News Analysis

ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতে ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, মোসাদ প্রধান এবং শিন বেটের প্রধানের সঙ্গে কিরিয়া (প্রতিরক্ষা মন্ত্রণালয়) বিমানবাহিনী ঘাঁটিতে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করছেন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল।

তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ইসরায়েলের হামলায় যে প্রতিক্রিয়া জানাল ইরান হাগারি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরায়েল ‘প্রতিক্রিয়া জানাতে বাধ্য’।

এর আগে শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারাজ শহরেও। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে বলেছেন, রাজধানীতে মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। রাজধানীর কাছেই কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।




Keyword:
bd news | top news | today news | update news | top bangla news | daily sangram | sangram news | bnp news | jamaat news | breaking news | bd news live | live news | daily Sangbad | bangla news | viral news | ajker khobor | dhaka street food | Bangladesh Street food | bangladesh news | Life Style | Political News | Entertainment | Latest News | দেশের খবর । আজকের খবর । লাইভ নিউজ । সর্বশেষ নিউজ । ব্রেকিং নিউজ । দৈনিক সংগ্রাম

25/10/2024

ক্ষমা চেয়ে চিরদিনের জন্য দল ত্যাগ করলেন আ'লীগ নেতা | Sonar Bangla News Analysis

ঝিনাইদহ বাসীর কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বিদায় দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ। বেঁচে থাকলে তিনি আর জীবনেও আওয়ামী লীগ করবেন না বলেও ঘোষনা দেন।

সাবেক এই ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে জানান, তিনি আর কোন দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে তার সম্পর্ক রাখবেন না। আশরাফ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি এক ফেসবুকে জেলাবাসির কাছে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন। আশরাফুল ইসলাম বলেন, তিনি হার্টের রোগী। কিছুদিন আগে বাইপাস সার্জারি করেছেন। তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষনা দেন।

গত পহেলা জুলাই সাবেক এই ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ তার বাড়ি তল্লাসী চালিয়ে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফরিত ককটেল, দেশী অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। কুমড়াবাড়িয়া ইউনিয়নে তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আশরাফুল ইসলাম আশরাফ এক সময় জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি দলীয় মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।



Keyword:
bd news | top news | today news | update news | top bangla news | daily sangram | sangram news | bnp news | jamaat news | breaking news | bd news live | live news | daily Sangbad | bangla news | viral news | ajker khobor | dhaka street food | Bangladesh Street food | bangladesh news | Life Style | Political News | Entertainment | Latest News | দেশের খবর । আজকের খবর । লাইভ নিউজ । সর্বশেষ নিউজ । ব্রেকিং নিউজ । দৈনিক সংগ্রাম

24/10/2024

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের বিবৃতি প্রচার করা যাবে না | Sonar Bangla News Analysis

সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। নিষিদ্ধে হওয়ার পর রাজধানীতে চুরি করে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ।

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ধারা ১৮(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে গত বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করেছে।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (২০০৯ সালের ১৬ নং আইন)-এর ২০-এর ১ ধারা অনুযায়ী, তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

আইনে বলা হয়েছে, ২০-এর ১-এর ঙ ধারা মতে তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা প্রদান নিষিদ্ধ করবে সরকার।

তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে ২০-এর ১ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে ধারা ১৮-এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনো সত্তাকে নিষিদ্ধ করা হয়, তাহলে এই আইনে বর্ণিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ ছাড়াও সরকার প্রযোজ্য ক্ষেত্রে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।

হত্যা-নির্যাতন-ধর্ষণ-যৌন নিপীড়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার দায়ে বুধবার (২৩ অক্টোবর) ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি করেছে অন্তর্বর্তী সরকার।



Keyword:
bd news | top news | today news | update news | top bangla news | daily sangram | sangram news | bnp news | jamaat news | breaking news | bd news live | live news | daily Sangbad | bangla news | viral news | ajker khobor | dhaka street food | Bangladesh Street food | bangladesh news | Life Style | Political News | Entertainment | Latest News | দেশের খবর । আজকের খবর । লাইভ নিউজ । সর্বশেষ নিউজ । ব্রেকিং নিউজ । দৈনিক সংগ্রাম

24/10/2024

এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন | Sonar Bangla News Analysis

ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের অবসানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাশিয়ার কাজান শহরে বিশ্বের বৃহৎ পাঁচ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এমন মন্তব্য করেছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, গাজায় এক বছর আগে শুরু হওয়ার সামরিক পদক্ষেপ বর্তমানে লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলের অন্যান্য দেশও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘‘ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা তীব্রভাবে বেড়েছে। এই ঘটনা একটি ধারাবাহিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করিয়ে দেয় যে, পুরো মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে।’’

ব্রিকসের এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ার কাজান শহরে। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস-সহ অন্যান্য নেতারা অংশ নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সম্মেলনে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার বিশ্বনেতাদের অংশগ্রহণে শুরু হওয়া সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ, লেবানন সংকট, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ ও বিশ্বের আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন পুতিন।

ফিলিস্তিনের বিষয়ে তিনি বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে সহিংসতার অবসান হবে না। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‘ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রধান শর্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দ্বি-রাষ্ট্রীয় ফর্মুলার বাস্তবায়ন।’’

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ঐতিহাসিক যে অবিচার হয়েছে, দ্বি-রাষ্ট্রীয় ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে তার সুবিচার করতে হবে। এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত সহিংসতার দুষ্ট চক্র ভাঙা সম্ভব হবে না।’’



Keyword:
bd news | top news | today news | update news | top bangla news | daily sangram | sangram news | bnp news | jamaat news | breaking news | bd news live | live news | daily Sangbad | bangla news | viral news | ajker khobor | dhaka street food | Bangladesh Street food | bangladesh news | Life Style | Political News | Entertainment | Latest News | দেশের খবর । আজকের খবর । লাইভ নিউজ । সর্বশেষ নিউজ । ব্রেকিং নিউজ । দৈনিক সংগ্রাম

24/10/2024

তত্ত্বাবধায়ক ফেরাতে ৩ রিভিউয়ের শুনানি ১৭ নভেম্বর | Sonar Bangla News Analysis

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াতে ইসলাম ও সুজনের তিনটি রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রপক্ষ ও বিএনপির সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আপিল বিভাগে এ রিভিউ আবেদন করেন।

এর আগে, বুধবার (১৬ অক্টোবর) ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ আবেদন করেন তিনি।

এ ছাড়া গত মঙ্গলবার (২৭ আগস্ট) মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আলাদা রিভিউ আবেদন করেন।



Keyword:
bd news | top news | today news | update news | top bangla news | daily sangram | sangram news | bnp news | jamaat news | breaking news | bd news live | live news | daily Sangbad | bangla news | viral news | ajker khobor | dhaka street food | Bangladesh Street food | bangladesh news | Life Style | Political News | Entertainment | Latest News | দেশের খবর । আজকের খবর । লাইভ নিউজ । সর্বশেষ নিউজ । ব্রেকিং নিউজ । দৈনিক সংগ্রাম

Address

Fulbaria

Telephone

+8801743244984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anisur Rahman Voice News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anisur Rahman Voice News:

Share