
10/08/2024
ড.মুহাম্মদ ইউনুসের বক্তব্য শুনলাম প্রায় ১১ মিনিট....মাত্র ১১ মিনিটের বক্তব্যে একটা কথা খুব মনে ধরেছে আর তা হলো "পুরা বাংলাদেশ একটা পরিবার,এই পরিবার একসাথে চলবে" - কত পাওয়ারফুল একটা স্টেটমেন্ট! এই ৮৪ বছর বয়সে এসেও একটা লাইন দেখে পড়েননি,হাতে নোট নিয়ে আসেননি। যা বলেছেন মন থেকে বলেছেন। এই ৮৪ বছর বয়সেও কি অসাধারণ তাঁর চিন্তাভাবনা, সিচুয়েশন সামলানোর কি মানসিকতা! কেউ মেট্রোরেল এর জন্য কানলো, আর কেউ শহীদ আবু সাঈদের জন্য....পার্থক্য বুঝি এভাবেই হয়.....😍😍😍
এমন একজনকেই তো চেয়েছিলো বাংলাদেশ, তাই না?