Zeen Institute

Zeen Institute "Empower your brand with results-driven digital marketing solutions on Facebook."

04/03/2024

ইন্টারন্যাশনাল ই –কমার্স বিজনেস করতে চান।
কিন্তু এই বিজনেস কিভাবে কাজ করে?
আমরা আপনাদের এ বিজনেস এর সম্পূর্ণ ধারণা শুরু থেকে শেষ অব্দি কিভাবে বিজনেস কাজ করে
এর সম্পূর্ণ ধারণা প্রদান করবো।
এটা ফ্রিল্যান্সিং কোর্স না যে আপনি প্রতিদিন ১০ ডলার ইনকাম করবেন। যদি আপনার ইচ্ছা থাকে বিনা পুঁজিতে ইন্টারন্যাশনালি একটা বিজনেস দাঁড় করাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
যদি আপনি চিন্তা করেন :
১:আমার নিজের একটা ওয়েবসাইট লাগবে। আরেকটি ওয়েবসাইট বানাতে হাজার হাজার টাকা.
২:ইন্টারন্যাশনালি ই- কমার্স বিজনেস করতে অনেক টাকার প্রয়োজন তাই আমি করবো না।
৩:আমার ইন্টারন্যাশনাল ই কমার্স বিজনেস নিয়ে কোন ধারণা নাই তাই আমি এটি করবো না.
৪:আমার পার্সোনাল ভিসা কার্ড /মাস্টার কার্ড/পেপাল নেই তাই আমি এটি করবো না.

আপনার ভুল ধারণা গুলোর সঠিক উত্তর হল :
১:আমরা ওয়েবসাইটেই লাগবে। কিন্তু এটাই আপনাদের কোন খরচ হবে না। তাই এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন।
২:ইন্টারন্যাশনাল ই-কমার্স অনেক টাকার প্রয়োজন এটা আপনার একটা ভুল ধারনা অর্গানিকভাবে মার্কেটিং এর মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার ব্যবসায় করতে পারবেন আমাদের দেখানো গাইডলাইনে।
৩:আপনার যদি ইন্টারন্যাশনাল ই- কমার্স নিয়ে কোন ধারণা না থাকে আমরা আছি কিসের জন্য? আমরা আপনাকে সম্পূর্ণভাবে বুঝাবো কিভাবে বিজনেস টি কাজ করে.। আপনি কোর্স এ যুক্ত হবেন বা না হবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমাদের লক্ষ্য আপনাদের একটি ইন্টারন্যাশনাল ই-কমার্স বিজনেস নিয়ে ধারণা প্রদান করা

৪:পেমেন্ট গেটের ঝামেলা থাকবে স্বাভাবিক কিন্তু এই সমাধানও থাকবে। পেমেন্টই আপনার কোন চিন্তা করতে হবে না।
আপনি যদি ভিডিওতে দেখা বিজনেস মডিউলটি সম্পূর্ণ একটা ধারণা পেতে চান তাইলে পেইজে যোগাযোগ করবেন। ১/২টি ক্লাস করে দেখুন ভালো লাগলে রেজিস্ট্রেশন করবেন ধন্যবাদ

28/02/2024

আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনারা যদি ইন্টারন্যাশনাল ই-কমার্স বিজনেস করার উদ্দেশ্য থাকে এবং এর প্রতিটি বিষয় নিয়ে কাজ করার আগ্রহ থাকে তাহলে আমাদের কোর্সের রেজিস্ট্রেশন করবেন ধন্যবাদ.

ডিজিটাল এফিলিয়েট মার্কেটিং: অনলাইনে আয় করার নতুন দিগন্ত  আজকের ডিজিটাল যুগে অনলাইনে আয় করার পথ একেবারেই নতুন। আপনার ক...
21/12/2023

ডিজিটাল এফিলিয়েট মার্কেটিং: অনলাইনে আয় করার নতুন দিগন্ত

আজকের ডিজিটাল যুগে অনলাইনে আয় করার পথ একেবারেই নতুন। আপনার কাছে যদি ইন্টারনেট সংযোগ থাকে এবং কিছু মনোযোগ থাকে, তাহলে ডিজিটাল এফিলিয়েট মার্কেটিং আপনার জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

এফিলিয়েট মার্কেটিং কী? পুরো ডিটেলস বুঝে নিন:

এফিলিয়েট মার্কেটিং অনলাইনে আয় করার একটা জনপ্রিয় উপায়। এই পদ্ধতিতে আপনি অন্য কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে কমিশন আয় করতে পারেন। আপনি প্রচারক হিসেবে কাজ করেন, এবং কোম্পানির লিংক শেয়ার করে মানুষকে কেনাকাটা করতে অনুপ্রেরণা দেন। যখন কেউ আপনার লিংক ক্লিক করে এবং প্রোডাক্ট ক্রয় করে, তখন কোম্পানি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দেয়। ঘরে বসে আয় করুন অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে! মাত্র ৪০০ টাকায়

কীভাবে কাজ করে?

1. এফিলিয়েট প্রোগ্রামে যোগদান করুন: প্রথমে, আপনার পছন্দের কোম্পানির এফিলিয়েট প্রোগ্রামে যোগদান করুন। অনেক কোম্পানির নিজস্বা এফিলিয়েট প্রোগ্রাম থাকে, আবার কিছু এফিলিয়েট নেটওয়ার্ক রয়েছে, যেখানে এক প্লাটফর্ম থেকে একাধিক কোম্পানির প্রোডাক্ট প্রমোট করতে পারেন।

2. লিংক পান: প্রোগ্রামে যোগদানের পর, আপনাকে প্রমোট করার জন্য এফিলিয়েট লিংক দেওয়া হবে। এই লিংক সাধারণ লিংকের চেয়ে আলাদা, কারণ এতে আপনার এফিলিয়েট আইডি থাকে। যখন কেউ এই লিংক ক্লিক করে, তখন কোম্পানি জানতে পারে যে ক্রেডিট আপনাকে দেওয়া উচিত।

3. প্রচার করুন: এবার আপনার কাজ হল সেই প্রোডাক্ট বা সার্ভিস লোকজনকে পৌঁছে দেওয়া। ব্লগ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইমেইল মার্কেটিং, এমনকি অফলাইনও - বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে আপনি আপনার লিংক শেয়ার করতে পারেন।

4. বিক্রি হয় - আপনি আয় করেন: যখন কেউ আপনার লিংক ক্লিক করে এবং প্রোডাক্ট ক্রয় করে, তখন আপনাকে কমিশন দেওয়া হয়। কমিশনের হার প্রোডাক্ট ও কোম্পানি অনুযায়ি ভিন্ন হয়। কিছু ক্ষেত্রে এটি প্রোডাক্টের দামের একটি শতকরা, আবার কিছু ক্ষেত্রে ফ্ল্যাট রেট দেওয়া হয়।
# # # এফিলিয়েট মার্কেটিংয়ের সুবিধা:

* **নগদ আয়ের দুর্দান্ত সম্ভাবনা: যদি আপনি সঠিক প্রোডাক্ট এবং প্লাটফর্ম বেছে নেন এবং কার্যকরী প্রমোশন করেন, তাহলে উল্লেখযোগ্য আয় করতে পারেন।

* **নমনীয়তা : আপনি নিজের সময় অনুযায় কাজ করতে পারেন।

* **কম ঝুঁকি: আপনার নিজের প্রোডাক্ট বা স্টক রাখার প্রয়োজন নেই, তাই ঝুঁকিও কম।

* **বিভিন্ন ধরনের আয়ের উৎস: একই সাথে একাধিক কোম্পানির প্রোডাক্ট প্রমোট করতে পারেন।

যারা জীবনে একধাপ এগিয়ে যেতে চান, স্বপ্ন পূরণের পথে এগোতে চান, তাদের জন্যই এই কোর্স। আজই যোগাযোগ করো, তোমার সাফল্যের গল্প শোনার অপেক্ষায় রয়েছি আমরা!

ঘরে বসে আয় করুন অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে!  মাত্র ৪০০ টাকায়**চাকরি না, ব্যবসা! মাসে ৫০০ ডলার পর্যন্ত  আয় করুন, সফল...
17/12/2023

ঘরে বসে আয় করুন অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে! মাত্র ৪০০ টাকায়

**চাকরি না, ব্যবসা! মাসে ৫০০ ডলার পর্যন্ত আয় করুন, সফল অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে!**

আপনি কি চান স্বাধীনতা? নিজের বস হয়ে কাজ করার স্বপ্ন? তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্যই! মাত্র ৪০০ টাকার এই অসাধারণ কোর্সে শিখুন, কীভাবে অনলাইনে ঘরে বসে ডলার আয় করবেন!

**আমাদের কোর্স কেন সেরা?**

* **চমৎকার মূল্য:** মাত্র ৪০০ টাকায় পান সম্পূর্ণ কোর্স, কোনো লুকোচুরি খরচ নেই!

* **সরল ও কার্যকরী পদ্ধতি:** জটিলতা ছাড়া, সহজে বোঝার উপায়ে শেখানো হবে প্রতিটি ধাপ।
* **বিনামূল্যে পান সব প্রিমিয়াম টুলস:** কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ব্যবহার করুন সফল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের শীর্ষস্থানীয় টুলস!
* **প্রমাণিত ফলাফল:** আমাদের ছাত্ররা ইতিমধ্যেই মাসে ৫০০ ডলারের বেশি আয় করছেন! আপনিও পারবেন!
* **জীবনব্যাপী সাপোর্ট:** লাইভ কোর্স এবং রেকর্ডিং: অভিজ্ঞ শিক্ষকের কাছে লাইভ কোর্সে শিখুন। কোর্স মিস করে গেলে চিন্তা নেই, সবকিছুর রেকর্ডিং আপনার কাছেই থাকবে।কোনো প্রশ্ন থাকলে, আমরা সর্বদা আপনার পাশে থাকব।
**আপনি শিখবেন:**
* অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করে?
* লাভজনক niche বাছাই করার কৌশল।
* ট্রাফিক আনার কার্যকরী পদ্ধতি।
* কনভার্শন রেট বাড়ানোর গোপন কৌশল।
* সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম বাছাই করা।

* এবং আরও অনেক কিছু!
**আপনার আর অপেক্ষা করার দরকার নেই!**

আজই আমাদের কোর্সে যোগ দিন এবং আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যাত্রা শুরু করুন! ৪০০ টাকার বিনিময়ে আপনি অর্জন করতে পারেন অসীম সম্ভাবনা!

**আপনার আর অপেক্ষা করার দরকার নেই!**

আজই আমাদের কোর্সে যোগ দিন এবং আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যাত্রা শুরু করুন! ৪০০ টাকার বিনিময়ে আপনি অর্জন করতে পারেন অসীম সম্ভাবনা!

এখানে যেতে সময় নষ্ট করবেন না - আপনি যদি মুক্ত একটি উজ্জ্বল ভবিষ্যদ্বারা সাহায্য করতে চান, তবে আমাদের কোর্স এ এখনই যোগ দিন!

**এই সুযোগ হাতছাড়া করবেন না! আজই শুরু করুন আপনার আয়ের যাত্রা!

আপনাদের ক্লাস আগামী রবিবার রাত ১০:০০ অনুষ্ঠিত হবে। ক্লাস করতে যারা আগ্রহী তারা Zeen affiliate  এই পেইজে  মেসেজ দিয়ে  নি...
09/12/2023

আপনাদের ক্লাস আগামী রবিবার রাত ১০:০০ অনুষ্ঠিত হবে। ক্লাস করতে যারা আগ্রহী তারা Zeen affiliate এই পেইজে মেসেজ দিয়ে নিজেদের সিরিয়াল নাম্বার এবং কোড নিয়ে নিবেন কেননা আপনাদের আগামী ক্লাস থেকেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ক্লাস হবে।যাদের Zeen Affiliate এর উপর বিশ্বাস আছে শুধুমাত্র তারাই পেজে মেসেজ দিবেন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ

শুনুন আমি আপনাদের বাকি পাঁচটা ফ্রিল্যান্সিং পেজের মত বলবো না যে আপনি প্রতিদিন ১০ থেকে ৩০ ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু ...
02/12/2023

শুনুন
আমি আপনাদের বাকি পাঁচটা ফ্রিল্যান্সিং পেজের মত বলবো না যে আপনি প্রতিদিন ১০ থেকে ৩০ ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু আমি আপনাদের বলতে পারবো আপনি যদি সততার সাথে এবং দৃঢ় প্রতিজ্ঞ ভাবে আমাদের দেখানো নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে থাকেন আপনি অবশ্যই আপনার ইনকাম তৈরি করতে পারবেন। হয়তো ভাবছেন বাকি পেজগুলোর মতই তো একই কথা বলছি ? এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে আপনি আমাদের প্রথম ক্লাস করে দেখুন?আশা করি Zeen affiliate আপনাকে নিরাশ করবে না। আমি বাইরের বাকি সব পেজের মত বলবো না যে ১ হাজার ২ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করুন। কেননা আমি বিশ্বাস করি আপনারা যদি সফল হন অবশ্যই আপনাদের মন থেকে দোয়া /আশীর্বাদ পড়বে যা আমাদের জন্য যথেষ্ট কেননা আমরা চাই আমাদের সবার বেকারত্ব /স্টুডেন্ট লাইফ থেকে অনলাইনে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলি কেননা বর্তমানে অনলাইনের মাধ্যমে নিজেদের অনলাইন ক্যারিয়ার গড়ে তোলার অনেক পথ রয়েছে যা আপনাদের সকলের বেকারত্ব সময় কাটিয়ে নিজেদের ক্যারিয়ার গঠনে সহায়তা করবে ধন্যবাদ।

আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যদি Zeen Affiliate   এর মাধ্যমে স্থায়ীভাবে প্রতিমাসে   টাকা ইনকামের প্রুভেন পদ্ধতি ফলো ক...
28/11/2023

আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যদি Zeen Affiliate এর মাধ্যমে স্থায়ীভাবে প্রতিমাসে টাকা ইনকামের প্রুভেন পদ্ধতি ফলো করে কাজ করতে চান, তাহলে জয়েন করে ফেলুন এই ইউনিক এই Zeen Affiliate প্রোগ্রামে
যার ফলে ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মার্কেটিং ইত্যাদি আরও বিভিন্ন উপায়ে ইনকাম জেনারেটের প্রুভেন পদ্ধতি কোর্সে শিখানো হবে। যার সব কিছু আপনি মোবাইল দিয়েই করতে পারবেন।
ভালোভাবে ১ মাস কোর্সের দেখানো নিয়মে কাজ করলে, আপনি আপনার কাজের রেজাল্ট দেখা শুরু করবেন। আমাদের এই প্রোগ্রামে নেই কোন আলাদা খরচ
হইতো অনেক পেজ দেখেছেনযে ক্লাস চলাকালীন সময়ে টাকা নিয়ে থাকে । কিন্তু আমরা আপনার থেকে শুরুতে বা শেষে একটা টাকাও নিবনা আমরা চাই আপনারা সকলে নিজেদের প্রমান করে দেখান অনেক পেজ এইত বিশ্বাস করলেন এইবার না হই( Zeen affiliate) এই বিশ্বাস করে দেখুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zeen Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zeen Institute:

Share