Urmi's corner

Urmi's corner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Urmi's corner, Digital creator, Fulbaria.

আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে খাদ্য ভক্ষণ কর, তার মধ্যে সবচেয়ে উত্তম খাদ্য হল তোমাদের নিজের হাতে কামাই করা খাদ্য। আর তোমাদের সন্তানগণ তোমাদের উপার্জিত ধনের পর্যায়ভুক্ত।

বা*চ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্ত হচ্ছেন?? এই ঘর একসময় ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি থাকবে। কিন্তু...
21/06/2025

বা*চ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্ত হচ্ছেন?? এই ঘর একসময় ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি থাকবে। কিন্তু সেই ঘরে থাকবেনা কোন খিলখিল হাসির শব্দ, ছোট্ট পায়ের হাঁটার আওয়াজ, খেলনার টুংটাং শব্দ, ঠোঁট ফুলিয়ে কান্নার মেলানকোলি।💔
সোনামণি এত দিনে বড় হয়ে গেছে। তার আলাদা একটা জগৎ হয়েছে। মিনিটে মিনিটে মামণি-মামণি, পাপা-পাপা বলে ডাকার সময় এখন তার আর নেই।সে আপনাকে আর বিরক্ত করেনা। খাবার নিয়ে তার পেছনে এখন আপনাকে ছুটতে হয়না, তার অসুখ হলে আপনাকে আর রাত জাগতে হয়না। আপনার কাছে শুধুই আছে তার শৈশবের কোমলতার কিছু সুখ-স্মৃতি।

সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেআমত।বিশ্বাস করেন না তো?? যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করুন। তাই বলছি, আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলোকে স্বাভাবিকভাবে নিতে শিখুন।পারলে তার সাথে আপনিও জয়েন করুন,এনজয় করুন।সময় চলে যাবে ~ শুধু থেকে যাবে শুধু কিছু মূহুর্তের স্মৃতি। ❣️

তাহসানের সাথে তার দ্বিতীয় স্ত্রী'র খুব আহ্লাদি একটা ভিডিও ভাইরাল, যেখানে তাহসান খুব আহ্লাদ করে রোজা'কে বিয়ের জন্যে প্রপো...
06/06/2025

তাহসানের সাথে তার দ্বিতীয় স্ত্রী'র খুব আহ্লাদি একটা ভিডিও ভাইরাল, যেখানে তাহসান খুব আহ্লাদ করে রোজা'কে বিয়ের জন্যে প্রপোজ করছে। এই তাহসান'কে দেখে কেউ মিথিলা'র সাথে যেই তাহসান'কে দর্শক চেনে তাঁকে মেলাতে পারবেন না। মিথিলা খুব স্ট্রং ব্যক্তিত্বের অধিকারী বলে তাঁদের ব্যক্তিগত জীবন কখনো পাবলিকলি আসেনি, এমনকি সাক্ষাৎকারগুলোতেও তাদের খুব ফর্মাল ভাবেই কথা বলতে দেখা গেছে। তাই মিথিলা'র তাহসান আর রোজা'র তাহসান, দুজন একেবারেই দুই মানুষ। আসলে একটা মানুষের অনেকগুলো রূপ থাকে। একেকজনের সাথে তার পার্সোনালিটি'র একেকটা দিক বের হয়ে আসে। যেই মানুষটা বাইরের জগতে খুব ভাব গম্ভীর এবং ব্যক্তিত্ববান, সেও তার Soul mate এর দেখা পেলে একেবারে বাচ্চা সুলভ আহ্লাদ করতে পারে। খুব স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে, যাকে বাকি সবাই ভয়ে খুব বেশি ঘাটানোরই হয়তো সাহস করে না, তার Soul mate এর সাথে ঘন্টার পর ঘন্টা একদম ফালতু টপিকে বকবক করে হাসতে হাসতে অস্থির হতে পারে, অকারণেই মান অভিমান করে কান্না করতে পারে একেবারেই বাচ্চাদের মতো। খুব গম্ভীর, অহংকারী, প্রচন্ড ব্যস্ত ছেলেটাও তার Soul mate এর জন্যে সব অহংকার বাদ দিয়ে ঠিকই প্রতিদিন সময় বের করতে পারে।

আমার বাস্তবে দেখা একটা ঘটনা, যেখানে এক ভাইয়ের প্রথম স্ত্রী'র সাথে কখনো দেখা হলেই সবসময় কমপ্লেন শুনতে হতো যে ভাই তার দিকে ফিরেও তাকান না, কোনো সময় দেন না। সেই ভাবীর মৃত্যুর পর ভাই যখন আবার প্রেম করে দ্বিতীয় বিয়ে করলেন, তখন তার দ্বিতীয় স্ত্রী কে নিয়ে কোন দাওয়াতে গেলেও এক মুহূর্তের জন্যে পাশ থেকে সরাতেন না। সারাক্ষন হাত ধরে বসে থাকতেন। ঠিক যেন 'প্রাক্তন' সিনেমার মতো, যেখানে ঋতুপর্ণার প্রচন্ড ভালোবাসাও প্রসেনজিতের বিন্দুমাত্র পরিবর্তন করতে পারেনি, সে প্রসেনজিৎ'ই তার দ্বিতীয় স্ত্রী'র জন্যে যেন একেবারে ১০০ ভাগ বদলে যাওয়া এক ডেডিকেটেড এবং দায়িত্বশীল রোমান্টিক হাসব্যান্ড। সুতরাং, যেই ব্যক্তি আপনাকে বলছে, তার রোমান্স আসে না, কেয়ার আসে না, ঠিক ওই মানুষটাই দেখবেন আরেকজনের জন্যে জান প্রাণ সব কোরবান করে দিচ্ছে। It`s all about finding the right person whom you can call your soul mate and open up fully. কেউ যদি আপনার জন্যে সেটা করতে না পারে, তবে আপনার ও উচিত 'ও তো এমনই` অথবা `ও তো অনেক ব্যস্ত থাকে' এসব অযথা লজিক না বানিয়ে, সেখানে সময় নষ্ট না করে সরে আসা। ও এমন না, ও শুধু আপনার জন্যে এমন ! প্রত্যেকটা মানুষ জীবনে এমন কাউকে deserve করে যে তার দিকে তাকিয়ে ভাববে যে এই মানুষটার উপস্থিতি তার জীবনে ঠিক একটা লটারি জেতার মতোই দারুন একটা ব্যাপার। এর চেয়ে কম হলে এরকম মানুষের উপস্থিতি আপনার জীবনে শুধুমাত্র জীবনের মূল্যবান সময়ের অপচয় ছাড়া আর কিছুই না।

ড. হাসিন চেরী
অক্সফোর্ড,
©

পেন্নাম গো মাসিমা ছেলে বৌ এর সাথে হানিমুনে গেলেন অথচ ছেলের সাথে চিতায় উঠলেন না এ কেমন ভালোবাসা মাসিমা?
13/05/2025

পেন্নাম গো মাসিমা
ছেলে বৌ এর সাথে হানিমুনে গেলেন অথচ ছেলের সাথে চিতায় উঠলেন না এ কেমন ভালোবাসা মাসিমা?

10/05/2025

#কাঠগড়ায়_বউ_কেনো‼️⁉️

এই তবে ঘটনা‼️⁉️
সবাই তো গতকাল থেকেই বউটা রে মোটামুটি ধুয়ে দিছিল😭😭
কেন রে‼️
উনি তো চিঠিতে মায়ের কথা ও লিখেছিল, বউরে স্বর্ণ দিতে বলেছে আর মারে বাকি সব কিছু।
হিসাব করলে দেখা যায়, স্বর্ণের চেয়ে তো ব্যাংক ব্যালেন্সই বেশি হবে।
বেশিটা গেল তো মায়ের ভাগে।
তাহলে বউরে ধোয়ার সময় মারে বাদ দিলেন কেন‼️⁉️

অশান্তি কি খালি বউয়ের জন্য হয় সংসারে⁉️
একটা মেয়ে নতুন একটা পরিবেশে খাপ খাওয়ানো এতোই সহজ?
আপনারা বেটা মানুষ, শ্বশুর বাড়ি গিয়ে এতো আপ্যায়নের মধ্যে এক রাত কাটাতে কষ্ট হয়ে যায়, আর আপনাদের বউরে তো আনার পর আপনার পরিবার আইরন মেশিন দিয়ে মোটামুটি আইরন করে ফেলে।
তার খবর জানেন‼️⁉️

এরপর আসলো টানাটানির বিষয় ‼️
বিয়ের পর দেখবেন,বিবাহিত ছেলেরে নিয়ে মোটামুটি সবার আশা-ভরসা বেড়ে যায়।
বউ চাই নতুন বিয়ে করেছে,তার স্বামী তারে সময় দিক।
এদিকে মা-বোন চিন্তা করে,ছেলে-ভাই হাত ছাড়া হয়ে যাচ্ছে, বউয়ের হয়ে যাচ্ছে।
তারা ও সর্বদা চেষ্টা করে বিবাহিত ছেলেরে তাদের দিকে ঝুকাতে।

কোনো কোনো পরিবারে দেখবেন, অবিবাহিত ছেলে টারে নিয়ে কোনো ঝামেলা নাই,বিবাহিত টারে একদিকে বউ টানবে আর অন্য দিকে মা-বোন।

ঘরের যাবতীয় সমস্যা, অসুখ-বিসুখ সব কষ্ট বেড়ে যাবে বিবাহিত ছেলেরে দেখলে,,অবিবাহিত টা তো দুধভাত।
এটারে কেউ ঘরের সদস্যই মনে করবে না😄
এটারে কাজে লাগে শুধু ঝগড়ার সময়, মায়েরে জিতিয়ে দেবার জন্য 😄

বিবাহিত ছেলে বউ নিয়ে ঘুরতে গেলে সমস্যা, বউ বাবার বাড়ি গেলে দেখবেন প্রেশার উঠানামা করবে,, আর ছেলে-বউ দেরিতে ঘুম থেকে উঠলে তো আর কথাই নেই।

কেন ভাই ⁉️‼️
বউরে অপরাধী তো আপনারা বেটা মানুষই করেন,অন্যের কথা কি বলবো⁉️
গতরাতে এই ভদ্রলোকের বউ নিয়ে যে যেভাবে পারছে লিখছে।
কই ভাইয়েরা⁉️
মারে নিয়ে লিখছেন⁉️

ছেলে বিয়ে করালে তো মার ও আশা বেড়ে যায়।
বউয়ের চেয়ে বেশি ভালোবাসতেছে কিনা,,কেয়ার করতেছে কিনা, বউরে দামী জিনিস দিচ্ছে, মারে দিচ্ছে কিনা, আরো কত কিছু।

তাহলে মারা যাবার পর কাঠগড়ায় বউ কেন‼️⁉️
মা জন্ম দিয়েছে বলে‼️⁉️
আপনার সন্তানদের ও তো আপনার বউ জন্ম দিয়েছে।
তাহলে আপনার সন্তানের মায়ের প্রতি সম্মান নেই কেন‼️⁉️
হাজার হাজার পরিবারে দেখবেন,বিপদের সময়,, বিবাহিত ছেলেদের ক্ষেত্রে বউ সব উজাড় করে দেয়, এমন ও হাজার হাজার বউ আছে, স্বামীর বিপদে নিজের গয়না বিক্রি করে দেয়।
অথচ মা দেয় না।

মা দেয় তবে বিবাহিত টারে না😄😄আবিয়াত্তা টারে😄
বিয়াতার জন্য তো বউ আছে 😄😄

গতকাল থেকে অনেক ভদ্রলোক বউরে আসামী বানিয়ে গণহারে পোস্ট দিছে,,উনারা কোথায় এখন⁉️

ভাইয়েরা,,আপনার মা যেমন মাছের বড় পিচ টা আপনার পাতে তুলে দেয়, তেমন আপনার বউ ও কিন্তু সেটাই করো।
আপনার অসুস্থতায় আপনার মা যেমন কাঁদেন,আপনার বউ ও কিন্তু রাত জেগে আপনার সেবা করে,চোখের জল ফেলে।

আপনার সাথে তো আপনার মায়ের রক্তের সম্পর্ক,সে আপনাকে ভালোবাসবেই।
বউ তো অন্য বাড়ির মেয়ে, সে আপনাকে কোনো রক্তের সম্পর্ক ছাড়াই ভালোবাসে,আপনার পরিবারের সাথে মানিয়ে চলার চেষ্টা করে।

ঝামেলা হয়,সেটা তো বাবার বাড়ি তে ও হয় সবার সাথে।
একসাথে থাকতে গেলে অনেক কিছু হবেই।
তার জন্য আপনারা একটা মৃত্যু কে কেন্দ্র করে, একটা নারীকে অসম্মান করতে গিয়ে পুরো নারী সমাজকে অসম্মান করেছেন।

গতকাল রাতে যে সব পোস্ট আমার চোখে পড়েছে,,৮০% বিবাহিত ছেলেদের পোস্ট।
এরাই সুযোগে বউদের ধুয়ে দিছিল।
আরে ভাই,, আপনাদের মতোন হাবলাদের উচিত বিয়ে না করা,,মায়ের সাথে সাথে থাকা।

বিয়ের আগে এই সুসন্তান গুলো কিন্তু মায়ের আচলের নিচে ছিলনা, খোঁজ নিলেই দেখবেন।
বিয়ের পর সমাজের সুনাম অর্জনের জন্য ভক্ত বেশি হয়ে যায়।

মাকে ভালোবাসুন,,মা তো মা।।
কিন্তু মা আর বউয়ের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবেন না।
প্লিজ!!।।

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু ...
04/05/2025

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই!🧡 নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে।

আপনি হয়ত বলতেই পারেন এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন! রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রায়। বুদ্ধিমানরা তাই করে। কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই!❤️

লেখক- মেহেদী হাসান শুভ্র

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বা...
01/05/2025

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।
আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।
স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়াহ্।শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে। না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন। কেননা আল্লাহ্ র কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না হাদিসের কথা।

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কস্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেবো পরকালে।©

ননীর পুতুল টাইপ মেয়েরাই লাইফে সুখে থাকে। বাপের বাড়িতেও প্রিন্সেস ট্রিটমেন্ট পায়, বিয়ের পরেও। রাস্তা পার হতে পারেনা, চুলা...
21/04/2025

ননীর পুতুল টাইপ মেয়েরাই লাইফে সুখে থাকে। বাপের বাড়িতেও প্রিন্সেস ট্রিটমেন্ট পায়, বিয়ের পরেও।
রাস্তা পার হতে পারেনা, চুলা ধরাতে পারেনা, রোদে বের হলে অসুস্থ হয়ে যায়, একা কোথাও যেতে পারেনা এগুলা নিয়ে হাসাহাসি করসি জীবনে অনেক।

কিন্তু বিশ্বাস করেন, এদের কষ্ট করা লাগেই না। এরা কিছু করতে গেলে সবাই চলে আসে, কিছু একটা করে ফেললে তা হয় আজুবা।
বর গুলো ও কন্সার্ন থাকে ২৪ ঘন্টা। হাচি দিলেও ডাক্তার হাজির।

আর আমরা যারা পরিশ্রমি? আমরা তো লোহা দিয়া বানানো বেডি মানুষ। সব পারি। কারো হেল্প লাগেনা। কারো এপ্রিসিয়েশন ও লাগেনা। শরীর খারাপ লাগলেও কি, মন খারাপ হইলেও কি? আমরা সব সহ্য করতে পারি।।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi's corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Urmi's corner:

Share