04/03/2024
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বাংলাদেশ কি অবস্থা আল্লাহই ভালো জানে সামনের রমাদান এ সময় চিনির গোডাউনে আগুন লাগলো
তো বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী কিছু কুলাঙ্গার আছে এইতো একটা সুযোগ পাইয়ে গেছে
এ অবস্থায় কি বলবো আর একদিকে এক গজব
বাংলাদেশে চিনির গোডাউন আগুন লাগছে
এ রমাদানে হায়রে গরিব মানুষ গুলো চিনি কিনে খেতে পারবে না আমার মনে হয়
আল্লাহ বাংলাদেশের উপর রহমত দান করুন
এদিকে আরেকটা নিউজ বারবার ফেসবুকে ঢুকলে দেখি চট্টগ্রামে এক মাজার পূজারী মাওলানা জাহাঙ্গীর আলম এরে কেউ আটকা এত পুরা আলেম সমাজ নষ্ট করে দিতেছে আমি বুঝিনা ওরা ওয়াজ করে মানুষকে বলে গীবত করত না এখন দেখি ওরাই করে
আল্লাহ হেদায়েত করুক
বাংলাদেশের প্রশাসন কে আমরা প্রবাসী রা ধন্যবাদ জানাই আপনারা প্রতিটা রেস্টুরেন্ট এ তদারকি করেন যেখানে অনিয়ম পাবেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিবেন
খাবার খেতে যেয়ে যেন লাশ হইয়া ঘরে না ফিরে
ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে
কিছুক্ষণ আগে একটা বিষয় দেখলাম টিউমারে অপারেশন করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরল
বাংলাদেশে এ কি অবস্থা হচ্ছে বুঝতেছিনা
খতনা করতে যাচ্ছে লাশ হয়ে ঘরে ফিরতেছে
এসব ডক্টর সার্টিফিকেট দিয়েছে কে
এসব হসপিটাল গুলোতে কয়দিন প্রশাসন তদারকি করলে ঠিক হয়ে যাবে
ইনশাআল্লাহ