Hashtag Mishu Only

Hashtag Mishu Only Assalamualaikum.❤️
I'm Mishu! This page is for Vlogs and Cooking videos.I just love to share the small incidents of my daily life with people!🇧🇩

এতোদিন জানতাম আমি ফকির,এখন দেখি আমাদের চেয়েও বড় ফকির আমার সরকার 😂সরকার কি অচল হয়ে গেছে?যে জনগণ থেকে টাকা তুলতে হবে?🙂
22/07/2025

এতোদিন জানতাম আমি ফকির,
এখন দেখি আমাদের চেয়েও বড় ফকির আমার সরকার 😂

সরকার কি অচল হয়ে গেছে?
যে জনগণ থেকে টাকা তুলতে হবে?🙂

বিমান যখন আছড়ে পড়লো স্কুলের বিল্ডিংয়ে, আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠলো চারপাশে, তখন কী করছিলো ওই অবুঝ শিশুগুলো?  যে শিশু...
22/07/2025

বিমান যখন আছড়ে পড়লো স্কুলের বিল্ডিংয়ে, আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠলো চারপাশে, তখন কী করছিলো ওই অবুঝ শিশুগুলো?

যে শিশুগুলো জেনে বড় হচ্ছিলো, কোথাও একটা কিছু হলে তার মমতাময়ী মা এসে ঝাপটে ধরবে বুকে।
কিংবা সুপারহিরো বাবা, যে এতটুকু আচড় লাগতে দেবে না গায়ে।

কিন্তু ধীরে ধীরে যখন শেষ হয়ে যাচ্ছিলো সবকিছু, প্রচন্ড পানির তেষ্টায় শুকিয়ে আসছিলো ভেতর, তখন কতটা কাতরভাবে তারা তাদের মা বাবাকে খুঁজছিলো।

কতটা অভিমান নিয়েইবা চলে গিয়েছিলো, তোমরা এলে না মা?
কেনো এলে না বাবা...

©

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত ...
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আ;গুন ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

সুখে থাকতে ভূতে কিলায়😂ভূতের মতোই দেখতে লাগছে😆👄 Featuring
21/07/2025

সুখে থাকতে ভূতে কিলায়😂
ভূতের মতোই দেখতে লাগছে😆
👄 Featuring

এইটা নাকি আক্কেল দাঁত, কোন দিক দিয়ে উঠবে সেই আক্কেল টুকুও নেই।😒
30/06/2025

এইটা নাকি আক্কেল দাঁত, কোন দিক দিয়ে উঠবে সেই আক্কেল টুকুও নেই।😒

এটা কি ফল?নাম জানেন?
01/06/2025

এটা কি ফল?
নাম জানেন?

ভাগ্য ভালো, হাসিনা পতন আন্দোলনের নেতৃত্বটা বৈষম্য বিরোধীরা দিয়েছিলো। তাই আমরা ব্লকেড, শাট ডাউন, রিমেম্বারিং আওয়ার হিরো...
20/05/2025

ভাগ্য ভালো, হাসিনা পতন আন্দোলনের নেতৃত্বটা বৈষম্য বিরোধীরা দিয়েছিলো।

তাই আমরা ব্লকেড, শাট ডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ টু ঢাকার মতো কর্মসূচি পেয়েছিলাম।

বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিলে কী হতো?

এসব না দিয়ে কর্মসূচী দিতো গণ হিসু কর্মসূচি।

নাহিদ ইসলামের জায়গায় থাকতো দুদু।

মার্চ ফর জাস্টিসের জায়গায় আসতো হিসু ফর জাস্টিস কর্মসূচি।

বলতো, যেখানেই বাঁধা, সেখানেই হিসু করবেন। প্রস্রাবের তোড়ে হাসিনা ভেসে যাবে।

ডায়াবেটিস ওয়ালা পেট মোটা নেতাদের ডিমান্ড যেতে বেড়ে।

তবে সবচে বেশি বিপদে পড়তো মেয়েরা।

বিপদে কি আমরাও কম পড়তাম?

স্লোগান কি হতো?

প্রস্রাবের বন্যায়, ভেসে যাবে অন্যায়।

এক, দুই, তিন, চার, সবাই মিলে হিসু ছাড়।

সারা পৃথিবী এখন বাংলাদেশের এই বিপ্লবকে বর্ষা বিপ্লব বলে জানে।

বিএনপির তথা শামসুজ্জাম দুদুর নেতৃত্বে এই বিপ্লব হলে বিপ্লব নাম হতো মূত্রবিপ্লব।

যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া উনি আমাদের এই ভয়ঙ্কর মূত্রবিপ্লবের হাত থেকে রক্ষা করার জন্য।

প্রিয় এলাকাবাসি আপনারা ঘুম থেকে উঠুন..📣সাহিরির সময় হয়ে গেছে......খাইলে খান,না খাইলে আজান দিলাইমু!😑😒
01/03/2025

প্রিয় এলাকাবাসি আপনারা ঘুম থেকে উঠুন..📣সাহিরির সময় হয়ে গেছে......
খাইলে খান,
না খাইলে আজান দিলাইমু!😑😒

Ramadan Mubarak! ❤️প্রথম সেহেরি ২০২৫ আলহামদুলিল্লাহ!
01/03/2025

Ramadan Mubarak! ❤️

প্রথম সেহেরি ২০২৫ আলহামদুলিল্লাহ!

আমার সমস্ত অস্তিত্ব জুড়েই বাংলা ভাষা। আমার চিন্তা, ভাবনা, কথা, স্বপ্ন সবই বাংলায়। এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে, এই ভাষ...
21/02/2025

আমার সমস্ত অস্তিত্ব জুড়েই বাংলা ভাষা।
আমার চিন্তা, ভাবনা, কথা, স্বপ্ন সবই বাংলায়।
এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে, এই ভাষার বিকাশে যারা কাজ করেছে তাদের সবাইকে ধন্যবাদ।

অমর একুশ, অমর বাংলা।🇧🇩

19/02/2025

কক্সবাজার সমুদ্র

17/02/2025

দেশের নিউজ গুলা দেখে মাঝে মাঝে হাসি মাঝে মাঝে কান্দি।😭
বইমেলায় সেনেটারি লেপ্টিন বন্ধ করে দিছে। এটাও আবার নিউজ করা লাগে?
আর এটা নিয়েও এত হাউকাউ করতে হয়? বাসা থেকে ভাতরুম করে যাবেন। তাইলেই ত হয়!🙄
বাংগালিরা আসলে এক অদ্ভুত জাতি। সারাদিন একটা না একটা কাবজাবের ভিতর থাকতে চায়।
আমাদের বিদেশে আবার এরকম নাই। বিদেশে বাসের ভিতরও সেনেটারি লেপ্টিন পাওয়া যায়।😎

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hashtag Mishu Only posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hashtag Mishu Only:

Share