বোরহান ভাই

বোরহান ভাই Enjoying the simple pleasures of life.

21/07/2025

যদি মৃ'তের সংখ্যা কমায়ে দিলে মা'য়ের কোলে তাজা ফিরে যাইতে পারে তো কমায়ে দেন!

21/07/2025

'আর দশ মিনিট পরেই স্কুল ছুটি হয়ে যেতো'...আহা!!!

এগুলা নিচক ভন্ডামি। আর কিছুই না। দয়া করে কেউ কমেন্টে যুক্তি দেখাতে আইসেন না।
21/07/2025

এগুলা নিচক ভন্ডামি।
আর কিছুই না।

দয়া করে কেউ কমেন্টে যুক্তি দেখাতে আইসেন না।

21/07/2025

দূর্ঘটনা বলবেন না। এটা দূর্ঘটনা না। ডাইনোসর যুগের প্লেইন-সরঞ্জাম দিয়ে ট্রেনিং দেওয়াবেন, আর পাইলট মরবে, মানুষ মরবে, মানুষের বাচ্চারাও মরবে, আর আমরা বলবো 'দূর্ঘটনা', এটাতো হবে না।

21/07/2025

ফুলের মত বাচ্চাগুলোকে এইবারের মত বাঁচায় ফিরায় দাও উপরওয়ালা।

😭রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে 😭অনেক শিক্ষার্থী আহত হ...
21/07/2025

😭রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে 😭অনেক শিক্ষার্থী আহত হয়েছে 😭😭

20/07/2025

আজীবন একটা জিনিস দেখলাম। আমার জন্য অপেক্ষা করার কেউনাই। আমি সারাজীবন হয় সেকেন্ড চয়েজ নাইলে রিপ্লেসেবল কেউ ছিলাম। কারো জন্য ম্যান্ডেটোরি ছিলাম না। "তোমাকে লাগবেই" বা "তোকে লাগবেই" কিংবা তোমাকে ছাড়া আমার চলবেইনা এই টাইপের কেউ আমার নাই। না বন্ধু, না প্রেমিক, না কাছের মানুষজন।

কারো সেকেন্ড চয়েজ, অপশনাল চয়েজ হিসাবে বেঁচে থাকাটা অতোটা সুখের না, সম্মানেরও না। তবুও বেঁচে থাকতে হয়। থাকি!'❤

20/07/2025

ভিডিও কলে বক্তব‍্য দেওয়ার এই এক সুবিধা: গরম নাই, ঠেলাঠেলি নাই, অজ্ঞান হবার ঝামেলাও নাই।

20/07/2025

বাংলাদেশে জন্ম না নিলে বুঝতামইনা, এদেশের রাজনৈতিক দলগুলো এতো মা"রা"মা&রি করছে শুধু জনগণের সেবা করার জন্য! 🙂

এক সকালে Shanto Mariam University এর কিছু বন্ধুদের সাথে ফিল্ম নিয়ে আড্ডা! আড্ডা শুধু আনন্দই দেয় না, মাঝে-মধ্যে কিছু শিখত...
20/07/2025

এক সকালে Shanto Mariam University এর কিছু বন্ধুদের সাথে ফিল্ম নিয়ে আড্ডা!
আড্ডা শুধু আনন্দই দেয় না, মাঝে-মধ্যে কিছু শিখতেও সাহায্য করে।
ধন্যবাদ ভাই-বন্ধু Islam Shafique

05/07/2025

তার কপালে আমি নেই! আমার কপালে সে নেই! অথচ তার হৃদয়ে আমি থাকি! আমার হৃদয়ে সে থাকে! এ কেমন ভাগ্যের অংক? কোন সূত্রে এর সমাধান? আধেও কি মিলবে হিসাব?

05/07/2025

তুমি চাইলে রাখতে পারতে..."

তুমি চাইলে রাখতে পারতে আমায়—
এই অন্তরের গহীন এক কোনায় আশ্রয় দিতে পারতে,
একটু ঠাঁই দিতে পারতে,
যেখানে তোমার নিঃশ্বাসে আমার নিঃশেষ হয়ে যাওয়াটাও হতো শান্তি।

কিন্তু তুমি ছুঁড়ে ফেলেছো আমাকে
একটা কাগজের নৌকা বানিয়ে—
ঝড়ের নদীতে,
যেখানে ফিরে আসা মানে কেবল ভেসে যাওয়া… আর ডুবে যাওয়া।

তুমি ভেঙে ফেলেছো আমাকে
একটা চিনচিনে ব্যথার মতো,
যেন কোনো মোমবাতির আগুনে নিঃশেষ হওয়া স্বপ্ন।
আমার ইচ্ছেগুলো, আমার কষ্ট, অনুভূতিগুলো—
সব পুড়ে গেছে তোমার ব্যবহারের অনলে।

আমি হয়তো করেছিলাম ভুল,
হয়তো সত্যিই ছিলাম এক অবাঞ্ছিত পাপ—
কিন্তু সেই ভুলের কাছে তোমার শূন্যতা অনেক বড়ো শাস্তি হয়ে ফিরে এসেছে আমার হৃদয়ে।

আজও ভালোবাসি তোমায়—
এই চারপাশের ইলেকট্রিক আলোয় আমি এক আবিদ্যা হয়ে হাঁটি,
মনে হয়, আমার সমস্ত পথ ভুলে গেছে তোমার গন্ধ।
তবুও, আমি হারিয়ে গেছি তোমার ভালোবাসায়।
এখনো… প্রতিটা নিঃশ্বাসে ভালোবাসি তোমায়।

আমি বাঁচবো—
একটা সমুদ্র, একটা আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে,
তুমি না থেকেও আছো আমার প্রতিটা অভিমানে।

আমি পাপী হতে পারি,
কিন্তু আমার পাপগুলো মুছে ফেলার জন্য
শুধু তোমার একবার ফিরে আসাটাই যথেষ্ট ছিল।
আমি চেয়েছিলাম একটা হাত—
যে হাত আমার দুঃসময় মুছে দেবে,
আমার বিষণ্নতা আর শূন্যতায় আলো জ্বালাবে।

কিন্তু সেই আলো আর জ্বলল না…

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when বোরহান ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share