04/03/2024
ইন্টারন্যাশনাল ই –কমার্স বিজনেস করতে চান।
কিন্তু এই বিজনেস কিভাবে কাজ করে?
আমরা আপনাদের এ বিজনেস এর সম্পূর্ণ ধারণা শুরু থেকে শেষ অব্দি কিভাবে বিজনেস কাজ করে
এর সম্পূর্ণ ধারণা প্রদান করবো।
এটা ফ্রিল্যান্সিং কোর্স না যে আপনি প্রতিদিন ১০ ডলার ইনকাম করবেন। যদি আপনার ইচ্ছা থাকে বিনা পুঁজিতে ইন্টারন্যাশনালি একটা বিজনেস দাঁড় করাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
যদি আপনি চিন্তা করেন :
১:আমার নিজের একটা ওয়েবসাইট লাগবে। আরেকটি ওয়েবসাইট বানাতে হাজার হাজার টাকা.
২:ইন্টারন্যাশনালি ই- কমার্স বিজনেস করতে অনেক টাকার প্রয়োজন তাই আমি করবো না।
৩:আমার ইন্টারন্যাশনাল ই কমার্স বিজনেস নিয়ে কোন ধারণা নাই তাই আমি এটি করবো না.
৪:আমার পার্সোনাল ভিসা কার্ড /মাস্টার কার্ড/পেপাল নেই তাই আমি এটি করবো না.
আপনার ভুল ধারণা গুলোর সঠিক উত্তর হল :
১:আমরা ওয়েবসাইটেই লাগবে। কিন্তু এটাই আপনাদের কোন খরচ হবে না। তাই এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন।
২:ইন্টারন্যাশনাল ই-কমার্স অনেক টাকার প্রয়োজন এটা আপনার একটা ভুল ধারনা অর্গানিকভাবে মার্কেটিং এর মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার ব্যবসায় করতে পারবেন আমাদের দেখানো গাইডলাইনে।
৩:আপনার যদি ইন্টারন্যাশনাল ই- কমার্স নিয়ে কোন ধারণা না থাকে আমরা আছি কিসের জন্য? আমরা আপনাকে সম্পূর্ণভাবে বুঝাবো কিভাবে বিজনেস টি কাজ করে.। আপনি কোর্স এ যুক্ত হবেন বা না হবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমাদের লক্ষ্য আপনাদের একটি ইন্টারন্যাশনাল ই-কমার্স বিজনেস নিয়ে ধারণা প্রদান করা
৪:পেমেন্ট গেটের ঝামেলা থাকবে স্বাভাবিক কিন্তু এই সমাধানও থাকবে। পেমেন্টই আপনার কোন চিন্তা করতে হবে না।
আপনি যদি ভিডিওতে দেখা বিজনেস মডিউলটি সম্পূর্ণ একটা ধারণা পেতে চান তাইলে পেইজে যোগাযোগ করবেন। ১/২টি ক্লাস করে দেখুন ভালো লাগলে রেজিস্ট্রেশন করবেন ধন্যবাদ