18/01/2025
ভুয়ো কাগজের উড়োজাহাজ অনলাইন আক্তার।
ভূমি খেকো স্কুল খেকো আক্তার।
Islamic scholar, writer, researcher, educator and renowned TV preacher. Founder & Chairman of several Islamic English medium schools in Bangladesh.
Fulbaria
Be the first to know and let us send you an email when Mufti Kazi Muhammad Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Mufti Kazi Muhammad Ibrahim:
শিশুদের প্রতি রাসুল (সাঃ) এর আচরন কেমন ছিলো?
♥ রাসূলে কারীম (সাঃ) সিজদায় গিয়েছেন আর হাসান বা হুসাইন রা. তাঁর পিঠে চড়ে বসেছেন। ফলে তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন। (অপেক্ষা করতেন কখন তারা পিঠ থেকে নামবে)। ® সুনানে নাসাঈ, হাদীস ১১৪১; মুসনাদে আহমাদ, হাদীস ২৭৬৮৮; মুসতাদরাকে হাকেম, হাদীস ৪৭৭৫
♥আকরা ইবনে হাবিস নামে একজন রাসুল (সাঃ) হাসানকে চুমু খাওয়া দেখে তিনি বললেন, আমার দশটি সন্তান রয়েছে। আমি তাদের কাউকে চুমু খাইনি। নবীজী তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হবে না। ® সহীহ বুখারী, হাদীস ৫৬৫১; সহীহ মুসলিম, হাদীস ৬৫; সুনানে আবু দাউদ, হাদীস ৫২১৯
♥ছোটদের প্রতি দয়া না করলে নবীজী অনেক রাগ করতেন। হযরত উবাদাহ ইবনে ছামিত রা. বলেন, নবী কারীম (সাঃ) ইরশাদ করেছেন, ঐ ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আমাদের বড়কে সম্মান করে না এবং আমাদের ছোটকে দয়া করে না এবং আমাদের আলিমের হক রক্ষা করে না। ® মুসনাদে আহমাদ, হাদীস ২২৬৫৪