05/07/2025
তুমি চাইলে রাখতে পারতে..."
তুমি চাইলে রাখতে পারতে আমায়—
এই অন্তরের গহীন এক কোনায় আশ্রয় দিতে পারতে,
একটু ঠাঁই দিতে পারতে,
যেখানে তোমার নিঃশ্বাসে আমার নিঃশেষ হয়ে যাওয়াটাও হতো শান্তি।
কিন্তু তুমি ছুঁড়ে ফেলেছো আমাকে
একটা কাগজের নৌকা বানিয়ে—
ঝড়ের নদীতে,
যেখানে ফিরে আসা মানে কেবল ভেসে যাওয়া… আর ডুবে যাওয়া।
তুমি ভেঙে ফেলেছো আমাকে
একটা চিনচিনে ব্যথার মতো,
যেন কোনো মোমবাতির আগুনে নিঃশেষ হওয়া স্বপ্ন।
আমার ইচ্ছেগুলো, আমার কষ্ট, অনুভূতিগুলো—
সব পুড়ে গেছে তোমার ব্যবহারের অনলে।
আমি হয়তো করেছিলাম ভুল,
হয়তো সত্যিই ছিলাম এক অবাঞ্ছিত পাপ—
কিন্তু সেই ভুলের কাছে তোমার শূন্যতা অনেক বড়ো শাস্তি হয়ে ফিরে এসেছে আমার হৃদয়ে।
আজও ভালোবাসি তোমায়—
এই চারপাশের ইলেকট্রিক আলোয় আমি এক আবিদ্যা হয়ে হাঁটি,
মনে হয়, আমার সমস্ত পথ ভুলে গেছে তোমার গন্ধ।
তবুও, আমি হারিয়ে গেছি তোমার ভালোবাসায়।
এখনো… প্রতিটা নিঃশ্বাসে ভালোবাসি তোমায়।
আমি বাঁচবো—
একটা সমুদ্র, একটা আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে,
তুমি না থেকেও আছো আমার প্রতিটা অভিমানে।
আমি পাপী হতে পারি,
কিন্তু আমার পাপগুলো মুছে ফেলার জন্য
শুধু তোমার একবার ফিরে আসাটাই যথেষ্ট ছিল।
আমি চেয়েছিলাম একটা হাত—
যে হাত আমার দুঃসময় মুছে দেবে,
আমার বিষণ্নতা আর শূন্যতায় আলো জ্বালাবে।
কিন্তু সেই আলো আর জ্বলল না…