Little One's

Little One's Hi this is Arzo Ray, this is a digital content creator page. Here we normally upload baby grow up Image, video tutorials, video tips and tricks.

Thanks for visiting this page.

🌸 শুভ জন্মাষ্টমী 🌸আজ শ্রীকৃষ্ণের জন্মদিনে আমাদের প্রত্যেকের জীবনে আসুক প্রেম, শান্তি ও সত্যের আলো।জীবনের প্রতিটি পথে থাক...
15/08/2025

🌸 শুভ জন্মাষ্টমী 🌸
আজ শ্রীকৃষ্ণের জন্মদিনে আমাদের প্রত্যেকের জীবনে আসুক প্রেম, শান্তি ও সত্যের আলো।
জীবনের প্রতিটি পথে থাকুক ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। 🕉️💛🙏

✨ "যেখানে ধর্ম, সেখানেই জয়, জয় শ্রীকৃষ্ণ" ✨

"বাবা তো বাবাই, সেটা যেকোনো পরিস্থিতিতেই হোক না কেন।"
01/08/2025

"বাবা তো বাবাই, সেটা যেকোনো পরিস্থিতিতেই হোক না কেন।"

দেশে এখন বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার।সকালে রাস্তায় বের হলে ভাবি — “গন্তব্যে পৌঁছাতে পারব তো?”রাস্তায় হেঁটে গেলেও নিশ্...
22/07/2025

দেশে এখন বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার।

সকালে রাস্তায় বের হলে ভাবি — “গন্তব্যে পৌঁছাতে পারব তো?”
রাস্তায় হেঁটে গেলেও নিশ্চিন্ত থাকা যায় না — কখন ছিনতাই হবে, কখন বেপরোয়া গাড়ি চাপা দেবে, কে জানে!
এমনকি প্লেনে উঠলেও এখন ভয় — এইটা কি ফিটনেসপ্রাপ্ত নাকি স্ক্র্যাপ ফ্লাইট?

রাস্তায় ফিটনেসবিহীন বাস, গলিতে অপ্রশিক্ষিত রিকশাচালক,
আর আকাশে উড়ে বেড়ানো পুরাতন প্লেন —
সব মিলিয়ে যেন এক বিশৃঙ্খলার জুয়া চলছে।
বাঁচা না-বাঁচা এখন কেবল ভাগ্য আর দোয়ার ওপর নির্ভর করে।

আর যাদের দায়িত্ব আমাদের জীবন সুরক্ষিত রাখা —
তারা ব্যস্ত ক্ষমতা টিকিয়ে রাখা আর “তদন্ত চলছে” টাইপ ডায়লগে।
মানুষ মারা গেলে শুধু নিয়ম করে দুঃখ প্রকাশ হয়,
কিন্তু কাজের বেলায় শুধু নীরবতা আর ফাইল চালাচালি।

একটা রাষ্ট্র যদি নাগরিকের জীবন রক্ষা করতে না পারে,
তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন, ডিজিটাল পোস্টার আর গালভরা বক্তব্য দিয়ে কী হবে?

আজকাল মনে হয়, এই দেশে বেঁচে থাকা মানে প্রতিদিন লটারির টিকিট খুলে দেখা — আজ বাঁচব, না মরব!

21/07/2025
মাইলস্টোন ট্র্যাজেধি।নিচের হাসপাতালগুলোতে অনেক রক্ত দরকার:📍 উত্তরা বাংলাদেশ মেডিকেল📍 উত্তরা আধুনিক মেডিকেল📍 উত্তরা ক্রিস...
21/07/2025

মাইলস্টোন ট্র্যাজেধি।
নিচের হাসপাতালগুলোতে অনেক রক্ত দরকার:

📍 উত্তরা বাংলাদেশ মেডিকেল
📍 উত্তরা আধুনিক মেডিকেল
📍 উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
📍 কুয়েত মৈত্রী হাসপাতাল
📍 মনসুর আলী মেডিকেল

আর দয়া করে কেউ রাস্তায় এম্বুল্যান্স চলাচলে বাধা সৃষ্টি করবেন না। বাচ্চাদের বাঁচান। এই সময় পুরো জাতির একসাথে কাজ করা প্রয়োজন।

পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,"মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোম...
14/07/2025

পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,
"মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।"
মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন।
মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, "মা,
কাঁদছো কেনো?"
চোখ মুছতে মুছতে মা বললেন, "বাবা,
এটা আনন্দের কান্না!"
বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "আমার
জিনিয়াস বাবা,তোকে চিঠিটা পড়ে শোনাই।
মা আনন্দের সাথে চিৎকার করে স্যার‌ের ল‌েখার ভাষা বদল‌ে নিজের মত কর‌ে পড়তে লাগলেন, "ম্যাম,
আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস।
আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত
শিক্ষক আমাদের নেই।
তাই, যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে
কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে।"
পত্রখানা পড়েই মা, ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব।"
মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন
"টমাস আলভা এডিসন"
বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তাঁর।
মায়ের মৃত্যর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপ্যালের দ‌েয়া চিঠিটা পেল। চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল।
তাতে লেখা ছিল,
"ম্যাডাম,
আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড।
সে এতটাই নির্বোধ যে, তাকে শিক্ষা দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই।
কার'ও আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুন্ন হবে।
তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হল।"
শিক্ষনীয়ঃ
সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরন করবেন। বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক।

ছোট  বাচ্চাদের লালন-পালনে একটু কষ্ট হলেও, এদের শৈশবের কিউট কিউট দুষ্টুমি গুলো দেখলে সব কষ্ট একটু মুচকি হাসির আড়ালেই পড়...
07/07/2025

ছোট বাচ্চাদের লালন-পালনে একটু কষ্ট হলেও, এদের শৈশবের কিউট কিউট দুষ্টুমি গুলো দেখলে সব কষ্ট একটু মুচকি হাসির আড়ালেই পড়ে যায়। 🪷🌸
তখন নিজেকে সবচেয়ে ভাগ্যবান/ভাগ্যবতী মনে হয়, কারণ আমার কাছে রঙিন প্রজাপতির মতো একটি ছোট বেবি আছে।❤️

জগন্নাথ দেবের সান্নিধ্য লাভের জন্য ঢাকেশ্বরী মন্দিরে।❤️🙏🙏
04/07/2025

জগন্নাথ দেবের সান্নিধ্য লাভের জন্য ঢাকেশ্বরী মন্দিরে।❤️🙏🙏

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little One's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share