Tamim from GDBD

Tamim from GDBD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamim from GDBD, Digital creator, Fulbaria.

27/07/2025

জুলাই মাসের ৩ তারিখ, এই সূর্য ডুবে শুরু হলো জুমার রাত! ফিরছিলাম ব্যান্ফ ক্যবল কারের উপরের স্টেশন থেকে কানডা অন্যতম সুন্দর শহর Banff এর দিকে।

প্রথমত রকি মাউন্টেন এর অপার্থিব সৌন্দর্য, পাশাপাশি পাহাড়ে সন্ধা নামার দৃশ্য এবং একই সাথে মাগরিবের সময়, সব মিলে এমনিতেই মুখ থেকে বেরি এলো আজানের ধ্বনি।

বিদ্র: এটা কোন প্লান করে করা রেকর্ড নয়, তাই ভয়েস যেমনি হোক, ভিউ এর সাথে একাকার হয়ে গিয়েছে ❤️‍🩹

20/04/2025

চলেন একটু উড়ে হ্যামিল্টন যাই, ক্যনাডিয়ান এবং আমেরিকান বাংলাদেশির বিয়ে খাই আর বরফে ঢাকা নায়াগ্রা দেখি 😎

06/02/2025

কি অসাধারণ চাবি বানানোর পদ্ধতি, কোন ম্যাকানিক নাই, অথবা কোন আলাদা চাবির দোকান নেই!! ক্যানাডার এই চাবির দোকান সত্যি বলতে এসব এক একটা যন্ত্র যে কি পরিমান মানুষের চাকরির হারানোর কারণ তা আর বলার অপেক্ষা রাখে না। মানুষ হিসেবে আমাদের আরো যোগ্য এবং দক্ষ হতে হবে, তবেই এই দুনিয়ার বুকে চলে ফিরে খেয়ে ঘোরার শক্তি রাব্বুলআলামিন দিয়ে দিবেন! শুভকামনা সবার জন্য

 #কানাডা_থেকে_লাশ_হয়ে_দেশে_ফিরলেন_রাশেদ_তানভীর । গত ৫ সেপ্টেম্বর সে ১৯ লাখ টাকা খরচ করে ভিজিট ভিসায় এসে টরন্টোতে এ্যাসাই...
15/12/2023

#কানাডা_থেকে_লাশ_হয়ে_দেশে_ফিরলেন_রাশেদ_তানভীর ।

গত ৫ সেপ্টেম্বর সে ১৯ লাখ টাকা খরচ করে ভিজিট ভিসায় এসে টরন্টোতে এ্যাসাইলাম নেয়। সে থাকতো বাংলা টাউনের ডেনফোর্থ এলাকার থায়রা এভিনিউতে। বিগত আড়াই মাসে অনেক বাংলাদেশি ভিজিটরের মতো নানান সংকটে সে হতাশ হয়ে পড়ে এবং গত ১০ নভেম্বর হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। তানভীরের লাশ দেশে পাঠানোর জন্য বারো-তেরো হাজার ডালারের দরকার ছিল। সেই অর্থের জন্য কমিউনিটির শুভার্থীরা এগিয়ে এসেছেন। ফলে তার লাশ দেশে পাঠানো সম্ভব হলো। বাংলাদেশে অনেক ভুয়া এবং সস্থা এজেন্সি মানুষদেরকে ক্যানাডাতে অনেক কাজ আছে এবং একবার ঢুকতে পারলেই স্থায়ী হয়া যাবে এই ভাবে ভুল বুজিয়ে ভিজিট ভিসায় পাঠাচ্ছে। কিন্তু এখানে এসে অনেকেই রাশেদ তানভীরের মত আশাহত হচ্ছে । ক্যানাডায় স্থায়ীভাবে থাকতে হলে অবশ্যই সঠিক নিয়মে আসুন।

দৈনিক ইত্তেফাক

দয়া করে দ্রুত মাধ্যম না খুজে, বুঝে শুনে, যোগ্যতা দক্ষতা অর্জন করে তবেই অসুন! শুভকামনা 💙

18/09/2023

Road Trip 🇨🇦

আমরা কানাডার কুইবেক প্রোভিন্সের তাডুসেক থেকে কুইবেক সিটির পথে দেখা পেয়ে যাই এই ফেরির।।অসাধারণ ভিউ, চমৎকার ব্যবস্থাপনা 💙

05/09/2023

গিয়েছিলাম কানাডার ফ্রেঞ্চ প্রোভিন্স কুইবেক (Québec) ঘুরতে, দেখে আসলাম কানাডার অন্যতম বড় ঝর্ণা মোন্টমোরেন্সি ফলস। দেখে নিন সৌন্দর্যময় এ সুন্দরী কে, আর শুনে নিনে অভিজ্ঞতা 💙

গতকাল কোটি বাঙালির স্বপ্ন কানাডার নোভা স্কোশিয়া প্রোভিন্স এর রাজধানীতে তে  মাত্র টানা ৮ ঘন্টার বৃষ্টিতে দেখুন সন্ধার পরে...
22/07/2023

গতকাল কোটি বাঙালির স্বপ্ন কানাডার নোভা স্কোশিয়া প্রোভিন্স এর রাজধানীতে তে মাত্র টানা ৮ ঘন্টার বৃষ্টিতে দেখুন সন্ধার পরে রাস্তা ঘাটের অবস্থা।

কানাডা উন্নত বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ, আমি জানি এসব ঠিক করতে তাদের ১ সপ্তাহ লাগবে না। কিন্তু প্রাকৃতিক শক্তির কাছে সবই অসহায়।

আর আমরা একটু রাস্তায় পানি জমলে তো গালি দিয়ে সরকারকে কিছু রাখি না! আমাদের আরো একটু সভ্য, সহনশীল এবং দায়িত্ববান হবার সময় হয়েছে বলে মনে করি ….. 🙂

25/06/2023

টাইটানিক দেখতে যাওয়া টাইটান থেকে আমরা অনেক কিছু শিখার আছে, কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম:

১) মৃত্যু নসিব এ যেখানে থাকবে আপনি শেখানে পৌছাবেনই , সেটা লাখ ডলার খরচ করে হলেও।

২) সমুদ্র তথা সমুদ্রের তলদেশে অপ্রোয়জনীয় ভ্রমন অনুৎসাহিত, রাসুল (স) বলে গিয়েছেন।

৩) আপনি যত সম্পদের মালিক হন না কেন, মানুষ অনেক অসহায়। তাই একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু নেই।

৪) আমোদ প্রমোদ ভালো, কিন্তু অতি উৎসহ নিয়ে কথায় কথায় এডভেঞ্চার একটা থ্রিল ভাব শো করা একদম নিছক বোকামি।

আপনারা চাইলে কমেন্ট করে আরো কিছু পয়েন্ট ধরিয়ে দিতে পারেন।

বি দ্র: ভ্লগিং টাইটান থেকে সরাসরি 😢

স্ট্রেস ম্যানেজমেন্ট একটি ছোট গল্প। যমদূত এলো এক শহরে। এক লোক চিনে ফেলল। জানতে চাইলো, কেন এসেছ? যমদূত বলল, “পরশু দিন এই ...
09/06/2023

স্ট্রেস ম্যানেজমেন্ট
একটি ছোট গল্প। যমদূত এলো এক শহরে। এক লোক চিনে ফেলল। জানতে চাইলো, কেন এসেছ? যমদূত বলল, “পরশু দিন এই শহরের পঞ্চাশ জনের প্রাণ নেব। তাই দেখে গেলাম।” মহা টেনশনে পড়ে গেল লোকটি। পরবর্তী দুদিন পরিচিত সবাইকে খবরটি জানাল। অন্যরাও তাদের পরিচিতজনদের জানাল। পরের সপ্তাহে যমদূত আবার এলো। যথারীতি সেই লোকের সাথে দেখা। লোকটি রেগে গিয়ে বলল, “তুমি তো বলেছিলে পঞ্চাশ জন। মারা তো গেছে ৬০০ জন।” যমদূত বলল, “আমার লিস্টে পঞ্চাশ জনই ছিল। বাকিরা টেনশানে মারা গেছে।”
প্রতীকী গল্প। টেনশন, মানসিক চাপ কিংবা স্ট্রেস হচ্ছে দুনিয়ার নাম্বার ওয়ান নীরব ঘাতক। আপনি যতদিন বেঁচে আছেন ততদিনই কোন না কোন টেনশন কিংবা মানসিক চাপের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। সুতরাং এর হাত থেকে রক্ষা নেই জীবিতাবস্থায়। তবে কিছু কাজ করে আপনি মানসিক চাপকে অনেকাংশে কমিয়ে রাখতে পারেন। তার ভেতর অন্যতম হচ্ছে: প্রার্থনা করা এবং প্রতিমুহূর্তে কৃতজ্ঞ থাকা ও সরবে-নীরবে কৃতজ্ঞতা প্রকাশ করা; সৃষ্টিকর্তার প্রতি, আপনাকে ঘিরে রাখা মমতাময়ী মানুষগুলোর প্রতি। আর সবশেষে, নিজেকে অপরিহার্য না ভাবা। আপনি আগামিকাল না থাকলে দুনিয়ার, চারপাশের সমাজের কিচ্ছু যাবে আসবে না। কেউ মনেও রাখবে না। শুধুমাত্র পরিবারের সদস্যরা কিছু দিন কান্নাকাটি করবে। 'পারছিনা! পারবো না! না পারলে কি হবে!' এইসব আশঙ্কায় নিজেকে স্ট্রেসের মধ্যে ফেলে পারফরম্যান্স লেভেল আরও খারাপ করে ফেলেন না। যতদিন বেঁচে আছেন প্রতি দমে কৃতজ্ঞতার সাথে বাঁচুন এবং নিজের সেরা কাজটি করে যাবার চেষ্টা করুন।

Collected from Zia Hasan Canada Bhai 💙

অসাধরণ সুন্দর এবং অনন্য সম্ভাবনার একটি দেশ হচ্ছে কানাডা। আর তার প্রাকৃতিক সৌন্দর্যের রানী হচ্ছে এই নোভা স্কোশিয়া।সেদিন গ...
29/05/2023

অসাধরণ সুন্দর এবং অনন্য সম্ভাবনার একটি দেশ হচ্ছে কানাডা। আর তার প্রাকৃতিক সৌন্দর্যের রানী হচ্ছে এই নোভা স্কোশিয়া।

সেদিন গুগল করে দেখলাম শুধু নোভা স্কশিয়াতেই ছোট বড় মিলে বালুময় সমুদ্র সৈকত (Sandy beach) আছে ৭৪ টার মত। আমন্ত্রণ থাকলো এই অপার্থিব সৌন্দর্যময় ভূখন্ড, কানাডার আটলান্টিক প্রভিন্স নোভা স্কোশিয়া ভ্রমণের।

যে যাই বলুক, আমি সবসময় বলি কানাডা ইটসেল্ফ (itself) একটা ডিগ্রি আপনার জন্য। আমি জানি অসংখ্য ছোট বড় সমস্যা আছে এখানে, এটা জান্নাত না কিন্তু এই জীবন আপনাকে যে প্রফুল্লতা দিবে, সেটা যখন এখানে এসে নামবেন ঠিক তখন থেকেই উপলব্ধি করবেন।

নিজের যোগ্যতা দক্ষতার পিছনে সময় দিন, সময়ের সঠিক ব্যবহার করুন, নিজের উপর আস্থা রাখুন, সততার সাথে চলুন /// পৃথিবীর যেখানেই থাকেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন।।। 💙

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamim from GDBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamim from GDBD:

Share